গুজরাত ও পাঞ্জাবের আসন ধরে রাখল আপ, কেরলে জয় ছিনিয়ে নিল কংগ্রেস
দিল্লিতে আপকে ধরাশায়ী করলেও প্রবল চেষ্টাতেও মোদি-শাহর দল পারল না পাঞ্জাবে। এমনকী নিজেদের ডাবল ইঞ্জিন রাজ্য গুজরাতেও।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৪, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে আপকে ধরাশায়ী করলেও প্রবল চেষ্টাতেও মোদি-শাহর দল পারল না পাঞ্জাবে। এমনকী নিজেদের ডাবল ইঞ্জিন রাজ্য গুজরাতেও। সোমবার উপনির্বাচনের ফল প্রকাশে স্পষ্ট, মোদি সরকারের ১১ বর্ষ পূর্তির সময়কালেও প্রধানমন্ত্রীর কোনও প্রভাব কাজে এল না। তবে কি জনপ্রিয়তা কমছে মোদির? শুরু হয়েছে জল্পনা।
গুজরাত এবং পাঞ্জাব— দুই রাজ্যেই বিধানসভা উপনির্বাচনে আম আদমি পার্টির প্রার্থীকে হারাতে ব্যর্থ বিজেপি। খোদ গুজরাতের বিসাবদর কেন্দ্রে বিজেপির প্রার্থী কিরিট প্যাটেলকে ১৭ হাজার ৫৫৪ ভোটে হারিয়ে আসন নিজেদের দখলেই রাখল আপ। জিতলেন গোপাল ইতালিয়া। ৫১.০৪ শতাংশ ভোট পেয়ে স্রেফ জেতেননি, ভোট বাড়িওয়েছেন ৫.৮৬ শতাংশ। ফলে মোদি-শাহর রাজ্য গুজরাতে আপ যেমন অক্ষত রইল, একইভাবে হার হল বিজেপির।
একই হাল পাঞ্জাবে। উপনির্বাচনের ফলাফলে লুধিয়ানা-পশ্চিম আসনটি আম আদমি পার্টির থেকে কাড়তে পারল না গেরুয়া শিবির। জিতলেন আম আদমি পার্টির সঞ্জীব অরোরা। বিজেপি এখানে তৃতীয়। পদ্মপ্রার্থী জিওন গুপ্তার ভোটও জুটল মাত্র ২২.৫৩ শতাংশ। গতবারের চেয়ে ভোট কমেও গেল ১.৬৭ শতাংশ। দ্বিতীয় স্থানে কংগ্রেস। সঞ্জীব অরোরা বর্তমানে আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য। শীঘ্রই তিনি ইস্তফা দেবেন। সেই জায়গায় দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কি তবে আসছেন সংসদে। হচ্ছেন সাংসদ? জল্পনা ছিল জোর। যদিও সোমবার তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, রাজ্যসভার সদস্য তিনি হচ্ছেন না। কেরলেও দাঁত ফোটাতে পারলেন না মোদি। নীলাম্বুর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি রইল চতুর্থ স্থানে। দলের প্রার্থী মোহন জর্জের ভোট জুটল মাত্র ৪.৯১ শতাংশ। দক্ষিণ ভারতের এই রাজ্যের উপনির্বাচনে শাসক দল সিপিএম নেতৃত্বাধীন এলডিএফও হারল। আসনটি ছিনিয়ে নিল কংগ্রেস। সিপিএমের এম স্বরাজকে ১১ হাজার ৭৭ ভোটে হারিয়ে জিতলেন ইউডিএফ প্রার্থী কংগ্রেসের আর্যাধন সৌকত। ৪৪.১৭ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তৃণমূলের কেরল সভাপতি পি ভি আনোয়ার নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। পেয়েছেন ১৯ হাজার ৭৬০। শতাংশের হিসেবে ১১.২৩। বিজেপির চেয়ে বেশি। আগামী বছর কেরলে বিধানসভা ভোট। তার আগে উপনির্বাচনের ফলাফলে কংগ্রেস আসন ছিনিয়ে আনায় আগামীতে আশার আলো দেখছে রাহুল গান্ধীর দল। প্রার্থীর হয়ে প্রচারেও গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপির স্বান্ত্বনা স্রেফ গুজরাতের কড়ি আসন। এই আসন ধরে রাখল বিজেপি। জিতেছেন রাজেন্দ্র ছাওড়া। দ্বিতীয় স্থানে কংগ্রেস।
related_post
অমৃত কথা
-
অবিদ্যা
- post_by বর্তমান
- জুলাই 17, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 16, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 16, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 17, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 17, 2025