বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পুলিসের দুঃসাহসিক অভিযান, হুগলিতে গ্রেপ্তার দুই ডাকাত

নিজস্ব প্রতিনিধি, হুগলি: ঠিক যেন সিনেমার চিত্রনাট্য! ডাকাতদের ধরতে জীবনের বাজি রাখলেন পুলিসকর্মীরা। অপরদিকে পুলিসের হাত থেকে বাঁচতে বোমা ছুড়েও নিস্তার পেল না ডাকাতরা। গতকাল, বুধবার রাতে একটি দুঃসাহসিক অভিযানে নামে হুগলি জেলার পুলিস। গ্রেপ্তার করা হয় দুই ডাকাতকে। গোটা ঘটনাটি সিনেমায় দেখানো পুলিস ও দুষ্কৃতীদের মধ্যে ধরপাকড়ের দৃশ্যের মতোই টানটান ও উত্তেজনাপূর্ণ। ঘটনাটির সূত্রপাত গতকাল, বুধবার রাত সাড়ে আটটায়। ওই সময়ে পূর্ব বর্ধমানের কালনাতে একটি বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই বাড়ি থেকে সর্বস্ব লুট করে। তারপর দুটি বাইকে করে কালনা থেকে এসটিকেকে রোড ধরে তারা পালিয়ে যাচ্ছিল। গোটা বিষয়টি জানতে পারে পুলিস। সঙ্গে সঙ্গে হুগলির মগরা থানার পুলিস ওই ডাকাতদের ধরতে নাকা তল্লাশি শুরু করে। সেইখানেই গতকাল রাতে নম্বর প্লেট বিহীন দুটি বাইকে মোট ৪ জন ডাকাতকে আসতে দেখে তাদের আটকানোর চেষ্টা করে পুলিস। তখনই নিজেদের বাইকের গতি বাড়িয়ে দিয়ে দ্রুত পালাতে চেষ্টা করে ডাকাতরা। পিছু নেয় পুলিসও। অভিযোগ, বিটিপিএস টাউনশিপ গেটের কাছে পুলিসের গাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়ে ওই ডাকাতরা। কিন্তু তাতেও থামেননি পুলিসকর্মীরা। হুগলির কালীতলা ব্রিজের কাছে ফের রাস্তা আটকালে পুলিসের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে ওই ডাকাতরা। যার ফলে পুলিসের গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে যায়। জখম হন দুই পুলিসকর্মীও। কিন্তু একটুও না দমে ওই ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিসকর্মীরা। প্রথমে একজনকে গ্রেপ্তার করে পুলিস। পরে ওই এলাকায় কিছুটা দূর থেকে আরও এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে গতকাল, রাতেই ঘটনাস্থলে পৌঁছন মগরা থানার আইসি, হুগলি গ্রামীণ পুলিসের সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সরকার, ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র। পৌঁছয় র‍্যাফও। পুলিস সূত্রে খবর, দু’জন ডাকাতকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ডাকাতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, কাটারি এবং শাবল উদ্ধার করেছে পুলিস। পাশাপাশি ডাকাতি করা গয়না ও টাকাও উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুটি নম্বরপ্লেট বিহীন বাইকও উদ্ধার করেছে পুলিস।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা