দুর্নীতির অভিযোগকারী সত্যপালের বিরুদ্ধেই চার্জশিট কেন্দ্রীয় এজেন্সির
দু’টি ফাইল। তার মধ্যে একটি কিস্তওয়ারের কিরু জলবিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত। সেই দুই ফাইলে সই করে দেওয়ার জন্য ৩০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছে।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২৩, ২০২৫
নয়াদিল্লি: দু’টি ফাইল। তার মধ্যে একটি কিস্তওয়ারের কিরু জলবিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত। সেই দুই ফাইলে সই করে দেওয়ার জন্য ৩০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকাশ্যেই এই অভিযোগ তুলেছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। ওই অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের এপ্রিলে মামলা দায়ের করেছিল সিবিআই। আর সেই মামলায় বৃহস্পতিবার সত্যপাল মালিকের বিরুদ্ধেই চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিট পেশ হয়েছে আরও পাঁচজনের বিরুদ্ধেও। উল্লেখযোগ্য বিষয় হল, জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের পদ থেকে সরে যাওয়ার পর একাধিকবার মোদি সরকারের সমালোচনা শোনা গিয়েছে মালিকের গলায়।
অনিয়মের এই মামলায় গত বছর ফেব্রুয়ারিতে মালিক ও অন্যান্যদের বিরুদ্ধে তল্লাশি চালিয়েছিল সিবিআই। আর ২০২২ সালে এফআইআর দায়ের করার পর এক বিবৃতিতে কেন্দ্রীয় এজেন্সি বলেছিল, ২০১৯ সালে কিরু জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য ২ হাজার ২০০ কোটি টাকার বরাত একটি বেসরকারি সংস্থাকে দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওই প্রকল্পের বরাত সংক্রান্ত ফাইলে সইয়ের জন্যই তাঁকে ৩০০ কোটির ঘুষের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ ছিল মালিকের। গত বছর বাড়িতে সিবিআই তল্লাশির সময় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের দাবি ছিল, তিনি নির্দোষ। যে ব্যক্তিরা ঘুষের প্রস্তাব দিয়েছিল, সিবিআইয়ের বরং তাদের বিরুদ্ধে তল্লাশি চালানো উচিত। আর এদিন চার্জশিট পেশের পর মালিক এক্স হ্যান্ডলে লিখেছেন, হাসপাতালে ভর্তি রয়েছি। কারও সঙ্গে কথা বলার মতো অবস্থা নেই। বহু শুভাকাঙ্ক্ষী ফোন করছেন। কিন্তু কথা বলতে পারছি না। -ফাইল চিত্র
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 23, 2025
অমৃত কথা
-
সন্ন্যাসী
- post_by বর্তমান
- জুন 23, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুন 21, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 21, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 21, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 22, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 22, 2025