Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মার্কিন মুলুকে (-) ৬০,
সন্ধিক্ষণ কিন্তু পরিবর্তনেরই
শান্তনু দত্তগুপ্ত

ঘটনা ১: মিনেসোটার এক শহর। দরজা খুলেই এক মাগ ফুটন্ত জল বাইরে ছিটিয়ে দিয়েছিলেন এরিক। সেই জল মাটিতে পড়ার আগেই চোখের সামনে বাষ্প হয়ে গিয়েছিল। বাইরের তাপমাত্রা? মাইনাস ৫৫.৯ ডিগ্রি ফারেনহাইট।
ঘটনা ২: অ্যান্ড্রু সিয়েৎসমা। মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে হর্টিকালচারের ছাত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করেছেন। নাম দিয়েছেন ‘ভূতুড়ে আপেল’। কেন ভূতুড়ে? আপেলটি সম্পূর্ণ স্বচ্ছ... যেন বরফের তৈরি। এপার ওপার ভেদ করে সব দেখা যাচ্ছে। এমনও হয় নাকি? কিন্তু সেটাই হয়েছে। হাড় পর্যন্ত জমিয়ে দেওয়া বৃষ্টিটা থামা মাত্র আশপাশের সবকিছু মুহূর্তে বরফে ঢেকে গিয়েছিল। সাহস করে বাইরে এসেছিলেন অ্যান্ড্রু। আপেল গাছটাকে একটু ঝাঁকিয়েছিলেন। তখনই বেশিরভাগ আপেল ডাল থেকে সোজা মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কিন্তু যে কয়েকটির ভিতরটা খানিক পচে নরম হয়ে ছিল, তারা ভাঙেনি। শুধু জমে থাকা বরফের খোলস ছেড়ে স্বচ্ছ আপেল বেরিয়ে এসেছিল বাইরে। ‘ভূতুড়ে’...।
ঘটনা ৩: শহরটার নাম সিডার র‌্যাপিডস। মার্কিন মুলুকের আইওয়া রাজ্যের মধ্যে কোথাও একটা। কলকাতা থেকে সেখানে চাকরিসূত্রে গিয়েছেন অরিন্দম। জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ঠান্ডার দাপট শুরু হয়েছে। আর ফেব্রুয়ারির শুরু থেকে চারদিক ধবধবে সাদা। বাড়ির সামনে দেড় ফুট বরফের আস্তরণ। স্ত্রী-পুত্র সমেত গৃহবন্দি। আবহাওয়ার পূর্বাভাস বুঝে সাত-আটদিনের মতো বাজার করে রেখেছিলেন। চারদিন কেটে গিয়েছে। এর মধ্যে দিন দুয়েক বাইরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল মাইনাস ৩৪ ডিগ্রিতে। পরিস্থিতি এমন যে, ঘরের হিটার সিস্টেমও ধুঁকছে। ভিতরের তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রিতে। আবার টানা অনেকক্ষণ হিটার চালিয়েও রাখা যায় না... শরীরের জল শুকিয়ে যেতে থাকে। অপেক্ষা এখন শুধু তাপমাত্রায় যোগচিহ্ন দেখার। আর তারও আগে... একবার বাজার করার সুযোগ চাই।
ঘটনা ৪: খুব সাধারণ শিলাবৃষ্টি নয়! বরফ সদৃশ যে টুকরোগুলো মাধ্যাকর্ষণের টানে মাটিতে আছড়ে পড়েছিল, তাদের আকৃতিও একটু বড়র দিকেই। দিল্লি-নয়ডার বাসিন্দারা অনেকেই আবার ভেবেছিলেন তুষারপাত হচ্ছে নাকি! বাস্তবটা তেমন কিছু না হলেও সব থেমে যাওয়ার পর রাস্তা দেখে হঠাৎ তুষার বলে ভ্রম হওয়া অস্বাভাবিক নয়। কিউবের আকৃতির টুকরোগুলো এক হাত ভর্তি করে তুলেছিলেন অনেকেই। মাথায় পড়লে আহত হওয়ার মতোই। জলবায়ু বদলাচ্ছে...।
মনে হতেই পারে শিকাগো বা কটন শহরের ঠান্ডার সঙ্গে দিল্লির শিলাবৃষ্টির কী সম্পর্ক? আসলে শুধু শিলাবৃষ্টি নয়, শীতের দাপটটাই একে অপরের সঙ্গে দূরের কোনও সম্পর্ক পাতিয়ে ফেলেছে। ২০০৪ সালে হলিউডে একটা ছবি মুক্তি পেয়েছিল—ডে আফটার টুমরো। তাতে দেখা গিয়েছিল, বিশ্ব উষ্ণায়ন নিয়ে সেমিনার হচ্ছে দিল্লিতে। ঠিক সেই সময় রাজধানীর রাজপথে তুষারপাত। যা আমরা এখনও হয়তো ভাবতে পারি না। বিশ্ব উষ্ণায়ন কীভাবে আমাদের আইস এজ বা তুষার যুগের দিকে টেনে নিয়ে যেতে পারে, সেই থিওরির উপর ভিত্তি করেই বানানো হয়েছিল সিনেমাটি। আজ যখন আচমকাই উত্তর গোলার্ধের একটা বড় অংশের স্বাভাবিক তাপমাত্রা মাইনাসের অনেক নীচে নেমে যাচ্ছে, চর্চাটাও বাড়ছে—আমরা কি তাহলে তুষার যুগের দিকে ফিরে যাচ্ছি?
তুষার যুগ বলতে এখানে যা কল্পনা করা হচ্ছে... মানে, বরফে ঢাকা চারদিক, আচমকা ঠান্ডায় সবকিছু জমিয়ে দেওয়া, ফ্রস্ট বাইট হয়ে মৃত্যু... তেমন কিছু এখনই হবে বলে বিজ্ঞানীরা ইঙ্গিত দেননি। যে তীব্র ঠান্ডার প্রভাবটা উত্তর গোলার্ধ, বিশেষত কানাডা এবং আমেরিকার একটা অংশকে কাঁপিয়ে দিয়েছে, সেটির কারণ হিসেবে দেখানো হচ্ছে পোলার ভর্টেক্সকে। এখন প্রশ্ন হল, কী এই পোলার ভর্টেক্স? সোজা কথায় এ হল একটি নিম্নচাপ বিশিষ্ট ক্ষেত্র, যার ব্যাস হাজার কিলোমিটারের মতো হয়। বিরাট ঘূর্ণি, বা বড়সড় সাইক্লোনের মতো বললেও খুব ভুল হয় না। পৃথিবীতে দু’টি পোলার ভর্টেক্স কার্যকর। একটি উত্তর মেরুতে, আর অন্যটি দক্ষিণে। উত্তর মেরুতে পোলার ভর্টেক্স ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, আর দক্ষিণ মেরুতে ঘড়ির কাঁটার দিকে। কিন্তু দুই মেরুকেই পূর্ব দিকে অভিমুখ করে প্রদক্ষিণ করে পোলার ভর্টেক্স। এর অবস্থানটা হয় বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের উপরের অংশ থেকে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত। পোলার ভর্টেক্সকে ঘিরে থাকে জেট স্ট্রিম। অত্যন্ত দ্রুতগতির বায়ুপ্রবাহের ক্ষেত্র। মেরু অঞ্চলে এই ধরনের বায়ুপ্রবাহের গতিবেগ সবথেকে বেশি হয়। ঘণ্টায় প্রায় ১০০ মাইল। মেরুপ্রদেশের একটা সীমানা বরাবর পোলার জেট স্ট্রিমের ক্ষেত্র কার্যকর।
জলবায়ু পরিবর্তনের জন্য এই ধরনের বায়ুপ্রবাহের তীব্রতা নিত্যদিন একটু একটু করে বাড়ছে। আর পাশাপাশি অস্তিত্ব সঙ্কটে ফেলে দিচ্ছে সুমেরু সাগরে জমে থাকা বরফের চাদরকে। উত্তর মেরুর পোলার ভর্টেক্স যত শক্তিশালী হয়, ততই সে সুমেরুর তীব্র ঠান্ডাকে জেট স্ট্রিমের সীমানা পেরিয়ে মূল ভূখণ্ডের দিকে আসতে বাধা দেয়। এবং তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে। শীতকালে মেরু অঞ্চল অন্ধকার থাকে। এর কারণ হল পৃথিবীর সামান্য হেলে থাকা অবস্থান। সূর্যের আলো তখন আর মেরু অঞ্চলে পৌঁছয় না। ফলে কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাসের দৌলতে পৃথিবীর অন্যান্য অংশ গরম হলেও ততধিক ঠান্ডা থাকে এই এলাকা। এর মাঝেই যদি বায়ুমণ্ডল স্বাভাবিকের থেকে বেশি গরম হয়ে যায়, তখনই কিন্তু দুর্বল হয়ে পড়ে পোলার ভর্টেক্স। আর দু’টি বা তিনটিতে ভেঙে যায়। তখন অলিখিত সেই সীমানা পেরিয়ে তীব্র ঠান্ডা ছড়িয়ে পড়ে উত্তর গোলার্ধে। যেমনটা এবার হয়েছে।
এবার স্ট্র্যাটোস্ফিয়ার হঠাৎই স্বাভাবিকের থেকে বেশি উষ্ণ হয়ে গিয়েছে। ফলে গতিপথ এলোমেলো হয়েছে পোলার ভর্টেক্সের। যে ঠান্ডাটা আর্কটিক সার্কলের মধ্যে আটকে থাকে, তাকে সে ঠেলে পাঠিয়ে দিয়েছে মার্কিন ভূখণ্ডে। যদিও দেশের সর্বত্র নয়! উত্তরভাগে যখন এখানে মাইনাস ৬০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা অনুভব হচ্ছে, তখন ফ্লোরিডার কিছু অংশে বেশ গরম। অর্থাৎ তাপমাত্রা তার ব্যালান্স হারাচ্ছে। যার জন্য দায়ী?
পরিবেশ দূষণ। যার থেকে জলবায়ু পরিবর্তন।
প্রতি দশকে পৃথিবীর তাপমাত্রা গড়ে .২ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে। স্বাভাবিক তাপমাত্রা যতই বাড়বে, তার সঙ্গে পাল্লা দিয়ে ধীরে ধীরে ছোট হতে থাকবে পৃথিবীর হিমশীতল মেরু অঞ্চলের পরিধি। প্রভাব পড়বে জেট স্ট্রিমের উপর। এই বায়ুপ্রবাহ আরও উষ্ণ হবে। আর তখনই ঠান্ডাকে সুমেরু বলয়ের মধ্যে আর আটকে রাখা যাবে না।
এই পোলার ভর্টেক্সের প্রভাব কি ভারতেও পড়েছে? এবার উত্তর ভারতের দীর্ঘস্থায়ী ঠান্ডার জন্য আবহাওয়াবিদরা কিছুটা হলেও পোলার ভর্টেক্সকে দায়ী করছেন। বিশেষজ্ঞরা বলছেন, পোলার ভর্টেক্স দুর্বল হয়ে ঠান্ডাটাকে আমেরিকা ও ইউরোপের উত্তরভাগে প্রবেশ করিয়ে দিয়েছে। আর তার ধাক্কায় দক্ষিণের দিকে চলে এসেছে পশ্চিমী ঝঞ্ঝা। এমনিতে বছরে চার থেকে ছ’টি পশ্চিমী ঝঞ্ঝা ভারতীয় উপমহাদেশে এসে ধাক্কা খায়। চলতি বছর সেই সংখ্যাটা সাত। যার জন্য শীতের প্রকোপ বেড়েছে ভারতে। মূলত হিমালয় এবং তার সংলগ্ন রাজ্যগুলিতে। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে অসময়েও ব্যাপক তুষারপাত হয়েছে। আর যে সময়ে ঠান্ডার তীব্রতা কমে যাওয়ার কথা, সেই সময়টা পার হয়ে গেলেও শীত পিছু হটেনি।
চরমপন্থী আবহাওয়া...। পৃথিবী এখন মোটামুটি সেই পথেই হাঁটছে। প্রচণ্ড গরম, আর নিদারুণ ঠান্ডা। পোলার ভর্টেক্সের দরুণ এই গ্রহের নতুন নতুন জায়গায় আচমকা ঠান্ডা বাড়ছে। এই প্রবণতা আরও ছড়াবে বলেই আশঙ্কা করছেন বৈজ্ঞানিকরা। এর পাশাপাশি উদ্বেগের আরও কারণ রয়েছে। কারণ, বায়ুমণ্ডলে বাড়তে থাকা গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর গড় উষ্ণতা বাড়ছে। গলছে মেরু অঞ্চলের বরফ। সমুদ্রে ভাসমান বরফ বা হিমবাহ যত কমবে, ততই সূর্যের বিকিরণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা হারাতে থাকবে পৃথিবী।
কারণ, বিকিরণ এবং অতিবেগুনি রশ্মি মহাকাশে ফিরিয়ে দেওয়া বা শুষে নেওয়ার কাজটা মেরু সাগরে ভাসমান বরফের স্তর রীতিমতো দায়িত্ব নিয়ে করে থাকে। এই সব মিলিয়ে একদিকে যেমন শিকাগো, মিশিগানের তাপমাত্রা শূন্যের অনেক নীচে নেমে যাচ্ছে, পাশাপাশি নরওয়ে, উত্তর ফ্লোরিডার গড় তাপমাত্রা বাড়ছে। এ এক অদ্ভূত বৈপরীত্য।
আমরা গবেষণা করছি, উদ্বিগ্ন হচ্ছি বিশ্ব উষ্ণায়ন নিয়ে। আবার এই গ্রহেরই নানা অংশে ঠান্ডায়
জমে প্রাণও দিচ্ছি। সবটাই আচমকা। আশাতীত। পরিবেশ দূষণ এবং উষ্ণায়ন মানব জাতিকে এক আজব সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছে। চমক কিন্তু আরও বাকি...।
16th  February, 2019
বধ্যভূমি কাশ্মীর: আমরা কি
কেবল মার খেতেই থাকব!

শুভা দত্ত

 গত বৃহস্পতিবার আবার জঙ্গি তাণ্ডবে কেঁপে উঠল ভূস্বর্গ, দেশপ্রেমিক জওয়ানদের রক্তে ভিজে গেল কাশ্মীর উপত্যকার মাটি। পুলওয়ামার অবন্তীপোরায় জয়েশ জঙ্গিদের আত্মঘাতী হামলায় সিআরপিএফের ৪৪ জন জওয়ান শহিদ হলেন।
বিশদ

মমতা বন্দ্যোপাধ্যায় কেন এগিয়ে?
সমৃদ্ধ দত্ত

গত পাঁচ বছরে সিপিএম একবারও কি রেলমন্ত্রীর ইস্তফা দাবি করে রাস্তায় নেমেছে? পশ্চিমবঙ্গ কেন বঞ্চিত হচ্ছে, এই প্রশ্ন তুলে কখনও সিপিএমকে প্রেস কনফারেন্স করতে দেখেছে কেউ? কেন কিছু করেনি সিপিএম? কারণ এখন আর রেলমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নয়। বিশদ

15th  February, 2019
রাফাল না সিবিআই, মোদি-বিরোধিতায় সবচেয়ে শক্তিশালী ইস্যু কোনটি?
বিশ্বনাথ চক্রবর্তী

 রাফাল ইস্যুকে সামনে রেখে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদির ভাবমূর্তির ওপর প্রশ্ন তুলে দিয়েছিলেন রাহুল গান্ধী। ধারাবাহিকভাবে রাফাল ইস্যু প্রচারের কেন্দ্রে রাখতে পেরেছিলেন রাহুল। হিন্দি বলয়ে তিন রাজ্য—মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়-এ বিজেপি’র পরাজয়ের পিছনে অন্য সমস্ত কারণের মধ্যে রাহুল গান্ধীর তোলা রাফাল যুদ্ধ বিমান দুর্নীতির প্রচার বিজেপি’র বিরুদ্ধে গিয়েছিল বলে অনেকে মনে করেন।
বিশদ

14th  February, 2019
স্মার্ট সিটি এবং সুশাসন
রঞ্জন সেন

স্মার্ট হওয়া ভালো, কিন্তু আরও ভালো হল সুশাসিত হওয়া। আর এটা হয় না বলেই রাতারাতি স্মার্ট বলে দেগে দেশের স্মার্ট সিটিগুলিতে হঠাৎ প্রয়োজনে জরুরি পরিষেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। অন্যদিকে তার প্রশস্ত রাজপথে চরে বেড়ায় গোরু। তার পরিণতিতে মানুষের প্রাণও যায়।
বিশদ

12th  February, 2019
ভোটের কৈফিয়ত
পি চিদম্বরম

একটা আত্মবিশ্বাসী সরকার স্বাভাবিক অন্তর্বর্তী বাজেট পেশ করত আর এটাই করা উচিত, কিন্তু আত্মবিশ্বাসের মতো জিনিসটার ঘাটতি রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মধ্যে। শুধু বিজেপি এমপিদের বিষণ্ণ মুখগুলোর দিকে তাকান বিশেষত যাঁরা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উত্তরপ্রদেশ থেকে এসেছেন এবং আপনি আমার সঙ্গে একমত হবেন।
বিশদ

11th  February, 2019
ফাঁকা অভিযোগ করে বা সিবিআই জুজু দেখিয়ে কি মমতার গতিরোধ করা যাবে?
শুভা দত্ত

২০১৯ যুদ্ধের দামামা বেশ ভালোমতোই বেজে উঠেছে। বোঝাই যাচ্ছে লোকসভা ভোট আর দূরে নেই। মাঝে বড়জোর মাস দুই-আড়াই। তারপরই এসে পড়বে সেই বহু প্রতীক্ষিত মহাসংগ্রামের দিন। দেশের শাসনক্ষমতার মসনদ দখলের যুদ্ধে মুখোমুখি হবে শাসক এবং বিরোধী শিবিরের রথী-মহারথীবৃন্দ।
বিশদ

10th  February, 2019
হৃদয় গিয়েছে চুরি
অতনু বিশ্বাস

আচ্ছা, হৃদয়টাকে (হৃদপিণ্ড মানে হৃদয় ধরে নিয়ে) সত্যি সত্যিই কি কোথাও ফেলে আসা যায় না? যদি সত্যিই না যায়, কুমিরটা সেটা বিশ্বাস করল কী করে? উপকথার কুমিররা হয়তো বোকা হয়, তবে তার তথাকথিত বোকামিকে অনেক ক্ষেত্রেই আমার নেহাতই সরলতা বলে মনে হয়েছে।
বিশদ

09th  February, 2019
ন্যানো, একটি স্বপ্নের অকাল মৃত্যু
মৃণালকান্তি দাস

ভক্সওয়াগেন বিটল। যে বছর ভারতে ন্যানোর আবির্ভাব, তার ঠিক ৭০ বছর আগে বাজারে এসেছিল এই ‘পিপলস কার’। গোটা জার্মানি জুড়ে শুধু রোড নেটওয়ার্ক বাড়ানোই নয়, দেশের মানুষকে সস্তায় গাড়ি চড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন অ্যাডলফ হিটলার। কে না জানে, ভক্সওয়াগেন মানেই তো ‘জনতার গাড়ি’।
বিশদ

08th  February, 2019
সিবিআই নাটকে শেষপর্যন্ত
মমতাই কি লাভবান হলেন না?
মেরুনীল দাশগুপ্ত

 নাটক? হ্যাঁ, নাটক। নাটক ছাড়া কী! বলা নেই, কওয়া নেই হঠাৎ করে রবিবারের শেষ বিকেলে কোত্থেকে চল্লিশ সিবিআই চলে এলেন, সন্ধের মুখে তাঁদের কজন জিজ্ঞাসাবাদের অছিলায় হানা দিলেন লাউডন স্ট্রিটে খোদ পুলিস কমিশনারের দরজায়, ঢোকার মুখেই কর্তব্যরত পুলিসের সঙ্গে বাধল সংঘাত, ছড়াল উত্তেজনা, কয়েক মুহূর্তের মধ্যে কলকাতা পুলিসের বড়কর্তারা হাজির, তর্ক-বিতর্ক ধস্তাধস্তি এবং শেষমেশ পুলিসের গাড়িবন্দি হয়ে দলের নেতা ডিএসপি সিবিআই ও আরও কয়েকজন শেক্সপিয়র সরণি থানায়!
বিশদ

07th  February, 2019
উন্নয়নের সঙ্গে যথেষ্ট আর্থিকশৃঙ্খলা অর্জিত হয়েছে
দেবনারায়ণ সরকার

সোমবার অর্থমন্ত্রী অমিত মিত্র ২০১৯-২০ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন। এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৯৬৪ কোটি টাকা। গত বছরের অনুমিত বাজেটের তুলনায় এটা ২১ শতাংশেরও বেশি। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৩২৭ কোটি টাকা। 
বিশদ

05th  February, 2019
গাদকারি মাহাত্ম্য
পি চিদম্বরম

নীতিন গাদকারি একজন অন‌্যধরনের রাজনীতিক। তাঁর নিজের স্বীকার অনুযায়ী, তিনি একজন ভোজনরসিক, তিনি হাল ফ‌্যাশনের পোশাক পরেন এবং দেখে মনে হয় জীবনটাকে উপভোগও করেন। তিনি পাবলিক ফাংশনে ভাষণ দিতে পছন্দ করেন এবং এমনভাবে কথা বলেন যেন দুনিয়ার কে কী ভাবল তাতে তাঁর যায় আসে না।
বিশদ

04th  February, 2019
বাজেটে ভুলিয়ে দেশের মানুষের মন জেতা যাবে?
শুভা দত্ত

শুক্রবার সংসদে যে বাজেট প্রস্তাব পেশ হল হিসেব মতো সেটা দেশের চলতি সরকারের শেষ বাজেট—অন্তর্বর্তী বাজেট। কিন্তু, বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত পীযূষ গোয়েলের বক্তৃতা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচার-আচরণ দেখে মনে হল অন্তর্বর্তী নয়, আসন্ন অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেটই পেশ করল বিদায়ী সরকার! শুধু তাই নয়, গোটা বাজেট প্রস্তাব জুড়ে মধ্যবিত্ত থেকে কৃষক শ্রমিক প্রান্তিক মানুষজনের জন্য ‘ছাড়’ আর অর্থবরাদ্দের যে হিড়িক দেখা গেল—এককথায় তা নজিরবিহীন।
বিশদ

03rd  February, 2019
একনজরে
 ইসলামাবাদ, ১৬ ফেব্রুয়ারি: ইমরান খান জমানায় নয়া পাকিস্তান। রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত জঙ্গি। ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড। ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড। এহেন হাফিজ সইদ এবার সাংবাদিকতার পাঠ দেবে। লাহোরে এই নতুন স্কুল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ...

সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট পুরসভার চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শহরজুড়ে পোস্টার দিল সিপিএম। বিভিন্ন মোড়ের পাশাপাশি সরকারি কার্যালয়ে হলুদ কাগজের উপর কালো কালিতে লেখা পোস্টারগুলি সাঁটানো হয়েছে। পোস্টারে জানতে চাওয়া হয়েছে, জনগণের উন্নয়নের টাকায় কেন বিলাসবহুল গাড়ি কেনা হল?  ...

 বিএনএ, চুঁচুড়া: উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও মাদার ডেয়ারির ডানকুনি ইউনিট থেকে দফায় দফায় উৎপাদনের পরিমাণ কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি সমর্থিত সংগঠনের সদস্যরা। শনিবার সকাল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে শ্রমিকরা বিক্ষোভে শামিল হন। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় জেএমবি জঙ্গি কওসরকে ‘ছিনতাই’ করার পরিকল্পনা ভেস্তে দিল কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তার আগেই ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহ যোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯৯: কবি জীবনানন্দ দাশের জন্ম
১৯৬৩: আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা মাইকেল জর্ডনের জন্ম
১৯৮৭ - ভারতীয় কার্টুনিস্ট অসীম ত্রিবেদীর জন্ম।
২০০৯: সঙ্গীত শিল্পী মালবিকা কাননের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৯ টাকা ৭২.১৯ টাকা
পাউন্ড ৮৯.৭০ টাকা ৯২.৯৪ টাকা
ইউরো ৭৮.৯৫ টাকা ৮২.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
16th  February, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩২,১১৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,৫৯৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৪ ফাল্গুন ১৪২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, দ্বাদশী ৪/৫৭ দিবা ৮/১০ পরে ত্রয়োদশী ৫৬/৩৮ রাত্রি ৪/৫১। পুনর্বসুনক্ষত্র ২৬/২৫ অপঃ ৪/৪৬। সূ উ ৬/১১/২৯, অ ৫/৩০/৫০, অমৃতযোগ দিবা ৬/৫৭ গতে ৯/৫৮ মধ্যে। রাত্রি ৭/১০ গতে ৮/৫২ মধ্যে। বারবেলা ১০/২৬ গতে ১/১৫ মধ্যে, কালরাত্রি ১/২৬ গতে ৩/১ মধ্যে।
৪ ফাল্গুন ১৪২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ত্রয়োদশী রাত্রি ২/৩৩/১৫। পুনর্বসুনক্ষত্র ২/১৩/৫৩, সূ উ ৬/১২/৫৭, অ ৫/২৮/১২, অমৃতযোগ দিবা ৬/৫৭/৫৮ থেকে ৯/৫৮/২ মধ্যে এবং রাত্রি ৭/১০/১০ থেকে ৮/৫২/৮ মধ্যে, বারবেলা ১০/২৬/১১ থেকে ১১/৫০/৩৪ মধ্যে, কালবেলা ১১/৫০/৩৪ থেকে ১/১৪/৫৯ মধ্যে, কালরাত্রি ১/২৬/১০ থেকে ৩/১/৪৬ মধ্যে।
১১ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: বিবাহ যোগ আছে। বৃষ: কোনও উচ্চতর পদের জন্য ডাক আসবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

১৮৯৯: কবি জীবনানন্দ দাশের জন্ম১৯৬৩: আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা ...বিশদ

07:03:20 PM

আই লিগ: ইস্ট বেঙ্গল- চার্চিল ব্রাদার্স ম্যাচ ১-১ গোলে ড্র 

07:10:04 PM

আই লিগ: ইস্ট বেঙ্গল ১- চার্চিল ব্রাদার্স ১ (৭৮ মিনিট) 

06:52:14 PM

আই লিগ: ইস্ট বেঙ্গল ০- চার্চিল ব্রাদার্স ১ (৬৮ মিনিট) 

06:42:37 PM

আই লিগ: ইস্ট বেঙ্গল ০- চার্চিল ব্রাদার্স ০ (বিরতি) 

06:00:22 PM