Bartaman Patrika
আমরা মেয়েরা
 

পর্বত  কন্যা

দশবার এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন তিনি। পর্বতারোহীদের মধ্যে লাখপা শেরপা এক পরিচিত নাম।

মহিলা শেরপা। শব্দ দুটো যেন খাপ খায় না। পর্বত আরোহণ, শৃঙ্গ জয়, এসবে মহিলারা পিছিয়ে নেই। কিন্তু শেরপা হিসেবে তাঁরা নেহাতই সংখ্যালঘু। আজ যে মহিলার কথা বলব তিনি এই পুরুষকেন্দ্রিক পেশাতে আছেন তো বটেই, রীতিমতো রাজত্ব করছেন সেখানে। পাহাড় আরোহীদের কাছে লাখপা শেরপা বেশ বিখ্যাত নাম। মোট দশবার এভারেস্ট আরোহণের খেতাব রয়েছে তাঁর ঝুলিতে। মহিলা শেরপা হিসেবে তিনি ইতিহাস তৈরি করেছেন। নেপালের এই কন্যাটি এখন মার্কিন দেশে বাস করেন। লাখপা বললেন, পাহাড় শুধুমাত্র তাঁর ভালোবাসা বললে ভুল হবে। পাহাড় তাঁর আশ্রয়, তাঁর দেবতা। সুখে দুঃখে তাই বারবার পাহাড়ের কাছেই ফিরে যান। তাঁর কথায়, ‘বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, এভারেস্ট যে দশবার চড়েছি, তা শুধু ভালোবাসা দিয়ে সম্ভব হতো না। একটা জেদও কাজ করেছিল মনে।’ 

ঘর পালিয়ে পাহাড়ে 
নেপালের মাকালু পর্বতের কোলে ছোট্ট একটি গ্রামে এক চমরী গাইপালকের পরিবারে জন্ম লাখপার। বাবা-মায়ের এগারোতম সন্তান। ছোট থেকেই মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা মায়ের। ‘দাদারা পড়াশোনা শিখলেও আমার জন্য শুধুই বরাদ্দ ছিল ঘরের কাজ শেখা। আর মাঝেমধ্যেই আমার বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেন মা। যেই না কোনও ছেলেকে পছন্দ করে মেয়ে দেখার আমন্ত্রণ জানাতেন, অমনি পাহাড়ে পালিয়ে যেতাম। জানতাম বাড়ি ফেরার পর হুলুস্থুল কাণ্ড বাঁধবে। বকুনি-মার কিছুই বাদ যাবে না। তবু পাহাড়ের টান কোনওমতেই কাটিয়ে উঠতে পারিনি।  বড় দুঃসময়েও পাহাড়ের কোলে নিজেকে সমর্পণ করে শান্তি পেতাম,’ বললেন লাখপা।
লাখপার বাবা কিন্তু মেয়ের এই টান অনুভব করতে পারতেন। একদিন মাকালু পর্বতের নিচু ঢালে তাঁদের চমরী গাইগুলো চড়ে বেড়াচ্ছিল, সন্ধে মুখে বাবা লাখপাকে বললেন তাদের তাড়িয়ে ঘরে ফেরাতে। পাহাড়ে অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাবার সাবধানবানীটা কানে বেজে উঠেছিল লাখপার। বাবা বলেছিলেন, ‘শ্বেত ভল্লুক যেন ইয়াকগুলোকে খেয়ে না নেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের নজর এড়াতে গলা চড়িয়ে ডাকাডাকি করা যাবে না।’ খুব সন্তর্পণে গলা নামিয়ে খানিক গায়ের জোরে, খানিক ভুলিয়ে ভালিয়ে পাহাড়ের চড়াই থেকে চমরীগুলোকে বাড়ি ফেরাতে সক্ষম হয়েছিলেন সেদিন লাখপা। আর সেই পথেই দেখেছিল পর্বত আরোহীদের। কেমন দড়ি, ক্ল্য হ্যামার, অ্যাঙ্কর ইত্যাদি কোমড়ে বেঁধে পাহাড় বেড়ে উঁচু থেকে উঁচুতর পথে উঠছে তারা। লাখপা তো খালি পায়েও পাহাড়ে বেয়ে উঠেছে, মনে মনে ভেবেছিল এমন প্রশিক্ষণ যদি তারও থাকত। 

গ্রাম থেকেই এভারেস্ট
উচ্চতার হারে বিশ্বের পঞ্চম শৃঙ্গ মাকালু। সেখানেই লাখপাদের গ্রাম। মাকালুতে নাকি খালি পায়েও উঠেছেন লাখপা। বরফে পা জমে গিয়েছে, কেটে গিয়েছে গোড়ালি। তবু থেমে থাকেননি। এটা ছিল নেশা। মায়ের রক্তচক্ষু এড়িয়ে, বাড়ির কাজের ফাঁকে পাহাড়ই ছিল তাঁর আশ্রয়। মনকেমন করা কৈশোরেও পাহাড়কেই কাছে পেয়েছেন তিনি। বাড়ি থেকেই এভারেস্ট দেখা যেত। দূরে মাথা উঁচু করে ঋজু দাঁড়িয়ে রয়েছে এভারেস্ট। মনে মনে শপথ নিয়েছিলেন একদিন তিনি ওই শৃঙ্গ জয় করবেন।

চোখে পড়া
একদিন শেরপা বাবু ছিরির চোখে পড়লেন লাখপা। লম্বা-চওড়া গড়ন দেখেই দলে পোর্টার (মালবাহক) হিসেবে লাখপাকে নিয়েছিলেন বাবু ছিরি। পরে অবশ্য কিচেন বয় (গার্ল নয়, এমন পেশায় মেয়েদের স্থানই ছিল না) হিসেবেও কাজ করাতেন । পর্বতারোহীদের মাল নিয়ে এক ক্যাম্প থেকে অন্যত্র গিয়ে সন্ধেবেলা সকলের জন্য রান্না করতেন লাখপা। তবু ক্লান্ত লাগত না। পাহাড়ের অমোঘ টানে বুঁদ হয়ে থাকতেন। ‘শেরপা বাবু ছিরির কাছে কৃতজ্ঞতার শেষ নেই। উনি না থাকলে আমার স্বপ্ন সার্থক হতো কি না, বা কবে হতো জানি না। দলে লোকের অভাবেই হোক, তবু সুযোগ তো দিয়েছিলেন’, বললেন লাখপা।

এভারেস্ট জয়
২০০০ সালে প্রথম এভারেস্ট সামিট করেন লাখপা। বললেন, ‘অত উঁচুতে উঠে মনে হয়েছিল পৃথিবীর ছাদের উপর দাঁড়িয়ে আছি বুঝি। ভালোলাগার সীমা ছিল না। খুশিতে আমার চোখে জল। এভারেস্টের কানে কানে বলেছিলাম, আবার ফিরব।’ পরের বছরই সুযোগ এল। এভারেস্ট আরোহণের সময় দ্বিতীয় ক্যাম্পের কাছে একটা ক্রিভাসে পড়ে মারা গেলেন দলনায়ক বাবু ছিরি। লাখপাই তখন গোটা দলের দায়িত্বে। চূড়ায় উঠে পর্বতের সামনে হাত জোড় করেই আবারও নামা শুরু করলেন তিনি। সবাইকে বেস ক্যাম্পে ফেরাতে হবে। ক্লান্ত লাগলে চলবে না, পথে বসতে ইচ্ছে করলেও চলবে না। আবহাওয়ার কোনও ঠিক নেই। হঠাৎ বিগড়ে গেলেই মুশকিল। মনকে এমন বুঝ দিতে দিতে নেমেছেন। পাশাপাশি দলের সবাইকে পথ দেখিয়ে, সাহস জুগিয়ে নিয়ে এসেছেন।  

গৃহদ্বন্দ্ব মারপিট
মায়ের পছন্দে বিয়ে করলে শখটাই মাঠে মারা যাবে। তাই বাড়ি থেকে পালিয়ে এক পর্বতারোহীর সঙ্গে ঘর বাঁধলেন তিনি। মার্কিন নিবাসী রোমানিয়ার যুবক জর্জ দিমারেস্কু লাখপাকে বিদেশে ঘরকন্নার স্বপ্ন দেখিয়েছিল। ঘর পালিয়ে বিয়ে, দু’টি সন্তান। শেষরক্ষা হল না। ক্রমশ দিমারেস্কু দানবীয় হয়ে ওঠে। মারধর করত বউকে। একবার তো এভারেস্ট চড়ার সময় আবহাওয়া খারাপ হলে মেজাজ হারিয়ে লাখপাকে এমন মারধর করে যে জ্ঞান হারান তিনি। কোনওক্রমে তাঁকে নামিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয়। বললেন, ‘আমি তো স্বর্গ দেখেছি। সেবার মার খেয়ে জ্ঞান হারালাম। চারদিক অন্ধকার হতে হতেও হঠাৎ আলো হয়ে গেল। রঙিন প্রকৃতি, পাখির ডাক, মিষ্টি গন্ধ...। তারপরেই মনে পড়ল মেয়ে দুটো একা। ব্যস, স্বর্গ দর্শন আর হল না। মর্তে ফিরে এলাম। জ্ঞান আসতেই ভাবলাম, অনেক হয়েছে আর নয়। এবার স্বামীর ঘর ছাড়তে হবে।’ 

কাজের মাঝে পাহাড়
মেয়েদের মানুষ করতে টাকা চা‌ই। সুপারমার্কেটে কাজ নিলেন লাখপা। মাল বওয়া, বাসন মাজা, খাবারের পেটি তোলা কী না করেছেন! ফাঁকে ফাঁকে দল নিয়ে পাহাড়ের ডাকেও সাড়া দিয়েছেন। বললেন, ‘আমার করুণ গল্প শুনে সহকর্মীরাও সাহায্য করত। পাহাড়ে যেতে অসুবিধে হয়নি। তবে দশম অভিযানটা সারা জীবন মনে থাকবে। ২০২৩ সাল, এভারেস্টে দশমবার পা রাখার নেশায় শেষ পর্যন্ত চাকরিটা ছেড়েই দিলাম। দশবার এভারেস্ট চড়ার নজির পুরুষমহলেও বিরল। মহিলাদের মধ্যে তো নেই-ই। 

দশম অভিযান
২০২৩ সালের মে মাসে এভারেস্টের দশম অভিযানটি করেন লাখপা শেরপা। রাত তখন দেড়টা। আবহাওয়া ওই সময় খানিকটা শান্ত। বেস ক্যাম্প ছেড়ে এভারেস্ট আরোহণের পথে রওনা দিলেন লাখপা। আবহাওয়ার ভালোমন্দ সামলে পথের দুর্গম ঠেলে এভারেস্টের মাথায় উঠলেন সকাল সাড়ে ছটায়। মাথার উপর গনগনে সূর্য পায়ের তলায় এভারেস্ট। দশম অভিযান সম্পূর্ণ। 
লাখপা বললেন, ‘একটা স্বপ্ন সফল হওয়ার পাশাপাশি অন্য স্বপ্নকে লালন করতে হয়। আমার কাছে এভারেস্টের দশম অভিযান ছিল কে টু পর্বতারোহণের গ্রিন কার্ড। মহিলা হিসেবে একবার দু’বার নয়, দশবার এভারেস্ট চড়ার পর লোকমুখে প্রচার কম হয়নি। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার থেকে ডকু ফিচার সবই হয়েছে আমায় নিয়ে। সেই সম্মান তো অবশ্যই শিরোধার্য। কিন্তু আরও মহিলা শেরপার পাহাড়ে চড়ার স্বপ্নটাকে খানিকটা এগিয়ে দিতে পারার গৌরবও নেহাত কম নয়। পাহাড়ে অন্দরেকন্দরেও মেয়েরা নিজেদের স্বাক্ষর রাখুক। আরও পর্বত-কন্যার জন্ম হোক, এটুকুই আশা।’

কমলিনী চক্রবর্তী
08th  February, 2025
অন্তঃসত্ত্বার চাকরি কেড়ে কোপে সংস্থা 

একজন বিনিয়োগ পরামর্শদাতা হিসেবে ইংল্যান্ডের একটি সংস্থায় কাজ করতেন বার্মিংহামের পলা মিলুস্কা। ‘করতেন’, কারণ কাজটি আর নেই। এমন কতজনেরই তো রোজ নানা কারণে-অকারণে চাকরি চলে যাচ্ছে, তাহলে পলা কেন খবরে? আসলে পলাকে চাকরি থেকে বরখাস্ত করার দায়ে সেই সংস্থাকেই এবার ভারতীয় মুদ্রায় এক কোটি টাকারও বেশি জরিমানা দিতে হচ্ছে।
বিশদ

সঙ্গীতই বেঁচে থাকার অবলম্বন

লন্ডন-নিবাসী খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী চন্দ্রা চক্রবর্তীর সঙ্গীতচর্চা শুরু হয় পণ্ডিত এ.কানন, মালবিকা কানন ও পদ্মবিভূষণ বিদূষী গিরিজা দেবীর সান্নিধ্যে। খেয়াল, ঠুমরি থেকে নজরুলগীতি, সবই তিনি পরিবেশন করেন অনায়াস দক্ষতায়, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। বিশদ

বয়সকালে মেতে উঠুন, শখ পূরণের আনন্দে

দীর্ঘ সাতচল্লিশ বছরের দাম্পত্যজীবন কাটানোর পর হঠাৎ কোনও রোগ বা শারীরিক সমস্যা ছাড়াই স্ত্রী শান্তাকে একা ফেলে না ফেরার দেশে পাড়ি জমালেন অর্কপ্রভ। স্বামীর মৃত্যুর জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না শান্তা। হঠাৎ একা হয়ে পড়ার দুঃখটাও তাই অতিরিক্ত পীড়াদায়ক হয়ে উঠল তাঁর কাছে। তাই বলে, জীবন তো আর থেমে থাকে না।
বিশদ

'কাজের খাতিরে বাংলায় থাকলে বাংলা জানতেই হবে'

'কাজের খাতিরে বাংলায় থাকলে বাংলা জানতেই হবে'  বিশদ

নানারকম চরিত্রের আলোয় উজ্জ্বল   নটী বিনোদিনী

গত ১২ ফেব্রুয়ারি আমরা পেরিয়ে এলাম বাংলা তথা ভারতীয় নাট্যমঞ্চের পুরোধা অভিনেত্রী বিনোদিনী দাসীর ৮৪তম প্রয়াণদিবস। কিংবদন্তি এই অভিনেত্রীর মঞ্চাভিনয় শুরু হয় মাত্র ১২ বছর বয়সে। অথচ শ্রেষ্ঠত্বের মধ্যগগনে পৌঁছতেই তিনি অভিনয় ছেড়ে দেন।
বিশদ

15th  February, 2025
ক্রেতা সুরক্ষা আইন কী?

জিনিস কিনে ঠকেছেন? অর্থ দিয়েও মেলেনি উপযুক্ত পরিষেবা? গ্রাহক হিসেবে আপনার বঞ্চনা ঘোচাতে পারে এই বিশেষ আইন। কীভাবে? জানাচ্ছেন আইনজীবী দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়।
বিশদ

15th  February, 2025
পড়া আর খেলার সঙ্গে বাড়িয়ে তুলুন স্মৃতিশক্তি

ঋভুর এখন ক্লাস সিক্স। সামনেই ক্লাসের বার্ষিক পরীক্ষা। এদিকে পড়ায় তার মোটে মন বসছে না। পাঠ্যবইতে চোখ রাখলেই মন চলে যায় পাশের বাগানে। সেখানে শীতের ডালিয়াগুলো বড় হয়েছে। গাঁদা, চন্দ্রমল্লিকার রঙে বাগান রঙিন।
বিশদ

15th  February, 2025
নারী সেবা সংঘের প্রদর্শনী

 ১৯৪৪ সালের দুর্ভিক্ষের ঠিক পরেই মহিলাদের ত্রাণ শিবির হিসেবে শুরু হয়েছিল নারী সেবা সংঘ। শুরুর সময় এই সংস্থার শীর্ষে ছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডাঃ বিধানচন্দ্র রায়ের মতো প্রবাদপ্রতিম ব্যক্তিরা। লেডি অবলা বসু, সরোজিনী নাইডুর মতো মহিলারা এই সংঘ গড়ে তুলতে সাহায্য করেন।
বিশদ

08th  February, 2025
কোটির গয়না  সাতশোয়

মায়ের গয়নার দাম ১ কোটি ২২ লক্ষ। মেয়ে সেই গয়না বিক্রি করে এল মাত্র ৭২১ টাকায়! পড়েই চোখ কপালে উঠছে তো? অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে চীনের সাংহাইয়ে। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর ওই খবর থেকে জানা গিয়েছে, এই ঘটনার কথা। 
বিশদ

08th  February, 2025
ভ্যালেন্টাইনস ডে,  পুরোটাই গিমিক নয়!

ভালোবাসা জীবনের এক অপরিহার্য অংশ, যা সম্পর্কগুলিকে শক্তিশালী ও সুন্দর করে তোলে। ব্যস্ততার চাপে আমরা প্রিয়জনদের সময় দিতে পারি না, সম্পর্কের উষ্ণতা হারিয়ে যেতে থাকে। এই বিশেষ দিনটি ব্যস্ততার মাঝেও থমকে দাঁড়িয়ে প্রিয়জনদের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ দেয়।
বিশদ

08th  February, 2025
বাইবেলের ভিতর থেকে  বেরিয়ে এল  জ্যাকপট!

‘হয়তো ঈশ্বরই চেয়েছিলেন! নইলে বাইবেলের ভিতর থেকে জিনিসটা খুঁজে পাবে কেন?’
‘ভাগ্যিস বাইবেলে রেখেছিলেন, ঈশ্বর যত্ন নিয়েছেন! নইলে ঠিক হারিয়ে যেত।’ 
ভার্জিনিয়ার অধিবাসী জ্যাকলিন ম্যাঙ্গুসের প্রতিবেশীরা এখন এসব কথাই বলছেন।
বিশদ

01st  February, 2025
নব্বই বছরে   ব্যবসায়ী

বয়স যে নেহাতই একটা সংখ্যা তা প্রমাণ করে দিলেন গুজরাতের নব্বই বছরের পদ্মাবা। এই বয়সে নিজের নেশাকে পেশায় বদলে ফেলেছেন তিনি।  গুজরাতের আমেদাবাদ শহরের এই বৃদ্ধার পরিচয় এখন ‘ক্রুশ দিদিমা’ নামে। ওই নামেই তিনি পাড়ায় তো বটেই, গোটা দেশে নাম করে ফেলেছেন।
বিশদ

01st  February, 2025
সরস্বতীর চরণতলে

সরস্বতী পুজোর আগে তুই কুল খেয়ে নিয়েছিস মিঠি, তোর অঙ্কে গোল্লা পাওয়া কে আটকায়!’ মহাশ্বেতা গার্লস স্কুলের ক্লাস এইটের বোনকে চোখ পাকিয়ে বলল ওর দাদা পলক। ‘তুইও খেয়েছিস দাদা, ইংরেজিতে গোল্লা পাবি’, পাল্টা দিতে গিয়ে রেগে বলে উঠল মিঠি।
বিশদ

01st  February, 2025
বাঁধা গতের বাইরে চাকরির সুযোগ

আচ্ছা, নিজের সময়ের বা শ্রমের মালিকানা যদি সম্পূর্ণই নিজের থাকে? কেমন হয় তাহলে? এককথায় ‘দারুণ’ বলে দেওয়ার আগে জিনিসটার ভালো-মন্দ বিচার করা চাই। আপনার শ্রম, আপনার অধিকার— কথাটা শুনতে বেশ ভালো লাগলেও এ পথে ঝুঁকিও কম নয়।
বিশদ

01st  February, 2025
একনজরে
মদমে মধ্যরাতে গলায় ছুরি ধরে বৃদ্ধ দম্পতির সর্বস্য লুটের ঘটনার কিনারা এখনও করতে পারেনি পুলিস। ঘটনার চারদিন পরও একজন দুষ্কৃতীও গ্রেপ্তার হয়নি। ফলে এলাকাবাসীরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ...

ঋণের অর্থে কোনওরকমে চলছে পাকিস্তান। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। বিদেশি সংস্থাগুলিও সরকারকে ঋণ দিতে গিয়ে রীতিমতো ইতস্তত করছে। কারণ সে টাকা ফেরত পাওয়া অনিশ্চিত। ...

আসানসোল শহরের দুই বৃহৎ সোসাইটির মহিলা ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা তুঙ্গে উঠেছে। আসানসোল পুলিস কমিশনার অফিসের কাছেই জেনেক্স এক্সোটিকা। একের পর এক গগনচুম্বি টাওয়ার।   ...

শুক্রবার দুপুর থেকেই মোহন বাগান তাঁবুতে ভিড়। ওড়িশা ম্যাচের টিকিট যেন হটকেক। কয়েক মাইল দূরের যুবভারতীতে তখন অন্য ছবি। প্র্যাকটিসের পর বিশাল কাইথ, কামিংস আর ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৩২: গ্যালিলিও গ্যালিলির ডায়ালগ কনসার্নিং‌ দ্য টু চীফ ওয়ার্ল্ড সিস্টেমস প্রকাশিত
১৭৩২: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের জন্ম
১৮৫৩: এলিয়ট সেমিনারি হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেইন্ট লুইস প্রতিষ্ঠিত
১৮৮৭:  চারণকবি মুকুন্দ দাসের জন্ম
১৮৮৮: ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশের অন্যতম পথিকৃৎ বাঙালি শিল্পপতি সুধীরকুমার সেনের জন্ম
১৯০৬: অভিনেতা পাহাড়ি সান্যালের জন্ম
১৯২২: বিশিষ্ট বেহালাবদক ভি. জি. জোগ-এর জন্ম
১৯২২: রাগপ্রধান গানের প্রথম মহিলা বাঙালি শিল্পী দীপালি নাগের জন্ম
১৯৪৪: মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর মৃত্যু
১৯৫৮: স্বাধীনতা সংগ্রামী আবুল কালাম আজাদের মৃত্যু
১৯৭৪: বিশিষ্ট গিটারবাদক তথা কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধর মৃত্যু
২০১৫: বাংলাদেশে নৌকাডুবি, মৃত ৭০
 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,০০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৬,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১০ ফাল্গুন, ১৪৩১, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫। নবমী ১৮/০ দিবা ১/২০। জ্যেষ্ঠা নক্ষত্র ২৮/৫০ সন্ধ্যা ৫/৪০। সূর্যোদয় ৬/৭/৩৫, সূর্যাস্ত ৫/৩২/৫৭। অমৃতযোগ দিবা ৯/৫৬ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৮/৩ গতে ১০/৩৪ ম঩ধ্যে পুনঃ ১২/১৫ গতে ১/৫৬ মধ্যে পুনঃ ২/৪৬ গতে ৪/২৬ মধ্যে। বারবেলা ৭/৩৩ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪১ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৭ মধ্যে পুনঃ ৪/৩৩ গতে উদয়াবধি। 
৯ ফাল্গুন, ১৪৩১, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫। নবমী দিবা ৯/৪৩। জ্যেষ্ঠা নক্ষত্র দিবা ২/৪২। সূর্যোদয় ৬/১০, সূর্যাস্ত ৫/৩২। অমৃতযোগ দিবা ৯/৪৯ গতে ১২/৫৭ মধ্যে এবং রাত্রি ৮/৬ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/১১ গতে ১/৪৯ মধ্যে ও ২/৩৮ গতে ৪/১৭ মধ্যে। কালবেলা ৭/৩৬ মধ্যে ও ১/১৬ গতে ২/৪২ মধ্যে ও ৪/৭ গতে ৫/৩২ মধ্যে। কালরাত্রি ৭/৫২ মধ্যে ও ৪/৩৬ গতে ৬/১০ মধ্যে। 
২৩ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আমেরিকার পেনসেলভানিয়াতে একটি হাসপাতালে বন্দুকবাজের তাণ্ডব

11:49:00 PM

ফ্রান্সে ছুরি দিয়ে হামলা চালাল এক দুষ্কৃতী, মৃত ১, জখম ৩

11:41:00 PM

ডব্লুপিএল: দিল্লিকে ৩৩ রানে হারাল উত্তরপ্রদেশ

10:58:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন জশ ইংলিশ

10:47:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে জয়ী অস্ট্রেলিয়া

10:36:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: সেঞ্চুরি করলেন জশ ইংলিশ, অস্ট্রেলিয়া ৩১৬/৫ (৪৪.৩ ওভার), টার্গেট ৩৫২

10:11:00 PM