Bartaman Patrika
সম্পাদকীয়
 

গেম চেঞ্জার

শুরুর সময় থেকে কটাক্ষ-শ্লেষ কম শুনতে হয়নি। কেউ বলেছে, এ হল ‘ভিক্ষা দানে’র প্রকল্প। কেউ প্রশ্ন তুলেছিল, এটা কি দারিদ্র্য-নিবারক ভাতা, না গৃহশ্রমের মজুরি? অনেকের মত ছিল, এটা প্রাপ্য নয়, উৎকোচ। অনেক তাত্ত্বিক আবার বলেছিলেন, এই টাকা দেওয়ার চেয়ে পরিবারের বেকার ছেলেটার একটা চাকরি হলে মা বেশি খুশি হতেন। কিন্তু তিনি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় তাঁর বাস্তববোধেই অন্যরকম ভেবেছিলেন। তিনি হয়তো চেয়েছিলেন, সংসারে মহিলারা নিজের টাকায় খুশি থাকুন, আত্মনির্ভর হোন। তাঁর সেই ভাবনারই ফসল লক্ষ্মীর ভাণ্ডার। পরিবারের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা মাস গেলে ১০০০ টাকা (অসংরক্ষিত) বা ১২০০ টাকা (তফসিলি) পাচ্ছেন। কোনও শ্রম, শর্ত ছাড়াই। ২০২১-এর বিধানসভা ভোটের আগে মমতার এই ‘মাস্টার স্ট্রোক’ প্রকল্পের ঘোষণাই ভোটদানে বিরত থাকা বিপুল সংখ্যক মহিলাকে টেনে এনেছিল ইভিএম পর্যন্ত। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের সংখ্যালঘুদের সিংহভাগ ভোট পেয়ে আসছে মমতার দল। ২০২১-এ লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণার পর থেকে দেখা গেল, মহিলারাও তৃণমূলের ভোটবাক্স ভরিয়ে তুলছেন। বাংলায় শুধু এই একটা প্রকল্পই মহিলাদের আরও বেশি সংখ্যায় বুথমুখী করে তুলেছে—বলছে সমীক্ষা রিপোর্ট। গত দশ বছরে বিভিন্ন রাজ্যে যে ভোট হয়েছে, তাতে ভোটার সংখ্যা ও ভোটদানের হার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে স্টেট ব্যাঙ্ক। রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে, মহিলাদের ক্ষমতায়ন ও আর্থিক সমৃদ্ধির প্রভাব ফেলেছে নির্বাচনগুলিতে। তুলনা করে দেখা যাচ্ছে, ২০১৬ সালে ভোটদানে বিরত থেকেছেন এমন অতিরিক্ত ২৯ লক্ষ মহিলা ২০২১-এর ভোটে ভোট দিয়েছেন। এটা হয়েছে মূলত লক্ষ্মীর ভাণ্ডারের সৌজন্যে। এবং তারপর থেকে শেষ ছ’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন পর্যন্ত যত ভোট হয়েছে তাতে ছবিটা এতটুকু বদলায়নি। ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে ২০২৬-এর নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মাসোহারার পরিমাণ বৃদ্ধির সম্ভাবনাও দেখছেন অনেকে।
একসময়ে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি নিয়ে বিস্তর বিভ্রান্তি ছড়িয়েছে, বিদ্রুপ করেছে, খয়রাতি বলে কটাক্ষ করেছে এ রাজ্যকে, এখন তারাই মহিলা ভোটের টানে এই প্রকল্পের অন্ধ অনুকরণ করছে! মমতা মডেলের হাত ধরে নির্বাচনে সাফল্যও মিলছে দেদার। তথ্য বলছে, এই মুহূর্তে দেশের ১০টি রাজ্যে বিভিন্ন নামে মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্প চালু রয়েছে। এজন্য রাজ্যগুলির মোট খরচের পরিমাণ ১.৮ লক্ষ কোটি টাকা। তালিকায় সাম্প্রতিক সংযোজন মহারাষ্ট্র। গত লোকসভা ভোটে ওই রাজ্যে এনডিএ জোটের ভরাডুবি হয়েছিল। কিন্তু তারপরেই বিধানসভা ভোটের আগে ‘লাড়কি বহিন’ প্রকল্পের কথা ঘোষণা করে বিপুল জয় হাসিল করেছে সেই এনডিএ জোট। সেই রাজ্যেও পাঁচ বছর আগের তুলনায় ৫৩ লক্ষেরও বেশি মহিলা ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মধ্যপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, অসম, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশের মতো রাজ্যগুলিতে প্রকল্প চালু হয়েছে, ভোটবাক্সে অভূতপূর্ব সাফল্যের তাগিদে। মধ্যপ্রদেশের ‘লাডলি বহেনা’, কর্ণাটকের ‘গৃহলক্ষ্মী’, তামিলনাড়ুতে ‘কালাইগনার মাগালি উরিমাই তিট্টম’, তেলেঙ্গানায় ‘মহালক্ষ্মী’, হিমাচলপ্রদেশে ‘ইন্দিরা গান্ধী পেয়ারি বহেনা’ প্রকল্পে মাস গেলে ১০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত পাচ্ছেন মহিলারা। দিল্লি বিধানসভা ভোটের আগেও মহিলা সম্মান যোজনা প্রকল্পের কথা ঘোষণা করেছে শাসকদল আম আদমি পার্টি। শোনা যাচ্ছে, দিল্লির আসন্ন নির্বাচনে এবং নিকট ভবিষ্যতে বিহারের ভোটে মহিলাদের জন্য কোনও সহায়তা প্রকল্পের ঘোষণা করতে পারে একদা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধী মোদির দল। সব মিলিয়ে দেশের ১৬ শতাংশ মহিলা (১১ কোটি) রাজ্যগুলি থেকে এমন নগদ সহায়তা পাচ্ছেন। মহিলাদের এমন নগদ দেওয়ার প্রকল্পে বিপুল সাড়া মেলায় বিভিন্ন রাজ্য সরকার নাকি অন্য খাতের টাকা ঢালছে এই প্রকল্পের জন্য। ভোটের বাক্সে মহিলাদের আশীর্বাদ মেলায় বাংলার দেখানো পথ অনুকরণ করে মহারাষ্ট্রে ১১ শতাংশ, কর্ণাটকে ১৫ শতাংশ, ওড়িশার মতো রাজ্যে ৮-১০ শতাংশ অর্থ এই কল্যাণকর প্রকল্পের জন্য বাজেট বরাদ্দও হচ্ছে।
শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, এ রাজ্যে অবশ্য মেয়েদের জন্য সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বহুদিন ধরেই চলছে। জনস্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যসাথী প্রকল্পটি রয়েছে মহিলাদের নামে। সেখানে স্বামী-সন্তান বা পরিবারের অন্যরা বিমার সুবিধা পাচ্ছেন। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটি হচ্ছে পরিবারের গৃহকর্ত্রী কোনও মহিলার নামে। আসলে বাংলার ঘরের মেয়েরা, সংসারে শ্রমদান করে যাঁরা এতকাল শুধু খাওয়া-পরা পাচ্ছিলেন, যে কোনও প্রয়োজনে যাঁদের স্বামী-পুত্রের কাছে নগদের জন্য হাত পাততে হতো তাঁরাই এখন খুশিমতো নিজেদের টাকায় ঘর-গৃহস্থালির থেকে সামান্য শখ মেটানোর জিনিস কিনতে পারছেন। এই নিজের টাকা নিজের মতো খরচ করতে পারার স্বাধীনতা সংসারে তাঁদের মাথা উঁচু করে দেয়। বাড়ে আত্মনির্ভরতা, আত্মসম্মানও। এ বড় কম কথা নয়। মমতাই প্রথম ঘরে ঘরে মহিলাদের আর্থিক সহায়তার ব্যবস্থা করে দিয়ে তাঁদের স্বাবলম্বী হতে সাহায্য করেছেন। ভোটের ছবি বলছে তার প্রতিদানও পাচ্ছেন।
12th  January, 2025
শুধুই প্রচারের ঢক্কানিনাদ!

উত্তরপ্রদেশে গঙ্গার তীরে অবস্থিত বারাণসী থেকে ২০১৪ সালের মে মাসে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘মা গঙ্গার সেবা করাই আমার ভাগ্যের লিখন।’ সে বছর নিউ ইয়র্কের ম্যাসিডন স্কোয়ার পার্কে প্রবাসী ভারতীয়দের এক সভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘যদি এই নদীকে আমরা পরিষ্কার করে তুলতে পারি, তাহলে দেশের ৪০ শতাংশ মানুষের বিরাট উপকার হবে। বিশদ

দায়িত্বশীল উত্তরণ

অপরাধের সঙ্গে মানব সভ্যতার সম্পর্কটি ওতপ্রোত। ‘অপরাধ’-এর ইংরেজি প্রতিশব্দ হল—‘crime’।  এই ‘crime’ কথাটি এসেছে প্রাচীন ফরাসি শব্দ ‘crimne’ থেকে। সেটির সূত্র আবার ল্যাটিন শব্দ ‘crimen’।  
বিশদ

13th  January, 2025
জনকল্যাণের নামে প্রহসন

সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে ভারতের হাল অত্যন্ত খারাপ। ১৫তম বার্ষিক মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স (এমসিজিপিআই) অনুসারে, ২০২৩ সালে ৪৭টি দেশের মধ্যে ভারতের র‍্যাঙ্ক ছিল ৪৫। আমাদের জন্য ওই র‍্যাঙ্ক ৪৪টি দেশের মধ্যে ৪১ ছিল ২০২২ সালে। বিশদ

10th  January, 2025
ফের মহাজনি ফাঁদে ছোট শিল্প?

ভারতে বৃহৎ শিল্পের প্রসারে সবচেয়ে বড় বাধা পুঁজি। আজকের বৃহৎ শিল্প অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর। অত্যাধুনিক প্রযুক্তিকে ভিত্তি করে গড়ে ওঠা শিল্পে যত পুঁজির প্রয়োজন কর্মসংস্থান সেই অনুপাতে হয় না। ভারত হল সর্বাধিক জনসংখ্যার দেশ। বিশদ

09th  January, 2025
স্বাস্থ্যে কাঙ্ক্ষিত পদক্ষেপ

নতুন বছরের প্রথম সোমবার রাজ্যের স্বাস্থ্যসচিব জারি করেছেন একটি উল্লেখযোগ্য সরকারি বিজ্ঞপ্তি। তাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে কোনও সরকারি ডাক্তার তাঁর কর্মস্থল থেকে ২০ কিমি দূরত্বের বাইরে গিয়ে আর প্র্যাকটিস করতে পারবেন না। বিশদ

08th  January, 2025
‘ফকিরের’ কেরামতি!

প্রধানমন্ত্রী হিসাবে দশ বছর নরেন্দ্র মোদিকে দেখে ও তাঁর কথাবার্তা শুনে দেশবাসী একটা বিষয়ে নিশ্চিত হয়েছে। তা হল, তিনি যা বলেন, আসল সত্যটি অনেক সময়েই ঠিক তার উল্টো। নিজের সম্পর্কে একবার তিনি বলেছিলেন, ‘আমি তো ফকির (গরিব) মানুষ। বিশদ

07th  January, 2025
গণপরিবহণে গতিবৃদ্ধি

লাল সন্ত্রাসে অতিষ্ঠ বাংলার মানুষ ‘পরিবর্তন’ চেয়েছিল। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করেন ২০১১ সালে। তাঁর সেই আন্তরিক উদ্যোগে শুধু এক জগদ্দল প্রশাসনই সরেনি, বাস্তবিক পরিবর্তনও এসেছে নানা ক্ষেত্রে।
বিশদ

06th  January, 2025
দায় স্বীকার করুন

কোনও সরকার-বিরোধী দল নয়, তথ্য দিয়েছেন স্বয়ং সেখানকার মুখ্যমন্ত্রী। ২০২৪-এর বর্ষশেষের দিন অশান্ত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নতজানু ভঙ্গিতে জানান, ২০২৩-এর মে থেকে হিংসায় রাজ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ২০০ জন। মামলা নথিভুক্ত হয়েছে ১২,২৪৭টি। বিশদ

05th  January, 2025
বিপদ সঙ্কেত

গত আগস্টে বাংলাদেশে পালাবদলের পরেই আশঙ্কার মেঘ জমেছিল। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে ভারতে অনুপ্রবেশের বিষয়টি ফের মাথাচাড়া দিয়েছে। অনুপ্রবেশকারীদের বেশিরভাগই হয়তো নিরপরাধ সাধারণ মানুষ, যাঁরা পড়শি রাষ্ট্রে সংখ্যালঘু হিন্দু হওয়ার কারণে অত্যাচারিত হয়ে এদেশে ঢুকে পড়ছেন ‘নিরাপদ’ আশ্রয়ের খোঁজে। বিশদ

04th  January, 2025
লক্ষ্মীর ভাণ্ডারকে জয়ধ্বনি

বোধোদয় দেরিতে হলেও মন্দ নয়। দেশের প্রধান শাসক দল বিজেপি এবং একাধিক বিরোধী দলের বিলম্বিত বোধোদয় তাই প্রশংসার দাবি রাখে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে বাংলার মহিলাদের জন্য চালু করেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। বিশদ

03rd  January, 2025
‘মৃত্যু’ ব্যবসায়ী

কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর ‘ভেজাল’ শিরোনামের কবিতায় লিখেছিলেন, ‘ভেজাল, ভেজাল ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়/ ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে নাকো চেষ্টায়!’ কবিতাটির শেষদিকে কবি তাঁর এই উপলব্ধির কথাও জানিয়েছেন যে, ‘খাঁটি জিনিস’-এর প্রত্যাশা বৃথাই। বিশদ

02nd  January, 2025
এগিয়ে বাংলার মেয়ে

তাঁদের শারীরিক ও মানসিক সীমাবদ্ধতার দোহাই পেড়ে পৃথিবীর প্রায় সর্বত্র মেয়েদের কাজ-কর্তব্যের সামনে একটি গণ্ডি এঁকে দেওয়া হয়। তার মধ্যে অবশ্যই রয়েছে ভারত। অথচ এই ভারতেই দেবী দুর্গাকে দশপ্রহরণধারিণী ও মহিষাসুরমর্দিনী সাজিয়ে আরাধনা করা হয়, বঙ্গদেশের সর্ববৃহৎ উৎসব পালিত হয় তাঁকেই ঘিরে। বিশদ

01st  January, 2025
নিছকই ঢক্কানিনাদ!

ধাপ্পা এক: ‘ক’-বাবুর পরিবারে চারজন লোক। মাসিক আয় এক লক্ষ টাকা। অর্থাৎ মাথাপিছু আয় ২৫ হাজার টাকা। ‘খ’-বাবুর দু’জনের পরিবারের আয় মাসে ৭০ হাজার টাকা। অর্থাৎ মাথাপিছু আয় ৩৫ হাজার টাকা। মোট টাকার অঙ্কে ‘ক’-বাবুর পরিবারের আয় ‘খ’ বাবুর পরিবারের থেকে বেশি। বিশদ

31st  December, 2024
মমতার বিকল্প শিল্পভাবনা

মানুষ একটা মুখের সঙ্গে দুটো হাতও নিয়ে জন্মায়। হাত দুটো কাজ এবং উপার্জন করার জন্য। হাতে কাজ করলেই নিজের মুখের গ্রাস জোগাড় করতে পারে মানুষ। এরপর উদ্বৃত্ত অর্থ-সম্পদ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। উদ্বৃত্তের কিছুটা বণ্টনও করে দিতে পারে দুর্বল মানুষের মধ্যে।
বিশদ

30th  December, 2024
ইতিহাস সাক্ষী

‘জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল।’ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে বর্তমান প্রধানমন্ত্রীর আবেগমথিত শোকজ্ঞাপন দেখে যদি এই জনপ্রিয় বাংলা গানটির প্রথম দু’কলি মনে পড়ে যায় তা কি খুব দোষের হবে? বিশদ

29th  December, 2024
যোগসাজশ!

এ যেন টাট্টু ঘোড়া! নির্বাচনী বন্ড হল বিশ্বের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি, গত ফেব্রুয়ারি মাসে একথা বলেছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ পরকলা প্রভাকর (অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী)। পর্দা ফাঁসের সময় দেখা যায়, মোট অনুদানের প্রায় অর্ধেক অর্থ একাই পেয়ে বসে আছে নরেন্দ্র মোদির দল। বিশদ

28th  December, 2024
একনজরে
সাঁতরাগাছি ঝিল সংলগ্ন জমি রেলকে দখলদার মুক্ত করতেই হবে। সোমবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বহু আগেই সাঁতরাগাছি ঝিলের উত্তর দিকের জমি দখল করে বেশ কয়েকটি দোকান গড়ে ওঠে। ...

সোমবার সকালে ১০৮ কলস জল দিয়ে সহস্রধারায় স্নান করলেন মদনমোহন। প্রাচীন রীতি মেনে মদনমোহনের পুষ্যাভিষেক অনুষ্ঠিত হল এদিন। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এই পুজো হয়।  ...

অ্যাডামাস ইউনির্ভাসিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে হয়ে গেল ছ’দিনের বিশেষ কর্মশালা। ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এই কর্মশালা পুরোটাই অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। ...

নতুন বছরকে স্বাগত জানিয়ে অনেকেই সংকল্প নেন। পিভি সিন্ধুও ব্যতিক্রম নন। প্রত্যাবর্তনে মুখিয়ে তারকা শাটলার। সম্ভ্রান্ত ব্যবসায়ী ভেঙ্কট দত্তা সাইয়ের সঙ্গে সদ্য গাঁটছড়া বেঁধেছেন। গ্ল্যামারের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৬১- পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে
১৮১৪- ডেনমার্কের রাজা সুইডেনের রাজার হাতে নরওয়েকে ছেড়ে দেন
১৮৫৮- নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়
১৮৯৯- প্রকাশিত হল উদ্বোধন পত্রিকা
১৯০৩- ঐতিহাসিক নীহাররঞ্জন রায়ের জন্ম
১৯০৫- অভিনেত্রী দুর্গা খোটের জন্ম
১৯২৬- সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্ম
১৯৩৮- আজকের মকর সংক্রান্তির দিনে বেলুড়মঠের রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়
১৯৬৯- মাদ্রাজ রাজ্যের নাম হল তামিলনাড়ু
১৯১৯ - বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব তথা প্রথিতযশা উর্দ্দুভাষী কবি ও সাহিত্যিক কাইফি আজমির জন্ম
১৯২৪ - বিশিষ্ট অভিনেতা ও গায়ক সবিতাব্রত দত্তর জন্ম
১৯২৬-  সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী মহাশ্বেতা দেবীর জন্ম
১৯২৯ - বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার শ্যামল মিত্রের জন্ম
১৯৫৪ -স্বাধীনতা সংগ্রামী   বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়ের মৃত্যু
১৯৬৫- ব্যান্ডিট কুইন  ছবি খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাসের জন্ম
১৯৭২ - অভিনেত্রী  অনুভা গুপ্তর মৃত্যু 
১৯৭৭- ভারতের কাররেস তারকা নারায়ণ কার্তিকেয়নের জন্ম 
২০০৫- শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ টাইটান হুইজেন্সের অবতরণ
২০০৮ - নাসার পাঠানো ম্যাসেন্জার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলার্ধের ছবি তুলতে সক্ষম হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.০৬ টাকা ৮৬.৮০ টাকা
পাউন্ড ১০৩.৮৯ টাকা ১০৭.৫৮ টাকা
ইউরো ৮৬.৮৫ টাকা ৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
11th  January, 2025
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,২৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৬৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৯৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,০৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
12th  January, 2025

দিন পঞ্জিকা

৩০ পৌষ, ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫। প্রতিপদ ৫২/২৮ রাত্রি ৩/২২। পুনবর্সু নক্ষত্র ৯/৪৫ দিবা ১০/১৭। সূর্যোদয় ৬/২৩/৮, সূর্যাস্ত ৫/৮/১৬। অমৃতযোগ দিবা ৭/৬ মধ্যে পুনঃ ৭/৪৯ গতে ১১/২৪ মধ্যে। রাত্রি ৭/৪৭ গতে ৮/৪০ মধ্যে পুনঃ ৯/৩৩ গতে ১২/১২ মধ্যে পুনঃ ১/৫৮ গতে ৩/৪৩ মধ্যে পুনঃ ৫/৩০ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৪৭ মধ্যে। বারবেলা ৭/৪৩ গতে ৯/৪ মধ্যে পুনঃ ১/৬ গতে ২/২৬ মধ্যে। কালরাত্রি ৬/৪৬ গতে ৮/২৬ মধ্যে। 
২৯ পৌষ, ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫। প্রতিপদ রাত্রি ৩/৪২। পুনবর্সু নক্ষত্র দিবা ১০/৫৫। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/৮। অমৃতযোগ দিবা ৭/৬ মধ্যে ও ৭/৪৯ গতে ১১/২২ মধ্যে এবং রাত্রি ৭/৪৪ গতে ৮/৩৭ মধ্যে ও ৯/৩০ গতে ১২/১০ মধ্যে ও ১/৫৭ গতে ৩/৪৪ মধ্যে ও ৫/৩০ গতে ৬/২৬ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৪৪ মধ্যে। বারবেলা ৭/৪৬ গতে ৯/৬ মধ্যে ও ১/৭ গতে ও ২/২৭ মধ্যে। কালরাত্রি ৬/৪৮ গতে ৮/২৭ মধ্যে। 
১৩ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
দিনহাটায় বাড়ির সামনেই খুন হলেন ২ জন
দিনহাটার ভেটাগুড়িতে নিজের বাড়ির সামনেই খুন হলেন দু’জন। আজ, মঙ্গলবার ...বিশদ

11:02:00 PM

চণ্ডীগড়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির বাসভবনে জরুরি মিটিং, উপস্থিত দলীয় বিধায়করা

10:55:00 PM

চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল

10:48:00 PM

যশপুরে রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই

10:36:00 PM

ভরসন্ধ্যায় রিষড়ায় যুবককে ছুরিকাঘাত, মৃত্যু

10:32:00 PM

খো খো বিশ্বকাপ ২০২৫: দিল্লিতে কোরিয়াকে হারাল ভারতীয় মহিলা দল

10:24:00 PM