Bartaman Patrika
বিকিকিনি
 

পাখপাখালির হট্টমেলায় মংলাজোরি

জলের উপর এঁকেবেঁকে চলে গিয়েছে খাঁড়িপথ। তারই মাঝে পাখিদের আনাগোনা। নিস্তব্ধ সৌন্দর্য উপভোগ করতে চলুন যাই মংলাজোরি।

জল ছলকাচ্ছে। কখনও উথলে উঠছে পাখপাখালির মধুর বাচালতা। খাঁড়ি জলের স্নিগ্ধ শোভা নিয়ে ওড়িশার মংলাজোরি। চুপিচুপি চোখ রাখি কচুরিপানার ঝোপে। আপাত নীরব জলা ভরে উঠছে নাম না জানা পাখিদের মুখর কলতানে। পরিযায়ী পাখির দেদার মৌরসিপাট্টা মংলাজোরিতে। নলখাগরা-হোগলা-শর বনবাদার ও খাঁড়ি নিয়েই ওড়িশার চিলিকা হ্রদের উত্তরপশ্চিমে পাখিদের উপনিবেশ মংলাজোরি পক্ষীপ্রেমীদের কাছে পরিচিত নাম। রোদ্দুরের ধার নেই তেমন। পৌষালি আমেজে যোগ হয় মৃদু ভেজা বাতাস ও কিঞ্চিৎ রোদ্দুরের আলতো সোহাগ মংলাজোরির খাঁড়িবক্ষে।
বাতাসে থম ধরা জলজ গন্ধ। ঝাঁঝি ও কচুরিপানার ঝোপ লগি ঠেলে কাঠের পানসির বেয়ে চলা। শীতের আগুপিছু পরিযায়ী পাখিরা বসত গড়তে চলে আসে এই তল্লাটে। শীতের ঈষৎ প্রকাশেই হাজার হাজার ভিনদেশি অতিথি পাখিরা এসে ভিড় জমায়। কাস্পিয়ান সাগর, মধ্য ও দক্ষিণ এশিয়া, লাদাখ, রাশিয়া, সাইবেরিয়া, মঙ্গোলিয়া, আফগানিস্তান, হিমালয় থেকে মংলাজোরির তুখোড় পরিবেশে হাজির হয় যাযাবর পাখিরা। বংশবৃদ্ধির প্রয়োজন তো রয়েছেই, নির্মম আবহাওয়া, খাদ্য অন্বেষণ প্রভূত কারণে এরা চলে আসে আপাত নিরাপদ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে।
পাখিদের আঁতুড়ঘর মংলাজোরির প্রেক্ষাপটে রয়েছে, ‘রত্নাকর’ থেকে ‘বাল্মীকি’ উত্তরণের এক অবাক গল্প। একটা সময় গাঁয়ের চোরাশিকারিরা যথেচ্ছ পাখি মারত। ‘পাখি সংরক্ষক’ ও ‘পাখি প্রদর্শকের’ ভূমিকায় আজ তারাই রূপান্তরিত। স্থানীয় এক সজ্জন নন্দকিশোর ভূজবল, এলাকাবাসীকে বোঝাতে সক্ষম হন পাখি শিকার না করে বরং পাখিদের আতিথেয়তা ও ভরণপোষণে মনোনিবেশ করতে। ক্রমশ গ্রামবাসীরা উপযুক্ত পক্ষীবিশারদে উন্নীত হন। মৎস্যজীবিকার পাশাপাশি এখন এদের এটি সৎ পেশাও।
‘মংলাজোরি ইকো-ট্যুরিজম’-এর আওতায় গ্রাম লাগোয়া প্রায় ১০ কিলোমিটার বিস্তীর্ণ জলাভূমি। দূরে অনুচ্চ পাহাড়টিলা। অটো ভাড়া করে গ্রামের ভেতর দিয়ে জলাভূমির কাছে পৌঁছলাম। জলাভূমির মাঝ বরাবর মেঠো পথ উজিয়ে নজরমিনার ও বোটিং পয়েন্ট। জলাভূমির দুই পাড়ে সার দিয়ে ধীবরদের ডিঙি বাঁধা। জাল বোনা, গলুই ছেঁচে জল মুক্ত করা, সদ্য তোলা মাছগুলি আড়তদারকে পাইকারি দরে বিক্রিবাটা— এসবই এই তল্লাটের রোজনামচা। টিকিট কেটে পানসির ছইয়ের মধ্যে সিঁধিয়ে পা ঝুলিয়ে বসি। নল-হোগলা ঝোপের পাশ কাটিয়ে সারেং সনাতন বেহেরা লগি টেনে পানসি এগিয়ে নিয়ে চলেন। পাখিপ্রদর্শক জয় বেহেরা, আমাদের একটা সাধারণ দূরবিন হাতে ধরিয়ে দেন। বিদেশি বইয়ের পাতা উল্টে নানা পাখির অবয়ব, ডানার রকমফের, ঠোঁটের বাহার, পালকের রং চেনাচ্ছিলেন। খাঁড়িপথে ভেসে ভেসে নজরে পড়ছে হরেক দেশি-বিদেশি পাখিদের হরেক গতিবিধি। চোখের সামনে যেন টেলিভিশনের পর্দার ‘অ্যানিম্যাল প্ল্যানেট’ অথবা ‘ডিসকভারি চ্যানেল’ খুলে রাখা। পাখিদের জমাটি আড্ডা কোথাও ঝাঁকে ঝাঁকে কোথাও আবার ছড়িয়ে ছিটিয়ে তাদের অবস্থান। কিচিরমিচির ডাকে ছয়লাপ মংলাজোরির জলস্থলী।
জলপাহারায় হরেক প্রজাতির পরিযায়ী। যদিও আমি পাখি তেমন চিনি না। পাখিরা ডালে এসে বসছে, ওড়াউড়ি করছে, ডানা ঝাপটে সঙ্গীকে আকৃষ্ট করার কায়দা, আকাশে অনর্গল পাক খেতে থাকা— এইসব দেখতেই ভালো লাগছে বেশ। ক্রমশ চেনা হতে থাকে হুইস্কার্ড টার্ন, উইঙ্গড জাকানা, কটন টিল, ফন্ট টেইল, লেসার হুইস্লিং ডাক, গার্গানে, রাড্ডি শেলডাক, লিটল গ্রেব, নর্দার্ন শভলার, ব্ল্যাক টেইলড গডউইট, ব্রোঞ্জ উইং জাকানা, আইবিস, ওপেন বিলড স্টক, নব বিলড ডাক, গাডওয়াল, ইন্ডিয়ান স্পট বিলড ডাক, এশিয়ান পাম সুইফট, রাড্ডি ব্রেস্টেড ক্রেক, বেইলন্স ক্রেক, প্যাসিফিক গোল্ডেন প্লোভার, গ্রেটার পেন্টেড স্নাইপ, কমন স্নিপ, কলারড প্রেটিঙ্কল, ব্রাউন হেডেড গাল, নর্দান পিন টেইলস, ইন্ডিয়ান স্কিমার, পার্পেল হেরন, কমন ম্যুরহেন, রেড শাঙ্ক, মার্স হেরিয়ার, গ্রে হেডেড সোয়াম্পহেন, লিটল ক্রমোরান্ট, ইয়েলো বিটার্ন, অসপ্রে, সাইট্রিন ওয়াগটেল, স্লেটি ব্রেস্টেড রেইল। আমি অবশ্য এইসব প্রতিনিধিস্থানীয় পাখিদের নামগুলি মাঝির কাছ থেকে শুনে শুনে নোটবইয়ে টুকে রাখছিলাম। এত বিস্তর বিদেশি পাখির তালিকা এই লেখাতে পেশ করলেও, মংলাজোরির পাখপাখালির নির্মল রাজ্যপাট এক্কেবারে চোখের নাগালে দেখতে পাওয়া, তাদের অপ্রতিম চঞ্চলতাকে নিবিড়ভাবে পরখ করা, আমাদের মতো শহুরে পর্যটকদের মন ভালো করে বইকি।
আমাদের ডিঙি-নৌকার সারেঙ বলেছিলেন, প্রচুর পাখি চলে এসেছে এখন। পক্ষীবিশারদ তো আর নই। সেই অর্থে অ্যামেচার কিংবা প্রফেশনাল বার্ড ওয়াচার বা বার্ড ফোটোগ্রাফারও নই। কেবল অপলক নিরীক্ষণ করে যাই এই জলবাসরে কোনও পাখি হয়তো ডানা ঝাপটিয়ে চকিতে জল থেকে ছোঁ মেরে ঠোঁটের ডগায় তুলে নিচ্ছে ছোট মাছ। তাদের উড়ন্ত পাখনা থেকে কী অপূর্বভাবে ছড়িয়ে যাচ্ছে জলের ছিটে। ভারি মনোরম সে দৃশ্য। এদিকে আবার গ্রামীণ কিছু পাখি যেমন শামুকখোল, মাছরাঙা, কালো বক, জলমোরগ, সারস, পানকৌড়ি, ব্রাহ্মণী হাঁস, বালি হাঁস, গাংচিল সঙ্গত দিচ্ছে অতিথি পরিযায়ীদের সঙ্গে। পাখিদের চমৎকার জমজমাট পাঠশালা। পরিবেশ ও প্রকৃতির নির্জনতাকে মর্যাদা দিয়ে নিজেদের মধ্যে কথাও বলি ফিসফিসিয়ে। 
শুধুই কি আর পাখিই দেখা! ক্যামেরার লেন্সের সঙ্গে মনের কুঠুরিতেও টুকে রাখি মংলাজোরির প্রতিটি মুহূর্তকথা। চটজলদি সোশ্যাল মিডিয়ায় চালান করে দিই সদ্য তোলা কয়েকটি ছবি। লাইক-কমেন্টস জমতে থাকে। দৃষ্টির নাগালে থাকা পাখিদের সঙ্গে মনে মনে কত যে সাধ-আহ্লাদের গল্প জুড়ি। ওরাও যে রমণীয় করে রেখেছে আমার এই ঘণ্টা তিনেকের নিপাট জলভ্রমণ। 
কীভাবে যাবেন: কলকাতা থেকে ওড়িশার ব্রহ্মপুর স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি নিয়ে পৌঁছতে পারেন মংলাজোরি। বিমানে যেতে চাইলে ভুবনেশ্বরে নেমে গাড়ি ভাড়া করতে হবে। কলকাতা থেকে সড়কপথেও যেতে পারেন।  
 মধুছন্দা মিত্রঘোষ
01st  February, 2025
জীবন্ত সেতুর দেশে

মেঘ-পাহাড় ও ঝর্ণার দেশ মেঘালয়। সহজ সরল মানুষের জীবনযাত্রার ধরন উপভোগ করতে ঘুরে আসুন সেখান থেকে।
বিশদ

কৃতীদের সম্মান জানানোর মঞ্চ ‘বাংলার জাতীয় গর্ব’ 

সম্প্রতি কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে আয়োজিত হয়েছিল ‘বাংলার জাতীয় গর্ব’-র কার্টেন রেজার পর্ব। ‘এঞ্জেল ক্রিয়েশন’-এর প্রতিষ্ঠাতা সঙ্গীতা সিনহার ভাবনা থেকে এই উদ্যোগের সূত্রপাত। বাংলার উজ্জ্বল কৃতীদের বরণ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
বিশদ

 টুকরো  খবর

প্রায় এক দশক পর শিশুদের জন্য কিডস কার্নিভাল আয়োজন করল ভাগীরথী নেওটিয়া হাসপাতাল। পি. সি চন্দ্র গার্ডেনের গোল্ড একরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল ৮ হাজার শিশু ও তাদের অভিভাবকরা। উপস্থিত ছিলেন অম্বুজা নেওটিয়া গ্রুপের এগজিকিউটিভ ডিরেক্টর পার্থিব নেওটিয়া।
বিশদ

সুন্দর থাকুক   কাজের জায়গা

প্রতিদিনের ব্যস্ততায় আমাদের কর্মক্ষেত্রের পরিবেশ-পরিস্থিতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উৎসব, অনুষ্ঠান এইসব কিছুকে পিছনে ফেলে ওয়ার্কপ্লেসের যে চিরপরিচিত জায়গাটিতে আমাদের প্রতিদিনের রোজনামচা, সেইখানটিতেই জীবন-দৌড়ে ক্ষণিক প্রশান্তির সন্ধানে সাজসজ্জার আবশ্যিকতা রয়েছে।
বিশদ

 টুকরো  খবর

রাজ্যে দ্বিতীয় স্টোরের উদ্বোধন করল কল্যাণ জুয়েলার্সের অধীনস্থ অলঙ্কার ব্র্যান্ড ক্যান্ডেরে। এই নিয়ে রাজ্যে দ্বিতীয় স্টোর খুলল সংস্থাটি। চিনার পার্কের এই নতুন শোরুমটি ভারতে ক্যান্ডেরের ৬৩তম আউটলেট।
বিশদ

08th  February, 2025
উত্তর পূর্বের আঙ্কোরভাট   ঊনকোটি

এখানে চোখ মেললেই দেখা যায় ঘন সবুজ এলাকা জুড়ে পাথরে খোদাই করা নানা দেব দেবীর মূর্তি। সপ্তম থেকে নবম শতকে তৈরি এই মূর্তিগুলো পুরাণের গল্প বলে।
বিশদ

08th  February, 2025
প্রেম দিবসের উপহার

সামনেই ভালোবাসার দিন। এমন দিনে প্রিয়জনকে কিছু উপহার দিতে ইচ্ছে করাই স্বাভাবিক। বাজেট বুঝে কী কী কিনতে পারেন? রইল কিছু অফবিট উপহারের হদিশ। 
বিশদ

08th  February, 2025
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এল গ্লিটারিয়া ব্র্যান্ড

হীরের গয়নার এক্সক্লুসিভ ব্র্যান্ড ‘গ্লিটারিয়া— এভরিডে ডায়মন্ডস ফর ইউ ’-এর সূচনা করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।’ এই উপলক্ষ্যে সম্প্রতি এক ফ্যাশন শো-র আয়োজন করে সংস্থা। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর এক্সক্লুসিভ নকশার হীরের গয়না পরে র‍্যাম্পে হাঁটেন সাতজন মডেল।
বিশদ

08th  February, 2025
 টুকরো খবর

মার্বেলের হরেক জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন অনেকেই। কিন্তু সেসব জিনিসের বেশিরভাগই বাজারচলতি ও প্রচলিত। গৃহসজ্জার নানা পাথুরে উপকরণে আধুনিক সৃজনশীলতার ছোঁয়া মিলবে এবার শহর কলকাতায়। সাদার্ন অ্যাভিনিউয়ের ১৯এ, রজনী সেন রোডের স্কাল্পটেড ট্রেজার্স-এ পাবেন ঘর সাজানোর এমন নানা উপাদান।
বিশদ

01st  February, 2025
পুজোর গোছগাছ

বীণাপাণির আরাধনার দিন বদলে ফেলুন ঘরের চিরাচরিত রূপ। পকেটে বেশি চাপ না দিয়ে কোন উপায়ে সাজিয়ে তুলবেন পুজোর জায়গা থেকে গোটা বাড়ি? রইল টিপস।
বিশদ

01st  February, 2025
কফিমেকার

কফি খেতে খেতে গল্পগুজব বাঙালির আড্ডা সংস্কৃতিতে অনেক দিন আগেই ঢুকে পড়েছে। আজকাল বাড়ির ঘরোয়া আড্ডাতেও কফি মাস্ট! সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এমন কফি মেশিন খোঁজেন অনেকেই। বিশ্বের অন্যতম প্রাচীন এই পানীয়কে বাড়িতেই মনের মতো করে তৈরি করতে চান? এই গ্যাজেট কেনার আগে তাই কিছু বিষয়ে জেনে নিন।
বিশদ

01st  February, 2025
ভুলভুলাইয়ার গোলকধাঁধায় কিছুক্ষণ

নবাবি শহর লখনউয়ের অন্যতম আকর্ষণ ভুলভুলাইয়া। ইতিহাস  এখানকার প্রতি পরতে। দেওয়ালে অলিন্দে কান পাতলে আজও  যেন শোনা যায় নবাবি রাজনীতির কিসসা।  
বিশদ

25th  January, 2025
তেল মশলার দাগ তুলুন সহজে

বাসন পরিষ্কারের কাজ কম ঝক্কির নয়। নানা ঘরোয়া টোটকায় হতে পারে মুশকিল আসান। সেসব কী কী? রইল হদিশ।
বিশদ

25th  January, 2025
 টুকরো  খবর

পাঁচ দশকেরও বেশি সময় ধরে উন্নত মানের আলতা, সিঁদুর, কাজল, লিপস্টিক, বডি অয়েল-সহ নানা কসমেটিক্স পণ্য বাজারজাত করছে ‘খুকুমণি ব্র্যান্ড’।
বিশদ

25th  January, 2025
একনজরে
ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের সবচেয়ে উল্লেখযোগ্য দিক প্রযুক্তি। এই দুই দেশের মধ্যে যে ব্যবসায়িক আদানপ্রদান হয়, তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং ও সাইবার সিকিউরিটি। ...

ভালোবাসার দিন। কিন্তু গোলাপ-পারফিউম- চকোলেট নয়, শুক্রবার ইস্ট বেঙ্গল ফুটবলারদের জন্য বরাদ্দ ছিল একরাশ ক্ষোভ এবং বিরক্তি। আসলে আইএসএলে বছরের পর বছর ব্যর্থতা মেনে নিতে ...

‘এক দেশ এক নির্বাচন’ ইস্যুতে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার কাজ শুরু করছে সংসদীয় কমিটি। আগামী ২৫ ফেব্রুয়ারি ডাকা হয়েছে সংসদীয় যৌথ কমিটির তৃতীয় বৈঠক। ...

ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের লক্ষ্যে আগামী ১৬ ফেব্রুয়ারি বৈঠকে বসবেন ঘাটালের সাংসদ দেব, সেচমন্ত্রী মানস ভুঁইয়া, দপ্তরের প্রধান সচিব মনীশ জৈন সহ ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি এবং ব্লক সাব কমিটির সদস্যরা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৬৪: জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলির জন্ম
১৭৫৯: লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন করা হয়
১৮৬৯: মির্জা গালিবের মৃত্যু
১৯২১: ঐতিহাসিক রাধাকৃষ্ণ চৌধুরির জন্ম
১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন, জাপানের কাছে আত্মসমর্পণ করলেন ব্রিটিশ জেনারেল
১৯৪৭: রণধীর কাপুরের জন্ম
১৯৫৬: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডেসমন্ড হেইনসের জন্ম
১৯৬৪: আশুতোষ গোয়ারিকরের জন্ম
১৯৭১: ব্রিটিশ যুক্তরাজ্যের মুদ্রার দশমিকীকরণ হয়
২০২২: কিংবদন্তি সঙ্গীতশিল্পী গীতশ্রী  সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু
২০২২: কিংবদন্তি সুরকার তথা সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৬.০৩ টাকা ৮৭.৭৭ টাকা
পাউন্ড ১০৭.২৮ টাকা ১১১.০৪ টাকা
ইউরো ৮৯.২২ টাকা ৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৬,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,৯৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৮,০৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ ফাল্গুন, ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫। তৃতীয়া ৩৪/১৩ রাত্রি ১১/৫৩। উত্তরফাল্গুনী  নক্ষত্র ৪৮/৪০ রাত্রি ১/৪০। সূর্যোদয় ৬/১২/২৮, সূর্যাস্ত ৫/২৯/১৮। অমৃতযোগ  দিবা ৯/৫৮ গতে ১২/৫৮ মধ্যে রাত্রি ৮/১ গতে ১০/৩৪ মধ্যে পুনঃ ১২/১৬ গতে ১/৫৮ মধ্যে পুনঃ ২/৪৯ গতে ৪/৩০ মধ্যে। বারবেলা ৭/৩৬ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪০ মধ্যে পুনঃ ৪/৫ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৪ মধ্যে পুনঃ ৪/৩৬ গতে উদয়াবধি। 
২ ফাল্গুন, ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫। তৃতীয়া রাত্রি ১০/৪০। উত্তরফাল্গুনী নক্ষত্র রাত্রি ১২/৫৩। সূর্যোদয় ৬/১৫, সূর্যাস্ত ৫/২৮। অমৃতযোগ দিবা ৯/৪৯ গতে ১২/৫৭ মধ্যে এবং রাত্রি ৮/৬ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/১২ গতে ১/৪৯ মধ্যে ও ২/৩৮ গতে ৪/১৭ মধ্যে। কালবেলা ৭/৩৯ মধ্যে ও ১/১৬ গতে ২/৪০ মধ্যে ও ৪/৪ গতে ৫/২৮ মধ্যে। কালরাত্রি ৭/৪ মধ্যে ও ৪/৩৯ গতে ৬/১৫ মধ্যে।
১৬ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বাংলাদেশে স্টারলিঙ্কের পরিষেবা চালু করার বিষয়ে এলন মাস্কের সঙ্গে কথা বললেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস

03:12:53 AM

নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের পরিস্থিতি, আহত কমপক্ষে ১০

01:05:58 AM

৭৭ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল বাসুদেবপুর থানার পুলিস, গ্রেপ্তার ২

11:48:00 PM

১১৯ জন অবৈধ অভিবাসীকে নিয়ে অমৃতসরে নামল আমেরিকার দ্বিতীয় বিমান

11:46:00 PM

হকি প্রো লিগ: প্রথম ম্যাচেই ভারতকে ৩-১ গোলে হারাল স্পেন

11:33:14 PM

নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের পরিস্থিতির ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১৫

11:30:00 PM