কলকাতা

উৎসবের শেষলগ্নে প্রতিমা দেখার উৎসাহ হাওড়া ও হুগলি জেলায়, রাস্তায় জনপ্লাবন

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও হাওড়া: জনস্রোতে ভেসে গেল পথঘাট। পুজোর শেষপর্বের আনন্দ দু’হাতে লুটে নিতে গঙ্গাপাড়ের দুই জনপদ, হাওড়া ও হুগলির মানুষ নামলেন পথে। দুই জেলাতেই নির্দিষ্ট কিছু এলাকায় থিমের পুজো হয়। শুক্রবার রাতে তা দেখতে দর্শনার্থীদের ঢল। কার্যত জনগর্জন শোনা গেল হাওড়া ও হুগলির জনপদগুলিতে। পাশাপাশি বিভিন্ন এলাকার ছোটখাট, মাঝারি পুজোগুলি ঘিরেও সুবেশ জনতা। হুগলির পাণ্ডুয়া ও বেগমপুরে মানুষের ঢল চোখে পড়ার মতো। শ্রীরামপুর, বলাগড় ও হাওড়ার কিছু এলাকায় একই ছবি। হাওড়াতে বাড়তি পুলিস মোতায়েন করতে হয়। মহিলাদের নিরাপত্তায় ছিল উইনার্স টিম।
জনস্রোতের ইঙ্গিত মিলছিল বৃহস্পতিবার রাত থেকেই। মন্দির থেকে মণ্ডপ, পুজো দেখা থেকে পুজো দেওয়ার জন্য আমজনতার বিপুল সমাবেশ হুগলিতে। আর শুক্রবার ছিল নিখাদ পুজো দেখার আনন্দ উদযাপন। শেষপর্বে দীপাবলির সমস্ত আলো নিংড়ে নিতে যুবক-যুবতী থেকে মধ্যবয়সীরা পথে। জেলাজুড়ে একাধিক থিমের কালীপুজো হয়। সে সব মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি গাড়ি বা ট্রেনে করে পাণ্ডুয়া ও বেগমপুরে যাওয়ার ঝোঁকও দেখা গিয়েছে। সন্ধ্যা নামতেই পাণ্ডুয়া ও বেগমপুরের পথঘাট কোলাহলমুখর হয়ে ওঠে। তা মূলত স্থানীয় মানুষের ভিড়। তারপর রাত যত বেড়েছে ভিন এলাকার মানুষদের সমাগম বাড়তে থাকে দুই নগরীতেই। গভীর রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন দর্শনার্থীরা। ফলে উদ্যোক্তাদের মুখে হাসি। ফাস্ট ফুডের ব্যবসায়ীদেরও মুখের হাসি সময়ের সঙ্গে চওড়া হয়েছে। নিখিল দাস নামে এক ব্যবসায়ী বলেন, ‘পাণ্ডুয়াতে ভিড় হবে ভেবে দোকান নিয়ে বসেছিলাম। কিন্তু যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভিড় পেলাম।’ 
চণ্ডীতলার বেগমপুরের পুজো উদ্যোক্তা বুবাই বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আমাদের মণ্ডপে বারানসীর আরতি ঘাট এবং জীবন্ত আরতি দেখতে ব্যাপক ভিড় হয়েছিল। স্থানীয়দের পাশাপাশি শ্রীরামপুর থেকেও প্রচুর মানুষ এসেছিলেন।’ অনেক পুজো উদ্যোক্তার দাবি, বৃহস্পতিবার মন্দিরগুলিতে পুজো দেওয়ার বিষয় ছিল। পাশাপাশি, বৃহস্পতিবার অনেক মণ্ডপ সম্পূর্ণ হয়নি। ফলে শুক্রবার দ্বিগুণ মানুষ পথে নেমেছিলেন।
দুর্গাপুজোর মতো রাস্তাজুড়ে ভিড় না থাকলেও শুক্রবার কালীপুজো দেখার জনসমাগম হাওড়াতে দেখা গিয়েছে। এদিন বিকেল থেকে হাওড়া শহরের বিভিন্ন বারোয়ারি পুজোগুলোতে ভিড় জমতে দেখা যায়। সাঁতরাগাছি, ব্যাটরা ও শিবপুরের কয়েকটি কালীপুজো এবার থিমের বাহারে চমক দিয়েছে। সেগুলিতেও নজরকাড়া ভিড়। বিসর্জন উপলক্ষ্যে শিবপুর, রামকৃষ্ণপুর এবং ছাতুবাবুর ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ও আলোর ব্যবস্থা করেছে বলে প্রশাসনের দাবি।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা