শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

গেরুয়া শিবিরকে নিশানা ‘এআই’ বাল থ্যাকারের, নয়া কৌশল উদ্ধব গোষ্ঠীর

 অবিকল বালাসাহেব থ্যাকারের কণ্ঠস্বর ও বাচনভঙ্গি! শুনলে মনে হবে যেন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন শিবসেনার প্রতিষ্ঠাতা স্বয়ং। এবার রাজনৈতিক সমাবেশেও কৃত্তিম মেধার (এআই) ব্যবহার। 

গেরুয়া শিবিরকে নিশানা ‘এআই’ বাল থ্যাকারের, নয়া কৌশল উদ্ধব গোষ্ঠীর

নাসিক (পিটিআই): অবিকল বালাসাহেব থ্যাকারের কণ্ঠস্বর ও বাচনভঙ্গি! শুনলে মনে হবে যেন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন শিবসেনার প্রতিষ্ঠাতা স্বয়ং। এবার রাজনৈতিক সমাবেশেও কৃত্তিম মেধার (এআই) ব্যবহার। আর তার প্রয়োগেই প্রয়াত বালাসাহেবের অনুরূপ কণ্ঠস্বরে ভাষণ তৈরি করল শিবসেনার উদ্ধব থ্যাকারে শিবির (ইউবিটি)। সেই ভাষণ বাজানো হল নাসিকের একটি সমাবেশে। তবে পার্থক্য একটাই। জীবিত অবস্থায় চিরকাল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বালাসাহেব। যদিও এই ‘এআই রূপে’ তাঁর নিশানায় বিজেপি এবং শিবসেনার ক্ষমতাসীন শিবিরের নেতা তথা উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। স্বাভাবিকভাবেই এ নিয়ে উদ্ধব থ্যাকারে শিবিরকে বিঁধতে ছাড়েনি বিজেপি। মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে ইউবিটির এই এআই এক্সপেরিমেন্টকে ‘শিশুসুভল দেখনদারি’ বলে কটাক্ষ করেছেন।
নাসিকে বুধবার ইউবিটির সভায় প্রয়াত বালাসাহেব থ্যাকারের এআই সৃষ্ট এই ১৩ মিনিটের ভাষণ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সেই ভাষণ শুরু হচ্ছে শিবসেনা প্রতিষ্ঠাতার ট্রেডমার্ক সম্ভাষণ দিয়ে। অবিকল বালাসাহেবের বাচনভঙ্গিতে বলতে শোনা যাচ্ছে, ‘এখানে 
উপস্থিত আমার হিন্দু ভাই-বোন ও মায়েদের শুভেচ্ছা জানাই...’। সূত্রের খবর, উদ্ধব শিবির ভবিষ্যতেও রাজনৈতিক সমাবেশগুলিতে একইভাবে প্রয়াত বালাসাহেবের এআই সৃষ্ঠ কণ্ঠস্বর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরেই বৃহন্মুম্বই পুরসভার নির্বাচন হওয়ার কথা। তার আগে এআই-এর প্রয়োগে বালাসাহেবের কণ্ঠস্বরকে হাতিয়ার করতে চাইছে তারা। ঘটনাচক্রে কংগ্রেসকে আক্রমণ করে দেওয়া বালাসাহেবের বিভিন্ন পুরনো ভাষণের ভিডিও হামেশাই ব্যবহার করতে দেখা যায় ক্ষমতাসীন গেরুয়া শিবিরের নেতাদের। ওই অবস্থায় বিজেপির রাজ্য সভাপতি বাওয়ানকুল এক্স হ্যান্ডলে খোঁচা দিয়ে লিখেছেন, ‘ওদের কথা তো কেউ-এ আর কানে তুলছে না। তাই শিবসেনা প্রধান বালাসাহেব থ্যাকারের কণ্ঠস্বর নকল করার এই শিশুসুলভ দেখনদারি।’