বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

বালুরঘাটে পথ দুর্ঘটনা, জখম ৪

বালুরঘাটে পথ দুর্ঘটনা, জখম ৪

রাস্তার ধারে থাকা ডিভাইডারের ইলেক্ট্রিক পোলের সঙ্গে সজোরে ধাক্কা। দুর্ঘটনার কবলে পড়ল একটি চারচাকা গাড়ির। গতকাল, বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে। পুলিস সূত্রে খবর, ওই গাড়িতে ছিলেন চারজন যাত্রী। তার মধ্যে দুজন শিশুও ছিলেন। প্রত্যেকেই গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে গতকাল, রাতেই বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। যার মধ্যে একজনকে গতকাল গভীর রাতেই কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিস।