কলকাতা

সেজে উঠছে রায়বাঘিনী রানি ভবশঙ্করী পর্যটন কেন্দ্র]
উদয়নারায়ণপুর

সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়া জেলার ইতিহাসে উদয়নারায়ণপুরের গড়ভবনীপুর একটি উল্লেখযোগ্য স্থান। ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই এলাকায় কান পাতলে রানি রায়বাঘিনী ভবশঙ্করীর দোর্দণ্ডপ্রতাপের কথা এখনও শোনা যায়। এই প্রাচীন ইতিহাসকে সবার কাছে তুলে ধরতে এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন বিধায়ক সমীর পাঁজা। ইতিমধ্যেই প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে উঠছে রায়বাঘিনী রানি ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র। জানা যায়, আনুমানিক পঞ্চদশ শতাব্দীর প্রথম থেকে অষ্টদশ শতাব্দীর প্রথম পর্যন্ত গড়ভবানীপুর ছিল ভুরিশ্রেষ্ট রাজ্য বা ভুরশুট পরগনার রাজধানী। চতুরানন মহানিয়োগী হুগলি জেলার দিলেকাশ থেকে এই রাজধানী গড়ভবানীপুরে নিয়ে যান। বর্তমান হাওড়া, হুগলি, বর্ধমানের দক্ষিণ-পশ্চিমাংশ ও মেদিনীপুর নিয়ে কলিঙ্গ (বর্তমান ওড়িশা) সীমা পর্যন্ত এই রাজ্যে বিস্তৃত ছিল। দ্বিতল রাজবাড়ির পাশে গোপীনাথ জিউ মন্দির সহ গড়পুকুর, ফুলপুকুর ও ঘটপুকুরের অস্বিত্ব ছিল। এমনকী, সুড়ঙ্গপথে একের সঙ্গে অপরের যোগাযোগ ছিল। এই রাজপরিবারে বীরাঙ্গনা রানি ছিলেন রাজা রুদ্রনারায়ণের পত্নী রানি ভবশঙ্করী। তিনি পাঠান সুলতান কোতুল খাঁর সেনাপতি ওসমান খাঁকে পরাজিত করেন। তাঁর এই বীরত্বে মুগ্ধ হয়ে সম্রাট আকবর সেনাপতি মানসিংহকে গড়ভবানীপুরে পাঠান এবং রানিকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেন।  
রায়বাঘিনী রানি ভবশঙ্করী স্মৃতিরক্ষা সমিতি সূত্রে খবর, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরেই এই জায়গাটিকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। স্মৃতিরক্ষা সমিতির বক্তব্য, ইতিমধ্যেই এই পর্যটন কেন্দ্রে স্থানীয় সাংসদ ও বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করা হয়েছে। তৈরি হয়েছে ৫০০ আসন বিশিষ্ট একটি সংস্কৃতি কেন্দ্র, ১০ লক্ষ টাকায় একটি শৌচাগার এবং ৫ লক্ষ টাকায় একটি নজর মিনার। এছাড়াও পর্যটন কেন্দ্রটিকে আকর্ষণীয় করে তুলতে সাংসদ সাজদা আহমেদের অর্থানুকুল্যে ৩০ লক্ষ টাকায় তিনটি সুদৃশ্য প্রবেশ তোরণ তৈরি হয়েছে। স্মৃতিরক্ষা সমিতি সূত্রের খবর, পাশাপাশি বিধায়কের উদ্যোগে ১৬ লক্ষ টাকায় স্থানীয় মনিনাথ পুকুর ও মন্দির চত্বর সৌন্দার্যায়ন করা হয়েছে। 
সরকারি সূত্রের খবর, আরও আকর্ষণীয় করে তুলতে পর্যটন কেন্দ্রের ভিতরে একটি মিউজিয়াম, লাইট অ্যান্ড সাউন্ড, মুক্তমঞ্চ, শিশুউদ্যান, বায়ো ডাইভার্সিটি পার্ক, কটেজ, অতিথিনিবাস, হস্তশিল্প কেন্দ্র, মূর্তি সহ ল্যান্ডস্কেপ এবং বোটিংয়ের ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মাস্টার প্ল্যান রাজ্য পর্যটন দপ্তরের কাছে পাঠানো হয়েছে।
গড়ভবানীপুরকে পর্যটন কেন্দ্র হিসাবে সাজিয়ে তোলার ব্যাপারে বিধায়ক বলেন, জেলার হারিয়ে যাওয়া ইতিহাসকে সকলের সামনে তুলে ধরতেই এই প্রয়াস। 
47Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা