বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
সম্প্রতি স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন চন্দ্রা। তবু থেমে যাননি তিনি। জীবনের কাছে হার মানেননি। বরং অসুস্থতার মধ্যেও তিনি সঙ্গীতের শিক্ষাদান করে গিয়েছেন সুযোগ মতো। এমনকী হাসপাতাল থেকেও অনলাইনে ক্লাস নিয়েছেন। ছাত্র-ছাত্রীদের নতুন কোনও রাগ শেখানোই তখন তাঁর জীবনের আনন্দ হয়ে উঠেছে। রোগের বেদনা ভুলে থেকেছেন তিনি।
বিগত কয়েক বছর ধরে চন্দ্রা একটি লাইভ মিউজিক্যাল ড্রামা মঞ্চস্থ করছেন, নাম ‘টেল অব তওয়ায়েফস’। সেখানে ভারতের খ্যাতনামা ও উপেক্ষিত বারবণিতাদের জীবন ও সঙ্গীতচর্চাকে অভিনয়, গান ও নাচের মাধ্যমে তুলে ধরেছেন তিনি। তাঁদের বেদনা, সংগ্রাম ও প্রতিভাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। অনুষ্ঠানে চন্দ্রার সঙ্গে থাকছেন বিলেতের বিশিষ্ট সঙ্গীত ও নৃত্যশিল্পীরা। সিদ্ধার্থ করগুপ্ত, অনি বর্ধন, পারমিতা ঘোষ, গৈরিকা মাথুর, তনুশ্রী গুহ, অমিত দে, কামালবীর নান্দ্রা, জুনাইদ আলী, অরুনাভ বর্ধন ও শ্রীতমা মুখোপাধ্যায় তাঁদেরই কয়েকজন।
চন্দ্রা চক্রবর্তী প্রমাণ করেছেন যে ক্যানসার জীবনের সমাপ্তির সুর নয়। সঙ্গীতের প্রতি নিষ্ঠা, শিক্ষাদানের প্রতি অপরিসীম ভালোবাসা, এবং ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়বদ্ধতা— সব মিলিয়ে তিনি আজ এক অনুপ্রেরণা।