আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ
গাড়ির দরজা খুলে নেমে এল। চোখের সামনে কাঠের পুল। পুলের আগে দু’ফুটের স্তম্ভ। পরিষ্কার রাস্তার পাশে সবুজ ঘাসের উপর মাটিতে পোঁতা। স্তম্ভের গায়ে লেখা নদীর নাম। অল্প আলোয় অস্পষ্ট কিন্তু পড়া যাচ্ছে। চোখ কুঁচকে লেখাটা পড়ল বিপুল। মাগুরমারি। অদ্ভুত নাম! মনে মনে কয়েকবার আউরে সাঁকোর উপর উঠে এল। সাঁকো আর এই নদী আগে দেখেনি বিপুল। এই পথে আসেইনি কোনও দিন।
আজ প্রথম। গিয়েছিল পাশের গঞ্জে এক মিটিংয়ে। গঞ্জ নয়, মহকুমা। নতুন পাওয়া তকমা। সাব ডিভিশনের নামী হোটেলে আয়োজন করা হয়েছিল বিজনেস মিট। ওর আন্ডারে এবছর নাম লিখিয়েছে ছাব্বিশ জন। ওদের নিয়েই গ্রুপের গুরুত্বপূর্ণ এজেন্ট মিটিং। পুরনো দু-তিন জনকেও ডাকা হয়েছিল। ইউনিটের কাজ আরও জোরদার করে কোম্পানির লাভ বাড়াতে হবে। সবাইকে সে কথাই বোঝাচ্ছিল বিপুল। মূল কথা, আউটপুট বাড়াতে হবে। দরকার আরও অ্যাগ্রেসিভ মার্কেটিং। টাইম ইজ মানি। বেগার খাটা চলবে না। অল্প সময়ে বেশি জিনিস বেচতে হবে। মাল বিক্রিতে দরকার সাহস আর আত্মবিশ্বাস। কনভিন্স করতে হবে গ্রাহকদের। মনের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব রাখবে না। একদম সোজাসুজি কথা বলে নিজের প্রোডাক্ট বেচে দেবে। কাউকে খাতির নয়। কারওর সঙ্গে ভালোমানুষি করবে না। এরকম নানান পরামর্শ দিল।
—স্যার, কাস্টমার না কিনতে চাইলে কী করব?
কম বয়সি একটি মেয়ে লেকচারের মাঝখানেই প্রশ্ন করে বসল।
—ধৈর্য নিয়ে লেগে থাকবে। বারবার রিকোয়েস্ট করতে হবে। আর সাহস রাখবে।
বেশ জোর দিয়ে কথাগুলো বলেছিল বিপুল। বক্তৃতা শেষে এজেন্টদের হাততালিতে বড় ঘরটা ফেটে পড়ছিল। একটু পরে ঘড়ির কাঁটা মিলিয়ে লেকচার রুমের বাইরে এসে দাঁড়াল। করিডর পেরিয়ে ঘাসের লন। গাড়ির ভিড়ে লনের শেষ প্রান্তে নিজের গাড়ি। ধীর পায়ে ওদিকে এগতেই এক এজেন্ট চিন্তিত মুখে কাছে এসে দাঁড়াল। ছেলেটির নাম কাশী। কাশী বক্সী। সরল টাইপের। খুব পরিশ্রমী কিন্তু আউটপুট কম। কোম্পানির প্রোডাক্ট ভালো বিক্রি করতে পারে না। কাছের এক গ্রামে বাড়ি। মুখ নামিয়ে নরম গলায় ধীর ধীরে কাশী বলল, ‘স্যার, বিকেল হয়ে গেল। একটু পরেই প্রচণ্ড ঠান্ডা পড়বে। আপনার বাড়ি পৌঁছতে তো অনেক রাত হয়ে যাবে!’
—তা তো হবেই। উপায় কী?
—রাত করবেন না স্যার। বৃষ্টিও আসতে পারে। আপনি শর্টকাট ধরুন।
—কোন রাস্তা?
—এখান থেকে সোজা দু’কিলোমিটার, তারপর পাকুড়তলা মোড়। চায়ের দোকান-টোকান আছে। ওখান থেকে বাঁদিক ধরবেন। মাটির রাস্তা কিন্তু খারাপ নয়।
—গাড়ি চলবে কি?
বিপুলের স্বরে উদ্বেগ।
—চলবে স্যার। ছয় কিলোমিটার রাস্তা কমে যাবে। সময়ও বাঁচবে। টাইম ইজ মানি স্যার!
এজেন্টের কথা মেনে নিয়ে গাড়ি স্টার্ট করেছিল বিপুল। খানিক পরে মাটির রাস্তায় গাড়ি চালাতে চালাতে কাশী বক্সীকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিল। রাস্তা ভালো। পিচ ঢালাই করা হবে হয়তো। তার আগে সাফাই হয়েছে। রোলার চলেছে। জংগুলে মাটির রাস্তার বেশ পরিপাটি রূপ। শক্তপোক্ত আর মসৃণ। ধুলো নেই একটুও। ঘন গাছপালা রাস্তার দু’পাশে। লোকজন নেই। গোরু ছাগলও পথ আটকে দাঁড়ায়নি। গড়ানো বিকেলে কমে আসা আলোয় সেকেন্ড হ্যান্ড গাড়িটা তরতর করে ছুটছিল। মনের আনন্দে এতক্ষণ গাড়ি চালিয়ে সাঁকোর কাছে এসে কপাল কুঁচকে দাঁড়িয়ে পড়ল বিপুল রায়। বিট্টাল ফিনান্স কোম্পানির সিনিয়র এগজিকিউটিভ। এখন কী করণীয় কিছুই বুঝে উঠতে পারছে না।
ব্রিজের উপর দিয়ে কি গাড়ি চালাব? ভাবতেই বুকটা ধক করে উঠল। পুরনো সেতু! যদি ভেঙে পড়ে? শঙ্কা আর দ্বিধা দুটোই একসঙ্গে জাপটে ধরল। বিপুলের সতর্ক মগজটা হঠাৎ টাল খেয়ে গেল। ভয় আর দনোমনো ভাব, এদুটোই বড় আপদ। একবার মাথায় ঢুকলে সব বরবাদ। ‘মনের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব নিয়ে এই লাইনে কাজ করা যায় না।’ আজকের মিটিংয়ে নিজের বলা কথাটা মনের মধ্যে ভুস ভুস করে ভেসে উঠছিল। কিন্তু এখন বিপুল নিজেই দ্বিধা-দ্বন্দ্বে জর্জরিত। গাড়ি নিয়ে ওই নড়বড়ে সেতু ওঠা উচিত কি না ঠিক করতে পারছে না।
গাড়ি থেকে নেমে চারদিকে তাকাল বিপুল। ব্রিজের উপর সতর্ক পা ফেলে কয়েক কদম হাঁটল। তারপর গতি বাড়িয়ে নিজের ছন্দে। বেশ দ্রুত। ওপারে পৌঁছনোর আগে হঠাৎ সূর্য ডুবে গেল। মেঘের আড়ালে নাকি পশ্চিম পটে, বিপুলের টাল খাওয়া মগজ তখন খেয়াল করতে পারেনি। এখন আধো অন্ধকার। বাতাসে সন সন শব্দ। তার মধ্যে কানে ঢুকল খস খস আওয়াজ। মনে হল পায়ের শব্দ। কেউ একজন এগিয়ে আসছে পেছন পেছন। ঘাড় ঘুরাল। দেখতে পেল না কাউকে। খানিক পরে সাঁকো পেরিয়ে আবার পিছনে তাকাল। কেউ নেই।
এপারের বাতাসটা কেমন যেন! ঠান্ডা কনকনে। বেশ অন্য রকম। শরীরটা কুঁকড়ে উঠল। ঠক ঠক করে উঠল দাঁতের পাটি দুটো। বাতাসের হিম মাথায় কপালে ব্যথা ধরিয়ে দিচ্ছে। গায়ে সোয়েটার নেই। মোটা একটা সুতির জামা পরনে। কান দুটো চেপে ধরল বিপুল। এই ঠান্ডা যেন সহ্য করতে পারছে না সে।
ওপারে তেমন শীত ছিল না। নরম রোদে ঠান্ডার হালকা আমেজ ছিল। ঘন গাছপালা ছিল পথের দু’পাশে। অথচ এপারে রোদ নেই। গাছপালা নেই। অন্ধকার নামছে ন্যাড়া মাঠে। প্রবল শীত সঙ্গে বাতাস। বাতাসে শীতের কামড়। শরীরটা হি হি করে কাঁপছে বিপুলের।
ব্রিজের ওপারে গাড়ির দিকে হাঁটা শুরু করল সে। খানিক এগতেই গাছের ফাঁকফোকর দিয়ে নজরে এল। পায়ে চলা পথ ধরে ধীর পায়ে এগিয়ে আসছে একটা লোক। অল্প আলো কিন্তু বোঝা যাচ্ছে। বেঁটেখাটো, কালচে রং। গাট্টাগোট্টা শরীর মানুষটার। খালি গা। পরনে লুঙ্গি। গলায় প্যাঁচানো গামছা বুকের উপর নেমে এসেছে। লোকটা কাছে আসতেই বিপুল বলে উঠল, ‘দাদা ওপারে যাব?’
—যাবেন কি যাবেন না, আপনি জানেন।
বেশ রুক্ষ গলায় ঝাঁঝিয়ে উঠল লোকটা।
খুব মেজাজি লোক। মনে মনে বলছে বিপুল, এমন মানুষের সঙ্গে কতক্ষণ যে কথা চালানো যাবে! খুব নরম গলায় সম্মান দেখিয়ে এদের ডিল করতে হয়। স্বরে মাখন মাখিয়ে দুই হাত জোড় করে বিপুল বলল, ‘না দাদা। বলছিলাম, গাড়ির ভার কি সইতে পারবে সাঁকোটা?’
—ওহ, তাই বলেন। শুনেন, গাড়িটা আমি ঠেলে দিই। আপনি ওঠেন।
—ভয় লাগছে যে!
—গাড়ি চলবে টুকুস টুকুস। শামুকের মতো। সাঁকো ভাঙবে না। আর যদি একান্ত মটমট করে!
—তাহলে কী করব? যদি সত্যিই সাঁকো মটমট করে!
—আমি বলে দেব। স্যাট করে দরজা খুলে সামনে দৌড় লাগাবেন।
—আর আপনি?
—আমি! চোখের পলকে হাওয়া হয়ে যাব। আমাকে নিয়ে আপনাকে কোনও চিন্তা করতে হবে না।
ভয়ে ভয়ে গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে হাত রাখল বিপুল। ইঞ্জিন বন্ধ। চাকা ঠিক দিকে রাখতেই স্টিয়ারি ধরে রেখেছে। গাড়ি ঠেলতে ঠেলতে লোকটা কথা বলছে, ‘বুঝলেন... এই রাস্তায় গাড়ি আসে না। আর যদি বা চলে আসে কখনও, আমিই ঠেলে ঠুলে পার করে দিই।’
টুকুস টুকুস করে এগতে এগতে সাঁকো পেরল চার চাকার যান। এবার স্বস্তি। বড় একটা শ্বাস ফেলল বিপুল। ওর সামনে বিপদ মুক্ত পথ। যদিও ভাঙাচোড়া। পথের পাশে গাছপালা নেই। একেবারেই অন্য রকম এদিকটা। বেশ ফাঁকা। রুক্ষ ধরনের। অনেক দূরে কয়েকটা বাড়ির আলো টিম টিম করে জ্বলছে।
—দাদা অনেক উপকার করলেন।
গাড়ি থেকে নেমে নরম গলায় কথাটা বলল বিপুল। তারপর বুক পকেটে রাখা একটা একশো টাকার নোট বের করে এগিয়ে ধরল।
লোকটা বলল, ‘টাকা দিচ্ছেন কেন?’
—কত কষ্ট করলেন। সময় দিলেন! এর একটা দাম নেই?
—দামের কী আছে! বসেই তো থাকি। মাঝে মাঝে কেউ এলে একটু বেগার খাটি।
কথাটা হাওয়ায় ভাসিয়ে দিয়েই ফিরে চলে গেল। হঠাৎ যেন অন্ধকারে মিলিয়েই গেল মানুষটা।
মানুষ এত দ্রুত হাঁটতে পারে! মনে মনে কথা বলছিল বিপুল। অদ্ভুত লোক! টাকা দিলে নেয় না। এরকম আজকাল হয় নাকি! ভুরু কুঁচকে গেল ওর। কপালে ভাঁজ নিয়ে গাড়ির ইঞ্জিন চালু করল বিপুল। গিয়ার বদল করে সামনের ঢিবিটা পার হল। তারপরই সরু পথ। হেডলাইটের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে— এবড়ো খেবড়ো, খোয়া ওঠা রাস্তা। ওই সড়ক ধরেই ঘণ্টা দুয়েক পরে পৌঁছে গেল মিত্তিরপাড়া মোড়। চেনা জায়গা। হাসি ফুটল বিপুলের মুখে। ওখানেই এসে মিলেছে রাজ্য সরকারের চওড়া সড়ক। মোড়ের মাথায় ঝন্টুর চায়ের দোকান, ‘ঝন্টু চায়ে ওয়ালা’। শিঙাড়া চপ বিরিয়ানিও পাওয়া যায়।
এদিকে এলে রাজ্য সড়কের গায়ে ঝন্টুর দোকানে ঢুঁ মারে বিপুল। সস্তায় ভালো চা আর শিঙাড়া খায়। আজ ঢুকতেই ঝন্টু প্রায় চিৎকার কর উঠল, ‘দাদা, এত রাতে?’
—এই তো, মিটিং ছিল।
—কোথা দিয়ে এলেন?
ঝন্টুর স্বরে বিস্ময়। দোকানে খরিদ্দার কম থাকলেই গল্প শুরু করে দেয় ঝন্টু।
—এই দিক দিয়ে।
সরু রাস্তার দিকে ডান হাত তুলে দেখাল বিপুল।
—সব্বোনাশ! রাতের বেলা মাগুরমারি সাঁকো...! ওটা পেরিয়ে এলেন?
—হ্যাঁ। সত্যিই সাঁকোটা একটু নড়বড়ে। আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে, ওই সাঁকোতে গাড়িতে তুলব কি না। নইলে আবার ফিরে গিয়ে ঘুর পথে আসতে হতো। ভাগ্যিস একটা লোকের সঙ্গে দেখা হল। তিনিই গাড়িটা ঠেলে দিলেন। কিছুতেই টাকা নিলেন না, জানো।... অদ্ভুত মানুষ!
—কে গাড়ি ঠেলে দিল? মনাদা নাকি!
—নামটা তো জানি না।
—ওই মনাদাই হবে। রাতের বেলা গাড়িসুদ্ধু ব্রিজ থেকে নীচে পড়ে গেছিল মানুষটা।
—মানে? কী বলছ!
—সকালবেলা মাগুরমারির জলে ডুব দিয়ে কাদা পাঁক ঘেঁটে বডি উদ্ধার করেছিল পুলিস। তারপর সেটা মর্গে পাঠানো হয়। হইহই ব্যাপার। খবরটা বেরিয়েছিল কাগজে।
শিঙাড়ায় কামড় দিল বিপুল। চায়ের ভাঁড় এগিয়ে দিয়ে ঝন্টু বলল, ‘মনাদা সাঁকোর কাছেই থাকত। ট্যাক্সি চালাত। মালিকের গাড়ি।’
একটু থেমে ঝন্টু আবার, ‘জানেন, খুব ভালো ছিল মানুষটা। একটু মেজাজি। মৃত্যুর পর অনেকেই সাঁকোর কাছে ওর দেখা পেয়েছে। তবে কারওর ক্ষতি করে না কিন্তু।’
—দূর, কী যে বল! জলজ্যান্ত মানুষ।
এত বড় উপকার করল। তাকে ভূত বানিয়ে দিলে?
ঘাড় ঘুরিয়ে অন্য দিকে চলে গেল ঝন্টু। এক কাস্টমার ডাকছে টাকা নিতে। ফিরে এসে উত্তরটা ছুঁড়ে দিল, ‘দাদা, ভূত না হলে এই জমানায় কেউ বেগার খাটে?’