কলকাতা

রিকশতে ফেরার পথে ছিনতাই ৬ লক্ষ টাকা, ধৃত অ্যাপবাইক চালক

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রিকশতে চেপে বাড়ি ফিরছিলেন এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী। সঙ্গে ছিল প্রায় ৬ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ৬০ হাজার টাকা। ব্যাঙ্কের লকার থেকে ওই গয়না বের করেই ফিরছিলেন তিনি। চলন্ত রিকশয় বসে থাকা অবস্থায় তাঁর হাত থেকে গয়না ও টাকা ছিনতাই করে পালায় এক বাইক চালক। সল্টলেকের প্রকাশ্য রাস্তায় এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে, অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম প্রতাপ রায়। সে পেশায় অ্যাপ বাইক চালক। তার বাড়ি বাগুইআটিতে। ধৃতের কাছ থেকে সোনা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর বাড়ি কেষ্টপুরের হানাপাড়া এলাকায়। তিনি সল্টলেকের এ-ই ব্লকে একটি ব্যাঙ্কে চাকরি করতেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। ওই ব্যাঙ্কেই তাঁর লকার রয়েছে। কোনও একটি অনুষ্ঠানের জন্য তিনি সেই লকার থেকে গয়না বের করতে গিয়েছিলেন। বুধবার তিনি গয়না বের করার পাশাপাশি ব্যাঙ্ক থেকে ৬০ হাজার টাকাও তোলেন। একটি ব্যাগে করে গয়না ও টাকা নিয়ে রিকশতে চেপে বাড়ির দিকে ফিরছিলেন। তিনি যখন বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ সল্টলেকের দিগন্তিকা ফুটব্রিজের কাছাকাছি পৌঁছন, তখন পিছন থেকে একটি বাইক আসে। আচমকা তাঁর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়। হতবাক হয়ে যান ওই ব্যক্তি।
কী করবেন, ভেবে না পেয়ে প্রথমে তিনি বাড়িতে যান। তারপর বিধাননগর পূর্ব থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নামে পুলিস। ওই এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ছিনতাইয়ের সময় ধরে ওই বাইক চালককে শনাক্ত করা হয়। তারপর ওইদিন রাতেই বাগুইআটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি থেকেই সমস্ত গয়না ও টাকা উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, ধৃত এর আগেও এই ধরনের অপরাধ ঘটিয়েছে। তবে, কোনওদিন গ্রেপ্তার হয়নি। সে কোথায় কোথায় এই ধরনের অপরাধ করেছে, তার তদন্তের জন্য তাকে ৭ দিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে।
20d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা