সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

বোলপুরের তৃণমূলের কার্যালয়ে কোর কমিটির বৈঠক শুরু

বোলপুরের তৃণমূলের কার্যালয়ে কোর কমিটির বৈঠক শুরু

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, রবিবার পূর্ব নির্ধারিত কোর কমিটির বৈঠক শুরু হল বীরভূমের বোলপুরের তৃণমূলের কার্যালয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই প্রতিনিধির উপস্থিতিতে বৈঠকটি বেলা ১২টা নাগাদ শুরু হয়েছে। এদিন বৈঠকে উপস্থিত রয়েছেন অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ, বিকাশ রায় চৌধুরী, অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষ ও অসিত মাল। বৈঠকে অনুপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়। গুরুত্বপূর্ণ এই বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেস কী সিদ্ধান্ত নেয় সেইদিকেই নজর রয়েছে সকলের। বিশেষত, রামপুরহাট, সিউড়ি ও বোলপুরে মহামিছিলের ডাক দিয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মিছিল আয়োজন করার ব্যাপারে কোর কমিটি ইতিবাচক পদক্ষেপ নেয় কি না সেই সিদ্ধান্তই জানা যাবে আর কিছুক্ষণ পর।