আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ
জুয়েলারি নিয়ে আত্রেয়ী কালেকশন-এর তরফে শ্রাবণী দাস জানালেন, ‘নোজপিন কয়েক বছর ধরেই ট্রেন্ডিং। এগুলো ৯২.৫-সিলভারে যেমন পাওয়া যায় তেমন অন্য ধাতুতেও পাওয়া যায়। জার্মান সিলভারে নোজপিনে দামও বেশ কম। যাঁদের পিয়ার্সিং আছে, তাঁদের জন্যও অনেক অপশন। এখন কপার বা গোল্ড প্লেটেড নোজপিনও পাওয়া যাচ্ছে। নোজপিনের মধ্যে অনেকে বড় আকৃতি পছন্দ করে। ফুল-পাতা এ ধরনের নকশায় থাকে। গিনি নোজপিন নিয়ে পছন্দের হিড়িক খুব বেড়েছে কয়েক বছরে। আমার কাছে বেশিরভাগ ক্রেতা এখন এটা চাইছেন। ফলস নোজপিনের মধ্যে প্রজাপতি, পাখি, ফুল পাতা নকশা তো আছেই। অফিসে কর্মরতা অনেকেই নোজপিন ঘুরিয়ে ফিরিয়ে পরতে ভালোবাসেন। তাঁরা পকেটফ্রেন্ডলি দামে নানা নকশা করা নোজপিন খোঁজেন। আর টিনএজারদের মধ্যে পকেটফ্রেন্ডলি বলে ফলস নোজপিনই বেশি চায়। সেপ্টাম বা নোলকও কমবয়েসিদের মধ্যেই বেশি জনপ্রিয়।