খেলা

প্রান্তিক আক্রমণে জোর দিচ্ছেন কোচ মোলিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের আগে রক্ষণে জোড়া ধাক্কা মোহন বাগানে। কার্ড সমস্যায় নেই শুভাশিস বসু ও আলবার্তো রডরিগেজ। তবু বিচলিত নন সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা। কারণ, আক্রমণের ঝড় বইয়েই পাহাড়ি দলটিকে থামাতে চান তিনি। বুধবার বিকেলে ঘরের মাঠে ফুটবলারদের দীর্ঘক্ষণ ম্যাচ সিচুয়েশন অনুশীলন করানো হয়। মূলত উইং প্লে’র উপরেই জোর দিয়েছিলেন মোলিনা। আসলে তিনি জানেন, আলেদাইন ও জিতিনকে নিষ্ক্রিয় করলেই নর্থইস্ট ভোঁতা। পাল্টা আক্রমণ শানাতে এদিন তাই মাঝমাঠ থেকে বল নিয়ে লিস্টন ও মনবীর ক্রমাগত সেন্টার ও মাইনাস পাঠালেন বক্সে। এই পর্বে আক্রমণ ভাগে বিভিন্ন কম্বিনেশন ঝালিয়ে নিলেন তিনি। কখনও একসঙ্গে দেখা গেল স্টুয়ার্ট ও ম্যাকলারেনকে। আবার দিমিত্রি-কামিংস জুটিও লক্ষ্যভেদ করলেন। এদিন বেশিক্ষণ বল পায়ে প্র্যাকটিস করেননি টম আলড্রেড। দৌড় এবং স্ট্রেচিংয়ের পর কিছুক্ষণের সিচুয়েশন ট্রেনিং করেই উঠে যান তিনি। তবে বাড়ি ফেরার পথে সমর্থকদের আশ্বস্ত করেই মাঠ ছেড়েছেন ব্রিটিশ ডিফেন্ডার। 
এদিকে, যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ইস্ট বেঙ্গলের অনুশীলনে বল পায়ে মাঠে নামলেন সাউল ক্রেসপো। দলের সঙ্গে সারাক্ষণই গা ঘামালেন তিনি। শনিবার অ্যাওয়ে ম্যাচে মশাল বাহিনীর প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি।  দল সূত্রের খবর, সেই ম্যাচে তাঁর মাঠে নামতে কোনও অসুবিধা নেই। কার্ড সমস্যা কাটিয়ে চেন্নাইয়ানের বিরুদ্ধে দলে ফেরার কথা নন্দ কুমার ও মহেশের। তবে এদিনের প্র্যাকটিসে কোচ অস্কার ব্রুজোঁ গত ম্যাচের প্রথম একাদশে বদল করেননি। তাই ম্যাচ সিচুয়েশনে দেখা গেল জিকসন ও বিষ্ণুকেই। কেবল লালচুংনুঙ্গার জায়গায় অনুশীলন করলেন প্রভাত লাকরা। বুধবার দলকে দু’ভাগে ভাগ করে ছোট পাসে আক্রমণে ওঠার মহড়া সারলেন লাল-হলুদ কোচ। 
21d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা