শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

‘গুডবাই ইন্ডিয়া’, শেষ ভ্লগ ব্রিটিশ যুবকের

 গুডবাই ইন্ডিয়া। বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে চায়ের কাপ হাতে ব্রিটিশ যুবক জিম মিকের এটাই ছিল শেষ ইনস্টাগ্রাম ভ্লগ। কিন্তু সেই বিমান সফরই যে শেষযাত্রা হতে চলেছে তা কে জানত? 

‘গুডবাই ইন্ডিয়া’, শেষ ভ্লগ ব্রিটিশ যুবকের

আহমেদাবাদ: গুডবাই ইন্ডিয়া। বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে চায়ের কাপ হাতে ব্রিটিশ যুবক জিম মিকের এটাই ছিল শেষ ইনস্টাগ্রাম ভ্লগ। কিন্তু সেই বিমান সফরই যে শেষযাত্রা হতে চলেছে তা কে জানত? 
বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ বিমান দুঘর্টনার সাক্ষী হয় গুজরাত। আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। সেই বিমানেরই যাত্রী ছিলেন ব্রিটিশ নাগরিক জেমি। সঙ্গে গ্রিন ল মিক। কয়েকদিন আগেই  ভারত ভ্রমণে এসেছিলেন যোগা বিশেষজ্ঞ ব্রিটিশ নাগরিক জেমি । এই সফর যে তিনি অত্যন্ত উপভোগ করেছেন, তা তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখেই বোঝা যায়। 
বুধবার রাতেও ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘এটাই ভারতে আমাদের শেষ রাত। বেশ কিছু অসাধারণ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। হয়তো এটাই আমার প্রথম ভ্লগ যেখানে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি। পুরো যাত্রার একটি ভ্লগ শীঘ্রই আসবে।’ গুজরাতি খাবারের স্বাদ নেওয়ার ভ্লগও আপলোড করেছিলেন জেমি। পাশাপাশি হোটেল নিয়েও প্রশংসা শোনা যায় এই ব্রিটিশ নাগরিকের মুখে। তারই রেশ দেখা যায় জেমির শেষ ভ্লগেও। যেখানে বিমানবন্দরে সঙ্গী গ্রিনল মিকের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় জেমিকে। 

রাশিফল