ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
‘যমালয়ে জীবন্ত মানুষ’ ছবিতে দেবলোকের কর্মীদের কিছু কর্তব্য বিভ্রাটে ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত সিধু চরিত্রটিকে যেসব বিড়ম্বনায় পড়তে হয়েছিল, হুবহু সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে সমকালীন বিজ্ঞানী সাম্যময় ব্যানার্জির (অম্বরীশ ভট্টাচার্য) ক্ষেত্রে। সমনামীর একই ভাগ্য বিপর্যয়ে ব্যথিত ভানু (শাশ্বত চট্টোপাধ্যায়) এরপর এমন এক আন্দোলনের সূচনা করেন, যা স্বর্গলোক ও মর্ত্যলোকের সীমানা মুছে দেয়। কিন্তু বর্তমান ছবিটিকে আগের ছবির সিক্যুয়েল ভাবলে ভুল হবে। এই ছবি ভানুর জীবনদর্শনের ছবি। যে দর্শন দিয়ে নিজের সময়ে পর্দা ও বাস্তবকে আলোকিত করতেন তিনি, তা দিয়েই সমকালের উদ্দেশে কিছু বার্তা দিয়েছেন। তাই ভানু যমালয়ে থেকেও এখনও ‘জীবন্ত’ বা সমকালীন।
ভানুর চরিত্রে সফল চরিত্রায়ণ করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। চরিত্রের ম্যানারিজম ও বাচনভঙ্গির মতো বহিরঙ্গকে স্পর্শ করেই থেমে থাকেননি, ভানুর রসবোধ ও জীবনবোধকেও আগাগোড়া একনিষ্ঠ ভাবে অনুসরণ করেছেন শাশ্বত। ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে সুচিত্রা সেন অভিনীত রমলা চরিত্রের পুনর্গঠনে অনবদ্য দর্শনা বণিক। শাশ্বত-অম্বরীশ জুটি কোনও ধ্রুপদী সাঙ্গীতিক যুগলবন্দির চেয়ে কোনও অংশে কম নন।
মানস গঙ্গোপাধ্যায় ও ঋষি রায়চৌধুরীর সিনেমাটোগ্রাফি এবং অর্ঘ্যকমল মিত্রের সম্পাদনা শিল্প রসোত্তীর্ণ। রাজা নারায়ণ দেবের সঙ্গীত মনোগ্রাহী। ‘আশিতে আসিও না’ ছবিতে মান্না দে ও রুমা গুহঠাকুরতার দ্বৈত কণ্ঠে ‘তুমি আকাশ এখন যদি হতে’ গানটির অনুকরণে রাঘব চট্টোপাধ্যায় ও জিনিয়া রায়ের গাওয়া ‘যদি রূপের সাগর’ গানটি বেশ উপভোগ্য।