শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

নববর্ষে সোনা কেনার ধুম ভিড় এড়াতে চলছে প্রি-বুকিংও

 শুধু ধনতেরাস নয়, নববর্ষ উপলক্ষ্যেও বাঙালির সোনা কেনার ধুম পড়েছে। পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতিতে এক বিশেষ তাৎপর্য বহন করে।

নববর্ষে সোনা কেনার ধুম ভিড় এড়াতে চলছে প্রি-বুকিংও

ইন্দ্রজিৎ রায়, বোলপুর: শুধু ধনতেরাস নয়, নববর্ষ উপলক্ষ্যেও বাঙালির সোনা কেনার ধুম পড়েছে। পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতিতে এক বিশেষ তাৎপর্য বহন করে। বাংলা নববর্ষের প্রথম দিন হওয়ার পাশাপাশি এদিন গণেশপুজো। অর্থাৎ, সুখসমৃদ্ধি কামনার একটি বিশেষ দিন। বাংলা নববর্ষের প্রথম দিনে সোনা কিনলে পরিবারে সৌভাগ্য আসে বলে অনেকে মনে করেন। সেকারণেই নববর্ষে সোনা ব্যবসায়ীদের পোয়াবারো।
প্রতিবছরই পয়লা বৈশাখে সোনার দোকানে ক্রেতাদের ভিড় দেখা যায়। তাই অবাঞ্ছিত ভিড় এড়াতে অনেকেই প্রি-বুকিংয়েই ভরসা করছেন। সেজন্য পয়লা বৈশাখের আগেই অনেকে সোনার দোকানে গিয়ে পছন্দমতো গয়না কিনতে ভিড় জমাচ্ছেন।
৫০বছর আগে অর্থাৎ ১৯৭৫সালে বর্তমান সময়ের তুলনায় সোনার দাম অনেক কম ছিল। তবে, অর্থনৈতিক প্রেক্ষাপট ও মুদ্রাস্ফীতির কারণে সোনার দাম এখন আকাশ ছুঁয়েছে। ১৯৭৫সালে ভারতে ১০গ্রাম সোনার গড় দাম ছিল ৫০০টাকা। নয়ের দশকেও ১০গ্রাম সোনার দাম ৩০০-৪২০০টাকার মধ্যে ঘোরাফেরা করেছে। তারপর থেকে সোনার দাম বেড়েই গিয়েছে। ২০০৭ সালে সোনার দাম ১০হাজার টাকা ছাড়িয়ে যায়। তার মাত্র ছয় বছরেই তিনগুণ বেড়ে দাম পৌঁছয় ৩০হাজারে। ২০২২সালে দাম ৫০হাজার ছাড়িয়ে ৫২হাজার টাকায় পৌঁছয়। এরপর যত দিন গিয়েছে, এই ধাতুর মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। ২০২৪ সালেই ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৭৭হাজার টাকা। কিন্তু মাত্র একবছরেই সেই দাম ৯৩ হাজার ২২৩ টাকা হয়েছে। ২২ক্যারেট সোনার দাম ৮৫হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তাই নববর্ষে বিনিয়োগ হিসেবেও সোনা কিনতে চাইছেন অনেকে।
বোলপুরেও বেশ কয়েকবছর ধরে পয়লা বৈশাখে সোনা কেনার চল বেড়েছে। অনেকক্ষেত্রেই বাড়ির মহিলারা পয়লা বৈশাখে সোনা কিনতে চান। পরিবার ও ভবিষ্যতের কথা মাথায় রেখে পুরুষরাও তাতে সহমত হন। এবারও বোলপুর শহরের বিভিন্ন ছোটবড় সোনার দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেল।
বোলপুরের একটি বিখ্যাত সোনার দোকানের মালিক মনীশ খাণ্ডেলয়াল বলেন, দামের কারণেই সোনার চাহিদা অত্যন্ত বেশি। সেজন্য সারাবছরই বেচাকেনা হয়‌। তবে ধনতেরাস, পয়লা বৈশাখ প্রভৃতি দিনে সোনা কেনার হিড়িক বোলপুর শহরে বেড়েই চলেছে। হিন্দুদের পাশাপাশি মুসলিমদের অনেকেই সম্পদ বৃদ্ধির আশায় এই বিশেষ দিনে সোনা কিনতে দোকানে আসছেন। তবে সবাই যেহেতু পয়লা বৈশাখেই সোনা কিনতে চান, তাই এদিন দোকানে খুব ভিড় হয়। তাই বহু আগে থেকেই অনেকে গয়না প্রি-বুকিং করে রাখছেন। এখনও পর্যন্ত যা বুকিং হয়েছে, তাতে গতবছরের তুলনায় এবছর ব্যবসা ডবল হবে বলে আমি আশাবাদী।