Bartaman Patrika
বিকিকিনি
 

মেলায় ঘুরে বিয়ের বাজার 

শীতের মরশুমেই বিয়ের লগন। আবার শীতের মরশুমেই মেলার রমরমা। আচ্ছা, বিয়েবাড়ির কেনাকাটা মেলা থেকে করলে কেমন হয়? গ্রেট আউডিয়া তাই না? দামেও কম আবার ভ্যারাইটিও প্রচুর। পরামর্শে পাপিয়া মণ্ডল। 
পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা
এই শীতের মরশুমে জমে উঠেছে বিয়ের বাজার। প্রায় প্রতি সন্ধ্যাতেই কানে আসছে সানাইয়ের সুর। আলোয় ঝলমলে গেট। তা, বিয়ের কেনাকাটা হোক বা সঠিক উপহারের সন্ধান করা, মেলার বিকল্প কিচ্ছুটি নেই। আর এই শীতের মরশুমেই জমে উঠেছে নানা মেলা। নিউ টাউনের ইকো পার্কের ১নং গেটের সামনের বিশাল মেলা প্রাঙ্গণ সেজে উঠেছে হস্তশিল্পের অফুরন্ত সম্ভারে। বেলা পড়তেই হালকা ঠান্ডার মেজাজে মেলা প্রাঙ্গণের চারিদিক যেমন আলোয় ভরে উঠেছে তেমনই প্রচুর মানুষের আনাগোনায় হয়ে উঠেছে প্রাণবন্ত। মেলায় প্রবেশের পরই সিমেন্টের রাস্তার একপাশে যেমন রয়েছে মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দঃ দিনাজপুর থেকে আসা শিল্পীদের বাঁশের ঝুড়ি, কুলো, ফুলের সাজি, গামার, শাল, সেগুন গাছের গুড়ি দিয়ে বানানো টি টেবিল, ডাইনিং টেবিল, চেয়ার, বসার ছোট টুল আরও অনেক কিছু। অন্যদিকে ৬৫টি প্যাভিলিয়নে আছে ৮ হাজার স্টল। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আয়োজনে এই মেলার প্রতিটি প্যাভিলিয়নের গায়েই লেখা রয়েছে জেলার নাম। নামগুলি জেলার বিশেষ নদনদী বা পাহাড়ের নামে দেওয়া। দঃ ২৪ পরগনার (মাতলা) প্যাভিলিয়নে পাবেন বাটিকের শাড়ি, স্টোল, বিছানার চাদর, নানা রঙের ড্রাই ফুল, পাটের তৈরি হার, টেরাকোটার জুয়েলারি ও আরও অনেক কিছু। উঃ ২৪ পরগনার (ইছামতি) প্যাভিলিয়নে আছে কটন, সিল্ক, তসর, শিফনের শাড়ি, চুড়িদার, কুর্তি, ব্লাউজ পিস। নানারকম হাতের কাজের সামগ্রী যেমন সুগন্ধী ভাসমান মোমবাতি, টেডি বিয়ার, কৃত্রিম মুক্তোর হার, কানের সেট, ক্রিস্টল পাথরের হার ও কানের সেট, ফাইবার ও রবারের তৈরি মাছ, ফুল। কলকাতার (কল্লোলিনী) প্যাভিলিয়নে রয়েছে ব্যাঙ্গালোর সিল্ক, বিষ্ণুপুরি সিল্ক, তসর, কটনের শাড়ি, হ্যান্ডলুম শাড়ি। রয়েছে শাড়ির সঙ্গে মানানসই ব্যাগ। জাঙ্ক জুয়েলারি, গোল্ড প্লেটেড জুয়েলারি, গ্লাস পেইন্টিং, টেবিল ক্লথ, শাল, টেরাকোটার টেবিল ল্যাম্প, শো পিস। হুগলির (হুগলি) প্যাভিলিয়নে রয়েছে নানা রকমের শাঁখ, ঝিনুকের তৈরি জিনিস, টেরাকোটার শো পিস। কাঁথা স্টিচের কুর্তি, স্টোল, ডোকরা জুয়েলারি। পুরুলিয়ার (কংসাবতী) প্যাভিলিয়নে আছে ছৌ নাচের মুখোশ। কাগজ, কাপড়, মাটি দিয়ে বানানো পেপার ম্যাশে নানা রকমের ছৌ নাচের মুখোশ। কাঠের ও বেতের তৈরি মোড়া, সোফা, ওয়াল র্যা ক। বীরভূমের (ময়ূরাক্ষী) প্যাভিলিয়নে পাবেন ব্যাঙ্গালোর সিল্ক, তসর সিল্কের উপর অসাধারণ কাঁথাস্টিচের শাড়ি। তার সঙ্গে রয়েছে কুর্তি, বেডশিট, চুড়িদার পিস। কাঁথাস্টিচের বেডশিট। ঘসা পিতল, তামা, পাথর, পুতির হার ও কানের সেট। টক, ঝাল, মিষ্টি আচার, বড়ি। পশ্চিম বর্ধমানের (দামোদর) প্যাভিলিয়নে আছে ডোকরার বিভিন্ন ধরনের জুয়েলারি ও কাঁথাস্টিচের শাড়ি। মুর্শিদাবাদের (ভাগীরথী) প্যাভিলিয়নটি সিল্কের উপর কাঁথাস্টিচের শাড়ি, টেরাকোটার শো পিস, থার্মোকল ও কাঁচ দিয়ে বানানো শো পিসে ভরতি। কাঠের উপর কাজ করা শো পিসও পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির (বালাসন) প্যাভিলিয়নে আছে জারদৌসী কাজের কাঁথাস্টিচের ব্যাগ, টেবিল ক্লথ, সার্টিন কাপড় ও তুলো দিয়ে বানানো কুশন, কাঁথাস্টিচের ডিজাইন করা ছাতা। গামার কাঠের উপর পালিশ করা মূর্তি, মেখলা, বাটিকের চাদর, কুর্তি, জ্যাকেট আরও অনেক কিছু। নদীয়ার (জলঙ্গী) প্যাভিলিয়নটিতে আছে কৃষ্ণনগরের ফাইবারের ও পোড়ামাটির শো পিস, ওয়াল হ্যাঙ্গিং, নানা দেবদেবীর মূর্তি। হাওড়ার (রূপনারায়ণ) প্যাভিলিয়নে পাবেন হ্যান্ড বাটিকের কুর্তা, বাচ্চাদের ফ্রক, ব্লাউজ পিস, হ্যান্ডলুম শাড়ি এবং এগুলির সঙ্গে মানানসই জাঙ্ক জুয়েলারি। এছাড়া আছে ক্রিস্টালের ব্যাগ, বাটিকের ওয়াল হ্যাঙ্গিং ও সফট টয়েজ। বাঁকুড়ার (দ্বারকেশ্বর) প্যাভিলিয়নটিতে রয়েছে আকাশগণি, গামার কাঠের শোপিস, চিরুণি, ট্রে, বাঁকুড়া বিষ্ণুপুরের ঘিচা সিল্ক, তসর সিল্ক, কেটিয়ার শার্ট পিস। আবার পাবেন পিতলের ঠাকুরের সামগ্রী। বর্ধমানের (অজয়) প্যাভিলিয়নে আছে কাঁথাস্টিচের রকমারি শাড়ির বাহার। শাড়ি ছাড়াও কুর্তা, কুর্তি, ব্লাউজ, চুড়িদার পিস, স্টোল সবকিছুতেই আছে কাঁথাস্টিচের ছোঁয়া। শাড়ির মানানসই কাঁথা স্টিচের ব্যাগও পাবেন। এছাড়াও আছে কার্শিয়াং (রেলি), পূর্ব মেদিনীপুর (হলদি), আলিপুরদুয়ার (কালজানি), উঃ দিনাজপুর (কুলিক), কোচবিহার (তোর্সা), জলপাইগুড়ি (তিস্তা), মালদা (মহানন্দা) এগুলির প্যাভিলিয়ন। সেখানে সুন্দর করে সাজানো রয়েছে নানারকমের চারুশিল্প ও কারুশিল্পের সম্ভার। কারিগরের হাট, পশ্চিমবঙ্গ মহিলা সমবায় মহাসংঘ লিমিটেড, রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ, মা সারদা স্বনির্ভর কেন্দ্র, রামকৃষ্ণ মঠ, জঙ্গলমহলের শিল্প— এইসব প্যাভিলিয়নগুলিতেও পাবেন শিল্পীদের বানানো ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে খাওয়ার বা নিত্য ব্যবহার্য জিনিসও। এছাড়া তো থাকছেই খাওয়া দাওয়ার স্টল ও বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান। শীতের শুরুতেই মেলার মজা উপভোগ করার জন্য এবং বিয়ের বাজার করার জন্য ঘুরে যেতেই হবে এই মেলায়।
মেলা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। সময় দুপুর ১টা থেকে রাত ৮.৩০ মিনিট।
রাজ্য সবলা মেলা
বিয়ের শাড়ি হোক বা উপহারের জন্য আধুনিক শো পিস—কেনাকাটার উপযুক্ত স্থান হল রাজ্য সবলা মেলা। সঙ্গে বাড়তি পাওনা মেলার আনন্দ। এই কংক্রিটের শহরে ঠান্ডার আমেজকে সঙ্গে নিয়ে বিকাল থেকেই মেলার ঝলমলে আলো, দেদার কেনাকাটা, আড্ডা, খাওয়া দাওয়া, ফটোশ্যুট, সাংস্কৃতিক অনুষ্ঠান— কোনটাই বাদ থাকছে না বছরের শেষে। করুণাময়ীর সেন্ট্রাল পার্ক প্রাঙ্গনে শুরু হয়ে গেছে রাজ্য সবলা মেলা ২০১৯। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন। প্রায় ৫০০ মতো স্টল নিয়ে বসেছে এই মেলা। যেখানে শাড়ি, জামা-কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, নিত্য ব্যবহার্য জিনিস— সবকিছুই আছে এক প্রাঙ্গণে। নদিয়ার একটি স্টলে আছে বাঁশের ঝুড়ি, কুলো, ফুলের সাজি। হ্যান্ডমেড পেপারের উপর টেরাকোটার মূর্তি দিয়ে বানানো ক্যালেন্ডার। বাঁকুড়ার একটি স্টলে পাবেন কাঠের তৈরি পুতুল, শো পিস। পশ্চিম মেদিনীপুরের স্টলে গেলে দেখতে পাবেন পিতলের মোমদানি, শো পিস, ঠাকুরের বাসনপত্র, শঙ্খ, ঝিনুকের তৈরি ঘর সাজানোর জিনিস। উত্তর দিনাজপুরের একটি স্টলের পাশে গেলেই মন ভরে যাবে তুলাইপাঞ্জি চালের গন্ধে। বর্ধমানের স্টলে সুতোর কাজের শাড়ি অসাধারণ। পুরুলিয়ার স্টলগুলিতে আছে ছৌ নাচের মুখোশ, হ্যান্ডলুমের শাড়ি। দঃ ২৪ পরগনার স্টলেও পাবেন হ্যান্ডলুম শাড়ি, ফ্যাশনেবল শাড়ি। হুগলির একটি স্বনির্ভর গোষ্ঠীর স্টলে আছে বাটিকের শাড়ি, চুড়িদার পিস। সুন্দরবন থেকে আসা একটি স্টলে আছে চাকভাঙা সতেজ মধু, কাঁকড়া। জলপাইগুড়ির একটি স্টলে আছে মাফলার, কার্ডিগান। কোচবিহার থেকে আসা স্টলে পাবেন বাঁশ ও বেতের চেয়ার, সোফা সেট, আরামকেদারা, কর্নার টেবিল। কলকাতা, শান্তিপুর, মুর্শিদাবাদ, নদীয়ার কয়েকটি স্টলে পাবেন তাঁত জামদানি, তাঁতের শাড়ি, সিল্ক-তসর জামদানি, কাঁথাস্টিচ, খেসের শাড়ি, কুর্তি ও নানারকমের ড্রেস মেটিরিয়াল। এসবের পাশাপাশি বেশ কয়েকটি স্টলে পাবেন জাঙ্ক জুয়েলারি, পাটের ব্যাগ, শান্তিনিকেতনী স্টাইলের চামড়ার ব্যাগ, পাটের জুতো, কটনের কুর্তি, মাছের আঁশের তৈরি গহনা ও আরও অনেক কিছু। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। সময় দুপুর ২টো থেকে
রাত ৯টা।
ছবি: সুফল ভট্টাচার্য
07th  December, 2019
বিয়েবাড়িতে রাজকীয় মেনু 

বিয়েবাড়ি মানেই খাওয়াদাওয়ার সব দায়িত্ব কেটারিং সংস্থার। সংস্থাগুলিও এখন দেশ বিদেশের বিভিন্ন রকম লোভনীয় ও সুস্বাদু মেনু নিয়ে হাজির। বিয়ের মরশুমে বিভিন্ন কেটারিং সংস্থার খবরে স্নেহাশিস সাউ।  বিশদ

07th  December, 2019
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বিয়ের কালেকশন 

বিয়েতে গয়না কেনার জন্য আপনার সেরা ঠিকানা হতে পারে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এদের লাইট ওয়েট সোনা ও হীরের বিয়ের কালেকশন চোখ ধাঁধানো। গর্জিয়াস লুকের প্রতিটি আইটেম যত্ন করে গয়না শিল্পীরা ডিজাইন করেছেন বলে সংস্থাটি জানিয়েছে।  বিশদ

07th  December, 2019
চরিত্র যেমন সাজ তেমন 

৬ ডিসেম্বর মুক্তি পাবে পরিচালক রাজা সেনের ছবি ভালোবাসার গল্প। ছবির পোশাক পরিকল্পনায় আছেন জাতীয় পুরস্কারজয়ী কসটিউম ডিজাইনার রুমা সেনগুপ্ত। খবরে চৈতালি দত্ত। 
বিশদ

30th  November, 2019
স্পৃশ এর নতুন স্টুডিও 

বেহালার পর পি-৭৯ লেক রোড, কল ২৯ এই ঠিকানায় ৮০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে খুলে গেল স্পৃশ-এর নবতম স্টুডিও। এই স্টুডিওর কর্ণধার ওড়িশি নৃত্যশিল্পী সুলগ্না ভট্টাচার্য। ছেলেবেলার থেকেই সুলগ্নার নাচ ও আঁকার প্রতি ঝোঁক। সেখান থেকেই তার নাচ শেখা। তাঁর নাচ দেশ বিদেশের দর্শকদের সম্মোহিত করে রাখে।
বিশদ

30th  November, 2019
টুকরো খবর 

শীতে আরামের জন্য ডলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টাইলিশ থার্মাল পোশাকের কালেকশন নিয়ে এসেছে। এই কালেকশনে ডলার আলট্রা প্রিমিয়াম থার্মাল এবং ডলার আলট্রা থার্মাল নামে দুটি বিশেষ রেঞ্জ পাওয়া যাবে।  
বিশদ

30th  November, 2019
বিশেষ খবর 

এখনকার ব্যস্ত জীবনে অনেক সময় বাড়ির বয়স্কদের ততটা সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আবার কেউ হয়তো কর্মসূত্রে বাড়ির বাইরে অনেক দূরে থাকেন। তাই তিনি চাইলেও মনের মতো করে বাবা, মা, দাদু, দিদা, ঠাকুর্দা, ঠাকুমার যত্ন নিতে পারেন না।   বিশদ

23rd  November, 2019
টুকরো খবর 

শরীরে ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে। তবে কারও অল্প বয়সে এই সমস্যা বাড়লে মাসলের ক্ষমতা কমে যায়। মাসলই শরীরের হাড়গুলিকে ধরে রাখতে সাহায্য করে। তাই মাসল নষ্ট হয়ে গেলে হাড়গুলিরও স্থানচ্যুতি ঘটে।  বিশদ

23rd  November, 2019
টুকরো খবর 

পেপে জিনস লন্ডন কলকাতায় অটাম-উইন্টার কালেকশন নিয়ে এসেছে। কলকাতার সাউথ সিটি মলে কালেকশনটির উদ্বোধন করেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্র।  বিশদ

16th  November, 2019
ইতালিয়ান কুইজিন ইন দ্য ওয়ার্ল্ড

টানা সাতদিন জিভে জল আনা ইতালির খাবার চেখে দেখতে পারেবন কলকাতাবাসী। ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে সেই মহাভোজের আসর, ‘উইক অফ দ্য ইতালিয়ান কুইজিন ইন দ্য ওয়ার্ল্ড’।  বিশদ

16th  November, 2019
কলকাতায় বিনজ বে ফি কর 

যাঁদের বিভিন্ন কারণে বিধিনিষেধ থাকার জন্য পছন্দ মতো খাবার খেতে পারেন না, তাঁদের জন্য একটা ভালো খবর। গত ১২ সেপ্টেম্বর কলকাতায় ‘বিনজ বে ফি কর’ নামে একটি ক্লাউড কিচেন চালু হয়েছে।  বিশদ

16th  November, 2019
আজ স্টাইলফাইল কার্নিভাল  

ফিরে এল সেই রাত। আজই সন্ধে-রাতে বর্ধমান রোডের ওল্ড বাংলো সেজে উঠবে আধুনিক ফ্যাশনের প্রদর্শনীতে। সঙ্গে থাকবে শিল্প প্রদর্শনীও, প্রতিবারের মতোই। এ বছরের অংশগ্রহণকারীরা আরও সাহসী।   বিশদ

16th  November, 2019
দিব্য বাবাজি শুশুম্না ক্রিয়াযোগ ফাউন্ডেশনের দীক্ষা 

আধ্যাত্মিক মাস্টার এবং সিদ্ধ গুরু পুজ্যাশ্রী আত্মানন্দময়ী মাতাজি এই প্রথমবার কলকাতায় আসছেন। তিনি আগামীকাল এখানে শুশুম্না কর্মযোগ দীক্ষা অনুষ্ঠান পরিচালনা করবেন।   বিশদ

09th  November, 2019
শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের রজতজয়ন্তী বর্ষ 

শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের রজতজয়ন্তীতে সম্প্রতি জিডি বিড়লা সভাঘরে এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়ে গেল। এদিন সেই উপলক্ষে বাংলার স্ব স্ব ক্ষেত্রে ১২ জন জীবন্ত কিংবদন্তিকে সম্মান জ্ঞাপন করা হয়। 
বিশদ

09th  November, 2019
ব্রিটানিয়া নিউট্রিচয়েস সুগার ফ্রি ক্র্যাকার লঞ্চ 

ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ নিউট্রিচয়েস সুগার ফ্রি ক্র্যাকার পশ্চিমবঙ্গ, অসম এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে নিয়ে এল। নতুন নিউট্রিচয়েস ক্র্যাকার হল আগের থেকে অনেক বেশি হালকা, মুচমুচে এবং সুগার ফ্রির মজাদার অনুভূতি দেয়। 
বিশদ

09th  November, 2019
একনজরে
  মেলবোর্ন, ৭ ডিসেম্বর: বিপজ্জনক আচরণ করছিল পিচ। আর সেই কারণে খেলা বন্ধ হয়ে গেল ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ঘটনাটি ঘটেছে শনিবার। শেফিল্ড শিল্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভিক্টোরিয়া এবং পশ্চিম অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভিক্টোরিয়া। ...

 দোহা, ৭ ডিসেম্বর (এএফপি): আফগানিস্তানে শান্তি ফেরাতে তালিবানদের সঙ্গে ফের আলোচনা শুরু করল আমেরিকা। শনিবার, কাতারে দু’পক্ষের মধ্যে এক দফা আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মাস তিনেক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাত্ করেই তালিবানদের সঙ্গে আলোচনা স্থগিত করে দিয়েছিলেন। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় শর্তে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালানোর জন্য দ্বিতীয়বার টেন্ডার ডেকেও তেমন সাড়া মিলল না। রাজ্যের নানা জায়গায় চালাতে ১৫০টি ইলেকট্রিক বাসের জন্য ...

 বিএনএ, চুঁচুড়া: পুরসভার ওয়ার্ডের কাজের জন্যে বরাদ্দ হয়েছিল ২৮ জন শ্রমিক। কিন্তু, বাস্তবে অনুসন্ধান করে পাওয়া গেল ৪ জন! খোদ পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে এই পরিস্থিতি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্ত শত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩৫- অভিনেতা ধর্মেন্দ্রর জন্ম
১৯৭১- ভারত-পাকিস্তান যুদ্ধের সময় করাচি বন্দরে হানা দিল ভারতীয় নৌবাহিনী
১৯৭৪- গণভোটের মাধ্যমে গ্রিসে রাজতন্ত্রের অবসান
১৯৮০- নিউইয়র্কে এক মানসিক প্রতিবন্ধী ভক্তের হাতে খুন হলেন বিখ্যাত ব্রিটিশ পপ গায়ক জন লেনন
১৯৯১- রাশিয়া, বেলারুশ এবং ইউক্রেনের রাষ্ট্রনেতারা সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হলেন এবং স্বাধীন রাষ্ট্রগুলিকে নিয়ে কমনওয়েলথ গঠন করলেন
২০০৯- বাগদাদে বোমা হামলায় নিহত ১২৭ এবং আহত ৪৪৮ জন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৯ টাকা ৭২.১৯ টাকা
পাউন্ড ৯২.২০ টাকা ৯৫.৫৪ টাকা
ইউরো ৭৭.৭৫ টাকা ৮০.৭৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
07th  December, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৩৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৪২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬, ৯৬৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩, ৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩, ৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২১ অগ্রহায়ণ ১৪২৬, ৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, একাদশী ৫/৫৩ দিবা ৮/৩০। অশ্বিনী ৫৩/২৫ রাত্রি ৩/৩০। সূ উ ৬/৮/১৩, অ ৪/৪৮/১৭, অমৃতযোগ দিবা ৬/৫১ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১১/৪৯ মধ্যে পুনঃ ২/৪০ গতে ২/৪০ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ৯/১৫ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ১/৪২ মধ্যে পুনঃ ২/৩৫ গতে উদয়াবধি, বারবেলা ১০/৮ গতে ১২/৪৮ মধ্যে, কালরাত্রি ১/৮ গতে ২/৪৮ মধ্যে।
২১ অগ্রহায়ণ ১৪২৬, ৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, একাদশী ৩/১৫/৫২ দিবা ৭/২৭/৫৯। অশ্বিনী ৫৩/১০/৩০ রাত্রি ৩/২৫/৫০, সূ উ ৬/৯/৩৮, অ ৪/৪৮/৪৮, অমৃতযোগ দিবা ৭/১ গতে ৯/৮ মধ্যে ও ১১/৫৬ গতে ২/৪৫ মধ্যে এবং রাত্রি ৭/৩৩ গতে ৯/২১ মধ্যে ও ১২/২ গতে ১/৫০ মধ্যে ও ২/৪৮ গতে ৬/১০ মধ্যে, কালবেলা ১১/২৯/১৪ গতে ১২/৪৯/৮ মধ্যে, কালরাত্রি ১/৯/২০ গতে ২/৪৯/২৭ মধ্যে।
১০ রবিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। বৃষ: কর্মক্ষেত্রে গোলযোগের অবসান। মিথুন: স্বকীয়তা বজায় রেখে ...বিশদ

07:11:04 PM

দ্বিতীয় টি২০: ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল

10:32:44 PM

দ্বিতীয় টি২০: ওয়েস্ট ইন্ডিজ ৭৩/১ (১০ ওভার) 

09:47:37 PM

দ্বিতীয় টি২০: ওয়েস্ট ইন্ডিজকে ১৭১ রানের টার্গেট দিল ভারত 

08:47:23 PM

কোচবিহারে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, জখম ২ 
কোচবিহারে ফের বিজেপি-তৃণমূল সংঘর্ষ। বোমার ঘায়ে জখম দুই তৃণমূল সমর্থক। ...বিশদ

08:23:24 PM

দ্বিতীয় টি২০: ভারত ১৩২/৪ (১৫ ওভার) 

08:19:18 PM