সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ
তাঁরা আরও জানান, রাজ্যের ২.৫ কোটি পরিবার স্বাস্থ্যসাথী বিমার মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছেন। বিনামূল্যের রোগ পরীক্ষায় খোলা হয়েছে ১৬০টি ইউনিট। চালু হয়েছে ১১০টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান। ৬০-৭০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে জেনেরিক মেডিসিন। এছাড়া বেসরকারি স্বাস্থ্য পরিষেবা শুরু করতে আগ্রহীদের জন্যও লাইসেন্স প্রথাও করা হয়েছে অনেক সহজ।