বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
• প্রায় এক দশক পর শিশুদের জন্য কিডস কার্নিভাল আয়োজন করল ভাগীরথী নেওটিয়া হাসপাতাল। পি. সি চন্দ্র গার্ডেনের গোল্ড একরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল ৮ হাজার শিশু ও তাদের অভিভাবকরা। উপস্থিত ছিলেন অম্বুজা নেওটিয়া গ্রুপের এগজিকিউটিভ ডিরেক্টর পার্থিব নেওটিয়া। ছিলেন মল্লিকা নেওটিয়া ও মধু নেওটিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, গায়ক অনীক ধর-এর মতো ব্যক্তিত্বরা। তাঁদের সন্তানদের জন্ম ও যত্ন নেওয়ার ক্ষেত্রে ভাগীরথী নেওটিয়ার উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টারের ভূমিকার প্রশংসা করেন তাঁরা। এই কার্নিভালে শিশু ও তাদের অভিভাবকরা নানা প্রাণবন্ত কর্মশালা— ক্যানভাস পেন্টিং, সানগ্লাস ডিজাইন, ক্যাপ পেন্টিং, খেলনা তৈরি, থলি পেন্টিং ও ট্যাটু আর্টে অংশ নেয়। এছাড়াও নানা মজাদার খেলারও আয়োজন করা হয়। বিভিন্ন রং, নানা আর্ট, ম্যাসকট ও ইন্দ্রজালশিল্পীদের দ্বারা খেলার জায়গাটি সেজে ওঠে। একটি এক্সক্লুসিভ শপিং জোনও ছিল এখানে। এই প্রসঙ্গে অম্বুজা নেওটিয়া গ্রুপের এগজিকিউটিভ ডিরেক্টর পার্থিব নেওটিয়া বলেন, ‘শিশুদের একসঙ্গে আনন্দ করা ও নানা খেলা-কর্মশালায় অংশ নেওয়ার মাধ্যমে এই কার্নিভাল জমে উঠেছিল। সকলেই খুব উপভোগ করেছে। নতুন করে এই কার্নিভাল ফের শুরু হওয়ার সাফল্য এখানেই।’ এদিন অম্বুজা হেলথকেয়ারের সমাজকল্যাণ উদ্যোগ ‘রেনবো ব্রিজ’-এর সূচনাও করেন তিনি। এর মাধ্যমে সমাজের সব শ্রেণির মানুষের কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে বলেই তিনি আশাবাদী।
শহরে আন্তর্জাতিক পোল্ট্রি ফেয়ার
• সম্প্রতি শেষ হল একাদশতম কলকাতা আন্তর্জাতিক পোল্ট্রি ফেয়ার ২০২৫। গত ১১-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই মেলার আয়োজন হয়। সৌজন্যে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন। মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, শশী পাঁজা, ফেডারেশন-এর সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি-সহ আরও অনেকে। পোলট্রি শিল্পে যুক্ত দেশের নানা প্রান্তের অতিথিরা এই মেলায় অংশগ্রহণ করেন।
দোলের আগে ভেষজ আবির তৈরির কর্মশালা
• দোলের আগে ভেষজ আবির তৈরির কর্মশালা আয়োজিত হল ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে। উদ্যোগে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন (কলেজ)-এর এনএসএস ইউনিট, নেচার ক্লাব ও আইকিউএসি। বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অসীম কুমার চট্টোপাধ্যায়। কর্মশালার সূচনায় কলেজের অধ্যক্ষা ডঃ মৈত্রেয়ী রায় কাঞ্জিলাল বলেন, ‘পশ্চিমবঙ্গে ভেষজ আবির তৈরি শুরু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাত ধরে। ‘আর্নিং হোয়াইল লার্নিং ’— এই কথা মাথায় রেখেই এবার ভিক্টোরিয়া কলেজে এই কর্মশালার আয়োজন করা হয়। কলেজে বিধিবদ্ধ পড়াশোনার পাশাপাশি মেয়েদের স্বনির্ভর হয়ে ওঠার পাঠ দেবে এই প্রশিক্ষণ। ভবিষ্যতে এই কাজ শিখে মেয়েরা নিয়োগকর্তা হিসাবে কাজের সুযোগ করে দেবেন অন্য অনেককে।’
মাহিন্দ্রা নিয়ে এল নতুন দুই এসইউভি মডেল
• বহুচর্চিত এসইউভি মডেল বিই৬ ও এক্সইভি৯ই বাজারজাত করল মাহিন্দ্রা। এন আর অটোস-এর চৌরঙ্গী শাখায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মডেলটির উদ্বোধন হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার অটোমোটিভ শাখার জোনাল হেড পঙ্কজ দেশমুখ, রিজিওনাল সেলস ম্যানেজার দীপক সেবতা, এনআর অটোস-এর ডিরেক্টর সুব্রত বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। এছাড়াও ছিলেন গাড়িশিল্পের সঙ্গে জড়িত নানা ব্যক্তিত্ব, উৎসাহী ক্রেতা ও গাড়ি নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে এমন ব্যক্তিরাও। ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকেই ভ্যারিয়েন্ট ও রং পছন্দ করে গ্রাহকদের গাড়ি দু’টির আনুষ্ঠানিক বুকিং করার সুযোগ দেওয়া হয়েছে। আগামী মার্চ মাসের মাঝামাঝি থেকেই পর্যায়ক্রমে গাড়িগুলির বিতরণও শুরু হয়ে যাবে। আধুনিক নানা সুবিধা ও এআই প্রযুক্তির এই মডেলগুলি নিয়ে আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। বিই৬ মডেলটির এক্স শোরুম মূল্য শুরু ১৯ লক্ষ ৪০ হাজার টাকা থেকে ও এক্সইভি৯ই-র দাম শুরু ২২ লক্ষ ৪০ হাজার টাকা থেকে।