আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ
চিত্রনাট্য অনুযায়ী রুদ্র (সৌম্য) ক্ষমতাশালী প্রোমোটার বিশ্বনাথবাবুর ছেলে। সৌম্যর বাবার ভূমিকায় অভিনয় করছেন ভরত কল। রুদ্র প্রেমে পড়ে ইরার (নেহা)। বিধবা মেয়েটি কিন্তু রুদ্রকে পাত্তা দেয় না। বিশ্বনাথের কোম্পানি ইরাদের বাড়িটি ভেঙে বড় ফ্ল্যাট তৈরি করতে চায়। কিন্তু ইরার শ্বশুরমশাই তা হতে দিতে নারাজ। অন্যদিকে ভালোবাসার জন্য পরিবারের সকলের বিরুদ্ধেও চলে যেতে পারে রুদ্র।
নতুন সিরিজ প্রসঙ্গে সৌম্য বলেন, ‘আমি পর্দায় ভালোবাসার গল্প দেখে বড় হয়েছি। কিন্তু এখন আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা বিরল। এই প্রোজেক্টে আমাকে সুযোগ দেওয়ার জন্য নিসপাল সিং এবং অরিজিতের কাছে আমি কৃতজ্ঞ। আমার চরিত্র রুদ্র আনপ্রেডিক্টেবল। কিন্তু ও দারুণ প্রেমিক।’ পরিচালকের কথায়, ‘কলকাতার ব্যাকড্রপে এটা প্রেমের গল্প। সৌম্য এবং নেহার কেমিস্ট্রি অনস্ক্রিন খুব ভালো তৈরি হয়েছে।’ পাশাপাশি এই সিরিজের মাধ্যমেই ওয়েবে ডেবিউ করলেন নেহা। তিনি বলেন, ‘এই চরিত্রটা জীবনকে, ভালোবাসাকে আরও একটা সুযোগ দিতে চায়। মেয়েটি সাহসী। সেটা ওর জার্নি দেখলেই বোঝা যাবে।’
তুলিকা বসু, ময়না মুখোপাধ্যায়, আদিত্য বক্সি, বুদ্ধদেব ভট্টাচার্যর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই সিরিজ। যার মিউজিক করেছেন স্যাভি। গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, দেবায়ন। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘দেখেছি তোমাকে শ্রাবণে’।