অবশেষে আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল প্রায় চার বয়সী একটি স্ত্রী চিতাবাঘ। এই নিয়ে গত নভেম্বর মাস থেকে ওই চা বাগানটি থেকে পরপর তিনটি চিতাবাঘ খাঁচা বন্দি হল। জানা গিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা করে চিতাবাঘটিকে পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
2024-12-26 11:47:57ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.২৮ টাকা | ৮৬.০২ টাকা |
পাউন্ড | ১০৪.৮৬ টাকা | ১০৮.৫৭ টাকা |
ইউরো | ৮৬.৮৬ টাকা | ৯০.২০ টাকা |