খেলা

কোচ বদলের হাওয়া মহমেডান স্পোর্টিংয়ে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুদের স্তূপে মহমেডান স্পোর্টিং। আইএসএলে ১০ ম্যাচে সাতটি হার। পয়েন্ট মাত্র ৫। ধুঁকতে থাকা সাদা-কালো ব্রিগেডে কোচ বদলের তীব্র হাওয়া। আন্দ্রে চেরনিশভকে নিয়ে ম্যানেজমেন্টের একাংশ ক্ষুব্ধ। কার্যত সরু সুতোয় ঝুলছে রুশ কোচের ভাগ্য। আগামী ১৫ ডিসেম্বর কিশোর ভারতী স্টেডিয়ামে মহমেডানের প্রতিপক্ষ মুম্বই সিটি। সেই ম্যাচ আন্দ্রে চেরনিশভের অগ্নিপরীক্ষা। পান থেকে চুন খসলে চাকরি রাখা দায়। তবে ছাঁটতে গেলে মোটা টাকা দিতে হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন কোচের সন্ধানে নেমে পড়েছে একাংশ। হাওয়ায় ভাসছে রেনেডি সিংয়ের নাম। 
মাঠের বাইরেও অশান্তির আগুন ধিকিধিকি জ্বলছে। কর্তা বনাম ইনভেস্টর কাজিয়া তুঙ্গে। ইনভেস্টরের তরফে বিবৃতি প্রকাশ করে কার্যত তুলোধোনা করা হয়েছে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতেও দ্বিধা করবেন না তাঁরা। অন্যদিকে ক্ষোভে ফুঁসছেন কর্তারাও। কার্যকরী সভাপতি মহম্মদ কামারউদ্দিনের মন্তব্য, ‘ভিত্তিহীন অভিযোগ। খারাপ পারফরম্যান্স হলে সমালোচনা হবেই। দলগঠনে ব্যর্থতা স্পষ্ট। আমাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। নিম্নমানের বিদেশি কেন আনা হল? তদন্ত হওয়া উচিত।’ সূত্রের খবর, মানজোকিকে রিক্রুট করা নিয়ে প্রবল অসন্তুষ্ট কর্তারা। তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি। রিলিজ করতে হলে বিশাল ক্ষতিপূরণ দিতে হবে। শুধু তাই নয়, আদজাকে নিয়েও তীব্র অভিযোগ।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা