খেলা

আরও চাপে রোহিত শর্মা

অ্যাডিলেড: রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রথম টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেছিলেন লোকেশ রাহুল। দুই ইনিংসেই তাঁর ব্যাটে ধরা পড়েছিল আত্মবিশ্বাস। তাই অ্যাডিলেডে দলে ফিরলেও ওপেনিং জুটি ভাঙতে চাননি স্বয়ং অধিনায়কই। পরিবর্তে অনভ্যস্ত মিডল অর্ডারে ব্যাট করার কথা জানিয়েছিলেন রোহিত। তাঁর এই আত্মত্যাগ প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেট মহলে। আগ্রহ ছিল গোলাপি বলে  মিডল অর্ডারে হিটম্যান কেমন খেলেন, তা দেখার। সেই নিরিখে প্রাপ্তি শুধুই হতাশা। ছ’নম্বরে নেমে রোহিত আউট হন মাত্র ৩ রানে। সাফল্যের রাজপথ ক্রমশ দূরে সরে যাচ্ছে মুম্বইকরের থেকে। সঙ্গী হচ্ছে ব্যর্থতার কানাগলি।
গত ১১টি ইনিংসে রোহিতের ব্যাটিং গড় ১২.৩৬। পরিসংখ্যান আরও বলছে যে, এর মধ্যে সাতটি ইনিংসে তিনি এক অঙ্কের রানেই আউট হয়েছেন। রোহিতের মতো মারকুটে ব্যাটসম্যানের নামের পাশে এই তথ্য বড়ই বেমানান। সত্যি বলতে কী, রোহিত আরও চাপে পড়লেন এদিনের ব্যর্থতায়। আউট হয়ে ফেরার পর হিটম্যানকে খোঁচা দিতে ছাড়েননি অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। অ্যাডিলেডে ধারাভাষ্য দেওয়ার সময় গিলি বলেন, ‘রোহিতের ফ্রন্টফুটে সমস্যা হচ্ছে। এটা দ্রুত শুধরে নিতে হবে। আপাতত ওকে জানাই গুড নাইট।’ 
স্কোরবোর্ড-ভারত প্রথম ইনিংস: যশস্বী এলবিডব্লু বো স্টার্ক ০, রাহুল ক ম্যাকসুইনি বো স্টার্ক ৩৭, গিল এলবিডব্লু বো বোল্যান্ড ৩১, কোহলি ক স্মিথ বো স্টার্ক ৭, পন্থ ক লাবুশানে বো কামিন্স ২১, রোহিত এলবিডব্লু বো বোল্যান্ড ৩, নীতীশ ক হেড বো স্টার্ক ৪২, অশ্বিন এলবিডব্লু বো স্টার্ক ২২, হর্ষিত বো স্টার্ক ০, বুমরাহ ক খাওয়াজা বো কামিন্স ০, সিরাজ অপরাজিত ৪, অতিরিক্ত ১৩, মোট (৪৪.১ ওভারে) ১৮০। উইকেট পতন: ১-০, ২-৬৯, ৩-৭৭, ৪-৮১, ৫-৮৭, ৬-১০৯, ৭-১৪১, ৮-১৪১, ৯-১৭৬, ১০-১৮০। বোলিং: স্টার্ক ১৪.১-২-৪৮-৬, কামিন্স ১২-৪-৪১-২, বোল্যান্ড ১৩-০-৫৪-২, লিয়ঁ ১-০-৬-০, মার্শ ৪-০-২৬-০।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: খাওয়াজা ক রোহিত বো বুমরাহ ১৩, ম্যাকসুইনি ব্যাটিং ৩৮, লাবুশানে ব্যাটিং ২০, অতিরিক্ত ১৫, মোট (৩৩ ওভারে) ৮৬-১। উইকেট পতন: ১-২৪। বোলিং: বুমরাহ ১১-৪-১৩-১, সিরাজ ১০-৩-২৯-০, হর্ষিত ৮-২-১৮-০, নীতীশ ৩-১-১২-০, অশ্বিন ১-১-০-০।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা