কলকাতা

কাকদ্বীপে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ, বিক্ষোভ বাসিন্দাদের

সংবাদদাতা, কাকদ্বীপ: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর রামতনুনগরে। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে প্রায় চার ঘণ্টা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিস। তারা পরিস্থিতি সামাল দেওয়ার পর বিকেলে আবার রাস্তার কাজ শুরু হয়।
জানা গিয়েছে, প্রায় ১৫ দিন আগে দুই নম্বর রামতনুনগরে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু করা হয়েছে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই কাজ চলছিল। প্রায় দুই কিলোমিটার ঢালাই রাস্তার জন্য প্রায় সাড়ে ৬৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। রাস্তার নীচে নতুন ইট দিয়ে ‘সোলিং’ করে ঢালাই দেওয়া হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, সোলিংয়ের ইট সহ রাস্তা তৈরির প্রতিটি সামগ্রীই নিম্নমানের। এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা মোহম্মদ রেজ্জাক মোল্লা বলেন, রাস্তা তৈরির জন্য নিম্নমানের ইট সহ স্টোনচিপ ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এমনকী কোথাও মাত্র দুই, আবার কোথাও আড়াই ইঞ্চির ঢালাই দেওয়া হচ্ছে। ফলে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। তাঁরা কাজের সরকারি নির্দেশ (ওয়ার্ক অর্ডার) দেখতে চাইছেন। মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হারু রশিদ পাইক বলেন, রাস্তা নির্মাণ করা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে। তবে এদিন এলাকাবাসীরা কাজের ওয়ার্ক অর্ডার দেখার পর বিকেল নাগাদ আবার রাস্তা তৈরি শুরু করা হয়। - নিজস্ব চিত্র
20d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা