Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

শুধু লেগে থাকার জোর আর লড়াই
করে যাওয়ার ক্ষমতাটাই জরুরি

জয়েন্টে প্রস্তুতি নেবেন কীভাবে? কী কী বিষয়ের ওপর জোর দিতে হবে? প্রস্তুতি কখন থেকে শুরু করা উচিত। এসব নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কৌশানী মিত্র।


 সম্প্রতি বিভিন্ন বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক স্তরের ফলাফল প্রকাশ পেলে দেখা যাচ্ছে অধিকাংশ ছাত্র ছাত্রী নব্বই শতাংশ নম্বর নিয়ে পাশ করেছে, কেউ কেউ আবার একশো শতাংশ পেয়েছে। এই মূল্যায়ন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তাদের প্রস্তুতিতে কতটা সাহায্য করছে বলে আপনি মনে করছেন?
 এই দুটি পরীক্ষা একেবারেই আলাদা। আমার দীর্ঘ সাতাশ বছরের শিক্ষকতা জীবনে আমি দেখেছি কেউ মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় সাতানব্বই শতাংশ নম্বর পেয়েও জয়েন্টে ভালো ফল করতে পারেনি। বর্তমানে এই ঘটনা আরও প্রকট হয়েছে। এর প্রধান কারণ হল বোর্ড কিংবা তার সমতুল পরীক্ষার ইভ্যালুয়েশন পদ্ধতি আর জয়েন্টের ইভ্যালুয়েশন পদ্ধতি সম্পূর্ণ আলাদা। তাই আটের দশকে আমি যেসময় পরীক্ষা দিয়েছি কিংবা এখন দুক্ষেত্রেই এই দুই প্রকারের পরীক্ষার প্রস্তুতি পর্ব সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এখন তা আরও আলাদা হয়েছে। প্রশ্নপত্রের প্যাটার্নও আলাদা।
 জয়েন্টের প্রস্তুতির ক্ষেত্রে পাঠ্যবই পড়া কতটা জরুরি বলে মনে করছেন আপনি? কারণ বর্তমানে কোচিং নির্ভরতা অনেকটাই বেড়ে গিয়েছে।
 পাঠ্যবই পড়া ভীষণভাবেই দরকারি। এটা মূলত আরও বেশি করে দরকার ছাত্র-ছাত্রীর ফান্ডামেন্টাল নলেজের জন্য। কারণ এখন দেখা যায় ছাত্রছাত্রীরা কোচিং থেকে কিছু তৈরি স্টাডি মেটিরিয়াল পেয়ে যায় এবং সেগুলো পড়ে পরীক্ষা দেয়। এতে তাদের বেসিক নলেজেই কোথাও যেন ঘাটতি থেকে যাচ্ছে। সাবজেক্ট সম্পর্কে গভীর জ্ঞান কমে যাচ্ছে। তবে স্টাডি মেটিরিয়াল পড়ে পরীক্ষা দিলে হয়তো পরীক্ষা খারাপ হবে না কারণ ওখানে প্রশ্নগুলোই এমনভাবে সাজিয়ে দেওয়া থাকে এবং প্র্যাকটিস হয় যে সেক্ষেত্রে সমস্যা হয় না। কিন্তু ভবিষ্যতে পড়া এগিয়ে নিয়ে যেতে সমস্যা হবে। কারণ বিষয় নিয়ে গভীরে গিয়ে ভাবনাচিন্তা করার ক্ষমতা তৈরি হয় না।
 জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল দুটি দু’ঘরানার বিষয়। এই দুই বিষয় প্রস্তুতি নেওয়ার পদ্ধতিটাও কী আলাদা?
 দেখুন, এক্ষেত্রে একটি অ্যাডিশনাল সাবজেক্টের ব্যাপার চলে আসে, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অঙ্ক একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওই বিষয় নম্বরের ওপর কিন্তু জয়েন্টের র‌্যাঙ্ক অনেকাংশে নির্ভর করে। কারণ দুজন একই নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীর ওই বিষয় নম্বর দেখেই র‌্যাঙ্ক নির্ধারণ করা হয়। আবার মেডিক্যালে বায়োলজি মানে জীবনবিজ্ঞানের বড় ভূমিকা আছে। আমার মনে হয় ছাত্র-ছাত্রীর কোন বিষয়টা ভালো লাগছে সেটা দেখে নেওয়া উচিত। অনেকসময় বিষয়ের প্রতি উৎসাহ থাকলে সেটি আত্মস্থ করাও সহজ হয়। তাই আগে নির্বাচন করে তারপর পরীক্ষায় বসা উচিত।
 আমরা জানি রাজ্যস্তরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় একসময় রাজ্যের বোর্ডের প্রাধান্য ছিল আবার অন্যদিকে জাতীয় স্তরের পরীক্ষায় সিবিএসসি বোর্ডের সিলেবাসের প্রাধান্য, এখনও কী এই ভাগ আছে?
 শহরাঞ্চলে এখন অনেকেই দিল্লি বোর্ডে পড়াশোনা করছে, কিন্তু গ্রামের দিকে এখনও বেশিরভাগ ছাত্র ছাত্রী স্টেট বোর্ডে পড়ে। কারণ তাদের কাছে এখনও সব সুযোগ গিয়ে পৌঁছয়নি। তবে ন্যাশনাল লেভেলের জয়েন্ট পরীক্ষায় সিবিএসসি র সিলেবাসের প্রভাব বেশি। এমনকী রাজ্য জয়েন্টেও গত পাঁচ বছরের টু-ডিজিট স্কোরারদের হিসেব দেখলে দেখা যাবে সিবিএসসি স্টুডেন্টের দাপট সেখানে বেশি। অথচ দশ হাজারের মধ্যে আবার স্টেট বোর্ড এগিয়ে। এক্ষেত্রে অবশ্যই আর্থ-সামাজিক ব্যাপার চলে আসে। কিন্তু আবারও বলছি, নিজের প্রস্তুতিটাই আসল সেটা সঠিক থাকলে সফলতা আসবেই।
 উচ্চ-মাধ্যমিক এবং তার সমতুল পরীক্ষায় এগারো এবং বারো ক্লাস আলাদা। কিন্তু জয়েন্টের পরীক্ষায় কম্বাইন্ড সিলেবাস, এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কীভাবে প্রস্তুতি নেওয়া কাম্য?
 এক্ষেত্রে আমি নিজেও মনে করি, ছাত্র-ছাত্রীদের বেশ অসুবিধার বিষয় হয়ে দাঁড়ায়। আমরা যখন আটের দশক কিংবা ন’য়ের দশকে পরীক্ষা দিয়েছি তখন উচ্চ-মাধ্যমিক এগারো এবং বারো ক্লাস একসঙ্গে পরীক্ষা দিয়েছি কিন্তু আজকের দিনে সেই সুযোগ নেই। এখন উচ্চ-মাধ্যমিকের প্রস্তুতি নিতে গেলে জয়েন্টের প্রস্তুতি সেভাবে নেওয়া যায় না। সেক্ষত্রে হয় উচ্চ-মাধ্যমিক নয়, জয়েন্ট যে কোনও একটা দিকে মনোযোগ দিতে হবে। দু’টোই একসঙ্গে হওয়া একটু মুশকিলের। এক্ষেত্রে যেটা দরকার সেটা হল অপ্টিমাম ব্যালান্স। এই ব্যালান্সটা খুব দরকারি। ইলেভেনে শুধু সেই ক্লাসের পড়া করলেও ক্লাস টুয়েলভে উঠে প্রথম ছ-মাস টুয়েলভের সিলেবাসে মনোযোগ দিতে হবে এবং তার পরের পাঁচ-ছ মাস ইলেভেন টুয়েলভ দুই বিষয় একসঙ্গে রিভাইস করতে হবে। তবেই একসঙ্গে বোর্ড এবং জয়েন্ট দেওয়া সম্ভব।
 এখন যেহেতু সব ক্ষেত্রেই প্রতিযোগিতা খুব বেড়ে গিয়েছে তাই ক্যাম্পাসিংয়ের সময় অনেক কোম্পানি ‘ইয়ার ড্রপ’-এর ব্যাপারটা নিয়ে প্রশ্ন তোলে। এটা কতটা সত্যি? ছাত্র-ছাত্রীদের কী এই বিষয় সাবধানতা দরকার?
 অ্যাকাডেমিক কেরিয়ারে কন্টিনিউটিকে খুবই গুরুত্ব দেওয়া হয়। এটা কিছুটা হলেও সঠিক তথ্য। কিন্তু সর্বাংশে সঠিক এমনটা বলব না। কিছু কিছু কোম্পানি আছে, কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি কিছুক্ষেত্রে অ্যাকাডেমিক কন্টিনিউটিটা দেখে। তবে সব কোম্পানির ক্ষেত্রে এটি সত্যি নয়। অনেকেই এক বছর প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছে এবং পরে ভালো কোম্পানিতে নিজেদের কেরিয়ার তৈরি করেছে। তাদের কোনও অসুবিধা হয়নি।
 স্কুলের পরীক্ষায় নানা রকম প্যাটার্নের প্রশ্ন আসে কিন্তু জয়েন্ট একটি মাল্টিপল চয়েস প্রশ্ন ভিত্তিক পরীক্ষা। এখানে প্রস্তুতি নেওয়ার ধরন কী আলাদা? আলাদা হলে তা কীরকম?
 অবশ্যই আলাদা। বড় প্রশ্নের দু’রকম ভাগ হয়। একটি বিশ্লেষণ ভিত্তিক প্রশ্ন যেখানে থিওররি এক্সপ্লেন করতে বলা হয় আর একটা হয়তো সমাধান সূচক যেখানে অঙ্কের কোনও প্রশ্নের উত্তর বার করতে হয়। কিন্তু এখানে সবই ছোট এক কথায় উত্তর। সেখানে বারবার প্র্যাকটিস এবং প্রবলেম সল্ভ করার মধ্য দিয়ে এই ধরনের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। মনে রাখতে হবে, জয়েন্টের মতো পরীক্ষায় প্র্যাকটিসের গুরুত্ব সব থেকে বেশি। আর কম অনুশীলন করে ভালো র‌্যাঙ্ক করে ফেলার মতো অত্যাশ্চর্য ভাবনার কথা এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে না ভাবাই ভালো।
 আচ্ছা জয়েন্টের ক্ষেত্রে সেলফ স্টাডি কি কোনওভাবে সম্ভব? অনেকেই আছে গ্রামের দিকে কিংবা শহরে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকার জন্য সঠিক কোচিং নিতে পারে না বলে এ ধরনের পরীক্ষায় বসতে ভয় পায়। আপনি তাদেরকে কীভাবে মোটিভেট করবেন?
 দেখুন, অসম্ভব বলে কোনও কিছুই হয় না। আমাদের এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় অনেক ছাত্র ছাত্রী এসেছে যারা জয়েন্টে থ্রি ডিজিট র‌্যাঙ্ক করেছে। কিন্তু তাদের কোনও টিউটর ছিল না। তারা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে হয়েতো বিশ্ববিদ্যালয় পড়ার টাকাটাও তাদের নেই। তারা যেটা করেছে স্কুলের পড়া মন দিয়ে করেছে তার পরে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেই দেখে নিয়েছে জয়েন্টের পড়া। এইভাবেই তারা প্রিপারেশান নিয়েছে। তাই অর্থনৈতিক ব্যাকআপ নেই বলে যে তুমি জয়েন্টে র‍্যাঙ্ক করতে পারবে না সেটা নয়, সাবজেক্টের প্রতি ভালোবাসা এবং জেদ থাকলে সব সম্ভব।
 যারা নিজেরা পড়ছে কিংবা যাদের সেভাবে ব্যাক আপ নেই তাদের জন্য একটা গাইডলাইন দেবেন, যাতে তারা সহজে প্রস্তুতি নিতে পারে? এটা যারা কোচিং থেকে গাইড পাচ্ছে তাদের জন্যও মনে হয় দরকারি।
 হ্যাঁ, সবার জন্য নিজে পড়ার বেসিক গাইডলাইন দরকারি। কারণ নিজে বিষয়টাকে বোঝা এবং সেটাকে রপ্ত করাটাই আসল। এক্ষেত্রে আবারও বলব পাঠ্যবই সবার আগে খুঁটিয়ে পড়তে হবে। অনেকেই স্টাডি মেটিরিয়াল পড়ছে। সেগুলো যদিও ভালো, কিন্তু পাঠ্যবই না পড়লে, শুধু স্টাডি মেটিরিয়াল পড়লে পরীক্ষায় সমস্যা হতেও পারে। যেটা শহরের ছাত্র ছাত্রীদের হয়। আবার বলছি, প্রবলেম সলভ করাটা খুব দরকারি। এমন কিছু বই থাকে যেখানে প্রবলেম সল্ভ করে দেওয়া থাকে, আবার এমন কিছু বই থাকে যেখানে প্রবলেম সল্ভ করতে হবে। আমাদের দ্বিতীয়টাকে বেশি দরকার। নিজেরা প্র্যাক্টিসের মাধ্যমে বারবার সময় ধরে নানারকম সমস্যার সমাধান করতে হবে। সল্যুশন ম্যানুয়াল না দেখাই ভালো। আগে নিজে চেষ্টা করে সমাধান কর, না পারলে তখন সাহায্য নাও। তাহলে নিজের দুর্বলতা কোথায় সে নিজেও বুঝতে পারবে। সেই অংশ ভালো ভাবে শিখে নিতে হবে।
 অনেকসময় দেখা যায় জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে অনেকে ভেবে রাখে ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল দুটোতেই প্রবেশিকা দেবো এবং যেখানে পাব সেটা নিয়েই এগব, আবার কেউ কেউ ফোকাসড থাকে একটা নির্দিষ্ট দিকে, কোনটা বেশি দরকারি? কোনটায় সফলতা বেশি আসে বলে আপনি মনে করেন?
 আমার মনে হয় জীবনে প্রথমেই একটা অবজেক্টিভ ঠিক করে নেওয়া ভালো। অনেকেই আছে দুটোই পরীক্ষা দিচ্ছে এবং সুযোগ পাচ্ছে কিন্তু বাড়ির চাপে তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হচ্ছে। কিন্তু তার ইচ্ছে ছিল মেডিক্যাল পড়ার। সে কিন্তু পরে কেরিয়ারে হতাশ হয়ে পড়ছে। এই দিকগুলো এড়ানোর জন্য আমার মনে হয় আগে থেকে লক্ষ্য ঠিক করে এগিয়ে যাওয়াটা ভীষণ জরুরি। আমি যেমন প্রথম থেকেই জানতাম ইঞ্জিনিয়ারিং পড়ব। আমি শুধু সেই প্রবেশিকাটি দিয়েছিলাম। সেরকম যেসব ছাত্র ছাত্রী এ বিষয় আগে থেকে ঠিক করে নেয় তাদের বিষয় অনুযায়ী পড়তে সুবিধা হয়। এক্ষেত্রে আমি আবার বলব যে বিষয় ভালো লাগে, যেটায় উৎসাহ আছে সেটা নিয়েই এগনো ভালো। ইলেভেন থেকে টুয়েলভে ওঠার সময় এটা ভেবে নেওয়া দরকার সব ছাত্র ছাত্রীর তাদের কোন সাবজেক্ট বেশি ভালো লাগছে অঙ্ক না জীববিদ্যা। সেই অনুযায়ী এগও।
 আপনার কথায় একটা প্রশ্ন মনে এল। জয়েন্ট প্রস্তুতি কবে থেকে নেওয়া দরকার? কেউ কেউ ক্লাস এইট থেকে নেয় আবার কেউ ইলেভেন থেকে। কোন সময়টা থেকে প্রস্তুতি নেওয়া শুরু করা দরকারি?
 দেখুন, আমার মনে হয় মাধ্যমিকের আগে এসব নিয়ে ভাবনা চিন্তা করার কোনও দরকার নেই। সেই সময়টা তাদের ‘নলেজ ফ্লারিশমেন্ট’- এর সময়। সেই সময় সব কটা বিষয় নিয়ে সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত। আমি ইঞ্জিনিয়ারিং দেবো বলে শুধু সায়েন্স ভালো করে পড়ব আর আর্টস পড়বই না এটা উচিত না। মাধ্যমিকের পর জয়েন্টের প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। সেক্ষেত্রে তারা সেইসময় বুঝে যাবে তারা কোন সাবজেক্টে দুর্বল আর কোনটায় ভালো। ফাউন্ডেশন তৈরি করাটা আসল। সেটা মাধ্যমিক স্তরে তৈরি হয়। আমরা জানি এখন অনেক ন্যাশনাল লেভেল জয়েন্ট এন্ট্রান্স এর জন্য বিশেষ করে মেডিক্যাল যেহেতু এখন শুধুই ন্যশানাল লেভেলেই হয় তার জন্য ক্লাস এইট থেকেই প্রস্তুতি শুরু করে অনেকে। কিন্তু আমি সেটাকে সেভাবে সমর্থন করতে পারি না। জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ম্যাচিওরিটি লেভেল দরকার, যেটা মাধ্যমিকের পর আসে।
 সেলফ স্টাডি কতটা দরকারি? জয়েন্ট এবং তার পরেও এগিয়ে যাওয়ার জন্য এটা কীভাবে সাহায্য করতে পারে?
 এটা একটা এখন বড় সামাজিক সমস্যা বলা যেতে পারে। কারণ ছাত্র ছাত্রীদের এখন নিজেদের সময় বলে কিছু নেই। তারা স্কুল থেকে কোচিংয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে বাবা-মায়েরা তাদের নানা এক্সট্রা-কারিকুলাম এর সঙ্গে যুক্ত করছেন। ফলে তাদের নিজেদের পড়ার টাইম কমে যাচ্ছে। এটা খুব সমস্যার। তুমি নিজে কী শিখলে, নিজে কী জানলে সেটা সবার আগে। কারণ সেলফ স্টাডি না থাকার জন্য কিন্তু ভবিষ্যতে অনেকের অসুবিধা তৈরি হচ্ছে। শুধু প্রবেশিকা তো নয়, আমাদের আসল লক্ষ্য একটা ভালো কেরিয়ার বেছে নেওয়া, সেটার কথা আমাদের মাথায় রাখতে হবে আর তার জন্য সেলফ স্টাডি দরকার।
 অনেকসময় দেখা যায় একজন ছাত্র কিংবা ছাত্রী একটি বিষয়ের সব অধ্যায়ে সমান ভালো নয়। কোনওটাতে একটু পিছিয়ে আবার কোনওটাতে বেশ ভালো, সেক্ষেত্রে কী তারা গোটা সিলেবাস কভার করার দিকে নজর দেবে? নাকি যে বিশেষ অধ্যায় বা চ্যাপ্টারগুলোতে তাদের দখল আছে সেগুলোর দিকে নজর দিয়ে আরও ভালো করার চেষ্টা করবে?
 ন্যাশনাল বা স্টেট লেভেলের এই পরীক্ষাগুলোতে পুরো সিলেবাস কভার করেই যাওয়া উচিত। কারণ পরীক্ষায় সব জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসবে। আর এই পরীক্ষায় কোনও অল্টারনেটিভ থাকে না। কোনও জায়গা বাদ দিয়ে গেলে সেই জায়গা থেকে প্রশ্ন আসলে তার উত্তর করতে পারব না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে অপ্টিমাম ব্যালান্স এর কথা, কোনও একটি বিষয়ের যদি দশ শতাংশ ছেড়ে গেলে মনে হয় যে অন্য আর একটি বিষয় আমি আরও ভালো করে প্রস্তুতি নিতে পারব তাহলে সেটুকু ছেড়ে বাকিটায় মনোযোগ দেওয়া যায়। আমার নব্বই শতাংশ নম্বর পাওয়ার জন্য ওই দশ শতাংশ আমি ছাড়ছি। তবে এটার কোনও নির্দিষ্ট নিয়ম তো নেই। যে যেভাবে প্রস্তুতি নেবে। তবে তা দশ শতাংশের বেশি হওয়া কাম্য নয়।
 বর্তমানে যুব সম্প্রদায়ের কাছে সোশ্যাল মিডিয়া একটা বড় জায়গা। এটা এক ধরনের নেশাও বলা যেতে পারে। এই ধরনের অ্যাডিকশন থেকে পরীক্ষার আগে অনেকেই বেরিয়ে যেতে চায় কিন্তু সবাই পারে না। এটা কী আদৌ সম্ভব?
 বিশেষ করে শহরের ছেলে মেয়ে এবং যারা ইংরেজি মাধ্যমে পড়ে তাদের কাছে এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা মারাত্মক। সেটা থেকে বেরিয়ে আসতে চাইলেও আসতে পারছে না। আমাদের সময় এটা ছিল না। কিন্তু আবার অন্য দিক থেকে দেখলে এই সোশ্যাল মিডিয়াকে আমরা ভালো কাজে লাগাতে পারি। যেমন অনেক গ্রুপ থাকে যারা ভিন্ন ধরনের প্রবেশিকা পরীক্ষা নিয়ে আলোচনা করে। সেখানে বইয়ের নাম নিয়েও আলোচনা হয় এবং নানা প্রশ্ন সমাধান করা হয়। এইরকম মিডিয়াম সবার ক্ষেত্রেই কিন্তু খুব দরকারি। আবার কোচিং বা যেখানে গ্রুপ স্টাডি করা হয় তাদের যদি একটি মেসেজ গ্রুপ থাকে সেখানেও ক্লাসের বিষয় কিংবা পড়ার বিষয় আলোচনা করা হয়। কোনও নোটস মেল করার ক্ষেত্রেও তা কাজে লাগে। তাই আমার মনে হয় এরকম যে কোনও প্ল্যাটফর্মকে ভালো কাজে ব্যবহার করাটা ভীষণরকম ভাবে দরকারি।
 জয়েন্ট এন্ট্রান্স প্রস্তুতি আপনার কথা শুনে বোঝা গেল, প্রায় একটা জার্নির মতো। সেখানে অভিভাবক এর গুরুত্ব কতটা?
 বাবা-মায়ের গুরুত্ব এখানে অনেকটাই। ছোট থেকেই একটি ছেলে বা মেয়ে তার বাবা-মাকে দেখে আসছে। তাদের কাছে তারা সবথেকে আপন। তাই বাবা-মায়ের সবার আগে দরকার ছেলেমেয়েকে প্রপার গাইড করা। তাদের আইডল হয়ে ওঠা। শুধু পড়ার ক্ষেত্রে নয় তাদের সুন্দর জীবন ধারণের ক্ষেত্রেও তাঁদের চাই। বিশেষ করে স্কুল লেভেলে এটা আরও দরকার। কলেজে উঠলে সেখানে তাদের পরিচিতি অনেক বাড়ে তখন কেরিয়ার নিয়ে তারা আলোচনা করার জায়গা পায় কিন্তু স্কুল লেভেলে বাবা-মায়ের উচিত ছেলেমেয়ের কাছে কেরিয়ার অপারচুনিটিগুলো খুলে ধরা।
 সাবজেক্ট স্পেসিফিক কোনও সাজেশন দেবেন, এবারের জয়েন্ট পরীক্ষার্থীদের জন্য?
 যে কোনও সাবজেক্টের একদম বেসিক লেভেল থেকে পড়া শুরু করে আস্তে আস্তে নানা বইপত্র ঘেঁটে উপরের দিকে পড়ার পরিধি বাড়াতে হবে। এর ফলে কী হবে? না জয়েন্ট-এ শুধু স্টেট লেভেল নয় একই সঙ্গে ন্যাশনাল লেভেলে যে সকল পরীক্ষা আছে সেগুলোর জন্য প্রস্তুতি তৈরি হয়ে যাবে। মনের ভিতর প্রশ্ন থাকতে হবে যে কেন এটা হয়? কেন এটা হচ্ছে? এগুলো নিজের মধ্যে প্রশ্ন তুলে তার উত্তর খুঁজে বের করতে হবে। চট করে কিছু করা সম্ভব নয়, তার জন্য একটা বড় সময় ধরে অধ্যয়ন এবং অভ্যাস দরকার।
 জয়েন্ট এন্ট্রান্স একটি একদিনের পরীক্ষা। সেখানে যে কোনও ক্ষেত্রেই কারও ফল খারাপ হতে পারে। এবং সেই সব ছাত্র-ছাত্রীরা সেটা নিয়েই খুব ভেঙে পড়ে। এর কী কোনও সমাধান আছে?
 আমি এরকম অজস্র দৃষ্টান্ত দেখেছি। তাদেরকে বলব কখনও ভেঙে পড় না। কারণ এটাই জীবনের শেষ পরীক্ষা নয়। জীবনে ঘুরে দাঁড়ানোর উপায় আছে। আজ হয়তো একজন ছাত্র বা ছাত্রীর ইচ্ছা ছিল যাদবপুরে পড়ার কিন্তু র‍্যাঙ্ক ফোর ডিজিটের আসায় সে পারল না। তাদের জন্য বলব যেখানেই সুযোগ পেয়েছ লড়াই করে যাও। কারণ এরপর ‘গেট’ এবং তার সমগোত্রীয় কিছু পরীক্ষা আছে সেখানে ভালো ফল করতে পারলে তুমি হায়ার স্টাডিজ করতে যাদবপুরে কিংবা আরও ভালো জায়গায় যেতে পারবে। তাই কোনওটাই জীবনের শেষ পরীক্ষা নয়, শুধু লেগে থাকার জোর আর লড়াই করে যাওয়ার ক্ষমতাটা থাকা জরুরি।
13th  May, 2019
উচ্চমাধ্যমিকের পর কোন
বৃত্তিমূলক বিষয় নির্বাচন করবেন

বর্ণালী ঘোষ: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। বিভিন্ন রকমের ফল হয়েছে। সেই হিসাবেই স্নাতকস্তরে ছাত্র-ছাত্রীরা কোন বিষয় নিয়ে পড়বে ঠিক করেন। এমনও বেশ কিছু বৃত্তিমূলক বিষয় রয়েছে স্নাতক স্তরে, যেগুলি নিয়ে পড়ে পরবর্তীকালে উচ্চ শিক্ষার স্তরে যাওয়া যায়। আবার কোনও পেশাতেও প্রবেশ করা যায়। তেমনি কিছু তিন বছরের ডিগ্রি কোর্স।
বিশদ

28th  May, 2019
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষা পাঠক্রম

 রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, শিক্ষা, ইএনভি স্টাডিজ, এমএসডব্লু, ভূগোল, ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীতে স্নাতকোত্তর পাঠক্রমের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
বিশদ

27th  May, 2019
 ইনস্টিটিউট অব ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ওড়িশা

 ইনস্টিটিউট অব ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন,ওড়িশার তরফে বিভিন্ন বিষয়ে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনপত্র দেওয়া হবে এবং গ্রহণ করা হবে ১৭ জুন পর্যন্ত। প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে ২ জুলাই।
বিশদ

27th  May, 2019
অ্যানিমেশন কোর্স করে নিশ্চিত ভবিষ্যৎ গড়ার সুযোগ

 অ্যানিমেশন শব্দটি বর্তমান যুগের ছাত্র-ছাত্রীদের কাছে অতি পরিচিত। অ্যানিমেশনের গণ্ডি আজ আর ছোটদের কার্টুন তৈরির মধ্যেই সীমাবদ্ধ নেই। চিলড্রেন এডুকেশন ভিডিও, রিয়েল এস্টেট ওয়াক থ্রু ভিডিও এছাড়া মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, স্পেস রিসার্চের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও অ্যানিমেশনের ব্যবহার বেড়ে চলেছে।
বিশদ

27th  May, 2019
উচ্চমাধ্যমিক  স্তরে পড়ার প্রস্তুতি

বর্ণালী ঘোষ: মাধ্যমিক পরীক্ষার পর অনেকটা সময় পাওয়া যায় কোন বিষয় নিয়ে ১০+২ স্তরে পড়া যাবে তা নিয়ে চিন্তা ভাবনা করার। এই চিন্তা ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর উপর নির্ভর করেই পরবর্তীকালে কোন বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়া যাবে তা নির্ভর করে। আবার কেউ যদি পেশার দিকে যেতে চায় তার জন্যও রয়েছে অনেকগুলি বৃত্তিমূলক পড়াশোনা।
বিশদ

27th  May, 2019
সায়েন্স, কম্পিউটার আর সংখ্যাতত্ত্বে আগ্রহ থাকলে পড়া যায় বায়ো-ইনফরমেটিক্স

বর্ণালী ঘোষ: বিষয়টি বায়োলজির শাখাগুলির মধ্যে একটু অন্যরকম। এই শাখায় বায়োলজির প্রায় প্রতিটি বিষয় নিয়েই বিশেষ জ্ঞানের প্রয়োজন আছে। আবার অন্য শাখার তুলনায় শিক্ষার্থীদের কাছে বায়ো ইনফরমেটিক্স নিয়ে পড়ার চাহিদাও বেশি। এখন ছাত্রছাত্রীরা ক্লাস টেনের পর থেকেই গ্র্যাজুয়েশনে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে তা ঠিক করে নিচ্ছে।
বিশদ

20th  May, 2019
আইনের অ্যাপ লিসিট ১.০

 আইনের পাঠ এবার অ্যাপে। সৌজন্যে লিসিট ১.০। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রাক্তন ছাত্র প্রান্তিক চক্রবর্তী এই অ্যাপটি চালু করেছেন। এতে একদিকে যেমন রয়েছে মূল্যবান স্টাডি মেটেরিয়াল আবার নামীদামি অধ্যাপকদের অডিও-ভিডিও লেকচারও রয়েছে।
বিশদ

20th  May, 2019
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ওড়িশা, কোরাপুট বিভিন্ন বিষয়ে ভর্তি নিচ্ছে

২৯ এপ্রিল থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং রিসার্চ প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য। প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে ২৯ জুন এবং ৩০ জুন।
বিশদ

20th  May, 2019
মাকাউট নিয়ে এল একগুচ্ছ নতুন ভোকেশনাল কোর্স

 মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যা সংক্ষেপে মাকাউট নামে পরিচিত, ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এল নতুন একগুচ্ছ ভোকেশনাল কোর্স। আগে দেখা যেত, সাধারণ পড়াশোনার জন্য স্নাতক হওয়ার কথা বলা হচ্ছে, আর চাকরিমুখী পড়াশোনার জন্য অভিভাবকরা ভোকেশনাল কোর্স করার দিকে নির্দেশ করছেন।
বিশদ

20th  May, 2019
খেলাধুলোয় আগ্রহ থাকলে
পেশা হিসেবে আকর্ষণীয় হতে
পারে
 স্পোর্টস ম্যানেজমেন্ট

খেলা তো আসলে একটা নেশা। আর এই নেশাকেই যদি পেশা করে নিয়ে আর্থিক সমস্যা মেটানো যায়, মন্দ কী? এই কর্মযজ্ঞের অংশীদার হতে গেলে কিন্তু দক্ষ হতে হবে স্পোর্টস ম্যানেজমেন্টে।
বিশদ

06th  May, 2019
খেলা প্রিয় হলে স্পোর্টস ম্যানেজমেন্টের থেকে ভালো পেশা আর নেই

ভারতে স্পোর্টস এখন আর শুধু ফুটবল, ক্রিকেটে সীমাবদ্ধ নয়। ব্যাডমিন্টন, কবাডি, কুস্তি, দাবা, বক্সিং সবেতেই এখন ভারতীয়রা ক্রমশ বিশ্ব মানচিত্রে জায়গা করে নিচ্ছে। বক্সিংয়ে মেরি কম, ব্যাডমিন্টনে সাইনা, সিন্ধু, কাশ্যপ, কুস্তিতে সুশীল কুমার বা বজরং পুণিয়া, আর্চারিতে দীপিকা কুমারি, জিমনাস্টিক্সে দীপা কর্মকার কত নাম বলব।
বিশদ

06th  May, 2019
নিটে সফল হওয়ার সহজ উপায়

‘নিট’ এবং ‘এইমস’-এ ভর্তির প্রবেশিকা পরীক্ষায় সফল হওয়ার সহজ উপায় বাতলে দিলেন পাথফাইন্ডার গ্রুপের চেয়ারম্যান দেবদত্ত শ্রীমানী। বিশদ

06th  May, 2019
প্যাকেজিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স

প্যাকেজিংয়ের উপর দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্যাকেজিং। সংস্থার কলকাতা, মুম্বই, দিল্লি এবং হায়দরাবাদ কেন্দ্র থেকে পড়ানো হবে। আবেদন করার শেষ তারিখ ৭ জুন ২০১৯। বিশদ

06th  May, 2019
ন্যাশনাল ইনস্টিটিউট অব ফুড টেকনোলজি অন্ত্রপ্রনরশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু

 কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অধীন স্বশাসিত এই সংস্থায় বেশ কয়েকটি বিষয়ে ভর্তির জন্য আবেদন আহ্বান করছে। এখান থেকে পড়া যাবে –
বি-টেক – ১। ফুড টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট – উচ্চ মাধ্যমিক বা সমতুল এবং জেইই মেন ২০১৯ –এ যোগ্যতা অর্জন করতে হবে।
বিশদ

06th  May, 2019
একনজরে
 শ্রীনগর, ২৮ মে (পিটিআই): জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। পুলিস জানিয়েছে, নির্দিষ্ট সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগের কাচওয়ান জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ...

  সংবাদদাতা, রামপুরহাট: মুরারই থানার রাজগ্রামের বনরামপুর গ্রামের কাছে পাথর শিল্পাঞ্চল যাওয়ার রাস্তায় জেসিবি মেশিনের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাব্বির শেখ(২২)। বাড়ি বনরামপুর গ্রামে। সোমবার বিকেলে সে বাইক চালিয়ে পাথর শিল্পাঞ্চল যাচ্ছিল। ...

 সংবাদদাতা, কুমারগ্রাম: ওয়েস্ট বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কাম সিনিয়র সিলেকশন ফর কাই'তে অংশ নিয়ে আলিপুরদুয়ার ক্যারাটে অ্যাকাডেমির সাহিল হরিজন সোনা এবং ব্রোঞ্জ পদক জিতেছে।  ...

 দীপ্তিমান মুখোপাধ্যায়। হাওড়া: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে হাওড়া পুরসভা এলাকায় কমপক্ষে ২৫টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। এই অবস্থায় পুরসভা ভোট কবে হবে, তা নিয়ে জোর চর্চা চলছে হাওড়ায়। রাজ্য সরকার এখনই পুরসভার ভোট করাবে, নাকি ড্যামেজ কন্ট্রোলের জন্য আরও খানিকটা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৫৩—প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করলেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি
১৯৫৪—অভিনেতা পঙ্কজ কাপুরের জন্ম।
১৯৭২—অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের মৃত্যু।
১৯৭৭—ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৭—ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬২ টাকা ৬৯.৮৬ টাকা
পাউন্ড ৭৬.৪৬ টাকা ৭৯.৪৩ টাকা
ইউরো ৬৮.৮৫ টাকা ৭০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,২৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৬২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,০৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৯ মে ২০১৯, বুধবার, দশমী ২৬/৩ দিবা ৩/২১। উত্তরভাদ্রপদ ৪০/৫৪ রাত্রি ৯/১৮। সূ উ ৪/৫৬/৫, অ ৬/১১/৩৫, অমৃতযোগ দিবা ৭/৩৪ গতে ১১/৭ মধ্যে পুনঃ ১/৪৬ গতে ৫/১৮ মধ্যে। রাত্রি ৯/৪৭ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ১/২১ মধ্যে, বারবেলা ৮/১৫ গতে ৯/৫৪ মধ্যে পুনঃ ১১/৩৪ গতে ১/১৩ মধ্যে, কালরাত্রি ২/১৫ গতে ৩/৩৬ মধ্যে।
১৪ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৯ মে ২০১৯, বুধবার, দশমী ২১/২৭/৫৫ দিবা ১/৩১/২১। উত্তরভাদ্রপদনক্ষত্র ৩৭/৩৭/৩৫ রাত্রি ৭/৫৯/১৩, সূ উ ৪/৫৬/১১, অ ৬/১৩/১৫, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/১০ মধ্যে ও ১/৫০ গতে ৫/২৬ মধ্যে এবং রাত্রি ৯/৫০ মধ্যে ও ১১/৫৮ গতে ১/২৪ মধ্যে, বারবেলা ১১/৩৪/৪৩ গতে ১/১৪/২১ মধ্যে, কালবেলা ৮/১৫/২৭ গতে ৯/৫৫/৩ মধ্যে, কালরাত্রি ২/১৫/২৭ গতে ৩/৩৫/৪৯ মধ্যে।
২৩ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।১৯৫৩—প্রথম এভারেস্ট ...বিশদ

07:03:20 PM

১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস আজ রাত ১১:৫৫ মিনিটের বদলে আগামীকাল সকাল ১০:৩০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে 

07:24:56 PM

আগামীকাল প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী 

07:17:06 PM

৩১ মে ১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস বাতিল থাকবে 

06:22:45 PM

৪ জেলার জেলা শাসক বদল 
চার জেলার জেলা শাসক বদল করল রাজ্য সরকার। উত্তর ২৪ ...বিশদ

06:17:16 PM