বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
• রাজ্যে দ্বিতীয় স্টোরের উদ্বোধন করল কল্যাণ জুয়েলার্সের অধীনস্থ অলঙ্কার ব্র্যান্ড ক্যান্ডেরে। এই নিয়ে রাজ্যে দ্বিতীয় স্টোর খুলল সংস্থাটি। চিনার পার্কের এই নতুন শোরুমটি ভারতে ক্যান্ডেরের ৬৩তম আউটলেট। এখানে বিভিন্ন ধরনের ক্রেতা তাঁদের রুচি ও পছন্দমতো গয়না সহজে খুঁজে পাবেন। দাম শুরু ১০,০০০ টাকা থেকে। নতুন স্টোর উদ্বোধন উপলক্ষ্যে ক্যান্ডেরেতে থাকছে দারুণ অফারও। হীরে ও সলিটেয়ার গয়নার পাথরের মূল্যে পাবেন ফ্ল্যাট ২০ শতাংশ ছাড়, সোনা ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে মিলবে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়। অনলাইনে কেনাকাটায় মজুরিতে পাবেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়।
এসবিআইএইচএম-এ বেকারি উৎসব
• সুভাষ বোস ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট (এসবিআইএইচএম)-এর মুকুটে নয়া পালক। হসপিটালিটি ও স্বাস্থ্য প্রশিক্ষণ সংক্রান্ত বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল তারা। সম্প্রতি অনুষ্ঠিত বেকারি উৎসব ও স্বাস্থ্য শিবির ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। শহরের পাঁচতারা হোটেলের খ্যাতনামা বেকিং বিশেষজ্ঞ, পেস্ট্রি শেফ, নামী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, রাজ্যের আমলা ও খাদ্য ও হোটেলশিল্পের নামী ব্যক্তিত্বরা এসেছিলেন অনুষ্ঠানে। ছিলেন সেলিব্রিটি শেফ ও ‘মাস্টার শেফ ২০২৪’ সুরয থাপা, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের বিশেষ আধিকারিক রঞ্জিত চৌধুরী, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের প্রেসিডেন্ট-গ্রুপ ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডাঃ রূপালি বসু, আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
হিরো মোটো কর্পের স্কুটি
• একঝাঁক নতুন ফিচার নিয়ে বাজারজাত হল হিরো মোটো কর্পের ‘ডেস্টিনি ১২৫ নিউ ভার্সন’। রয়েছে তিনটি ভেরিয়্যান্ট। বারুইপুর শ্রীকৃষ্ণ হিরোতে লঞ্চ হয় নতুন স্কুটি। এতে পাবেন প্রজেক্টর হেডল্যাম্প, বডি কালার মিরর, ডিজিটাল মিটার, আধুনিক ইন্ডিকেটর সিস্টেম, ডিআরএল টেল ল্যাম্প, লিটার পিছু ৫৯ কিমি মাইলেজ সহ আরও অনেক আধুনিক ব্যবস্থা।