Bartaman Patrika
বিনোদন
 

উচিত আর ভালোবাসা, দুটো পরস্পর বিরোধী শব্দ 

আবার নতুন ছবি পরিচালনা করছেন অপর্ণা সেন। ছবির নাম ‘ঘরে বাইরে আজ’। রবীন্দ্রনাথের এই উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় ছবি তৈরি করেছেন। তার পরেও কেন এই উপন্যাস নিয়ে ছবি তৈরি করার কথা ভাবলেন? ছবির খুঁটিনাটি থেকে নিজের অনুভূতি শব্দের মাধ্যমে মেলে ধরলেন পরিচালক।

অদিতি বসুরায়:  সত্যজিৎ রায় ‘ঘরে বাইরে’ উপন্যাস থেকে ছায়াছবি নির্মাণ করেছিলেন ১৯৮৪ সালে। মানে আজ থেকে ৩৪ বছর আগে। আপনি ঠিক ৩৪ বছর পরে আবার একই উপন্যাস থেকে ছবি তৈরি করলেন। ভবিষ্যতে কঙ্কনার কাছ থেকেও কি বাঙালি দর্শক এই উপন্যাস থেকে আরও একটি ছবির আশা রাখতে পারে?
 ভবিষ্যতে কী হবে সেটা তো বলা যায় না। কঙ্কনার আদৌ ছবি করতে আর ইচ্ছে হবে কিনা তাও জানি না। আমি শুধু নিজের কথাটা বলতে পারি (হাসি)।
 ‘ঘরে বাইরে’ উপন্যাসকেই নির্বাচন করলেন কেন ছবির জন্য?
 আমাকে অনেকেই বিশেষ করে কঙ্কনা অনেকবার জিজ্ঞেস করেছে কেন রবীন্দ্রনাথের গল্প নিয়ে ছবি করি না। তখন প্রথমেই ‘গোরা’র কথা মনে হয়েছিল। কিন্তু সেই সময়টাকে ধরতে গেলে ‘গোরা’ করা খুব কঠিন। তাছাড়া ‘গোরা’ বড্ড বেশি তাত্ত্বিক। তাই অনেকের পক্ষে বোঝা মুশকিল হবে। তবে আমার ছবিটিতে ‘গোরা’র উপাদান আছে। সন্দীপের মধ্যেই আছে। এই প্রসঙ্গে গৌরী লঙ্কেশ ও সুজাত বুখারির হত্যাকাণ্ডের খানিকটা প্রভাবও কাজ করেছে। গৌরীর মতো একজন চমৎকার হাসিখুশি ভদ্রমহিলা যিনি অসাধারণ লিখছিলেন প্রান্তিক মানুষদের নিয়ে, তিনি কার কী অসুবিধে করেছিলেন আমি বুঝতে পারি না। কিন্তু তাঁকে মেরে ফেলা হল। আমি সেদিন রাতে ঘুমাতে পারিনি। ঘটনাটা আমাকে খুব নাড়িয়ে দিয়েছিল। সেদিনই ভোরের দিকে আমি স্বপ্ন দেখি একজন তরুণ পরিচালক যে আবার সত্যজিত রায়ের ফ্যান, সে তার প্রথম ছবি করছে ‘ঘরে বাইরে’ নিয়ে কিন্তু তা এখনকার সময়ে দাঁড়িয়ে। এই স্বপ্নের রেশ অনেকক্ষণ ছিল এবং আমি বুঝতে পারলাম যে আমাকে আবার ছবি করতে হবে আর ওই তরুণটি আসলে আমি। আমার প্রত্যেকবারই ছবি করার সময় মনে হয় যে এটাই আমার প্রথম ছবি। গোড়ায় তাই আমি ভেবেছিলাম যে ছবিটি করবই এইভাবে যে একজন নতুন পরিচালক ‘ঘরে বাইরে’ করছে। কিন্তু পরে মনে হল, সেটা করতে গেলে অনেক জটিল হয়ে যাবে বিষয়টা। তাই এই ছবিটা সোজাসুজি ভাবে বলতে গেলে, একটা ত্রিকোণ প্রেমের ছবি। সেই সঙ্গে এই ব্যক্তিগত বিষয়কে বাইরের রাজনীতি কীভাবে আক্রান্ত করছে, তারও ছবি।
 তার মানে এই ছবিতে রাজনীতির প্রত্যক্ষ প্রভাব আছে?
 রাজনীতির বাইরে এই ছবি যাবে কি করে বলুন? রবীন্দ্রনাথের উপন্যাসটিতেও তো রাজনীতিই আছে। সেটা অবশ্য তখনকার দিনের রাজনীতি। সত্যজিত রায়ের ছবিতেও সেই একই জিনিস আছে। আমি এই যুগের কথা বলছি ছবিতে। তাই আমাকে এই যুগের রাজনীতিই তুলে ধরতে হয়েছে।
 রাজনীতির প্রভাব থাকা প্রসঙ্গে বলি, আজকাল তো শাসকের বিরুদ্ধে কথা বললে নানাভাবে হেনস্তা হতে হয়। কিংবা গৌরী লঙ্কেশের মতো পরিণতির জন্য তৈরি থাকতে হয়। আপনার এই ছবিতে যদি সেরকম কিছু থেকে থাকে, তবে আপনাকেও তো রাষ্ট্রের রোষে পড়তে হতে পারে। সেই ব্যাপারটা সম্বন্ধে কী ভাবছেন?
 আমি ঠিক এইভাবে ভেবে ছবি করি না। তাছাড়া আমার বলার মধ্যে জঙ্গি ভাবটাও থাকে না। এই ছবিতে আমি দক্ষিণপন্থা, বামপন্থা সবটাই দেখিয়েছি নিখিলেশের মধ্যে। তবে সেটা কট্টর লেফটিস্ট মনোভাব নয়। সে সেকুলার। গৌরী লঙ্কেশের অনেকটাই প্রভাব আছে নিখিলেশের চরিত্রে।
 যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য আর তুহিনা দাস আপনার ছবির প্রধান চরিত্রগুলোতে আছেন। এঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ?
 অনির্বাণ তো আমারই আবিষ্কার। ‘আরশিনগর’ ছবিতে যিশু, অনির্বাণ দু’জনেই ছিল। এদের সঙ্গে কাজ তো করেছি আগে। আরশিনগরে যিশুকে নিতে অনেকেই আমাকে বারণ করেছিলেন যিশুর বক্সঅফিস নেই বলে। কিন্তু আমি ঠিক করেছিলাম ওকেই নেব। আজ দেখুন যিশু কোথায় চলে গিয়েছে। এখন আমাকে বলাই হয়েছিল ওকে নেওয়ার কথা। তবে আমার ছবিতে সন্দীপ আর নিখিলেশ দু’জনের বন্ধুত্বটাকে দেখানো হয়েছে। সত্যজিত বা রবীন্দ্রনাথ যেটা দেখাননি। এটা প্রেমের গল্প যতটাই, ততটাই বন্ধুত্বেরও গল্প। অনির্বাণের অভিনয় ক্ষমতা সম্বন্ধে আমার কোনদিন কোনও সন্দেহ ছিল না। ওর প্রসঙ্গে আমার একটাই দুশ্চিন্তা ছিল। কারণ ও মেদিনীপুরের ছেলে আর আমার নিখিলেশ অক্সফোর্ড ফেরত! তাই ইংরেজিটা কীভাবে বলবে তা নিয়ে একটু চিন্তায় ছিলাম। কিন্তু অনির্বাণ অসম্ভব বুদ্ধিমান ও দক্ষ অভিনেতা। ও যে ইংরেজিটা বলল, কী করে যে বলল, আমিও ভাবতে পারিনি। ও যে কীভাবে করবে তা নিয়েও ও খুব চিন্তায় ছিল। অনেক রাতেই ও আমাকে মেসেজ করে জানতে চাইত, রিনাদি, আমি পারব তো? আমি বলতাম, সবে তো একটা ওয়ার্কশপ করেছিস। নিখিলেশের মতো জটিল চরিত্রকে এত তাড়াতাড়ি বুঝে যাবি, ভাবলি কী করে?(হাসি) তবে আমি বলব, নিখিলেশের চেয়েও এখানে জটিল চরিত্র সন্দীপ। তার কারণ হচ্ছে, রবীন্দ্রনাথ বা সত্যজিতের সন্দীপ অনেক বেশি একপেশে, সেখানে সন্দীপ জাস্ট একটা ভিলেন, এক অন্ধকার চরিত্র। আমার সন্দীপ সেরকম নয়। সে দেশের মানুষকে সমস্ত লিমিটেশন-সমেত গ্রহণ করতে জানে। সে দেশের সেবা করতে চায় খুব সৎভাবে। তুহিনা আমার ছবির বিমলা। সে এখানে দলিত মেয়ে। তাকে পরে নাম দেওয়া হয় বৃন্দা। সৃজিত আমাকে তুহিনা আর শ্রীনন্দার কাস্টিং সাজেস্ট করেছিল। ওকে আমি অ্যাকনলেজও করেছি। সৃজিত আমাকে বলেছিল তুহিনার চেহারায় একটা ‘দলিত কোশেন্ট’ আছে। তারপর একটা পার্টিতে আমি তুহিনাকে দেখি এবং আমার সঙ্গে যোগাযোগ করতে বলি। ও ভীষণ ভয় পাচ্ছিল। লোকেরা আমাকে ভয় পায় কেন, তা আমার মাথায় ঢোকে না। তবে ভয় পায়। তুহিনা ওরকম কালো, ওরকম সুন্দরী যে অন্যকিছু ভাবিইনি। আমি তো ওকে বলি, তোর জ্য-লাইনটাই এমন সুন্দর যে তোকে তো কিছু করতেই হয় না আলাদা করে। ও চমকে দেবে দর্শককে। ও একেবারে ‘বিমলা’ হয়ে উঠেছে। দেখে নেবেন।
 রবীন্দ্রনাথের ছবিতে গানের ভূমিকা বেশ উল্লেখযোগ্য বিষয়। আপনার ছবিতে গান ব্যবহার করেছেন?
 গানের ব্যবহার আছে। এখানে মনোময় গেয়েছেন রবীন্দ্রনাথের সুর দেওয়া বিদ্যাপতির গান। রশিদ খান গেয়েছেন রামদাসী মালহার-এর ওপর একটা গান। দুটোই বর্ষার গান।
 সেই ‘থার্টিসিক্স চৌরঙ্গী লেন’ থেকে ‘ঘরে বাইরে আজ’ – এই জার্নিতে পরিচালক অপর্ণা সেন দর্শকদের রেসপন্স কীভাবে পেয়েছেন?
 ‘থার্টিসিক্স চৌরঙ্গী লেন’ করার সময় অপর্ণা সেন দর্শকের কথা ভাবতই না। কিন্তু এখন ভাবে। ভাবতে হয়। সত্যি বলতে কী, দর্শককে ক্রমশ পাল্টে যেতে দেখলাম চোখের সামনে। যদিও অনেক লোকের রুটিরুজির জোগান দেয় এই ইন্ডাস্ট্রি তবু বলি, এই বাংলা সোপ বা সিরিয়াল দর্শকের রুচিকে অনেকটাই নিম্নগামী করে ফেলেছে। যারা একসময় অজয় কর বা তপন সিংহর ছবি দেখেছে ভালোবেসে, তারা আজ আছে কিনা সন্দেহ! তবে এ নিয়ে খুব বেশি ভাবি না। আমার ছবির কিছু বাঁধা দর্শক আছে। তারা আমার ছবি দেখে এবং অপেক্ষা করে নতুন ছবির। সব ছবি তারা গ্রহণ করতে পারেনি, যেমন সতী বা আরশিনগর তাদের ভালো লাগেনি। তবু আমার ছবি দেখতে যায় তারা। এটা আশা করি তারা গ্রহণ করবে। এটা মূলত একটা ত্রিকোণ প্রেমের গল্প হিসেবেই দেখিয়েছি।
 ত্রিকোণ প্রেম নিয়ে ছবি করলেন – ব্যক্তিগত জীবনে ত্রিকোণ প্রেমে বিশ্বাস করেন?
 এইখানে একটা কথা আছে। মূল ব্যাপারটা হল – একজনের প্রতি আনুগত্য। আর প্রশ্ন হল ভালোবাসায় আনুগত্য থাকা উচিত কিনা। অনেকেই বলেন, ভালোবাসায় উচিত বলে কিছু হয় না। উচিত আর ভালোবাসা এই শব্দ দুটি পরস্পর বিরোধী।
 একটা ছবি তৈরির ঝক্কি তো কম নয়। কী করে পারেন? বয়স কি বাধা হতে পারে বলে মনে হয়?
 সত্যি বলছি, বয়সের কথা আমার মনে থাকে না। মনের জোরের জন্য আমার ঝক্কি সে রকম হয় না। কখনও কখনও চোট বা আঘাত পেলে বয়সের কথা মনে পড়ে যায়। এই যেমন তেরোই অক্টোবর আমি পড়ে গেলাম, হাঁটুতে লাগল এবং নি-ক্যাপটা ক্র্যাক করে গেল। শ্যুটিং চলছিল তখন। পুজোর মধ্যে ডাক্তার দেখালাম। একদম অ্যাঙ্কেল থেকে থাই পর্যন্ত একটা ব্রেস পরে থাকতে হল। সারাক্ষণ পা-টা সোজা করে রাখতে হচ্ছিল। ওই অবস্থায় পুরুলিয়া গেলাম গাড়ি করে। শ্যুটিং ছিল। হুইলচেয়ারে বসে কাজ করেছি। আমার বন্ধু সোহাগ সেন আমাকে ওই অবস্থায় দেখে বলল, তোর নাম রিনা না রেখে ব্যালেরিনা রাখতে হবে। বুঝতে পারিনি যে আমার স্পাইনেও লেগেছিল, যা পরে জানা গেল। এখন তাই মাঝে মাঝে মনে হয় আর ছবি না করে দেশ বেড়াতে যাই। লিখতেও ইচ্ছে করে খুব।
 এই যে বয়সের কথাটা ভুলে যেতে পারেন – এর রহস্যটা কী?
 আমি জানি না, জানেন (হাসি)। আমার বাঁচতেই খুব ভালো লাগে। আমি সবকিছুই খুব উপভোগ করি। আমার রান্না করতে ভালো লাগে, ঘর সাজাতে ভালো লাগে, নিজে সাজতে ভালো লাগে, আমার বেড়াতে যেতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে। আমার নেটফ্লিক্স-এ সিনেমা দেখতে ভালো লাগে, স্ক্র্যাবল খেলতে ভালো লাগে, চেজ খেলতে ভালো লাগে। আমার যে কতকিছু ভালো লাগে বলে বোঝাতে পারব না। এই সব করতে করতে আর বয়সটার কথা মনে রাখার ফুরসত পাই না। 
10th  November, 2019
ঘুম ছুটেছে রাজের 

ঘুম ছুটেছে চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তীর। শুক্রবার উৎসব উদ্বোধনের ঝক্কি সামলে বাড়ি ফিরেছেন অনেক রাতে। শনিবার ভোর ভোর ঘুম ভাঙতেই দেখেন বুলবুলের বিড়ম্বনায় আকাশের মুখ ভার। সকালেই বাঙুরে চলচ্চিত্র শতবার্ষিকী ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন। 
বিশদ

দ্য কিং, আই অ্যান্ড কুইন 

এঁদের দেখে না চেনার কোনও উপায় নেই। ছবিটি শুক্রবার নেতাজি ইন্ডোরে কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে তোলা। শাহরুখ খানের সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এখানেই দাঁড়ি না দিয়ে আরও একজনের নাম লেখা তো দরকার। কারণ সৃজিতের পাশে ওই লাস্যময়ী মহিলা কে?  
বিশদ

মহেশের সৌজন্য 

নেতাজি ইনডোর স্টেডিয়ামে একে একে বিশিষ্ট অতিথিদের মঞ্চে ডাকছিলেন চলচ্চিত্র উত্সব উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক যিশু সেনগুপ্ত ও পরমব্রত চট্টোপাধ্যায়। আমেরিকান অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল মঞ্চে ওঠার মুখেই খেয়াল করলেন তাঁর রুপোলি রঙের ব্যাগটি আর তার হাতে নেই। কী কাণ্ড! কোথায় গেল?  
বিশদ

ছোঁ মেরেছে বুলবুল 

শিশির মঞ্চের পেছনের দেওয়াল জুড়ে চলচ্চিত্র উৎসবের থিম সজ্জা। সেখানে টাইপরাইটার থেকে শুরু করে ফিল্মক্যানের নানা অলঙ্কার। রয়েছে নানা আকৃতির পুরনো মডেলের ঘড়িও। তার একটিতে বাজে সাতটা বাজতে পাঁচ। আর একটিতে পাঁচটা। আর একটিতে দশটা। আরও একটি ঘড়িতে কোনও কাঁটা নেই। 
বিশদ

লোকনাথের ভূমিকায় ভাস্বর পূর্বনির্ধারিত
ছিলেন, দাবি নির্মাতাদের 

লোকনাথের চরিত্রে সৌপ্তিকের বদলে ভাস্বর চট্টোপাধ্যায়ের নির্বাচন আগেই ঠিক ছিল। এর সঙ্গে সৌপ্তিকের অসুস্থতার সম্পর্ক নেই বলেই দাবি নির্মাতাদের। চ্যানেল সূত্রে খবর, তিনটি বয়সের লোকনাথকে এই ধারাবাহিকে ধরা হচ্ছে।  
বিশদ

পাঞ্জাবে চললেন আমির 

কিছুদিন আগেই আমির খান তাঁর আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র মোশন লোগো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছিলেন। এবার এই ছবির প্রথম পর্যায়ের শ্যুটিং শেষ করে আমির চললেন পাঞ্জাবে। চণ্ডীগড় এবং অমৃতসরে এই ছবির শ্যুটিং হবে। সারা দেশের প্রায় ১০০টি লোকেশনে ছবির শ্যুটিং হওয়ার কথা রয়েছে। 
বিশদ

ইঞ্জিনিয়ার থেকে অভিনেত্রী 

অয়নকুমার দত্ত, মুম্বই: ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। ইঞ্জিনিয়ারিং পাশ করে এক বছর চাকরিও করেছেন। কিন্তু সৃজনশীল কিছু করার টানে হয়ে গেলেন অভিনেত্রী। তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক ‘দিল ইয়ে জিদ্দি হ্যায়’-এর সম্প্রচার শুরু হচ্ছে জিটিভিতে। ইঞ্জিনিয়ার থেকে অভিনেত্রী হওয়া এই তরুণীর নাম মেঘা রায়।
বিশদ

ফেস্টিভ্যালের ডায়েরি 

কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন অমিতাভ
অমিতাভ আসছেন না? অমিতাভ এলেন না কেন? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছিল শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে। অমিতাভ বচ্চনের অগণিত ভক্তদের কাছে প্রথম সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য থেকেই এই প্রশ্নের উত্তর আসে।  
বিশদ

10th  November, 2019
‘বাজিগর’ শাহরুখকে কাছে
টেনে আবেগঘন বক্তৃতা রাখীর

অভিনন্দন দত্ত, কলকাতা: শুক্রবার সন্ধ্যায় কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তৈরি হল এক স্মরণীয় মুহূর্ত। মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় পিছনে দাঁড়িয়ে থাকা শাহরুখ খানকে মাতৃস্নেহে জড়িয়ে ধরলেন রাখী গুলজার। প্রেক্ষাগৃহে তখন করতালিতে টেকা দায়। আসলে দর্শকদের মনে যে তখন ‘বাজিগর’-এর নস্টালজিয়া।
বিশদ

09th  November, 2019
বদলাতে পারি কিন্তু কেন বদলাব?
বালা

অদিতি বসুরায়: গায়ের রং, মাথার চুল, উচ্চতা এসব নিয়ে ভারতবর্ষের আম-জনতার মাথাব্যথার শেষ নেই। এখনও নারী-পুরুষ নির্বিশেষে চেহারার চাকচিক্য নিয়ে বেজায় ভাবিত। ফেয়ারনেস ক্রিমের বাজার খেয়াল করলেই এই তথ্যের সত্যতা সামনে আসবে।
বিশদ

09th  November, 2019
ধ্রুবর ছবিতে নগেন্দ্রপ্রসাদ
সর্বাধিকারীর চরিত্রে দেব

  দেব নাকি ইদানীং মন দিয়ে ফুটবল প্র্যাকটিস শুরু করেছেন। কোনও নতুন ছবির চরিত্রের প্রস্তুতি না নিছক খেলায় মন, এই ধোঁয়াশাটাই যা ছিল। তবে যা খবর, দেবের এই নব ফুটবল প্রেম অভিনয়ের প্রয়োজনেই। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করতে চলেছেন টলিউডের হার্টথ্রব।
বিশদ

09th  November, 2019
কৃশ ৪-এর শ্যুটিং
শুরু জানুয়ারিতে?

  এই পর্যন্ত ছবির তিনটি ইনস্টলমেন্ট দেখা গিয়েছে। কবে যে চতুর্থটি আসবে, তার জন্য হাপিত্যেশ করে বসে আছে হৃতিক রোশনের ফ্যান এমনকী ছবি ব্যবসায়ীরা। আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই, ‘কৃশ ৪’-এর কথা হচ্ছে। রাকেশ রোশন পরিচালিত এই ছবির চতুর্থ পর্যায়ের একটা আভাস ‘কৃশ ৩’ মুক্তি পাওয়ার ছয় বছর বাদে পাওয়া যাচ্ছে।
বিশদ

09th  November, 2019
ওয়েব সিরিজ
প্রযোজনা করবেন জন

স্বাধীনতা দিবসের দিন জন আব্রাহামের ছবি ‘বাটলা হাউজ’ মুক্তি পেয়েছিল। তারপর থেকে এই অভিনেতা কিন্তু থেমে নেই। ‘পাগলপান্তি’ ছবির প্রচার করছেন, তার সঙ্গে ‘মুম্বই সাগা’ ছবির শ্যুটিংও করছেন। এখানেই ইতি নয়। প্রযোজক হিসেবে এই অভিনেতা ভালো বিষয়বস্তুর খোঁজেও সবসময় সজাগ রয়েছেন।
বিশদ

09th  November, 2019
 বিদ্যার জামাই
হচ্ছেন অমিত

বিদ্যা বালন অভিনীত অনু মেনন পরিচালিত ছবি ‘শকুন্তলা দেবী’ নিয়ে বলিউডে ইতিমধ্যেই আলোড়নের সৃষ্টি হয়েছে। ছবিটি গণিত বিশেষজ্ঞ শকুন্তলা দেবীর জীবনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। এখানে শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালন।
বিশদ

09th  November, 2019
একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাজারে এল বেঙ্গল টাইলস-এর নতুন টাইল ‘লাসট্রা’। এটি আদতে বড় আকারের স্ল্যাব, যা ৮০০ X ১৬০০, ৬০০ X ১২০০ বা এমন ধরনের ...

সুমন তেওয়ারি, শান্তিনিকেতন, বিএনএ: অভূতপূর্ব নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়েই আজ, সোমবার শান্তিনিকেতনের আম্রকুঞ্জে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান।   ...

ওয়াশিংটন, ১০ নভেম্বর (পিটিআই): আদালতে সাময়িক স্বস্তি পেলেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। শুক্রবার এইচ১বি ভিসা প্রাপকদের স্বামী বা স্ত্রীর ওয়ার্ক পারমিট বাতিলের আবেদন পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতে ফেরত পাঠাল ইউএস কোর্টস অব অ্যাপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া।  ...

জয়ন্ত চৌধুরী, কলকাতা: এখনই তাঁর সঙ্গে দেখা না করলে তিনি সরাসরি ‘দিদিকে বলো’য় ফোন করতে বাধ্য হবেন। সম্প্রতি এমনই হুমকি শুনতে হয়েছে রাজ্যের এক মন্ত্রীকে। তাঁর দর্শনপ্রার্থী কোনও ব্যক্তি ওভাবে তাঁকে কথা শোনাতে পারেন, তা কস্মিনকালেও তিনি ভাবেননি।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা, আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম
১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯১৮: শেষ হল প্রথম বিশ্বযুদ্ধ
১৯৩৬: অভিনেত্রী মালা সিনহার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৯ টাকা ৭২.০৯ টাকা
পাউন্ড ৮৯.৬৮ টাকা ৯২.৯২ টাকা
ইউরো ৭৭.২৫ টাকা ৮০.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
09th  November, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৫৬৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৫৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭, ১৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪, ৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪, ৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
10th  November, 2019

দিন পঞ্জিকা

২৪ কার্তিক ১৪২৬, ১১ নভেম্বর ২০১৯, সোমবার, চতুর্দশী ৩০/২৯ রাত্রি ৬/২। অশ্বিনী ৩৩/৩৮ রাত্রি ৭/১৭। সূ উ ৫/৫০/১৫, অ ৪/৫১/১৩, অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে পুনঃ ৮/৪৬ গতে ১০/৫৮ মধ্যে। রাত্রি ৭/২৭ গতে ১০/৫৫ মধ্যে পুনঃ ২/২২ গতে ৩/১৪ মধ্যে, বারবেলা ৭/১৩ গতে ৮/৩৫ মধ্যে পুনঃ ২/৬ গতে ৩/২৮ মধ্যে, কালরাত্রি ৯/৪৩ গতে ১১/২১ মধ্যে। 
২৪ কার্তিক ১৪২৬, ১১ নভেম্বর ২০১৯, সোমবার, চতুর্দশী ২৯/৫৩/১ রাত্রি ৫/৪৮/৩৩। অশ্বিনী ৩৫/২৬/১৫ রাত্রি ৮/১/৫১, সূ উ ৫/৫১/২১, অ ৪/৫১/৪৬, অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/৫৪ গতে ১১/৩ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ১০/৫৮ মধ্যে ও ২/৩০ গতে ৩/২৩ মধ্যে, বারবেলা ২/৬/৪০ গতে ৩/২৯/১৩ মধ্যে, কালবেলা ৭/১৩/৫৪ গতে ৮/৩৬/২৭ মধ্যে, কালরাত্রি ৯/৪৪/৭ গতে ১১/২১/৩৩ মধ্যে। 
১৩ রবিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম। বৃষ: বাহন ক্রয়ের যোগ। মিথুন: গৃমামলা-মোকদ্দমায় নিষ্পত্তি ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল ...বিশদ

07:03:20 PM

কোচবিহারে শুরু রাসমেলা
 

সোমবার ফিতে কেটে রাসমেলার দ্বারোদঘাটন করলেন কোচবিহার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ। ...বিশদ

07:43:00 PM

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকর। চেস্ট ইনফেকশনের ...বিশদ

06:09:58 PM

হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর 
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। গত ...বিশদ

04:35:00 PM

বাংলায় জয়েন্ট: ধর্মতলায় অবস্থান বিক্ষোভে তৃণমূল

 বাংলায় জয়েন্ট নয় কেন? কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার অভিযোগ তুলে ...বিশদ

04:06:00 PM