Bartaman Patrika
আমরা মেয়েরা
 

দৈনন্দিন জীবন থেকেই গল্পের রসদ পাই: রুনা চৌধুরী 

 আপনি তো কলকাতারই মেয়ে?
 হ্যাঁ। আমার জন্ম, বড় হয়ে ওঠা, পড়াশুনো— সব কলকাতায়। আমার যখন চার বছর বয়স মা হঠাৎ মারা যান। আমরা দু’বোন। আমি ছোট। বাবা ও পিসি আমাদের মানুষ করেন। তখন বেলগাছিয়ায় থাকতাম। আমার মা খুব ভালো নাচতেন। প্রখ্যাত অভিনেতা প্রয়াত কালী ব্যানার্জী মাকে অভিনয়ের কথা বলেছিলেন। তরুণ মজুমদারের ছবিতে মা একটা ভালো রোলও পেয়েছিলেন। শেষ পর্যন্ত করা হয়নি। তাই রক্তের একটা ব্যাপার হয়তো আছে। গান, অভিনয়, পরিচালনা এসবের প্রতি আগ্রহ সম্ভবত মায়ের কাছ থেকেই পাওয়া।
 কোথায় পড়াশুনো?
 বউবাজারের লরেটোতে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ। স্কুলের নাটকে নিয়মিত অভিনয় করছি। ‘মার্চেন্ট অব ভেনিস’-এ শাইলক হয়েছিলাম। ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশনেও যোগদান করেছি। নাটকের প্রতি ক্রমশ আকর্ষণ বাড়তে লাগল। এরকমই সময়ে গানও গাইছি। তখন ক্লাস এইটে পড়ি। ‘ও আমার দেশের মাটি’- এই দেশাত্মবোধক গানটি গেয়ে স্কুলে গানের কম্পিটিশনে প্রথম হয়েছিলাম।
 গানের প্রথাগত শিক্ষালাভ কার কাছে?
 ক্ল্যাসিকাল শিখেছিলাম শ্রদ্ধেয় সুনীল ভট্টাচার্যের কাছে। কিরানা ঘরানা। আমার দিদি রূপরেখাও ক্ল্যাসিকাল শিখেছে। আমি রবীন্দ্রসঙ্গীতও শিখেছি।
 গানের জন্য পড়াশুনোর ক্ষতি হয়নি?
 পড়াশুনোর ব্যাপারে কখনও অমনোযোগী হইনি। বিদ্যাসাগর কলেজ থেকে জুলজিতে গ্র্যাজুয়েশন করেছি। তারপর কম্পিউটার ট্রেনিং। চাকরি করতে করতে এমবিএ করলাম। সেইসঙ্গে গানটাও চালিয়ে গিয়েছি। ২০০০ সালে প্রথম স্টেজ পারফরমেন্স রবীন্দ্রসদনে। আধুনিক গান গেয়েছিলাম। শিশিরমঞ্চেও গানের অনুষ্ঠান করেছি। ফ্রান্স ও ইংল্যান্ডেও ছিলাম কিছুদিন। তখন ছোট ইলেকট্রনিক তানপুরায় রেওয়াজ করতাম।
 আপনার গানের অ্যালবামও তো বেরিয়েছে?
 গাথানি রেকর্ডস থেকে আটটা গানের একটা সিডি বেরিয়েছিল। নাম ‘ছোট্টবেলায়।’ ছোটদের গান। কসমিক হারমোনি থেকে রোমান্টিক গানের সিডি ‘পথে ফেলে’। কথা ও সুর রাজেশ রায়। এই অ্যালবামের ‘নীল পাখি’ গানটির জন্য ২০১৬ সালে হরিয়ানা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা গায়িকার পুরস্কার পেয়েছিলাম।
 গানের জগৎ থেকে অভিনয়ের জগতে এলেন কী করে?
 আমি কিছুদিন ‘চার্বাক’ নাট্যগোষ্ঠীতে ছিলাম। শ্রদ্ধেয়া চন্দ্রা দস্তিদারের কাছে অভিনয় শিখেছি। পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় আমায় যোগাযোগ করিয়ে দেন পরিচালক মনোজ মিসিগানের সঙ্গে। মনোজ তাঁর ‘হ্যালো কলকাতা’ ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন। আমি অভিনয় করলাম। শতরূপা সান্যালের ‘যতীন দাস’ ডকু-ফিচারেও অভিনয় করেছিলাম। তারপর পরিচালক সুশান্ত পালচৌধুরির ‘হৃদয়ের একূল ওকূল’, ‘আজও দু’চোখে তুমি, ‘অপরাজিতা তুমি’, ‘হৃদয়ের শব্দ’ এইসব ছবিতে প্রধান চরিত্রে কাজ করেছি। কলকাতা দূরদর্শনের ‘স্বামী বিবেকানন্দ’ ধারাবাহিকে সৌদামিনীর ভূমিকায় ছিলাম।
 অভিনয়ের কোনও স্মরণীয় অভিজ্ঞতা?
 শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের কথা ভুলতে পারি না। ‘হৃদয়ের একূল ওকূল’ ছবিতে উনি আমার দাদু হয়েছিলেন। এত বড় অভিনেতা। খুব নার্ভাস ছিলাম। যেভাবে সৌমিত্র আঙ্কেল আমার সঙ্গে সহযোগিতা করেছেন ভাবতেও পারি না। সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতাও খুব ভালো।
 তারপর?
 মেন স্ট্রিম ছবিতে কাজ করতে করতে মনে হল, যদি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থেকে নতুন কিছু করা যায়। পরিচালনার স্বপ্ন দেখা তখন থেকেই শুরু।
 শুনলাম আপনার প্রথম ছবিই উচ্চ প্রশংসিত হয়।
 হ্যাঁ। প্রথম ছবির নাম ‘পরি’। আমারই লেখা গল্প। অভিনয়ও করেছিলাম। একটি বাচ্চা মেয়ের ব্রেন টিউমার। অপারেশন করিয়ে তাকে সুস্থ করে তোলার জন্য এক মায়ের লড়াই। ২০১৫ সালে গোয়া ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হয়। সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়েছিলাম গোয়ার তৎকালীন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকরের হাত থেকে। এরপর করলাম ‘মাই লিটল ক্যান্ডেল’। মা-বাবার মনোমালিন্যের প্রভাব তাদের সন্তানের ওপর কীভাবে পড়ে তা নিয়েই কাহিনী। পুনে চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলাম।
 আপনার ‘লীলা’ ছবিটিও তো প্রচুর প্রশংসা পেয়েছে।
 সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক যুবতীর জীবনের করুণ কাহিনী নিয়ে ছবি। নানা ধরনের নিউরো সমস্যা নিয়েই মেয়েটি বেঁচে আছে। আমারই লেখা গল্প। মেয়েটির চরিত্রে অভিনয় করতে গিয়ে সত্যিই এক অন্য ধরনের অনুভূতি হয়েছিল আমার। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল (২০১৬) ছবিটি দেখানো হয়েছিল। আরও কয়েকটি ফেস্টিভ্যালেও দেখানো হয়। এ ছবির জন্য সেরা অভিনেত্রীর মোট ৪টে পুরস্কার পেয়েছি। কলকাতায় ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল দ্বিতীয় সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়। সেরা এডিটিং-এর পুরস্কারও পায়।
 আপনি তো ইংরেজিতেও ছবি করেছেন।
 ২০১৭ সালে তৈরি এই ন্যারেটিভ ডকুমেন্টারির নাম ‘ইট্‌স আ ফ্যাক্ট।’ একটি মেয়ে জীবনে অনেক কিছু পেয়েও একসময় আত্মহত্যা করতে যায়। শেষপর্যন্ত একটি বাচ্চা ছেলে মেয়েটির হাত ধরে বলে— ‘দিদি তুমি কোথায় যাচ্ছ? আমার বাবা বলে জীবনে কখনও আশা ছাড়তে নেই। তুমি আমার বাড়িতে এসো।’ এই ছেলেটির বাবা প্রতিবন্ধী। ওইটুকু ছেলের কথা মেয়েটিকে নাড়িয়ে দেয়। আর আত্মহত্যার কথা ভাবে না মেয়েটি।
 নিজের লেখা গল্প নিয়ে একের পর এক ছবি করছেন। উৎসাহ পান কোথা থেকে?
 আমাদের দৈনন্দিন জীবন থেকেই গল্প উঠে আসে। গল্প আমাদের আশপাশে ঘোরে। আবার আমার ভেতরের কষ্টটাই কখনও গল্প হয়ে ধরা দেয়। অনেকের মুখে একসময় শুনেছি— ‘এটা পারছ না। এটা হবে না।’ চ্যালেঞ্জ নিয়েছিলাম জীবনে কিছু করে দেখাব। তারপর হাতে-কলমে কাজ করতে করতে যেটুকু শিখেছি। চাকরিটা ঠিক রেখে পরিচালনা ও অভিনয় দুটোই করে চলেছি।
আমার মেয়ে আরাধিতা ক্লাস নাইনে পড়ে। মেয়েও আমাকে খুব উৎসাহ দেয়। ওর ইচ্ছে আমারই মতো ছবি তৈরি করবে। অভিনয় করবে। ছোট ছোট ছবি মোবাইলে শ্যুট করে। এডিট করে।
 স্বল্পদৈর্ঘ্যের ছবির ভবিষ্যৎ কী?
 সত্যি কথা বলতে কি, স্বল্পদৈর্ঘ্যের ছবির বাজার এখনও তৈরি হয়নি। শুধু ফেস্টিভ্যালেই দেখানোর সুযোগ পাওয়া যায়। যত ভালোই বিষয়বস্তু হোক, স্বল্পদৈর্ঘ্যের ছবির প্রযোজক পাওয়া একটু মুশকিল। তবে ইদানীং অবস্থার সামান্য পরিবর্তন লক্ষ করছি। দু-চার জন প্রযোজক আসছেন যাঁরা শর্ট ফিল্মে টাকা ঢালতে আগ্রহী। দেখি কী হয়।
 আপনি তো ক্রিকেটার গৌতম গম্ভীরের হাত থেকে ‘রাইজিং ডিরেক্টর’-এর পুরস্কারও নিয়েছেন।
 ২০১৬-তে কলকাতার একটি রেডিও চ্যানেল থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের পাঁচ জন মহিলাকে তাঁদের কাজের স্বীকৃতি জানিয়ে পুরস্কৃত করা হয়। সেরিব্রাল পালসি নিয়ে কাজ করার জন্যই এই পুরস্কার পেয়েছিলাম।
 ভবিষ্যৎ পরিকল্পনা কী?
 ভালো ভালো ছবি করব। সমাজে ভালো বার্তা যাবে এ ধরনের ছবি। পূর্ণদৈর্ঘ্যের ছবি করারও ইচ্ছে আছে। পাশাপাশি অভিনয়ও করব।
 পাতার ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে 
এ ক ন জ রে
 জন্ম তারিখ: ২০ জুলাই।
 ভালো নাম: সুদীপ্তা।
 ডাক নাম: রুনা (মা রেখেছিলেন)।
 রাশি: বৃশ্চিক।
 প্রিয় পরিচালক: সত্যজিৎ রায়, মৃণাল সেন, মণিরত্নম।
 প্রিয় অভিনেতা: মহানায়ক উত্তমকুমার, শাম্মীকাপুর।
 প্রিয় অভিনেত্রী: সুচিত্রা সেন, মধুবালা, টাবু।
 প্রিয় গায়ক: কিশোরকুমার, মহম্মদ রফি।
 প্রিয় গায়িকা: কণিকা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে।
 প্রিয় ছবি: দীপ জ্বেলে যাই, সাত পাকে বাঁধা, গ্ল্যাডিয়েটর।
 হবি: লেখালেখি, গান গাওয়া, ছবি দেখা।
 প্রিয় খাবার: চিকেনের যে কোনও প্রিপারেশন।
 প্রিয় ফুল: গোলাপ।
 প্রিয় ফল: আপেল।
 প্রিয় রং: নীল।
 অপছন্দ: ভণিতা ও অসাধুতা, নিজেকে জাহির করা।
 প্রিয় বন্ধু: আমার মেয়ে।
 স্বপ্ন: একদিন পরিচালনার জন্য জাতীয় পুরস্কার পাব।
 জীবনের সংজ্ঞা: প্রতিভাকে সঠিক কাজে লাগাতে চাই।
 সেরা কমপ্লিমেন্ট: প্রতিভার ছাপ রেখেছ তুমি।
16th  February, 2019
স্বাধীন ভারতে প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী 

একদিন বাবা অঘোরনাথ চট্টোপাধ্যায় মেয়েকে অঙ্ক কষতে দিয়েছিলেন। কিন্তু মেয়েটি বারবার চেষ্টা করেও অঙ্কটি কষতে পারছিলেন না। বিরক্ত হয়ে অঙ্কের খাতা বন্ধ করে দিয়ে দাঁড়ালেন জানালার ধারে। বাইরে আকাশের মেঘ রোদ্দুর, দূরের গাছপালা, সবুজ ঘাস এমন নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ মেয়েটি একেবারে তন্ময় হয়ে গেলেন।  বিশদ

16th  February, 2019
বিয়ের লৌকিকতা 

‘শঙ্খ বাজা তোরা উলুধ্বনি দে, অধিবাসে সখীর মুখে ফুটলো হাসি যে’— বিয়ে নিয়ে সমস্ত ছেলেমেয়ের মনে একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্ন বাস্তব হয় বৈদিক মন্ত্র উচ্চারণে আর লৌকিক আচারের মাধ্যমে।  বিশদ

16th  February, 2019
ভালোবাসার সেকাল একাল

একটা সময়ে ভালোবাসা প্রকাশের মাধ্যম ছিল চিঠি। এক বুক অনিশ্চয়তা নিয়ে দু’ছত্র লিখে পাঠানো। আর দুরু-দুরু বুকে উত্তরের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করা। বিশদ

09th  February, 2019
এবারের ভ্যালেন্টাইনস ডে-তে সেলেবদের কার কী প্ল্যান?

সামনেই ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার দিন। নতুন প্রজন্মের কাছে দিনটি এতই জনপ্রিয় যে তার বহু আগে থেকেই রাস্তায় ঘাটে হৃদয়ের ছড়াছড়ি লক্ষ করা যায়। কোথাও হার্ট শেপড বেলুন, কোথাও বা কুশনে হৃদয়ের ছোঁয়া। যাক সে কথা, নব্যযুগের ধারক ও বাহকদের ছেড়ে বরং একটু সেলেব মহলে ঢুঁ দিয়ে দেখি ভ্যালেন্টাইনস ডে-কে চির স্মরণীয় করে রাখতে তাঁরা কেমন পদক্ষেপ নিয়েছেন।
বিশদ

09th  February, 2019
রূপে গুণে সরস্বতী

দেবী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। তাঁর সাধনা করলে জ্ঞানালোকে আলোকিত মানুষ পায় জীবন পথে সঠিক লক্ষ্যবস্তুর সন্ধান। জ্ঞান আর গুণ প্রায় সমার্থক। জ্ঞান না থাকলে কোনও গুণের প্রকাশ হতে পারে না।
বিশদ

09th  February, 2019
স্বপ্ন দেখার প্রবণতা মেয়েদের বেশি

মেয়েদের স্বপ্নগুলো ইচ্ছেডানা হয়ে উড়ে বেড়ায় গোপনে মনের গভীরে। মেয়েরা স্বপ্ন দেখে সংসার করার, সুখে ঘর করার। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নারী মনে অনেক পিছনের সারিতে স্থান পায়। বিশদ

02nd  February, 2019
সম্পর্কে কিছুটা স্বার্থপর
হওয়া প্রয়োজন নারীদের

স্বার্থপর শব্দটা সব সময়ই নেতিবাচক অর্থ বহন করে। কিন্তু সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের একটু-আধটু স্বার্থপর হওয়া ভালো। এমনিতেই মেয়েরা অনেক বেশি মায়াবতী এবং অন্যদের খেয়াল রাখতে পটু।
বিশদ

02nd  February, 2019
শ্বশুরবাড়ির সহযোগিতা থাকলে
অনেক কিছু করা যায়: অপ্সরা

 গ্ল্যামার কুইন হতে গেলে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে বুদ্ধিটাও সমান পরিমাণে দরকার হয়। না হলে সৌন্দর্যের শিরোপা মাথায় তোলা যায় না— বললেন ২০১৮-এর মিসেস ইন্ডিয়া ইউনিভার্স অপ্সরা গুহঠাকুরতা। এই সৌন্দর্য প্রতিযোগিতায় অপ্সরাকে প্রশ্ন-উত্তর রাউন্ডে জিজ্ঞাসা করা হয়েছিল— ‘যদি তোমার কাছে একটা শক্তি থাকে, তবে তুমি কী করতে চাইবে? অপ্সরার উত্তর ছিল, পৃথিবীতে শান্তি আর মনুষ্যত্ব আনাব। কারণ এই মুহূর্তে এই দুটো জিনিসই পৃথিবীতে কম।’ আর অন্যান্য সব ইভেন্টের সঙ্গে এই উত্তরটাও তাকে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিতে সাহায্য করেছে।
বিশদ

02nd  February, 2019
চোখের আলো না থাকা দমাতে পারেনি মিলি নাইটকে

বরফে স্কি করার দৃশ্য কল্পনা করুন তো। শুভ্র বরফের পাহাড় বেয়ে শোঁ শোঁ করে ছুটে চলা। একটু অসাবধান হলেই বরফের চাঁইয়ের ওপর সংঘর্ষের সম্ভাবনা। এমন পরিবেশে চোখ-কান খোলা না রেখে কি উপায় আছে? মিলি নাইট এমনই এক পরিবেশে গত বছরের (২০১৮) বিশ্ব প্যারা আলপাইন স্কিইং চ্যাম্পিয়নশিপে স্কিইং ট্র্যাকে নেমেছিলেন।
বিশদ

02nd  February, 2019
ব্রিটেনের রানির বহু পুরনো সেই ব্যাগ

 ব্রিটেনের রানি বলে কথা। থাকেন সুবিশাল প্রাসাদে। বিত্তের অভাব নেই, বিলাসবহুল জীবন। অথচ ব্যবহার করেন কেবল একটিই হ্যান্ডব্যাগ। তাও দেখতে সাদামাটা, কালো রঙের ছোট্ট একটি ব্যাগ। সেই ব্যাগ রানি এলিজাবেথ ব্যবহার করছেন পঞ্চাশ বছর ধরে।
বিশদ

02nd  February, 2019
ভারতীয় চা বেচে বিপুল সম্পদের মালিক ব্রুক এডি

  আমাদের দেশে প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে যদি কেউ চায়ের দোকান দেন, লোকে তার দিকে কেমন দৃষ্টিতে তাকাবে? হয়তো পাগল ভেবে করুণার দৃষ্টিতে দেখবে। নিজের পরিবারেও হয়তো আর ঠাঁই হবে না। তবে ঠিক এই কাজটিই করেই মাত্র এগারো বছরে সাত মিলিয়ন বা সত্তর লক্ষ ডলারের মালিক হয়ে গিয়েছেন মার্কিন নারী ব্রুক এডি।
বিশদ

02nd  February, 2019
সবলা বিপ্লবী সুহাসিনী গাঙ্গুলির কথা 

১ সেপ্টেম্বর ১৯৩০ রাত তিনটে। মধ্যরাতের নিস্তব্ধতার মধ্যে ভেসে এল ব্রিটিশ পুলিসের বুটের আওয়াজ। চন্দননগর গোন্দলপাড়ার কোনও এক বাড়ির পাশে সারি সারি হেলমেট পরা মাথা।  
বিশদ

26th  January, 2019
আনুষ্ঠানিক বিয়ে বনাম রেজিস্ট্রি বিয়ে

বিয়েতে রীতিনীতি ও অনুষ্ঠানের গুরুত্ব কি আজও আছে? নাকি এই ব্যস্ততার যুগে সইয়ের বিয়েই যথেষ্ট? এমন প্রশ্নে নব্য প্রজন্মের মহিলারা নানান মত দিলেন। কেউ বললেন, অনুষ্ঠানে আপত্তি নেই, আপত্তি শুধু পুরুষতান্ত্রিকতায়। বিস্তারিত বিবরণে তনুশ্রী কাঞ্জিলাল মাশ্চরক।
বিশদ

19th  January, 2019
বিশ্বের বিভিন্ন সমাজে বিয়ের মনপসন্দ লোকাচার

বিয়ের অনুষ্ঠান ঘিরে যা লোকপ্রথা, তাই স্বামী-স্ত্রীর পারস্পরিক বিশ্বস্ততার প্রতিশ্রুতির উৎসব। সব সমাজই বিয়ের অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা দেয়। পৃথিবীর বিভিন্ন সমাজে বিবাহের নানা লোকপ্রথার বর্ণনায় শমীতা দাশ দাশগুপ্ত।
বিশদ

19th  January, 2019
একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোয়েস ইস্ট বেঙ্গল এফসি এবার বিদেশের মাটিতে অফিসিয়াল মার্চেন্ডাইজ বিক্রি করবে। ক্লাবের জার্সিসহ বিভিন্ন স্মারক বিক্রি করা হবে। কোয়েস ইস্ট বেঙ্গলের সঙ্গে এই যৌথ উদ্যোগে সামিল বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন ও লন্ডন শারদ উৎসব।   ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় জেএমবি জঙ্গি কওসরকে ‘ছিনতাই’ করার পরিকল্পনা ভেস্তে দিল কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তার আগেই ...

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আগামীকাল, সোমবার শীতলা মায়ের স্নানযাত্রাকে কেন্দ্র করে কার্যত স্তব্ধ হয়ে যাবে উত্তর হাওড়া। প্রতি বছরই এই দিনে মাইক ও ডিজে’র দাপটে বাসিন্দারা ...

সংবাদদাতা, আলিপুরদুয়ার: শুক্রবার জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার শুমারীর প্রথম দিনে বাইসনের গুঁতোয় ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে বিট অফিসার ও মাহুতকে ফেলে দিয়ে পিঠে দড়িতে বাঁধা রাইফেল নিয়ে জঙ্গলের ভিতরে হারিয়ে যাওয়া কুনকি হাতি শ্রীমন্তের শনিবার হদিশ মিলল।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহ যোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯৯: কবি জীবনানন্দ দাশের জন্ম
১৯৬৩: আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা মাইকেল জর্ডনের জন্ম
১৯৮৭ - ভারতীয় কার্টুনিস্ট অসীম ত্রিবেদীর জন্ম।
২০০৯: সঙ্গীত শিল্পী মালবিকা কাননের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৯ টাকা ৭২.১৯ টাকা
পাউন্ড ৮৯.৭০ টাকা ৯২.৯৪ টাকা
ইউরো ৭৮.৯৫ টাকা ৮২.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
16th  February, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩২,১১৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,৫৯৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৪ ফাল্গুন ১৪২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, দ্বাদশী ৪/৫৭ দিবা ৮/১০ পরে ত্রয়োদশী ৫৬/৩৮ রাত্রি ৪/৫১। পুনর্বসুনক্ষত্র ২৬/২৫ অপঃ ৪/৪৬। সূ উ ৬/১১/২৯, অ ৫/৩০/৫০, অমৃতযোগ দিবা ৬/৫৭ গতে ৯/৫৮ মধ্যে। রাত্রি ৭/১০ গতে ৮/৫২ মধ্যে। বারবেলা ১০/২৬ গতে ১/১৫ মধ্যে, কালরাত্রি ১/২৬ গতে ৩/১ মধ্যে।
৪ ফাল্গুন ১৪২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ত্রয়োদশী রাত্রি ২/৩৩/১৫। পুনর্বসুনক্ষত্র ২/১৩/৫৩, সূ উ ৬/১২/৫৭, অ ৫/২৮/১২, অমৃতযোগ দিবা ৬/৫৭/৫৮ থেকে ৯/৫৮/২ মধ্যে এবং রাত্রি ৭/১০/১০ থেকে ৮/৫২/৮ মধ্যে, বারবেলা ১০/২৬/১১ থেকে ১১/৫০/৩৪ মধ্যে, কালবেলা ১১/৫০/৩৪ থেকে ১/১৪/৫৯ মধ্যে, কালরাত্রি ১/২৬/১০ থেকে ৩/১/৪৬ মধ্যে।
১১ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: বিবাহ যোগ আছে। বৃষ: কোনও উচ্চতর পদের জন্য ডাক আসবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

১৮৯৯: কবি জীবনানন্দ দাশের জন্ম১৯৬৩: আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা ...বিশদ

07:03:20 PM

আই লিগ: ইস্ট বেঙ্গল- চার্চিল ব্রাদার্স ম্যাচ ১-১ গোলে ড্র 

07:10:04 PM

আই লিগ: ইস্ট বেঙ্গল ১- চার্চিল ব্রাদার্স ১ (৭৮ মিনিট) 

06:52:14 PM

আই লিগ: ইস্ট বেঙ্গল ০- চার্চিল ব্রাদার্স ১ (৬৮ মিনিট) 

06:42:37 PM

আই লিগ: ইস্ট বেঙ্গল ০- চার্চিল ব্রাদার্স ০ (বিরতি) 

06:00:22 PM