আরও ৩টি হেরিটেজ জীববৈচিত্র্য সাইট পশ্চিমবঙ্গে, ঘোষণা পর্ষদ চেয়ারম্যানের
জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীববৈচিত্র প্রায় ধ্বংসের মুখে। মঙ্গলবার ছিল আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। সে দিন এ কথা আরও একবার মনে করিয়ে দিলেন পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের চেয়ারম্যান হিমাদ্রিশেখর দেবনাথ।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২৩, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীববৈচিত্র প্রায় ধ্বংসের মুখে। মঙ্গলবার ছিল আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। সে দিন এ কথা আরও একবার মনে করিয়ে দিলেন পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের চেয়ারম্যান হিমাদ্রিশেখর দেবনাথ। এই বিশেষ দিনটি উদযাপনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল পর্ষদ। সেখানে জীববৈচিত্র্য রক্ষায় কী কী উদ্যোগ নিয়েছে পর্ষদ তা জানান চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানা গিয়েছে, দেশে মোট ৩৭টি জীববৈচিত্র্য হেরিটেজ সাইট রয়েছে। তার মধ্যে ১০টি রয়েছে বাংলায়। পর্ষদ চেয়ারম্যান বলেন, ‘বাংলায় খুব তাড়াতাড়ি আরও তিনটি হেরিটেজ সাইট ঘোষণা হবে। এছাড়াও আমরা ৮৪টি স্কুলে প্রজাপতি বাগান তৈরি করেছি। স্কুলে কিচেন গার্ডেন হয়েছে। মত্স্যদপ্তরের সঙ্গে অভয় পুকুর তৈরি হয়েছে। যেখানে হারিয়ে যাওয়া মাছের প্রজাতির চাষ হচ্ছে।’ এছাড়াও ওষুধ তৈরি হয় এমন গাছেরও সংরক্ষণ হচ্ছে। একটা সময় প্রায় পাঁচ হাজার প্রজাতির চাল পাওয়া যেত। তার সংখ্যা এখন কমে ৩০০ থেকে ৪০০’তে এসে দাঁড়িয়েছে। শুধু চাল নয় বেগুন, পেঁয়াজ সহ একাধিক সব্জির নানা প্রজাতিও বিলোপের পথে। শীঘ্রই বিভিন্ন প্রজাতির চালের একটি বিক্রয়কেন্দ্র শহরে খোলা হবে। মন্ত্রী বলেন, ‘মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। স্কুলগুলিতে আরও বেশি করে প্রজাপতি বাগান তৈরি করতে হবে। এই বিষয়গুলি নিয়ে মানুষের মধ্যে আরও প্রচার করার দরকার।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব রোশনি সেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র সহ অন্যান্য আধিকারিকরা। নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। তিনি পরিবেশের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কথা বলেন।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 23, 2025
অমৃত কথা
-
সন্ন্যাসী
- post_by বর্তমান
- জুন 23, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুন 21, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 21, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 21, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 22, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 22, 2025