Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

অদ্বিতীয়
সাবিত্রী চট্টোপাধ্যায়

প্রত্যেকের জীবনেই একটা মুহূর্ত আসে। গড়পড়তা জীবনধারাকে বদলে দেওয়ার মুহূর্ত। জীবনের খোলনোলচে বদলে দেওয়ার বাঁকে এসে দাঁড়াই আমরা। কারও ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে যায় আপনা থেকেই। তবে আমার মতো সৌভাগ্যবতীদের জন্য ঈশ্বর তৈরি রাখেন তাঁর দূতকে। আমার জীবনে সেই দেবদূত ভানু বন্দ্যোপাধ্যায়। সিনেমা-থিয়েটার জগতের থেকে হাজার হাজার মাইল দূরে থাকা এক স্কুলছাত্রীকে তুলে এনে তিনি দাঁড় করিয়ে দিয়েছিলেন দর্শকদের সামনে। অভিনয় থেকে ব্যক্তিগত সমস্যা, সব সময় পাশে ছিলেন অভিভাবকের মতো। হোঁচট খেলে সামলে নিয়েছেন। ভুল হলে দেখিয়ে দিয়েছেন। কাজ পছন্দ হলে প্রশংসাতেও থেকেছেন অকৃপণ। এমনই একজনের হাতে তৈরি আমি। রগুড়ে মানুষ... কিন্তু কাজের ক্ষেত্রে? ‘হার্ড টাস্ক মাস্টার’।
দেশভাগের পর বাবা ঠিক করেন এপারে চলে আসবেন। তার আগেই অবশ্য আমাকে কলকাতায় দিদির শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। পরে চাকরি ছেড়ে পাকাপাকিভাবে এপারে চলে আসেন। এতগুলো ভাইবোন। এদিকে বাবার চাকরি নেই। ফলে আর্থিক অনটন ছিল রোজের সঙ্গী। তবে পড়াশোনায় ছেদ পড়েনি। ভর্তি হয়েছিলাম কলকাতার এক স্কুলে। সেই স্কুল থেকে ফেরার পথেই জীবনের সেই মুহূর্তটা এসেছিল...। রাসবিহারী মোড়ে একটি পানের দোকানে তখনকার ডাকসাইটে শিল্পীদের আড্ডা বসত। স্কুলে যাওয়া আসার পথে তাঁদের চাক্ষুষও করেছি বেশ কয়েকবার। মনে আছে, একদিন বন্ধুদের সঙ্গে স্কুল থেকে ফিরছি। দুম করে সামনে চলে এলেন ভানু বন্দ্যোপাধ্যায়। কোনও ধানাইপানাই না করে সপাট প্রশ্ন করলেন, ‘আপনি বাঙাল কথা বলতে জানেন?’ আমার মুখে তো ছোটবেলা থেকেই খই ফোটে, বিন্দুমাত্র ভয়ডর ছিল না। সোজা উত্তর দিলাম, ‘আমি ঢাকার মেয়ে। বাঙাল কথাই বলি’। শুনে ভানুদার প্রশ্ন, ‘অভিনয় করবেন?’ হুট করে এরকম একটা প্রস্তাব পেয়ে একটু ভড়কেই গিয়েছিলাম। দ্রুত সামলে নিয়ে জবাব দিলাম, ‘সে তো আমি বলতে পারব না, বাবাকে গিয়ে জিজ্ঞাসা করুন’।
ভানুদা ছিলেন একরোখা, জেদি। হাল ছাড়ার পাত্র নন। পরদিন ঠিক পৌঁছে গেলেন আমাদের বাড়ি। বাবার সঙ্গে কথা বলার সময়ই বেরিয়ে এল ওঁর সঙ্গে আত্মীয়তার গুপ্তধন। মেজদি ছিলেন ভানুদার মামি। যাই হোক, বাবাকে ‘নতুন ইহুদি’ নাটকের কথা বলে রাজি করালেন। আমি তো তখন আনন্দে লাফাচ্ছি, এদিকে বড়দের তা বুঝতে দেওয়া যাবে না। তখন আমি কলকাতার পথঘাট তেমন চিনতাম না। বাড়ি থেকে নিয়ে যাওয়া ও দিয়ে যাওয়ার জন্য ভানুদাকেই অনুরোধ করেছিলেন বাবা। রাজি হয়ে যান তিনি। সেই মতো পরদিন ভানুদার সঙ্গে বেড়িয়ে পড়লাম... তখন আমার স্কুলের একটি কেডস ছাড়া কোনও জুতো ছিল না। ফলে খালি পা...। কিছুক্ষণ পর খেয়াল করলেন সেটা। তারপর অবাক চোখে তাকালেন আমার দিকে। শুধু জিজ্ঞেস করলেন, কারণ কী? আর কোনও কথা নয়। সোজা জুতোর দোকান। সেই একপাটি জুতো আমি দীর্ঘদিন যত্ন করে রেখেছিলাম। পরে তা নষ্ট হয়ে যায়।
যদিও সে যাত্রা আমার অভিনয় করা হয়নি। কারণ, নাটকের দলের সদস্যরা বয়স ও চেহারাপত্তর দেখে আমাকে বাতিল করে দিয়েছিলেন। এর ঠিক এক বছর পর আবার একদিন বাড়িতে উদয় হলেন ভানুদা। বাবার অনুমতি নিয়ে ফের আমাকে নিয়ে চললেন ‘নতুন ইহুদি’ নাটকে অভিনয় করাবেন বলে। সুশীল মজুমদার, কানু বন্দ্যোপাধ্যায়রা এবার আমাকে সুযোগ দিলেন। শুরু হল রিহার্সাল। জীবন তখন সম্পূর্ণ অন্য খাতে বইতে শুরু করেছে...।
মনে আছে, বসুশ্রীতে তখন নাটক হতো। একদিন সেখানে স্টেজ রিহার্সাল হচ্ছে। ভানুদার সঙ্গে দেখা করতে এলেন উত্তমকুমার। আমার আত্মারাম তো তখন খাঁচা ছাড়ব ছাড়ব করছে। স্বপ্নের নায়ককে দেখার জন্য দিলাম দৌড়। দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়তে গিয়ে পেরেকে পা কেটে সে এক রক্তারক্তি কাণ্ড। দলের সদস্যরা যখন আমার শুশ্রষা করছেন, আমি তখন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উত্তমকুমারের দিকেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। ওই অবস্থাতেই রিহার্সাল করেছিলাম। আমার অভিনয় দেখে উত্তমবাবু তাঁর দলের একটি নাটকে অভিনয় করার প্রস্তাব দেন। পরে বাবার থেকে অনুমতি নিতে এসেছিলেন। ‘আজকাল’ বলে ওই নাটকে আমি পার্টও করেছিলাম।
‘নতুন ইহুদি’ যেদিন মঞ্চস্থ হয়, সেদিন একটা দারুণ ঘটনা ঘটেছিল। যদিও তা আমি নিজে শুনিনি। এমনকী ভানুদাও আমাকে বলেননি। বলেছিলেন বাবাকে। সেদিন দর্শকাসনে ছিলেন শিশিরকুমার ভাদুড়ি। তখন তাঁর সম্পর্কে কিছুই জানতাম না। যাই হোক, নাটকের পর বেশ বুঝতে পারছি আমার অভিনয় সাড়া ফেলেছে। সকলে আমার নাম জানতে চাইছেন। সেই সময় নাকি শিশিরবাবু গ্রিনরুমে এসে ভানুদা, কানুদাদের বলেছিলেন, ‘একটা বাঙাল মেয়ে এসে তোদের সবার মুখে জুতো মেরে দিয়ে চলে গেল!’
নাটক মঞ্চস্থ হওয়ার কয়েকদিন পর ভানুদা আমাকে এবার নিয়ে গেলেন ছবিতে অভিনয় করাবেন বলে। ছবির নাম ‘পাশের বাড়ি’। সেখানেও প্রথমে শুনতে হল, এই মেয়ে রোগা, বয়স কম... বাতিল হয়ে গেলাম। কিন্তু, ভানুদার জেদ। কয়েক মাস পর ফের খবর এল। আবার ভানুদার পিছু নিলাম। তখন আমাকে বলা হয়েছিল, তিনদিনের কাজ হবে। প্রথম শটটাই দারুণ হয়েছিল। সবাই এসে অভিনন্দন জানিয়ে গেলেন। তখনই প্রযোজকের থেকে জানতে পারি, আমাকে পরীক্ষা করা হচ্ছিল। উতরে যাওয়ায় আমায় গোটা ছবিতেই রাখা হবে। ফলে কাজ হবে অনেকদিন ধরে। একদিকে ‘নতুন ইহুদি’-র সাফল্য, অন্যদিকে ‘পাশের বাড়ি’-র দুরন্ত কমেডি। আমাকে আর পিছু ফিরে চাইতে হয়নি...।
লেখার শুরুটা করেছিলাম জীবন বদলে দেওয়া বাঁকের কথা বলে। ভানুদা কিন্তু শুধু আমায় ওই বাঁক পর্যন্ত ছেড়ে আসেননি। অভিভাবক মতোই নিষ্ঠা ভরে আমার কেরিয়ারের সিঁড়িতে সঙ্গী হয়েছেন। তাই আমার জীবনে তাঁর অবদানের কথা বলে শেষ করা যাবে না। বেঁচে থাকলে ১০০ বছর পূর্ণ করতেন। সারা পৃথিবী খুঁজলেও হয়তো তাঁর মতো সত্যিকারের শিল্পী আর দ্বিতীয়টি মিলবে না।
23rd  August, 2020
মাতৃরূপেণ...
শান্তনু দত্তগুপ্ত

বিধাননগর স্টেশন থেকে লাইন ধরে দমদমের দিকে নাক বরাবর খানিকটা হাঁটাপথ। পথ আর কই! এ তো রেললাইন! এখানে হাঁটতে মানা। তাও হাঁটে লোকে। এটাই শর্টকাট। তারপর ডানদিকের ঢাল ধরে নেমে যায়। খুচখাচ কয়েকটা কারখানার পথ মেলে এখানেই। দু’টো বস্তি পেরিয়ে বাঁয়ে ঘুরলে দেখা যায় ওই গেটটা। বন্ধ... কোনওরকমে একটা মানুষ গলে যেতে পারে, এমন একটা ফুটো শুধু রয়েছে। তার সামনেই প্লাস্টিকের চেয়ার পেতে বসে আছেন বিধুবাবু। বিধুশেখর বিশ্বাস। চেয়ারটার রং কোনও এক কালে লাল ছিল। এখন তার ছোঁয়া বেঁচেবর্তে আছে।  বিশদ

20th  September, 2020
দ্বিশত শরতে ‘সিদ্ধপুরুষ’
সঞ্জীব চট্টোপাধ্যায়

দু’শো বছর আগে ‘আবির্ভাব’ হয়েছিল তাঁর। বিদ্যার সাগর তিনি। করুণার মহাসমুদ্র তিনি। ঈশ্বর ছিল তাঁর মানবজগৎ, ঈশ্বর ছিল তাঁর কর্ম। কর্মেই তিনি ‘সিদ্ধপুরুষ’। চিরন্তন প্রণম্য তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বিশদ

13th  September, 2020
অ প রি হা র্য
সৌগত রায়

সালটা ১৯৭৪। কিছুটা ধন্দেই ছিলেন প্রধানমন্ত্রী। তাই আলোচনার জন্য ডেকেছিলেন প্রণবদাকে। অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। পদের দিক থেকে সুপ্রিম পাওয়ারফুল হয়তো নন, কিন্তু আস্থাভাজন। ইন্দিরা জানতেন, বাস্তবটা একমাত্র উনিই বলতে পারবেন। আর পারবেন কাজটা করতে। ট্যাক্স আইন ফাঁকি দেওয়ার অপরাধে গ্রেপ্তার করতে হবে দুই মহারানিকে। একজন জয়পুরের গায়ত্রী দেবী।   বিশদ

06th  September, 2020
মাস্টার নেগোশিয়েটর প্রণবদা
পি চিদম্বরম

সঠিক মনে করতে পারছি না যে প্রণবদার সঙ্গে আমার কবে এবং কীভাবে প্রথম দেখা হল। কোনও নির্দিষ্ট ইভেন্ট হলে মনে পড়ত। আসলে প্রণবদা মোটামুটি ১৯৭৫ সাল থেকেই তাঁর রাজনীতির জীবনে এবং জাতীয় স্তরে পরিচিত হয়ে গিয়েছিলেন। কারণ, তিনি ততদিনে হয়েছিলেন অর্থমন্ত্রকের একজন জুনিয়র মন্ত্রী। কিন্তু সেভাবে দেখতে গেলে তরুণ রাষ্ট্রমন্ত্রী হলেও সেটা ছিল স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দপ্তর এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ।   বিশদ

06th  September, 2020
চালকহীন কংগ্রেস 
সমৃদ্ধ দত্ত

অসহযোগ আন্দোলন স্তিমিত। এখন আর আইনসভা বয়কট করার কারণ কী? প্রশ্ন তুললেন চিত্তরঞ্জন দাশ। ১৯২২ সালে কংগ্রেসের গয়া অধিবেশনে। উপস্থিত প্রতিনিধিরা একটু চমকে গেলেন। প্রাথমিকভাবে। 
বিশদ

30th  August, 2020
ভানু ১০০
শাশ্বত চট্টোপাধ্যায়

শুধু কমেডিয়ানের পরিধিতে বেঁধে রাখা যায় না তাঁকে। পূর্ণাঙ্গ অভিনেতা তিনি। প্রত্যেকটা শটে অনন্য। মেধাবি ছাত্র হয়েও বেছে নিয়েছিলেন বিনোদনের জগৎকে। আজও টিভির পর্দায় তাঁকে দেখতে পেলে আটকে যায় রিমোট। ভানু বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার তাঁর শতবর্ষ।
বিশদ

23rd  August, 2020
ফিকে হয়নি আজও...
আশা ভোঁসলে

প্রথম আলাপ। প্রথম দেখা একজন খাঁটি গায়ককে। পারফর্মার ছিলেন না রফি সাব। নিজেকে পারফর্মার বলতেনও না। ধ্যান, জ্ঞান, জীবন... সবটাই জড়িয়ে ছিল গান। তাঁর কণ্ঠ...।
বিশদ

09th  August, 2020
অজানা রফি

 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস’ ভূমিকাতেই যাত্রা শুরু ফিকুর। বিনা মাইকেই। অধৈর্য শ্রোতারা ক্রমশ শান্ত হলেন। সেই ফকির বাবার কাওয়ালিতেই বাজিমাত ছোট্ট ছেলেটির। বিশদ

09th  August, 2020
ফিরে দেখা ব্যোমকেশ 

আবীর চট্টোপাধ্যায়: সত্যের প্রতি নিষ্ঠা, বিশ্লেষণী ক্ষমতা। এই দু’টোর কম্বিনেশনের নাম সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। এমন কোনও মানুষ সামনে থাকলে ভালো লাগে। নাই বা হলেন তিনি রক্তমাংসের কেউ। তাঁকে দেখে, তাঁকে ‘পড়ে’ মনে হয়, যদি এমনটা হতে পারতাম... যদি এভাবে কেউ গাইড করত! এই আশ্রয়টাই হয়ে উঠেছে ব্যোমকেশ। 
বিশদ

02nd  August, 2020
হাতে খড়ি ধুতি পরায় 

দূরদর্শনে বাসু চট্টোপাধ্যায়ের সেই সিরিয়ালে যেন বইয়ের পাতা থেকে উঠে এসেছিলেন ব্যোমকেশ। সেই বাঙালিয়ানা, সেই সংসারী অথচ ক্ষুরধার মস্তিষ্কের ছিপছিপে চেহারার চিরকালীন চরিত্র। ‘ব্যোমকেশ’ রজিত কাপুর এখনও দর্শকের চোখে অমলিন। আলাপচারিতায় অন্বেষা দত্ত।
বিশদ

02nd  August, 2020
স্যার এডমুন্ড হিলারি
চন্দ্রনাথ দাস

বেঁচে থাকলে তাঁর বয়স হতো ১০১ বছর। তেনজিং নোরগের সঙ্গে প্রথমবার পা রেখেছিলেন পৃথিবীর শীর্ষে। মাউন্ট এভারেস্ট জয়ের জন্য স্যার এডমুন্ড হিলারিকে মনে রেখেছে এই দুনিয়া। কিন্তু শুধু এক্সপ্লোরার নন, তিনি ছিলেন মাটির খুব কাছাকাছি থাকা এক মানুষ। এভারেস্ট অঞ্চলের প্রতিটা গ্রাম, জনপদের মনে তিনি থেকে গিয়েছেন তাঁদের শিক্ষার, উন্নতির সোপান হিসেবে। শতবর্ষ পার করে ফিরে দেখা সেই ব্যক্তিত্বকে।
বিশদ

26th  July, 2020
করোনা ভ্যাকসিনের পথে
সাফল্যের অপেক্ষায়
ডঃ সমীরণ পান্ডা

ল্যাটিন শব্দ ভ্যাক্কা (vacca) মানে গোরু। আর আঠেরোশো শতাব্দীতে মানুষকে স্মল পক্স বা বসন্ত রোগের থাবা থেকে বাঁচানোর জন্য গোরুর বসন্ত রোগের গুটি থেকে যে প্রতিষেধক ইঞ্জেকশন বানানো হয়েছিল, সেই প্রয়াসের মধ্যেই জন্ম হয় ‘ভ্যাকসিন’ শব্দটির। 
বিশদ

19th  July, 2020
করোনা ভ্যাকসিনের পথে
আগামী বছরের আগে নয়

ডঃ শেখর চক্রবর্তী : এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা...। বিশ্বব্যাপী মহামারী। যা আগাম ঠেকানোর কোনও পথ আমাদের হাতে নেই। আর তাই চেষ্টা চলছে। বিশ্বজুড়ে। থেমে নেই কোনও দেশ। আমরাও না। কিন্তু দিনক্ষণ নির্দিষ্ট করে ভ্যাকসিন তৈরি? অসম্ভব। একেবারেই ভিত্তিহীন এবং বাজে কথা। 
বিশদ

19th  July, 2020
চিম 

করোনাকে দ্রুত জব্দ করার লক্ষ্যে গোটা বিশ্বে সম্পূর্ণ নতুন একটি ভাবনা (কনসেপ্ট) নিয়ে চিন্তাভাবনা চলছে। সেটি হল, চিম (CHIM)। কন্ট্রোল হিউম্যান ইনফেকশন মডেল। এর উদ্দেশ্য হল, ভ্যাকসিন কাজ করছে কি না, তার ফল দ্রুত জেনে নেওয়া।
বিশদ

19th  July, 2020
একনজরে
রাতভর প্রবল বৃষ্টিতে বদলে গেল বাণিজ্যনগরীর চেনা ছবি। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান জল। মঙ্গলবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় মুম্বই সহ ...

 আমেরিকার সার্বিক আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূতদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রেও তাঁদের বিরাট অবদান। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রথম অনলাইনে তহবিল গঠন কর্মসূচিতে অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন জো বিডেন। ভারতীয় বংশোদ্ভূতদের জন্য এই ভার্চুয়াল ফান্ডরেইজার অনুষ্ঠানে তাঁর আশ্বাস, ...

 এবারের আইপিএলে অধিকাংশ দলই টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে চাইছে। কারণ, দ্বিতীয় ইনিংসে উইকেট হয়ে যাচ্ছে বেশ মন্থর। শিশিরও পড়ছে যথেষ্ট। ফলে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে স্পিনারদের। স্ট্রোক প্লেয়াররাও প্রাণ খুলে ব্যাট করতে পারছেন না। ...

রাজ্য মানবাধিকার কমিশনে বেআইনি কাজ চলছে। এমনই বিস্ফোরক মন্তব্য-সহ নবান্নে চিঠি দিলেন কমিশনের চেয়ারম্যান স্বয়ং। সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে দু’পাতার ‘নির্দেশ’ পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন এই প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে চেয়ারম্যান গিরিশচন্দ্র গুপ্ত বলেন, মানবাধিকার কমিশন যে কায়দায় চলছে তা দুর্ভাগ্যজনক। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৩৯: পাঞ্জাবের শহর কর্তারপুরে প্রয়াত গুরু নানক
১৭৯১: ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের জন্ম
১৮৮৮: ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন প্রথম প্রকাশিত
১৯১৫: নদিয়া পৌরসভার নামকরণ বদল করে করা হয় নবদ্বীপ পৌরসভা
১৯৩৯: প্রথম এভারেস্ট জয়ী মহিলা জুনকো তাবেইয়ের জন্ম
১৯৬২: নিউজিল্যাণ্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার মার্টিন ক্রোর জন্ম
১৯৬৫: শেষ হল ভারত-পাকি স্তান যুদ্ধ। রাষ্ট্রসংঘের আহ্বানে সাড়া দিয়ে দু’দেশ যুদ্ধ বিরতি ঘোষণা করল
১৯৭০: লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৭৬: ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডোর জন্ম
১৯৮০: ইরান আক্রমণ করল ইরাক
১৯৯৫: নাগারকোভিল স্কুলে বোমা ফেলল শ্রীলঙ্কার বায়ুসেনা। মৃত্যু হয় ৩৪টি শিশুর। যাদের মধ্যে বেশিরভাগই তামিল
২০১১: ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির মৃত্যু  

22nd  September, 2020


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৭৭ টাকা ৭৪.৪৮ টাকা
পাউন্ড ৯২.০২ টাকা ৯৫.৩৩ টাকা
ইউরো ৮৪.৪৫ টাকা ৮৭.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫১,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,৪৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,১৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৯,৪২০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৯,৫২০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ আশ্বিন ১৪২৭, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, অষ্টমী ৩৩/৫১ রাত্রি ৭/২। মূলানক্ষত্র ৩১/৪০ সন্ধ্যা ৬/১০। সূর্যোদয় ৫/২৯/২৮, সূর্যাস্ত ৫/২৭/৫৮। অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ১/২৯ গতে ৩/৫ মধ্যে। রাত্রি ৬/১৭ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১১/৫৩ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৩/৫২ গতে উদয়াবধি। বারবেলা ২/২৮ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২৮ গতে ১২/৫৮ মধ্যে।
৭ আশ্বিন ১৪২৭, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, অষ্টমী রাত্রি ১১/৪১। মূলানক্ষত্র রাত্রি ১১/৩৫। সূর্যোদয় ৫/২৯, সূর্যাস্ত ৫/৩০। অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে ও ১/১৯ গতে ২/৫২ মধ্যে এবং রাত্রি ৬/০ গতে ৯/১৯ মধ্যে ও ১১/৪৮ গতে ৩/৭ মধ্যে ও ৩/৫৬ গতে ৫/২৯ মধ্যে। কালবেলা ২/৩০ গতে ৫/৩০ মধ্যে। কালরাত্রি ১১/৩০ গতে ১২/৫৯ মধ্যে।
 ৬ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ আছে। ...বিশদ

04:29:40 PM

 ইতিহাসে আজকের দিনে
১৯৩২: স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু১৯৪৮: হোন্ডা মোটরস কোম্পানির প্রতিষ্ঠা১৯৫০: ...বিশদ

04:28:18 PM

আইপিএল: আরসিবি-কে ৯৭ রানে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব 

11:09:55 PM

আইপিএল: আরসিবি ৯৫/৭ (১৫ ওভার) 

10:57:23 PM

আইপিএল: আরসিবি ৬৩/৫ (১০ ওভার) 

10:33:26 PM

আইপিএল: আরসিবি ২৫/৩ (৫ ওভার) 

10:06:28 PM