খেলা

অশ্বিন ও জাদেজাকে বসিয়ে রাখা সহজ কাজ নয়: রোহিত

অ্যাডিলেড: টেস্ট ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মিলিত উইকেট ৮৫৫। তা সত্ত্বেও পারথ টেস্টে এই দুই তারকা স্পিনারকে বেঞ্চেই কাটাতে হয়েছে। অ্যাডিলেড টেস্টে অশ্বিন-জাদেজার ভাগ্যে কী অপেক্ষা করছে? এই প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মাকে প্রশ্ন করা হলে অধিনায়কের জবাব, ‘প্রথম টেস্টে আমি ছিলাম না। দলের স্বার্থেই টিম ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছিল। সাফল্যও মিলেছে। তবে অশ্বিন-জাদেজাকে বেঞ্চে বসিয়ে রাখা মোটেই সহজ ব্যাপার নয়। টেস্টে ভারতের সাম্প্রতিক সাফল্যের ক্ষেত্রে ওরা বড় অবদান রেখেছে। ওদের বিপুল অভিজ্ঞতা দলের সম্পদ। তাই বর্ডার-গাভাসকর ট্রফির বাকি ম্যাচগুলিতে প্রয়োজন অনুসারে তাদের ব্যবহার করা হবে।’
পারথে অশ্বিনের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছিল। ভারতের এই তরুণ অলরাউন্ডারকেও প্রশংসায় ভরিয়েছেন হিটম্যান। ‘ওয়াশিংটনের প্রতিভা নিয়ে সংশয়ের অবকাশ নেই। ওর মতো কমপ্লিট অলরাউন্ডারের উপস্থিতি বাড়তি ভরসা জোগায়। ব্যাট হাতে ওয়াশিংটনের টেকনিক নিয়ে কোনও কথা হবে না। বিশ্বের যে কোনও পিচে রান করার ক্ষমতা রয়েছে। গত অস্ট্রেলিয়া সফরেও নজর কেড়েছিল ও।’ অধিনায়কের ইঙ্গিত, অ্যাডিলেডেও ওয়াশিংটনের উপরই ভরসা রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট। এদিকে, দলে ফিরলেও ওপেন করবেন না রোহিত। মিডল অর্ডারে খেলবেন তিনি। এই প্রসঙ্গে ক্যাপ্টেনের মন্তব্য, ‘বাড়িতে ছেলেকে কোলে নিয়েই রাহুল-যশস্বীর ব্যাটিং উপভোগ করছিলাম। দারুণ খেলল ওরা। পারথে ওপেনিং জুটিতে দুশোর উপর রান তোলা মুখের কথা নয়। তাছাড়া বিদেশের মাটিতে ওপেনিংয়ে রাহুলের পরিসংখ্যানও বেশ উজ্জ্বল। তাই ওর ব্যাটিং পজিশন পরিবর্তনের কোনও মানে হয় না। আমি মিডল অর্ডারে ব্যাট করব।’ পাশাপাশি তরুণ নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানাকেও প্রশংসায় ভরিয়েছেন হিটম্যান।
গোলাপি বলের টেস্টে নামার আগে বেশ সতর্ক রোহিত শর্মা। তাঁর কথায়, ‘লাল বলের থেকে গোলাপি বলে মুভমেন্ট বেশি থাকে। তাছাড়া বলও একটু বেশি গতিতে আসে। তবে প্রস্তুতিতে কোনও খামতি রাখছি না। ছেলেদের বলেছি, নিজেদের মতো করে পরিস্থিতি সামাল দিতে হবে। লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।’
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা