শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

মারাঠিতে কথা না বলায় ব্যাঙ্ককর্মীদের মারের অভিযোগ

ব্যাঙ্কে ঢুকে মহারাষ্ট্র নবনর্মিাণ সেনা (এমএনএস) কর্মীদের তাণ্ডব। মারধর করা হয় ব্যাঙ্ককর্মীদের। মহারাষ্ট্রের থানে ও পুনে জেলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসে ঢুকে বুধবার এভাবেই ‘দাদাগিরি’ চালিয়েছেন রাজ থ্যাকারের দলের কর্মীরা।

মারাঠিতে কথা না বলায় ব্যাঙ্ককর্মীদের মারের অভিযোগ

পুনে: ব্যাঙ্কে ঢুকে মহারাষ্ট্র নবনর্মিাণ সেনা (এমএনএস) কর্মীদের তাণ্ডব। মারধর করা হয় ব্যাঙ্ককর্মীদের। মহারাষ্ট্রের থানে ও পুনে জেলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসে ঢুকে বুধবার এভাবেই ‘দাদাগিরি’ চালিয়েছেন রাজ থ্যাকারের দলের কর্মীরা। গ্রাহকদের সঙ্গে মারাঠি ভাষায় কথা বলেননি ব্যাঙ্ক কর্মীরা-এই অভিযোগ তুলেই হামলা চালানো হয়।  পুনের লোনাভেলায় ব্যাঙ্ককর্মীদের নিগ্রহের ঘটনায় পুলিস এফআইআর দায়ের করেছে। তবে থানের অম্বরনাথের ঘটনায় পুলিসের কাছে অভিযোগ দায়ের হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। 
লোনাভালা থানার সিনিয়র পুলিস ইনসপেক্টর সুহাস জগতাপ বলেন, ‘ব্যাঙ্ককর্মীদের শারীরিক নিগ্রহের অভিযোগে এমএনএস কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’ অন্যদিকে অম্বরনাথে ঘটনায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে এমএনএসের স্থানীয় নেতৃত্ব। 

রাশিফল