খেলা

ব্যাটিং ব্যর্থতাকে দুষছেন রোহিত

অ্যাডিলেড: গোলাপি টেস্টে ভরাডুবির পর ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করলেন রোহিত শর্মা। ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা প্রথম ইনিংসে ৩০-৪০ রান কম তুলেছি। আবার অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। ক্যাচ হাতছাড়া করলে তার খেসারত তো দিতেই হবে! সেটাই হয়েছে। দ্বিতীয় ইনিংসেও আমরা ব্যাট হাতে প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারিনি। অথচ কন্ডিশন অপেক্ষাকৃত ভালো ছিল।’ 
ব্যাটিংয়ের রোগ অবশ্য গত কয়েক বছরেরই। আর তার নেপথ্যে রয়েছে ঘরের মাঠে ঘূর্ণি উইকেটে খেলার প্রবণতা। এই প্রসঙ্গে রোহিতের মন্তব্য, ‘এটা আমাদেরই সিদ্ধান্ত যে টার্নিং পিচে খেলব। ফলে বড় রান করা কঠিন ছিল। গত চার-পাঁচ বছর এভাবেই চলছে। বিদেশে কিন্তু আমরা রান করেছি। পারথ টেস্টেই যেমন দ্বিতীয় ইনিংসে বড় স্কোর খাড়া করা সম্ভবপর হয়েছে। এই টেস্টে যদিও আমরা তা পারিনি। তবে এটাকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছি না। উদ্বিগ্ন হওয়ার কিছুও চোখে পড়ছে না।’
গত ছয় টেস্টে রোহিতের নিজের গড়ও মাত্র ১১.৮৩। গত সাত টেস্টে বিরাট কোহলির গড় ২৬.২৫। ব্রিসবেনে পরের টেস্টের আগে রানের খরা কাটিয়ে ওঠার মন্ত্র কী? রোহিতের মতে, ‘যত কঠিন চ্যালেঞ্জই থাক না কেন, আমাদের তা টপকে যেতে হবে। পারথে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল যেভাবে ওপেনিংয়ে দুশো রানের জুটি গড়েছিল আমাদেরও সেভাবে অনেক বল খেলতে হবে ক্রিজে গিয়ে। উইকেট ছুড়ে দিলে চলবে না।’
ভারতীয় বোলিং আবার বড্ড বেশি যশপ্রীত বুমরাহ নির্ভর। চলতি সিরিজে ১১.২৫ গড়ে এখনও পর্যন্ত তাঁর পকেটে এক ডজন উইকেট। কিন্তু মহম্মদ সিরাজ বা হর্ষিত রানা সেই চাপ বজায় রাখতে ব্যর্থ। রোহিত তাই দায়িত্ব নেওয়ার আবেদন রেখেছেন। তাঁর কথায়, ‘আমরা তো শুধু একটা বোলার নিয়ে খেলছি না। অন্যরাও রয়েছে। তাদেরও দায়িত্ব নিতে হবে। সিরাজ, হর্ষিত, নীতীশ রেড্ডি, আকাশ দীপ বা প্রসিদ্ধ কৃষ্ণ, যে-ই খেলুক, সবারই সেরাটা উজাড় করে দেওয়া দরকার। পাশাপাশি, পাঁচ টেস্টের সিরিজের শেষ পর্যন্ত বুমরাহকে তরতাজা রাখাটাও প্রয়োজন।’
এই আবহেই মহম্মদ সামিকে নিয়ে চর্চা বাড়ছে। তবে রোহিতকে খুব একটা আশাবাদী লাগছে না। হিটম্যান বলেছেন, ‘ওর জন্য দরজা খোলাই রয়েছে। পর্যবেক্ষণের মধ্যে রয়েছে ও। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার ফলে সামির হাঁটু ফের ফুলেছে। ফলে অস্ট্রেলিয়ায় এসে টেস্ট খেলার সম্ভাবনা কমছে। আমরা খুব সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে চাইছি। ১০০ শতাংশ ফিট সামিকেই প্রয়োজন দলের। কিন্তু তড়িঘড়ি উড়িয়ে আনার পর খেলতে নেমে চোট যেন না পায়। তাই ওকে চাপ দিচ্ছি না একেবারেই।’
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা