কনভয়ে চাপা পড়ে কর্মীর মৃত্যুর ঘটনায় চন্দ্রবাবুকে নিশানা করলেন জগন্মোহন
অন্ধ্রপ্রদেশের গুন্টুরে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় এবার শাসকদলকে নিশানা করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৪, ২০২৫
অমরাবতী: অন্ধ্রপ্রদেশের গুন্টুরে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় এবার শাসকদলকে নিশানা করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি। গত ১৮ জুন গুন্টুরে জনসভা করতে যাচ্ছিলেন জগন্মোহন। পথে এক কর্মীর উপর দিয়ে চলে যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়ি। জখম অবস্থায় ওই কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন জগন্মোহন। তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করে পুলিস। যদিও যাবতীয় অভিযোগকে অস্বীকার করে শাসক দল টিডিপিকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উদ্দেশে জগন্মোহন বলেন, ‘রাজনীতির মান নামিয়ে দিয়েছেন আপনি। ইচ্ছাকৃত মিথ্যা প্রচার করছেন।’ তাঁর দাবি, ঘটনার যে ভিডিও সামনে এসেছে, তা ভুয়ো। এডিট করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে বলে দাবি তাঁর। এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করে জগন্মোহন প্রশ্ন তুলেছেন, ‘কেন বিরোধী দলের নেতাদের সমর্থকদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না? বিরোধী নেতার নিরাপত্তা কোনও অনুগ্রহ নয়, তাঁর অধিকার।’ তিনি জানিয়েছেন, ওই সফরের আগে প্রশাসনকে জানিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। নিয়ম অনুযায়ী বুলেটপ্রুফ গাড়িও দেওয়া হয়নি বলে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
related_post
অমৃত কথা
-
অবিদ্যা
- post_by বর্তমান
- জুলাই 17, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 16, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 16, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 17, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 17, 2025