Bartaman Patrika
সম্পাদকীয়
 

হায় বিচারব্যবস্থা!

চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেয়নি বাংলাদেশের আদালত। গত ২৫ নভেম্বর সে-দেশের পুলিস তাঁকে গ্রেপ্তার করে। তার আগেও তাঁর জামিনের আর্জি নাকচ হয়েছে। ফের শুনানি ছিল মঙ্গলবার। তাই চট্টগ্রাম আদালতের দিকে নজর ছিল সারা পৃথিবীর হিন্দুসহ সমস্ত ধরনের গণতন্ত্র প্রিয় মানুষের। কিন্তু ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানিই ওইদিন হয়নি। কারণ চিন্ময়কৃষ্ণের হয়ে আদালতে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। ফলে আগামী ২ জানুয়ারি পর্যন্ত তাঁর জামিন মামলার শুনানি স্থগিত রেখেছে ‘মহামান্য’ আদালত। তাই নববর্ষের দিনসহ আগামী একমাস জেলেই কাটাতে হবে চিন্ময়কৃষ্ণকে। তাঁকে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর মামলায় ফাঁসিয়েছে নোবেলজয়ী মহম্মদ ইউনুসের সরকার। ইনি সেই ইউনুস যাঁর নোবেল জয়ের খবরে সবচেয়ে বেশি উল্লাস করেছিল এপার বাংলার জনগণ, কারণ তিনি নাকি বাঙালির গৌরব, তাঁর সম্মানে নাকি আপামর বাঙালির মাথা আরও একধাপ উঁচু হয়েছে! যদিও বাংলাদেশেরই মাটিতে তাঁকে ঘিরে পরবর্তী ইতিহাস একেবারে অন্য। সেই ‘মহামানবই’ এখন কোনোরকম নির্বাচন ছাড়াই বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করেছেন। এহেন ক্ষমতালোভী মানুষ যে সংখ্যাগুরু উগ্র মৌলবাদীদের হাতের পুতুল হবেন, তা বোঝার জন্য কোনও কঠিন গবেষণার প্রয়োজন পড়ে না। বাংলাদেশ জুড়ে হিন্দুসহ সমস্ত ধরনের ধর্মীয় সংখ্যালঘু শ্রেণির স঩ঙ্গে যে ইতরসুলভ আচরণ করা হচ্ছে তাতেই খোলসা হচ্ছে বিষয়টি।
চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অপরাধ কী? প্রথম পরিচয় তিনি একজন হিন্দু। রাষ্ট্রক্ষমতা শেখ হাসিনার কাছ থেকে গায়ের জোরে কেড়ে  নেওয়া হয়েছে মাসকয়েক আগেই। তার পর থেকে, সেখানে হিন্দুসহ সমস্ত সংখ্যালঘু শ্রেণির উপর উগ্র মৌলবাদী মুসলিম এবং সরকারি প্রশাসনের অত্যাচার নির্যাতন সমস্ত সীমা ছাড়িয়েছে। তারই বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নামেই এই প্রতিবাদ সংগঠিত হয়েছে। অত্যাচারিত হিন্দুসহ সমস্ত সংখ্যালঘু শ্রেণিও তাঁকে আন্তরিকভাবে সমর্থন জানিয়েছেন। আসল সমস্যা এখানেই। হিন্দুদের নেতৃত্বে বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘু শ্রেণি এই প্রথম প্রতিবাদে সোচ্চার হয়েছে। অত্যাচারের বিরুদ্ধে গড়ে তুলেছে তীব্র প্রতিরোধও। বাংলাদেশের হিন্দুদের এই চেহারা একদম নতুন। উগ্র মৌলবাদী শ্রেণি এবং জঙ্গি বাহিনী এই জিনিস কোনোমতেই মেনে নিতে পারছে না। তাদের এতকালের ধারণা ছিল, ‘আমরা খুন-জখম, ভাঙচুর, লুটপাট, মেয়েদের ইজ্জত লুট প্রভৃতি যা-খুশি করব। হিন্দুরা হয় মুখ বুজে সবই মেনে নেবে, অথবা সব ছেড়েছুড়ে দিয়ে ইন্ডিয়ায় (ওরা ভারত বা হিন্দুস্থান বলে না) পালাবে। এটাই আমাদের সংবিধান, এটাই আমাদের হক। এইভাবেই তো পূর্ববঙ্গে হিন্দুর শতাংশ হার ২৮ থেকে ৭-এ নামিয়ে এনেছি। আর একটু এগতে পারলেই তো এথনিক ক্লিনসিংয়ের প্ল্যান পুরো সাকসেসফুল!’ তারা আরও ভাবছে, ‘কিন্তু এবারটি যে তেমন হচ্ছে না! চিন্ময়কৃষ্ণ না কে এক ব্যাটা কাবাব মে হাড্ডির মতোই উদয় হয়েছে! অতএব দেখাচ্ছি মজা।’ 
দেওয়ালে পিঠ ঠেকে গেলে দুর্বলও মরিয়া প্রতিরোধ গড়ে তোলে, এই সত্য দুর্বৃত্তরা বিস্মৃত হয়েছিল। সংঘাতের শুরু সেখান থেকেই। চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারের যাঁরা প্রতিবাদ করেছেন, দেশজুড়ে এখন চলছে তাঁদেরও সবক শেখাবার বা বাগে আনার পালা। গোট দেশ জুড়ে অত্যাচার বহুগুণ হয়ে গিয়েছে। এমনকী বাংলাদেশে বেড়াতে গিয়েছেন যেসব হিন্দু পর্যটক, রেহাই দেওয়া হচ্ছে না তাঁদেরকেও। আশ্চর্য পুলিসি নিষ্ক্রিয়তায় এটাই প্রমাণ যে, এর পিছনে বর্তমান শাসকের পূর্ণ সমর্থন অথবা গোপন নির্দেশ রয়েছে। এহ্‌ বাহ্য। আদালত বা বিচার ব্যবস্থার কোন ভূমিকা দেখাল ইউনুসের বাংলাদেশ? একজন বিচারপ্রার্থী আদালতে উকিল পেলেন না! তাঁর হয়ে যাঁরা সওয়াল করতে আগ্রহী আইনজীবীরাই সেখানে বর্বর আক্রমণের শিকার। আইনজীবী নামধারী একদল লোক কোর্টে দাঁড়িয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। তারা হুঁশিয়ার করে দিয়েছে, চিন্ময়কৃষ্ণের হয়ে যাঁরা সওয়াল করার সাহস দেখাবেন তাঁদের ভবপারে পাঠিয়ে দেওয়া হবে। এমনকী, চিন্ময়কৃষ্ণকে ফাঁসিকাঠে ঝোলাবার দাবিও শোনা গিয়েছে ওই ঘৃণ্য লোকগুলির মুখে। আদালত সব দেখেও স্পিকটি নট। ইউনুসের উটকো প্রশাসন না-হয় ‘সব অপপ্রচার’ এবং ‘সব ঠিক হ্যায়’ বলে পাশ কাটাতে পারে। কিন্তু একটি গণতান্ত্রিক দেশের বিচারব্যবস্থা এই ভয়ানক অন্যায় মেনে নেয় কীভাবে? আদালতও কি তার স্বাধীনতা বিকিয়ে দিয়েছে? এই না হলে নব্য স্বাধীন বাংলাদেশ? শত ধিক্কারও এই ব্যবস্থার জন্য অল্প হয়ে যায় বইকি!
05th  December, 2024
বজ্র আঁটুনি ফসকা গেরো

পিস্তলটা একঝলক দেখামাত্রই চকিতে ঝাঁপিয়ে পড়েছিলেন পুলিসকর্মী যশবীর সিং। সিদ্ধান্ত নিতে বিশেষ সময়ও নেননি তিনি। আর একটু দেরি হলেই শিরোমণি অকালি দল প্রধান এবং প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের শরীর ঝাঁঝরাই হয়ে যেত খালিস্তানি বুলেটে—আর তাও একেবারে স্বর্ণমন্দিরের ভিতরে। বিশদ

ফের খেলা বেকারদের নিয়ে

ক্ষমতার কারবারিদের সবচেয়ে প্রিয় খেলার নাম রাজনীতি। আর ভারতীয় রাজনীতির খেলায় সবচেয়ে প্রিয় ইভেন্ট হল চাকরি। তাই রাজনীতি ও ক্ষমতার কারবারিদের মজার খেলায় সহজ বোড়ে হয়ে উঠেছে বেকার, বরং বলা ভালো বেকার বাহিনী, সাধারণভাবে তারা দুর্বল অসহায়।
বিশদ

04th  December, 2024
সংখ্যালঘু নির্যাতন বন্ধ হোক

টোকিও থেকে লস অ্যাঞ্জেলেস, রাশিয়া থেকে নিউজিল্যান্ড— ইসকনের কোটি কোটি ভক্ত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য প্রার্থনা শুরু করেছেন। তাঁদের আশা, প্রার্থনার মধ্যে দিয়ে বাংলাদেশে শান্তি ফিরবে। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ শুরু করেছেন সংখ্যালঘুরা।
বিশদ

03rd  December, 2024
বঞ্চনার অহিংস প্রতিবাদ

পশ্চিমবঙ্গে মনরেগার (১০০ দিনের কাজের প্রকল্প) টাকা আসছে না  তিনবছর যাবৎ। মোদি সরকার নানা অজুহাতে আটকে রেখেছে গরিব মানুষের জন্য পাকাবাড়ি তৈরির প্রকল্পের (আবাস) অর্থ বরাদ্দও। একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে বাংলার সঙ্গে আর্থিক বঞ্চনা চরম আকার ধারণ করেছে মোদি-যুগে।
বিশদ

02nd  December, 2024
দৈন্যদশা

আর শাক দিয়ে মাছ ঢাকা গেল না। একদিকে জিনিসপত্রের চড়া দাম, যার জেরে মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিয়েছে, কমেছে কলকারখানার উৎপাদন। অন্যদিকে, বেকারত্বের গ্রাফ ঊর্ধ্বমুখী, তলানিতে ঠেকেছে টাকার দাম। বিশদ

01st  December, 2024
‘রাজার’ তন্ত্র!

দু’বছর আগে ভারতের স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের ডাক দিয়েছিল মোদি সরকার। এবার সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর উপলক্ষে বছর ব্যাপী উদযাপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নিঃসন্দেহে যে কোনও ভারতবাসীর কাছে স্মরণীয় এই দুটি দিনই। বিশদ

30th  November, 2024
করের টাকায় কর্পোরেট সেবা

গত জুলাই মাসের শেষার্ধে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ রিপোর্ট পেশ করেন। তাতে কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স (সিএফপিআইI) ভিত্তিক খাদ্য মূল্যস্ফীতির তথ্য ছিল। দেখা যাচ্ছে ২০২১-২২ অর্থবর্ষে তা ছিল ৩.৮ শতাংশ। বিশদ

29th  November, 2024
আন্তর্জাতিক চাপ জরুরি

সোমবার হঠাৎই গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তাঁর জামিন পর্যন্ত মঞ্জুর করেনি চট্টগ্রাম আদালত। সন্ন্যাসীর মুক্তির দাবিতে ওইদিন রণক্ষেত্র হয়ে ওঠে আদালত চত্বর। বিশদ

28th  November, 2024
মোদির নয়া গ্যারান্টি

পিএফের আওতাভুক্ত কয়েক লক্ষ প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মী বর্ধিত হারে পেনশন গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। এজন্য ইপিএফও’র দাবিমতো মোটা অঙ্কের টাকাও যথাস্থানে জমা করেছেন তাঁরা। অথচ ঘোষিত পেনশন প্রদানের প্রক্রিয়া বন্ধ হয়েছে কোনোরকম ঘোষণা ছাড়াই। বিশদ

27th  November, 2024
সময়ের দাবি

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর তাদের সম্পর্কে বোধহয় আসল কথাটা বলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাহুল গান্ধীর দলকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে তাঁর টিপ্পনি, কংগ্রেস নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আঞ্চলিক দলগুলিকে ব্যবহার করছে। বিশদ

26th  November, 2024
নির্ণায়ক যখন নারী

নরেন্দ্র মোদি, অমিত শাহদের পার্টি শুধু ভাঙেনি, মচকেছেও। অন্যভাবে বলতে গেলে, ঘোমটা শুধু সরায়নি, নেচেছেও এবং জনসমক্ষে। তাদের নীতি বদলের শুরু মধ্যপ্রদেশ থেকে। সদ্যসমাপ্ত মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে দেখা গেল, তারা বদলে ফেলা নীতি আঁকড়ে ধরেছে আরও মরিয়া হয়ে।
বিশদ

25th  November, 2024
লাল ‘দাগ’

যা  ভাবা গিয়েছিল, তাই হয়েছে। ছ’য়ে ছক্কা। বাংলায় ঝড়ের রং ফের ‘সবুজ’। লোকসভা ভোটের পর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের মতো এবারেও নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখল তৃণমূল এবং তা অনেকটা ভোট বাড়িয়ে। বিশদ

24th  November, 2024
অন্ধ হলে কি...

‘জাস্টিস ফর ইন্ডিজেনাশ পিপ্‌ল।’ দেড় বছর ধরে হিংসাদীর্ণ মণিপুরে এবার ন্যায়বিচারের দাবি উঠল। চলতি মাসেই অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর, আইটিএলএফ-সহ কুকি-জো জনজাতিদের কয়েকটি সংগঠনের হাজার হাজার মানুষ কালো পোশাক ও কালো কাপড়ের মাস্কে মুখ ঢেকে এই ছোট্ট পাহাড়ি রাজ্যে ‘জাস্টিসের’ দাবিতে পথে নেমেছিলেন। বিশদ

23rd  November, 2024
পাকাবাড়ির কাঁচা প্রকল্প

পৃথিবীর মধ্যে সর্বাধিক জনসংখ্যার দেশই শুধু নয়, সবচেয়ে বেশি গৃহহীন মানুষও এই ভারতে বাস করে। কী গ্রীষ্ম, কী বর্ষা বা শীত তাদের মাথা গোঁজার ঠাঁই জোটে না। স্বাধীনতালাভের মাহাত্ম্য কি এটাই? তাও সাতাত্তর বছর আগে! স্বাধীনতার শতবর্ষ উদযাপনের তোড়জোড় নিশ্চয় শুরু হয়ে গিয়েছে। বিশদ

22nd  November, 2024
ভূরি ভূরি ভুয়ো

জনসেবা মাল্টিস্পেশালিটি হসপিটাল। ধুমধামসহকারে রবিবার উদ্বোধন হয়েছিল এমনই গালভরা নামের একটি বেসরকারি সংস্থার। স্পেশালই বটে, তাও আবার মাল্টি! কিন্তু এত গুণপনা কীসে কীসে? আপাতত যা খবর, হাসপাতাল নামে ‘আবির্ভূত’ প্রতিষ্ঠানটির যাবতীয় স্পেশালিটি স্বীকৃত স্বাস্থ্য পরিষেবা বাদেই। বিশদ

21st  November, 2024
উপেক্ষা অথবা গলাবাজি

বেঁচে থাকার জন্য প্রথম দরকার খাদ্য। বিপুল জনসংখ্যা সত্ত্বেও, সুজলা সুফলা কৃষিপ্রধান ভারতবর্ষে খাদ্যের অভাব হওয়ার কথা নয়। কিন্তু এই সমাজ ক্রমবর্ধমান বৈষম্যে দীর্ণ। তাই হাড়ভাঙা খাটুনির পরও দুর্বল মানুষগুলির ঘরে খিদের অন্ন সবসময় বাড়ন্ত। একটি কল্যাণকামী রাষ্ট্রের প্রধান কর্তব্য হল নাগরিকের ক্ষুধার নিবৃত্তি। বিশদ

20th  November, 2024
একনজরে
‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প সহ মোদি সরকারের একাধিক নীতির ভূয়সী প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন, ভারতে বিনিয়োগ করা অত্যন্ত লাভজনক। তাই সেখানে উৎপাদন ...

সুখবীর সিং বাদলের উপর হামলার আগের দিনও অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে ঘোরাফেরা করেছিলেন অভিযুক্ত খালিস্তানি জঙ্গি। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে একথা জানিয়েছে পুলিস। বুধবার জঙ্গির ...

অণ্ডাল থানার মধুজোর কোলিয়ারিতে পরিত্যক্ত আবাসনে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের নোটিস দিল ইসিএল কর্তৃপক্ষ। ফলে প্রায় ৮০টি পরিবার বিপাকে পড়েছে। ওই পরিবারগুলি বৃহস্পতিবার দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে পুনর্বাসনের দাবি করেন। ...

পশ্চিম হিমালয় এলাকায় যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে তার পরোক্ষ প্রভাব পড়বে রাজ্যে। জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শীতকালে ঝঞ্ঝা সৃষ্টি হলে উত্তুরে হাওয়া সাময়িকভাবে দুর্বল হয়ে যায়। তাতে তাপমাত্রা বাড়ে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস
বিশ্ব মাটি দিবস
১৩৬০: ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়
১৭৬৬: লন্ডনে প্রথম নিলাম ডাক শুরু হয়
১৮৫৪: রিভলবিং থিয়েটার চেয়ারের পেটেন্ট করেন অ্যারোন অ্যালেন
১৮৭৯: স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্রথম পেটেন্ট হয়
১৯০১: মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক ও কাহিনীকার ওয়াল্ট ডিজনির জন্ম
১৯১১: প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায়ের জন্ম
১৯১৩: বাঙালি চিত্রশিল্পী গোপাল ঘোষের জন্ম
১৯২৪: গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার জন্ম
১৯৩২: অভিনেত্রী নাদিরার জন্ম
১৯৩৫: কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়
১৯৩৯: অভিনেত্রী বাসবী নন্দীর জন্ম
১৯৪০: সঙ্গীত শিল্পী গুলাম আলির জন্ম
১৯৪৩: জাপানী বোমারু বিমান কলকাতায় বোমা বর্ষণ করে
১৯৫০: বিপ্লবী, দার্শনিক ও আধ্যাত্মসাধক ঋষি অরবিন্দের প্রয়াণ
১৯৫১: শিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘‘বাংলাদেশ ”
১৯৮৫: ক্রিকেটার শিখর ধাওয়ানের জন্ম
১৯৮৬:  ভারতের ভৌত রসায়ন বিজ্ঞানের পথিকৃৎ ড. নীলরতন ধরের মৃত্যু
১৯৯৩: বিশিষ্ট বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার  সত্য চৌধুরীর মৃত্যু
১৯৯৯: যানজট এড়াতে ব্যাংককে আকাশ ট্রেন সার্ভিস চালু
১৯৯৯: মিস ওয়ার্ল্ড হলেন যুক্তামুখী
২০১৩: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যু

05th  December, 2024


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৮৮ টাকা ৮৫.৬২ টাকা
পাউন্ড ১০৫.৩৯ টাকা ১০৯.১২ টাকা
ইউরো ৮৭.২৫ টাকা ৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  December, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৪০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৮০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৩,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৩৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  December, 2024

দিন পঞ্জিকা

২০ অগ্রহায়ণ, ১৪৩১, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪। পঞ্চমী ১৫/৩ দিবা ১২/৮। শ্রবণা নক্ষত্র ২৮/০ সন্ধ্যা ৫/১৯। সূর্যোদয় ৬/৭/২২, সূর্যাস্ত ৪/৪৭/৫৮। অমৃতযোগ প্রাতঃ ৬/৫১ মধ্যে পুনঃ ৭/৩৩ গতে ১/৪১ মধ্যে পুনঃ ১১/৪৯ গতে ২/৪০ মধ্যে পুনঃ ৩/২৩ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪১ গতে ৯/১৫ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ৩/২৯ মধ্যে পুনঃ ৪/২২ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪৭ গতে ১১/২৭ মধ্যে। কালরাত্রি ৮/৭ গতে ৯/৪৭ মধ্যে। 
২০ অগ্রহায়ণ, ১৪৩১, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪। পঞ্চমী দিবা ১০/৪৭। শ্রবণা নক্ষত্র সন্ধ্যা ৪/৪৫। সূর্যোদয় ৬/৯, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে ও ৭/৪৬ গতে ৯/৫৩ মধ্যে ও ১২/০ গতে ২/৪৯ মধ্যে ও ৩/৩২ গতে ৪/৪৮ মধ্যে এবং রাত্রি ৫/৫০ গতে ৯/২৫ মধ্যে ও ১২/৬ গতে ৩/৪০ মধ্যে ও ৪/৩৪ গতে ৬/৯ মধ্যে। বারবেলা ৮/৪৯ গতে ১১/২৯ মধ্যে। কালরাত্রি ৮/৯ গতে ৯/৪৯ মধ্যে। 
৩ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
হাওড়ায় বধূকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

11:15:00 PM

দিল্লি বিমান বন্দরে প্রচুর সোনা সহ আটক ১

10:29:00 PM

কর্ণাটকের তালিকোটি তালুকে সড়ক দুর্ঘটনা, মৃত ৫

10:23:00 PM

বারাণসীতে কালভৈরবের মন্দির পরিদর্শনে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

10:14:00 PM

পাঞ্জাবের কালিসান গ্রামে চাষের জমি থেকে ৫৯৯ গ্রাম হেরোইনের প্যাকেট উদ্ধার করল বিএসএফ

09:43:00 PM

পাটনার গান্ধী ময়দানে বইমেলার উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

09:33:00 PM