Bartaman Patrika
আমরা মেয়েরা
 

বাংলার প্রাণখোলা আন্তরিকতায় মুগ্ধ ক্যাথি

মাস চারেক আগে কলকাতার মার্কিন কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্যাথি জাইলস-ডিয়াজ। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, সিকিম সহ উত্তর-পূর্বের সাত রাজ্যের ভার তাঁর কাঁধে। একান্ত আলাপচারিতা ‘বর্তমান’-এর সঙ্গে।

যাত্রা শুরু
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েলসলি কলেজ থেকে বায়োলজি ও জাপানিজ স্টাডিজে স্নাতক। পরে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এনভায়ারমেন্টাল সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েশন। পেশা জগতে পা রেখেছিলেন সাংবাদিক হিসেবে। জাপানি টিভি চ্যানেলের হয়ে কভার করতেন হোয়াইট হাউস। কিন্তু সময়ের সঙ্গে বদলাল গতিপথ। যোগ দিলেন মার্কিন বিদেশ দপ্তরে। সেখানে সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইন্টারন্যাশনাল মিডিয়া অফিসে ডিরেক্টর ও লাটভিয়ার রিগায় মার্কিন দূতাবাসে পাবলিক অ্যাফেয়ার্স অফিসার পদেও ছিলেন তিনি। প্রথমবার কনসাল জেনারেলের দায়িত্ব পেয়ে পা রেখেছেন কলকাতায়। এখানে আসার আগে ব্রাসেলসে ন্যাটোর ইউএস মিশনে পাবলিক অ্যাফেয়ার্স অ্যাডভাইসর ছিলেন ক্যাথি।

কলকাতা ও দুর্গাপুজো
সাংবাদিক থাকাকালীন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সফর কভার করতে এসেছিলেন ভারতে। এদেশের পাঁচটা শহরে গেলেও সুযোগ হয়নি কলকাতায় আসার। কিন্তু ‘সিটি অব জয়’-এর গল্প শুনেছিলেন অনেকের মুখে। ক্যাথির কথায়, ‘এখানে আসার ইচ্ছেটা ভিতরে ভিতরে ভীষণভাবে ছিল। শিল্প, সাহিত্য থেকে সংস্কৃতি—প্রতিটি ক্ষেত্রেই কলকাতার আকর্ষণ অমোঘ। সত্যি বলতে, এখনও পর্যন্ত এখানকার অভিজ্ঞতা এককথায় অসাধারণ। আর সেই তালিকায় সবার উপরে অবশ্যই দুর্গাপুজো। এখানে আসার আগে এই পুজো নিয়ে বহু কিছু শুনেছিলাম। কিন্তু ঘুরে দেখে বুঝলাম, বাস্তবে যা হয়, তার সিকিভাগও শুনিনি। শহরজুড়ে চোখধাঁধানো সুবিশাল মণ্ডপ, কোথাও থিমের মাধ্যমে নানান সামাজিক বার্তা... একটা পুজো ঘিরে এমনও যে হতে পারে, তা ভাবনারও অতীত। আমার অনেক বন্ধু ও আত্মীয়কে আগামী বছর পুজোয় আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রেখেছি।’

প্রাণের শহর, স্বাদের শহর
‘অতিথি দেব ভবঃ।’ ভারতীয় ঐতিহ্যের এই চিরকালীন বার্তার মূল সুর যেন সৃষ্টি হয়েছিল কলকাতাকে কেন্দ্র করেই। কখনও কাজের সুবাদে, কখনও আবার শুধুই ঘুরে দেখার আনন্দে শহরের নানা প্রান্তে ঘুরেছেন ক্যাথি। মুগ্ধ হয়েছেন কলকাতার মানুষের প্রাণখোলা ব্যবহারে। সম্পূর্ণ অচেনা মানুষকেও যে উষ্ণ আন্তরিকতায় এই শহরবাসী আপন করে নিতে জানেন, পেয়েছেন তার স্বাদও। তাঁর মতে, একটা শহরে এত ধরনের মানুষ, কিন্তু সকলেই শিল্প-সংস্কৃতির এক অদৃশ্য সুতোয় বাঁধা। কলকাতার রকমারি খাবারেও মুগ্ধ ক্যাথি। কিন্তু মিষ্টির প্রতি তাঁর প্রেম একটু বেশিই। সবচেয়ে ফেভারিট—মিষ্টি দই।

নারীশক্তি
বহু ক্ষেত্রেই নারীরা যে যোগ্য মর্যাদা বা গুরুত্ব পান না, মানতে দ্বিধা নেই ক্যাথির। বলছিলেন, ‘সমানাধিকার ও প্রয়োজনীয় সুযোগসুবিধা—এই দু’টি জিনিস পেলে মহিলারা সমাজ গঠনে বড় ভূমিকা নিতে পারেন। আমাদের তরফে মহিলাদের ক্ষমতায়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। মূলধন জোগাড় করা থেকে হিসেব রাখা, ব্যবসার সমস্ত খুঁটিনাটিই তাঁদের শেখানো হয়। যাতে শিক্ষা, পরিবারের দেখভালের পাশাপাশি স্বনির্ভর প্রকল্প, এমনকী ব্যবসাও শুরু করতে পারেন তাঁরা। উত্তর-পূর্বের একাধিক রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড ও বাংলাতেও এই ধরনের স্বনির্ভর প্রকল্প প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

মমতা থেকে কমলা
বাংলার মুখ্যমন্ত্রী। দেশীয় রাজনীতির নিরিখেও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সাক্ষাতে রীতিমতো মুগ্ধ ক্যাথি। বলছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে বিভিন্ন বিষয়ে যেভাবে নানা উদ্যোগ-পদক্ষেপ নেন, তা প্রশংসনীয়।’
মমতায় মুগ্ধতার পাশাপাশি কোথাও বুঝি প্রথম মহিলা প্রেসিডেন্ট না পাওয়ায় আশাভঙ্গের হালকা ছোঁয়া রয়েছে মনে। যদিও আমেরিকা একদিন ঠিক মহিলা প্রেসিডেন্ট পাবেই, বিশ্বাস করেন কনসাল জেনারেল। তাঁর মতে, রাজনীতিতে আরও মহিলার যোগ দেওয়া উচিত।

বিশেষ নজর শিক্ষায়
চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং থেকে গবেষণা— বিভিন্ন ক্ষেত্রে এখনও সংখ্যার বিচারে মেয়েদের থেকে এগিয়ে ছেলেরা। এই ব্যবধান দ্রুত কমাতে দুই দেশই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। চলতি বছরে ভারত থেকে সবচেয়ে বেশি পড়ুয়া মার্কিন মুলুকে গিয়েছে। কিন্তু সেই তালিকায় উত্তর-পূর্ব ভারত কিছুটা পিছিয়ে। আগ্রহী পড়ুয়াদের সাহায্য করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তৈরি হও...
ভারত হোক বা আমেরিকা, সামনে এগতে গেলে নানা চ্যালেঞ্জের যে মোকাবিলা করতে হবে, তাও জানাতে ভোলেননি ক্যাথি। তুলে ধরেন কর্মজীবনের শুরুর দিনের কথা। মার্কিন বিদেশ দপ্তরে যে বিভাগে তিনি যোগ দিয়েছিলেন, ১০ জনের সেই অফিসে তিনিই ছিলেন একমাত্র মহিলা। তরুণ প্রজন্মের উদ্দেশে ক্যাথির বার্তা—‘স্বপ্ন দেখো। নিজেকে কখনও নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে ফেলো না। যে লক্ষ্য নিয়েছ, তা পূরণ হবেই। কখনও হয়তো ঝড়ঝাপ্টা আসবে, কিন্তু নিজের প্রতি বিশ্বাস হারিও না। সবার সঙ্গে যোগাযোগ রাখো। অন্য মহিলাদেরও এগতে সাহায্য করো।’

সংসার সামলাতে দশভুজা
কাজের হাজারো চাপ। তার মধ্যেও পরিবারের দিকে থাকে পুরো নজর। ক্যাথির কথায়, ‘মাঝেমধ্যে মনে হয়, ২৪ ঘণ্টা বুঝি যথেষ্ট নয়। হাতে কোনও জাদু ছড়ি থাকলে ভালো হতো। কিন্তু তা তো নেই। তাই কাজের শেষে যতটা সময় পাই, পরিবারের সঙ্গে কাটাই। রোজ রাতে সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করি। এটা বহু পুরনো প্রথা বলতে পারেন। সারাদিন আমাদের কার কেমন কাটল, কী হল— এই সমস্ত গল্প হয়। এখন বড় মেয়ে কলেজ থেকে কিছুদিনের ছুটিতে বাড়ি এসেছে, আমরা একসঙ্গে নানা ধরনের খেলা খেলি, গান শুনি, গল্প করি। সঙ্গে নিয়মিত শরীরচর্চা। ওটা মাস্ট।’

নিউ ইয়ারে বাংলা
আলাপচারিতা শেষ। ওঠার পালা। কিছুটা চমকে দিয়েই ক্যাথি হঠাৎ ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘ধন্যবাদ, নমস্কার।’ চমকের তখনও বাকি ছিল। জানালেন, আরও বাংলা শিখবেন। এটাই নতুন বছরের রেজোলিউশন!
সুদীপ্ত রায়চৌধুরী
 
28th  December, 2024
পিঠে ছাড়া শীতে কিছু পেটে সয় না

শীত মানেই তো পিঠেপুলির ধুম। পিঠেপুলি ছাড়া শীত ঠিক জমে না। শীত মানেই হাজার খাবার কিন্তু নলেন গুড়ের সঙ্গে পিঠে পরম উপাদেয়। দুধ পিঠে, আশকে পিঠে, সরুচাকলি, নারকেল বা তিলের পুর ভরা নাক পিঠে (গড়গড়্যা) গণ্ডা গণ্ডা খেলেও পেটের সমস্যা হয় না। বিশদ

11th  January, 2025
মানহানির মামলা কখন?

মানহানির মামলা হলে তার ফলাফল কী হতে পারে? আলোচনা করলেন আলিপুর পুলিস ও জাজেস কোর্ট, কাকদ্বীপ কোর্টের আইনজীবী ঋজু চক্রবর্তী। বিশদ

11th  January, 2025
শাড়ি পরে হিপহপ

কর্ণাটকের কন্যা অশ্বিনী হিরামঠ বরাবরই স্বভাবে একটু গেছো। ছোটবেলায় বোন বিজয়লক্ষ্মী আর তাঁর প্রিয় খেলাই ছিল আলমারি বেয়ে উঠে সবচেয়ে উঁচু তাকে গুছিয়ে রাখা দামি শাড়ি পেড়ে তা পরা। সাবেকি সাজে নিজেদের সাজাতে খুবই ভালোবাসতেন অশ্বিনী আর বিজয়লক্ষ্মী দু’জনেই। বিশদ

11th  January, 2025
বিশুদ্ধ বাতাসে বড় হচ্ছে ‘পুনশ্চ’ 

অরিত্রা সেনগুপ্তের জন্ম ঝাড়গ্রামে। বড় হওয়া অবশ্য কলকাতায়। বাবা-মা দু’জনেই স্কুল টিচার। একসময় গ্রুপ থিয়েটার করেছেন। রবি ওঝার সহকারি হিসেবেও কাজ করার সুযোগ পান। কীভাবে ‘পুনশ্চ’র কথা মাথায় এল? শোনালেন সে কাহিনি। বিশদ

11th  January, 2025
‘চেপে বসুন’ দিয়ে শুরু, গড়াল হাতাহাতিতে

বিতর্কিত ঘটনা যেন পিছু ছাড়ছে না দিল্লি মেট্রোর। দিন কয়েক আগে মেট্রোয় প্রকাশ্যে চুম্বনকাণ্ডে এই মেট্রোর নাম জড়িয়েছিল। নেটিজেনরা সেই বিতর্কে দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। ফের অফিস টাইমে দিল্লি মেট্রো খবরের শিরোনামে। তবে এবার আর ভাব-ভালোবাসার বিষয় নয়। বিশদ

11th  January, 2025
দশ কাজে জেরবার দশভুজা

এখন মাল্টিটাস্কিং-এর যুগ। সব নিখুঁতভাবে করতে হবে। কিন্তু এত চাপ সামলাবেন কীভাবে? বিশদ

04th  January, 2025
বাঁধা গতের বাইরে চাকরির সুযোগ: ডিজিটাল মার্কেটিং

চলতি বিষয় না পড়লে চাকরি বা আয়ের সুযোগ কেমন? তা নিয়েই চলছে এই বিভাগ। মতামত জানালেন বিশেষজ্ঞরা।  বিশদ

04th  January, 2025
পাঁচমারিতে সম্পূর্ণ মহিলাচালিত হোটেল

একটু অলস ছুটি কাটাতে চাইলে মধ্যপ্রদেশের পাঁচমারি হতেই পরে আপনার আদর্শ ঠিকানা। এখানে পাহাড়, প্রকৃতি, ভিউ পয়েন্ট সবই পাবেন। আবহাওয়া এখানে সারা বছরই ভালো থাকে। ফলে শীত বা গ্রীষ্ম, সব ছুটিতেই বেড়ানোর জন্য অনবদ্য পাঁচমারি। বিশদ

04th  January, 2025
সোলো ট্রাভেলারদের পাল্লা ভারী

বন্ধু নাকি পরিবার, কাদের সঙ্গে বেড়াতে যেতে পছন্দ করেন আপনি? যে দলেই আপনার ভোট পড়ুক না কেন, ২০২৫-এ মহিলাদের মধ্যে সোলো ট্রাভেলারদের দিকেই পাল্লা ভারী। সম্প্রতি বিশ্বজুড়ে ট্যুরিজম মার্কেটের একটি গবেষণা থেকে এমন তথ্যই উঠে আসছে। বিশদ

04th  January, 2025
নববর্ষে শপথ নেওয়া হয় ভাঙার জন্যই

আর মাত্র কয়েকটা দিন পরেই আবার নতুন একটা বছর শুরু হতে চলেছে। প্রতিবারই নববর্ষের আগমন উপলক্ষ্যে সকলের হৃদয়ে নানা আশা, উদ্দীপনা। বছরের বাকি দিনগুলোর থেকে প্রত্যক্ষ পার্থক্য না থাকা সত্ত্বেও নিজেদের মনের অনুভূতিকে গুরুত্ব দিয়ে নিজেদের উন্নত জীবনযাত্রার স্বার্থে নানা শপথ গ্রহণ করি। বিশদ

28th  December, 2024
জগদ্বন্ধুর রেজোলিউশন 

উফ!’ ঘুমের মধ্যে কঁকিয়ে উঠল হেড অফিসের বড়বাবু জগদ্বন্ধু। সেই চিৎকারে ঘুম ভেঙে গেল গীতার। ‘আ মোলো যাঃ! এই বয়সে ঘুমের মধ্যে কী এমন স্বপ্ন দেখলে যে কঁকিয়ে উঠছ?’  বিশদ

28th  December, 2024
ঐতিহ্যের আদিবাসী উৎসব আয়োজনে টিএসএফ

দেশের প্রান্তিক ও প্রাচীন জনগোষ্ঠীকে এক ছাতার নীচে এনে তাদের উন্নয়নের পথ আরও প্রশস্ত করাই লক্ষ্য টাটা স্টিল ফাউন্ডেশন-এর। গত নভেম্বরে পাঁচ দিন ব্যাপী ছিল তারই উদযাপন।
বিশদ

21st  December, 2024
বাঁধা গতের বাইরে চাকরির সুযোগ, ট্রাভেল কনসালট্যান্ট

চলতি বিষয় না পড়লে চাকরি বা আয়ের সুযোগ কেমন? তা নিয়েই চলছে এই বিভাগ। মতামত জানালেন বিশেষজ্ঞেরা।  বিশদ

14th  December, 2024
শহরে আর শীত পড়ে না!

নির্বিচারে গাছ কাটার ফলে অক্সিজেনের পরিমাণ কমছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে। জলাভূমি, খাল, নদী ভরাট করার ফলে জলচক্রে বাধার সৃষ্টি হচ্ছে। প্লাস্টিক, আবর্জনা ইত্যাদি ফেলায় তা জলভাগের উপরে ভাসছে ফলে জল বাষ্প হয়ে উপরে যেতে পারে না। বিশদ

14th  December, 2024
একনজরে
সোমবার সকালে ১০৮ কলস জল দিয়ে সহস্রধারায় স্নান করলেন মদনমোহন। প্রাচীন রীতি মেনে মদনমোহনের পুষ্যাভিষেক অনুষ্ঠিত হল এদিন। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এই পুজো হয়।  ...

জমি নিয়ে দুই ভাইয়ের বিবাদেই বোমাবাজি হল। সোমবার রাতে লাভপুর থানার হাতিয়া পঞ্চায়েতের লাঘোসা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। খবর পেয়ে লাভপুর থানার বিশাল পুলিসবাহিনী সেখানে পৌঁছয়। ভাইয়ের বাড়িতে বোমা মারার অভিযোগে আজগর আলি নামে এক ব্যক্তিকে তারা আটক করেছে। ...

দাবানলের তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকার লস এঞ্জেলস। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ কমপক্ষে ১৬ জন। ঘরছাড়া দেড় লক্ষের বেশি মানুষ। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি বাড়ি। ...


...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৬১- পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে
১৮১৪- ডেনমার্কের রাজা সুইডেনের রাজার হাতে নরওয়েকে ছেড়ে দেন
১৮৫৮- নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়
১৮৯৯- প্রকাশিত হল উদ্বোধন পত্রিকা
১৯০৩- ঐতিহাসিক নীহাররঞ্জন রায়ের জন্ম
১৯০৫- অভিনেত্রী দুর্গা খোটের জন্ম
১৯২৬- সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্ম
১৯৩৮- আজকের মকর সংক্রান্তির দিনে বেলুড়মঠের রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়
১৯৬৯- মাদ্রাজ রাজ্যের নাম হল তামিলনাড়ু
১৯১৯ - বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব তথা প্রথিতযশা উর্দ্দুভাষী কবি ও সাহিত্যিক কাইফি আজমির জন্ম
১৯২৪ - বিশিষ্ট অভিনেতা ও গায়ক সবিতাব্রত দত্তর জন্ম
১৯২৬-  সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী মহাশ্বেতা দেবীর জন্ম
১৯২৯ - বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার শ্যামল মিত্রের জন্ম
১৯৫৪ -স্বাধীনতা সংগ্রামী   বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়ের মৃত্যু
১৯৬৫- ব্যান্ডিট কুইন  ছবি খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাসের জন্ম
১৯৭২ - অভিনেত্রী  অনুভা গুপ্তর মৃত্যু 
১৯৭৭- ভারতের কাররেস তারকা নারায়ণ কার্তিকেয়নের জন্ম 
২০০৫- শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ টাইটান হুইজেন্সের অবতরণ
২০০৮ - নাসার পাঠানো ম্যাসেন্জার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলার্ধের ছবি তুলতে সক্ষম হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.০৬ টাকা ৮৬.৮০ টাকা
পাউন্ড ১০৩.৮৯ টাকা ১০৭.৫৮ টাকা
ইউরো ৮৬.৮৫ টাকা ৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
11th  January, 2025
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,২৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৬৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৯৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,০৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
12th  January, 2025

দিন পঞ্জিকা

৩০ পৌষ, ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫। প্রতিপদ ৫২/২৮ রাত্রি ৩/২২। পুনবর্সু নক্ষত্র ৯/৪৫ দিবা ১০/১৭। সূর্যোদয় ৬/২৩/৮, সূর্যাস্ত ৫/৮/১৬। অমৃতযোগ দিবা ৭/৬ মধ্যে পুনঃ ৭/৪৯ গতে ১১/২৪ মধ্যে। রাত্রি ৭/৪৭ গতে ৮/৪০ মধ্যে পুনঃ ৯/৩৩ গতে ১২/১২ মধ্যে পুনঃ ১/৫৮ গতে ৩/৪৩ মধ্যে পুনঃ ৫/৩০ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৪৭ মধ্যে। বারবেলা ৭/৪৩ গতে ৯/৪ মধ্যে পুনঃ ১/৬ গতে ২/২৬ মধ্যে। কালরাত্রি ৬/৪৬ গতে ৮/২৬ মধ্যে। 
২৯ পৌষ, ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫। প্রতিপদ রাত্রি ৩/৪২। পুনবর্সু নক্ষত্র দিবা ১০/৫৫। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/৮। অমৃতযোগ দিবা ৭/৬ মধ্যে ও ৭/৪৯ গতে ১১/২২ মধ্যে এবং রাত্রি ৭/৪৪ গতে ৮/৩৭ মধ্যে ও ৯/৩০ গতে ১২/১০ মধ্যে ও ১/৫৭ গতে ৩/৪৪ মধ্যে ও ৫/৩০ গতে ৬/২৬ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৪৪ মধ্যে। বারবেলা ৭/৪৬ গতে ৯/৬ মধ্যে ও ১/৭ গতে ও ২/২৭ মধ্যে। কালরাত্রি ৬/৪৮ গতে ৮/২৭ মধ্যে। 
১৩ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
পূর্ণকুম্ভ ২০২৫: আজ দুপুর তিনটে পর্যন্ত প্রয়াগরাজে পুণ্যস্নানে অংশ নিয়েছেন মোট ২.৫০ কোটি পুণ্যার্থী, জানাল উত্তরপ্রদেশ সরকার

04:33:10 AM

দিনহাটায় বাড়ির সামনেই খুন হলেন ২ জন
দিনহাটার ভেটাগুড়িতে নিজের বাড়ির সামনেই খুন হলেন দু’জন। আজ, মঙ্গলবার ...বিশদ

11:02:00 PM

চণ্ডীগড়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির বাসভবনে জরুরি মিটিং, উপস্থিত দলীয় বিধায়করা

10:55:00 PM

চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল

10:48:00 PM

যশপুরে রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই

10:36:00 PM

ভরসন্ধ্যায় রিষড়ায় যুবককে ছুরিকাঘাত, মৃত্যু

10:32:00 PM