আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ
দক্ষিণ এবং বলিউড— এই দুই ইন্ডাস্ট্রিতেই পরপর কাজ করছেন শাশ্বত। প্রত্যেক ইন্ডাস্ট্রির কাজের ধরন ভিন্ন। সেটা মনে রেখেও কোনও পদ্ধতিগত বদল কি বাংলা ইন্ডাস্ট্রিতে আনা উচিত বলে মনে করেন শাশ্বত? তাঁর উত্তর, ‘আমাদের বাজেট কম। বিশ্রামের সময় পাওয়া যায় না। ওই দুই ইন্ডাস্ট্রির হাতে সময় আছে। একটা কাজের জন্য তিনজন লোককে নেওয়ার ক্ষমতা টলিউডের নেই। বরং এখানে একজন লোককে পাঁচটা কাজ করতে হয়। আমার মতে হিসেব করে চলা উচিত।’ তাঁর অভিনয়ে নিঃসন্দেহে সমৃদ্ধ হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি। কিন্তু তাছাড়াও একজন সিনিয়র হিসেবে কি টলিউডকে আরও কিছু তাঁর দেওয়ার রয়েছে? অভিনেতার সাফ জবাব, ‘যার যেটা কাজ, সে যদি সেটাই সঠিকভাবে করে তাহলেই হবে। টেলিভিশনে কিছুদিন পরিচালনার কাজ করেছিলাম। এর বাইরে আমার মনে হয় না অভিনেতা হিসেবে আমার আলাদা করে কিছু দায়বদ্ধতা থাকতে পারে।’
রহস্য শাশ্বতর পিছু ছাড়ে না। এর আগে ‘শবর’ বা ‘প্রলয়’-এর অনিমেষ দত্তর মতো চরিত্র করেছেন তিনি। অভিনেতার পর্যবেক্ষণ, দর্শক তাঁকে পছন্দ করেন। সে কারণেই পরিচালকদের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। সম্প্রতি ‘কারাগার’ খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকির সঙ্গে ‘গুলমোহর’ সিরিজে কাজ করেছেন শাশ্বত। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিনেতার আক্ষেপ, ‘শুধু শিল্প নয়। সব ক্ষেত্রেই এই অস্থিরতার প্রভাব পড়বে। অশান্তিই কিন্তু অশান্তির জন্ম দেয়।’
ছবি: দীপেশ মুখোপাধ্যায়