মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আজ, রবিবার, ছুটির দিনে কেমন থাকবে আপনার ভাগ্য? পড়ুন বিস্তারিত..

আজ, রবিবার, ছুটির দিনে কেমন থাকবে আপনার ভাগ্য? পড়ুন বিস্তারিত..

মেষ: পেশাদারদের অর্থাগম ভালো হবে। কাজকর্ম বা অন্য কোনও বিষয়ে বিশেষ কোনও সুখবর পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি।

বৃষ: পেশার প্রসারের সঙ্গে বাড়বে অর্থ উপার্জন। গৃহ পরিবেশে বড় কোনও পরিবর্তন নেই। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে।

মিথুন: সন্তানের মতিগতি ও ব্যবহারের জন্য গৃহের সদস্যদের পারস্পরিক মন্বন্তর ও অশান্তি। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।

কর্কট: প্রিয়জনের বাক্য ও ব্যবহারে মনঃকষ্ট। প্রেম-প্রণয় থেকে বিবাদের যোগ। বিদ্যায় উন্নতি।

সিংহ: অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তি ও মানসিক প্রফুল্লতা। কর্মের পরিকল্পনা রচনায় সাফল্য। বিদ্যা অনুশীলনে বাধা।

কন্যা: সন্তানের উগ্র ব্যবহারে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে। প্রেম-প্রণয়ে সংযত হয়ে চলুন। মনে অস্থিরতা।

তুলা: সৃষ্টিশীল কর্মে উল্লেখযোগ্য সাফল্য ও সম্মান প্রাপ্তি। শত্রুদের এড়িয়ে চলুন। স্বাস্থ্য চলনসই।

বৃশ্চিক: প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে সুসিদ্ধান্ত গ্রহণে বড় বিপদ থেকে উদ্ধার। শরীর-স্বাস্থ্য একপ্রকার থাকবে। মনে অস্থিরতা।

ধনু: নতুন কর্মপ্রাপ্তির যোগ। কর্মসূত্রে স্থানান্তর গমনে সাফল্য। বিদ্যা অর্জনে অগ্রগতি।

মকর: বিশেষ কোনও আনন্দ সংবাদে সপরিবারে আনন্দ উপভোগ। ব্যবসা ও পেশায় উন্নতি। উপার্জন ভালো হবে।

কুম্ভ: ব্যবসায়িক পরিকল্পনায় বড় সাফল্য ও উপার্জন বৃদ্ধি। বিদ্যার্জনের পথের বাধা কাটবে। মনে অস্থিরতা।

মীন: উচ্চশিক্ষার পথে বাধা থাকবে। ব্যবসায় শুভ। শরীর-স্বাস্থ্য ভালো যাবে