খেলা

স্টার্কের আগুনে ছারখার কোহলিরা, প্রথম দিনের শেষে পিঙ্ক বলে এগিয়ে অজি ব্রিগেড

অ্যাডিলেড, ৬ ডিসেম্বর: পারথে কামড় খাওয়া অস্ট্রেলিয়া যে সহজে ভারতকে পিঙ্ক বল টেস্টে দাঁত ফোটাতে দেবে না তেমন একটা আশঙ্কা ছিলই। খেলার প্রথম দিনের শেষে সেই আশঙ্কাই সত্যি হল। অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়াই। এদিন কার্যত স্টার্কের আগুনে ছারখার হল ভারতীয় শিবির। অন্যদিকে, অস্ট্রেলিয়ার সামনে ম্রিয়মান দেখিয়েছে ভারতীয় পেস ব্যাটারিকে।
আজ, স্টার্কের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেল ভারতীয় ব্যাটারদের। জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, অশ্বিন, হর্ষিত রানা ও নীতিশ রেড্ডিকে এদিন সাজঘরে পাঠিয়েছেন স্টার্ক। বলা চলে ৩৪ বছরের এই বাঁ হাতি ফাস্ট বোলারের দাপটেই পিঙ্ক বল টেস্টের প্রথম দিনে ৪৪.১ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় ভারত। দলের মধ্যে সর্বোচ্চ রান করেন নীতিশ রেড্ডি। তাঁর সংগ্রহে ৪২ রান।
অথচ দিনের শুরুতে জয়সওয়াল (০) ধাক্কা কাটিয়ে বেশ থিতু দেখিয়েছিল ভারতীয় ব্যটিংকে। একসময় ৭০ রানে ১ উইকেট হারিয়ে বেশ মজবুত দেখাচ্ছিল ভারতীয় ব্যাটিং। কিন্তু গিলের আউটের পরই যেন ধস নামে ভারতীয় ব্রিগেডে। কোহলির খাতায় আজ রান ৭, রোহিতের সংগ্রহে মাত্র ৩। শেষ পর্যন্ত নীতিশ ও অশ্বিনের মারমুখী ইনিংসের সৌজন্যে ১৮০-তে পৌঁছায় ভারত।
অন্যদিকে, এরপরে দেখার ছিল ভারতীয় পেস ব্যাটারির দক্ষতা। সেখানেও খুব বেশি আশার আলো নেই। ৩৩ ওভার হাত ঘুরিয়ে ভারতীয় বোলিং বিভাগের দখলে মাত্র ১টি উইকেট। উসমানের উইকেট তুলে নেন বুমরাহ। দিন শেষে অস্ট্রেলিয়ার ইনিংস দাঁড়ায় ৮৬/১-এ।  ফলে প্রথম দিনের শেষে ভারতের হাতে রইল ৯৪ রান। কিন্তু বুমরাহ,সিরাজদের মাত্র একটি উইকেট নিতে পারাটাই কাঁটার মতো খোঁচাচ্ছে ভারতীয় সমর্থকদের।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা