মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
দ্বিতীয় কোন পূর্বাভাস দেখা যাচ্ছে ভারতের রাজনীতিতে? নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের দিন শেষ। কেন্দ্রে যেমন বিজেপি জোট এবং কংগ্রেস
জোটের মধ্যেই লড়াই হবে, ঠিক সেভাবেই রাজ্যে রাজ্যে সরাসরি দুই দল কিংবা দুই জোটের মধ্যে এবার থেকে ভোটযুদ্ধ হওয়া স্থায়ী হয়ে গেল। সেই প্রমাণ রাজ্যে রাজ্যে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে সব রাজ্যে তিন অথবা চারটি দল পৃথক অস্তিত্ব নিয়ে ভোটের রাজনীতিতে বিদ্যমান ছিল এতকাল এবং সবার মধ্যেই ভোট বিভাজন হয়েছে, সেই প্রবণতা ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে। এখন দেখা যায় ভোটার দ্বিমুখী হয়ে গিয়েছে। কোনও তৃতীয় পক্ষ সেভাবে দাগ কাটছে না। ভোটে থাবাও বসাতে ব্যর্থ।
বাংলায় যেমন তৃণমূল বনাম বিজেপি যুযুধান দুই পক্ষ। সিপিএম আর কখনও তৃতীয় পক্ষ হিসেবে ভোটের ময়দানে গুরুত্ব পাবে না। কংগ্রেসও তাই। ঠিক যেমন উত্তরপ্রদেশে মায়াবতী যুগ সমাপ্ত হয়ে গিয়েছে। মায়াবতীর দলিত ভোটব্যাঙ্কের কিয়দংশ চন্দ্রশেখর আজাদের পার্টি পেলেও ত্রিমুখী লড়াই আর হবে না। ওই রাজ্যে লড়াই প্রধানত অখিলেশ যাদবের সঙ্গে যোগী আদিত্যনাথের। যে রাজ্যগুলিতে সরাসরি দুটিই দল, সেই মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তিশগড়, রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল, হরিয়ানায় কংগ্রেস বনাম বিজেপিরই লড়াই হতে থাকবে।
সদ্য সমাপ্ত জম্মু কাশ্মীরের ভোটে এই প্রবণতাকেই লক্ষ করা গেল। একদিকে বিজেপি জোট এবং অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি প্রায় মুছে গিয়েছে। দিল্লিতে গুরুত্বহীন হয়ে গিয়েছে কংগ্রেস। এবারও মূল ভোটের লড়াই বিজেপি বনাম আম আদমি পার্টির। ঠিক সেভাবেই দেখা গিয়েছে পাঞ্জাবে আম আদমি পার্টি বনাম কংগ্রেসের মধ্যে এখন ভোটের লড়াই হয়। সেখানে দোর্দণ্ডপ্রতাপ শিরোমণি আকালি দলের ভোটব্যাঙ্ক সরে গিয়েছে আম আদমি পার্টির দিকে। আবার আশ্চর্য হল, মোদি ১০ বছর দিল্লিতে রাজত্ব করার পরও পাঞ্জাবে বিজেপি এখনও নগণ্য দল।
লোকসভা ভোটের ফলাফলেই লক্ষ করা গেল, কর্ণাটকে কংগ্রেস বনাম বিজেপি প্রধান দুই দল। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার জনতা দল (সেকুলার) নিজেদের অস্তিত্ব বাঁচাতেই যোগ
দিয়েছে বিজেপি জোটে। তাদের হাল দেখলেই বোঝা যাচ্ছে, তারা এই জোটে না থাকলেও বিজেপির
বিশেষ ক্ষতিবৃদ্ধি নেই। কারণ লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনায় দেখা গিয়েছে দেবেগৌড়ার দলের আর গুরুত্ব নেই।
তামিলনাড়ুতে যেই দেখা গিয়েছে জয়ললিতার রেখে যাওয়া এআইএডিএমকে সম্পূর্ণ নেতাহীন হয়ে কার্যত পালছেঁড়া নৌকার মতো হয়ে গিয়েছে, সেই সময় বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখে তামিলনাড়ুতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছিল। কিন্তু দক্ষিণ ভারতের তামিল, তেলুগু, মালয়ালি ভাষার তিন রাজ্য এখনও উত্তর ভারতীয়, মূলত হিন্দিভাষী এবং উচ্চবর্ণ চালিত বিজেপিকে প্রধানতম দল হিসেবে আনবে না। তাই জয়ললিতার দল যখনই দুর্বল হওয়ার প্রবণতা দেখাতে শুরু করেছে, তখনই আত্মপ্রকাশ ঘটল এক নতুন সুপারস্টারের রাজনৈতিক দল। তামিলনাড়ুতে ২০২৬ সালে ডিএমকের সঙ্গে সুপারস্টার বিজয়ের দলের লড়াই হবে আকর্ষণীয়। দুর্বল হয়ে যাবে এআইএডিএমকে। কারণ তাদের কাছে গ্ল্যামার নেই। অর্থাৎ তামিল রাজনীতি হবে পিতা স্ট্যালিন ও পুত্র উদয়াদিত্য স্ট্যালিনের সঙ্গে নতুন রাজনৈতিক স্টার বিজয়ের লড়াই।
দেবেগৌড়া ও তাঁর দল ক্রমেই হারিয়ে যাচ্ছেন। নবীন পট্টনায়ক প্রায় রাজনৈতিক মাঠের বাইরে চলে গিয়েছেন পরাস্ত হয়ে। নীতীশকুমারের আর মাত্র কিছুমাস রাজনৈতিক পদাধিকার। বিহারের মুখ্যমন্ত্রী আর হতে পারবেন না। লালুপ্বসাদ যাদব অসুস্থ এবং প্রায় অবসরপ্রাপ্ত। মুলায়ম সিং যাদব নেই। এই নামগুলি উচ্চারণ করার কারণ কী? কারণ হল, ১৯৭৭ ও তৎপরবর্তীকালে জনতা পার্টি থেকে যে নেতাদের উত্থান হয়েছিল, তাঁরা সকলেই অস্তমিত অথবা অস্তগামী। তাঁদের মধ্যে কারও কারও রাজনৈতিক উত্তরাধিকারী আছে। যেমন অখিলেশ যাদব ও তেজস্বী যাদব। আবার কারও কারও নেই। যেমন নবীন পট্টনায়ক কিংবা নীতীশ কুমার।
কংগ্রেসের প্রধান সঙ্কট হল, রাজ্যে রাজ্যে শক্তিশালী নেতানেত্রী তৈরি করতে পারেননি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা। আসলে চাননি। কারণ তাঁদের আশঙ্কা রাজ্যস্তরে শক্তিশালী নেতৃত্ব তাঁদের অন্ধ অনুগামী হবে না। স্বাধীনভাবে চলবে। যা গান্ধী পরিবারের পছন্দ নয়। আর তার পরিণতিও কংগ্রেস বুঝেছে। এই অতিরিক্ত গান্ধী পরিবার নির্ভর দল করে পুত্রকন্যাকে নিষ্কণ্টক করতে গিয়ে সোনিয়া গান্ধী রাজ্যে রাজ্যে সংগঠন হারিয়ে বসে আছেন। প্রমাণিত হচ্ছে যে, রাজ্যে রাজ্যে রাহুল গান্ধী একা কোনও ভোট জিতিয়ে দেবেন সেই ক্যারিশমা নেই তাঁর। বস্তুত সেই স্পার্ক তৈরিই হয়নি এখনও। অথচ তাঁর মধ্যে গুণ রয়েছে। সবথেকে বড় গুণ হল, তিনি এত পরাজয় এবং ব্যর্থতা সত্ত্বেও ময়দান ছেড়ে পালাননি। রয়ে গিয়েছেন। চেষ্টা করছেন।
প্রশ্ন হল, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী? ইন্ডিয়া জোট পূর্ণাঙ্গ কোনও জোট হিসেবে আত্মপ্রকাশ করেনি। বস্তুত যে রাজ্যে যে জোটশরিক শক্তিশালী, সেখানে সেই দল চালিকাশক্তি বিজেপির বিরুদ্ধে। কংগ্রেস যেখানে একক শক্তিশালী সেখানে কংগ্রেস লড়ছে। যেখানে অন্য আঞ্চলিক দল, তারা সেখানে লড়াই করছে। কংগ্রেসের সমস্যা একটাই। তৃণমূল পারছে, সমাজবাদী পার্টি পারছে, আম আদমি পার্টি পারছে, ন্যাশনাল কনফারেন্স পারছে, ডিএমকে পারছে। একমাত্র কংগ্রেসের সঙ্গে যেখানে বিজেপির সরাসরি লড়াই হচ্ছে, সেখানে বিজেপি জয়ী হচ্ছে। কংগ্রেস পারছে না। ইন্ডিয়া জোট থাকবে জাতীয় প্ল্যাটফর্মে। সেটা নিয়ে কংগ্রেসকে চিন্তা করতে হবে না। রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী আগে চেষ্টা করুন এমন রণকৌশল তৈরি করতে যাতে তাঁদের দল বিজেপিকে ওয়ান টু ওয়ান লড়াইয়ে বেশি করে হারাতে পারে। তাহলেই বিরোধী জোট চলে আসবে চালকের আসনে। নচেৎ নয়!