Bartaman Patrika
সম্পাদকীয়
 

ডিজিটালের ফাঁদ!

‘ডিজিটাল অ্যারেস্ট’। সাইবার প্রতারণার এক নতুন অস্ত্র। সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পুলিস ও তদন্তকারী আধিকারিকদের কপালে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল—এই চারমাসেই প্রায় ১২০ কোটি ৩০ লক্ষ টাকার প্রতারণা হয়েছে। এই নথি শুধু সরকারি হিসেবে। যে অভিযোগগুলি জমা পড়েনি, তার হিসেব যোগ করলে প্রতারণার অঙ্ক আরও বেশি হওয়ার সম্ভাবনা। সোশ্যাল মিডিয়া নিঃসন্দেহে এক বৃহত্তর জগতের সন্ধান দিয়েছে। কিন্তু এই মাধ্যমের উপর ভরসা করে প্রতিদিন বহু জন প্রতারিত, হেনস্তার শিকার হচ্ছেন, চরম বিপদেও পড়ছেন। জালিয়াতেরা সম্ভাব্য ‘শিকার’কে বেছে নিয়ে যোগাযোগ করতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে। প্রতারকরা নিজেদের পরিচয় দিচ্ছে পুলিসের কোনও আধিকারিক বলে। কখনও ইডি, সিবিআই বা শুল্ক দপ্তরের আধিকারিকের পরিচয় দিয়েও ফোন করছে। ভুয়ো পরিচয়ের ফাঁদে এক বার পা দিলেই মিথ্যা মামলার ভয় দেখাতে শুরু করছে। ভুয়ো অভিযোগের কথা বলে বিভ্রান্ত করে মোটা টাকা দাবি করছে। অনেক ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে ভুয়ো ওয়ারেন্টও। সাধারণ মানুষ তো বটেই, প্রতারিতদের তালিকায় আইনজীবী, শিক্ষক, সাহিত্যিকের পাশাপাশি রয়েছেন বহুজাতিক সংস্থার কর্তারাও। কিছুদিন আগেই পরমাণু গবেষণা সংস্থার পদস্থ কর্তা এই ফাঁদে পড়ে ৭১ লক্ষ টাকা খুইয়েছেন বলে অভিযোগ। একটি জ্বালানি সংস্থার পদস্থ কর্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও এইভাবে প্রায় ৫৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। পরিস্থিতি এমন যে, খোদ দেশের প্রধানমন্ত্রীকে ঘোষণা করতে হয়েছে, ডিজিটাল মাধ্যমে গ্রেপ্তারির কোনও আইনই নেই। পুরোটাই ভুয়ো। এরপরেও আতঙ্ক কাটছে না।
কেন্দ্রীয় সরকারের সাইবার অপরাধ নথিভুক্তির পোর্টালের (এনসিআরপি) তথ্য অনুসারে, গত কয়েক বছরে সাইবার অপরাধের প্রবণতা বেড়েই চলেছে। গত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৭ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়েছে। ২০২৩ সালে গোটা বছরে অভিযোগ জমা হয়েছিল সাড়ে ১৫ লাখের কিছু বেশি। ২০২২ সালে অভিযোগ জমা পড়েছিল সাড়ে ৯ লাখের কিছু বেশি। সংখ্যটি ২০২১ সালে ছিল ছিল সাড়ে ৪ লাখ। গত তিনবছরের পরিসংখ্যানেই পরিষ্কার, উদ্বেগ কতটা গুরুতর। তাছাড়া এবছরের প্রথম চারমাসে লগ্নির টোপ দিয়ে প্রতারণা হয়েছে ২২২ কোটি ৫৪ লাখ টাকার। বন্ধুত্বের অ্যাপ থেকে প্রতারণা হয়েছে ১৩ কোটি ২৩ লাখ টাকার। পাশাপাশি শেয়ার বাজার সংক্রান্ত সাইবার প্রতারণাতেও প্রচুর মানুষ টাকা খুইয়েছেন। ট্রেডিংয়ের টোপে প্রতারণা হয়েছে ১ হাজার ৪২০ কোটি টাকার। সাইবার বিশেষজ্ঞদের দাবি, সামাজিক সম্মানের কথা ভেবে অনেক ঘটনাই পুলিস পর্যন্ত পৌঁছয় না। সেসব ধরলে আরও বিপুল টাকায় থাবা বসেছে সাইবার প্রতারকদের।
সম্প্রতি প্রধানমন্ত্রী তাঁর ‘মন কি বাত’-এ জনগণকে সতর্ক হতে বলেছেন। কিন্তু শুধু জনগণ সচেতন হলেই কি সুরাহা মিলবে? সরকার বা প্রশাসনের কি কোনও দায়িত্ব নেই? না কি সরকারের কোনও ভুল নীতির ফলে নাগরিকরা এই প্রতারণার শিকার হচ্ছেন? মোদি সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পের কল্যাণে ব্যাঙ্কিং ব্যবস্থাসহ অন্য প্রায় সবক্ষেত্রেই অনলাইন বা ডিজিটাল ব্যবস্থা চালু হয়েছে। যতদিন যাচ্ছে ততই বাড়ছে ডিজিটাল নির্ভরতা ও ডিজিটাল অপরিহার্যতা। ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সড়গড় নয় বা একেবারেই অপারগ কোটি কোটি মানুষও ডিজিটাল লেনদেনে যেতে বাধ্য হচ্ছে। অন্যের সাহায্য নিতে গিয়েও বিপদে পড়ছেন অনেকে। বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল অজ্ঞ বা স্বল্পজ্ঞাত মানুষের সামনে এটাই মূর্তিমান বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল ব্যবস্থায় নিরাপত্তা অবশ্যই থাকে। কিন্তু জালিয়াতরা অনেক ক্ষেত্রে সহজেই সেই নিরাপত্তা ভেদ করে মোটা টাকা হাতিয়ে বেরিয়ে যাচ্ছে। ২০১৮ সালে প্রথমবার খবর হয়েছিল প্রায় এক কোটি মানুষের আধার তথ্য ফাঁস হওয়ার কথা। করোনা মহামারীর সময়েও একই ধরনের আরও একটি খবর জনসমক্ষে আসে, কোউইন মোবাইল অ্যাপ থেকে অসংখ্য মানুষের আধার এবং মোবাইল তথ্য চুরি গিয়েছে। অর্থাৎ, দেশের বিরাট সংখ্যক মানুষের আধার, মোবাইল নম্বর, ইমেল আইডি রয়েছে প্রতারকদের হাতে। অথচ, সরকার দাবি করে এসেছে, নাগরিকের সব তথ্যই সুরক্ষিত। এমনকী, ২০১৮ সালে শীর্ষ আদালতে শুনানিতেও সরকার পক্ষ বলেছিল, আধার তথ্য চুরি হওয়ার কোনও কারণ ঘটেনি, অতএব নাগরিকরা নির্ভয়েই থাকুন। কেন্দ্র যতই অস্বীকার করুক, যেদিন থেকে কোনও ব্যক্তির প্রত্যেকটি ব্যক্তিগত তথ্যের সঙ্গে আধারকে যুক্ত করার কথা বলা হয়েছে, সেদিন থেকেই বেড়েছে প্রতারণার সম্ভাবনা। সরকার এখনও এই দায় এড়িয়ে গেলে আগামী দিন এদেশের নাগরিকদের জন্য ভয়ঙ্কর!
19th  November, 2024
পাকাবাড়ির কাঁচা প্রকল্প

পৃথিবীর মধ্যে সর্বাধিক জনসংখ্যার দেশই শুধু নয়, সবচেয়ে বেশি গৃহহীন মানুষও এই ভারতে বাস করে। কী গ্রীষ্ম, কী বর্ষা বা শীত তাদের মাথা গোঁজার ঠাঁই জোটে না। স্বাধীনতালাভের মাহাত্ম্য কি এটাই? তাও সাতাত্তর বছর আগে! স্বাধীনতার শতবর্ষ উদযাপনের তোড়জোড় নিশ্চয় শুরু হয়ে গিয়েছে। বিশদ

ভূরি ভূরি ভুয়ো

জনসেবা মাল্টিস্পেশালিটি হসপিটাল। ধুমধামসহকারে রবিবার উদ্বোধন হয়েছিল এমনই গালভরা নামের একটি বেসরকারি সংস্থার। স্পেশালই বটে, তাও আবার মাল্টি! কিন্তু এত গুণপনা কীসে কীসে? আপাতত যা খবর, হাসপাতাল নামে ‘আবির্ভূত’ প্রতিষ্ঠানটির যাবতীয় স্পেশালিটি স্বীকৃত স্বাস্থ্য পরিষেবা বাদেই। বিশদ

21st  November, 2024
উপেক্ষা অথবা গলাবাজি

বেঁচে থাকার জন্য প্রথম দরকার খাদ্য। বিপুল জনসংখ্যা সত্ত্বেও, সুজলা সুফলা কৃষিপ্রধান ভারতবর্ষে খাদ্যের অভাব হওয়ার কথা নয়। কিন্তু এই সমাজ ক্রমবর্ধমান বৈষম্যে দীর্ণ। তাই হাড়ভাঙা খাটুনির পরও দুর্বল মানুষগুলির ঘরে খিদের অন্ন সবসময় বাড়ন্ত। একটি কল্যাণকামী রাষ্ট্রের প্রধান কর্তব্য হল নাগরিকের ক্ষুধার নিবৃত্তি। বিশদ

20th  November, 2024
অস্বস্তির ধারাবাহিকতা

২০ মার্চ, ২০২৩। মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন প্রকাশ করেছিল ২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস। তাতে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বস্তুত ভারতের মোদি সরকারকে তুলোধোনাই করা হয়। বেআইনিভাবে ও নির্বিচারে হত্যা, সংবাদ মাধ্যমের স্বাধীনতাহরণ, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং ধর্মীয় ও জাতিগত হিংসাবৃদ্ধির মতো গুরুতর অভিযোগগুলিই ছিল প্রধান।
বিশদ

18th  November, 2024
চিরস্থায়ী বন্দোবস্তের কৌশল

লক্ষ্য স্থির। দলীয় এজেন্ডা মেনে ইতিমধ্যে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় তৈরি হয়েছে রামমন্দির। ঘোষণা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধির। চেষ্টায় আছে ‘এক দেশ এক নির্বাচন’ নীতি কার্যকর করার।
বিশদ

17th  November, 2024
বেতন ব্যবস্থা চালু হবে?

যত গুড়, তত মিষ্টি। প্রচলিত এই কথাটা একটু পাল্টে অনায়াসে বলা যায়, যত যাত্রী, তত কমিশন। বেসরকারি বাসের ড্রাইভার কনডাক্টরের জন্য ‘কুখ্যাত’ সেই কমিশন প্রথা উঠে গিয়ে এবার কি বেতন ব্যবস্থা চালু হবে?
বিশদ

16th  November, 2024
ভর্ৎসিত বুলডোজ বাবাজিগণ

এতদিন জানা ছিল যে নরেন্দ্র মোদি চমকের মাস্টারপিস। জাতীয় রাজনীতিতে তাঁর পদার্পণ থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নানা সময়ে তাঁর কিছু পদক্ষেপ, দেশবাসী তো বটেই বিশ্ববাসীকে চমকে দিয়েছে। বিশদ

15th  November, 2024
তরুণের স্বপ্নভঙ্গের চেষ্টা

মোদি সরকার চালু করেছে গালভরা জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০। আবার একইসঙ্গে শিক্ষাখাতে এই সরকারের বরাদ্দের পরিমাণ হতাশাজনক—জিডিপির ৩ শতাংশেরও কম! জাতীয় শিক্ষা দিবস উপলক্ষ্যে গত সোমবার লখনউতে আয়োজিত এক ন্যাশনাল সিম্পোজিয়াম থেকে এই বিষয়ে খেদ প্রকাশ করা হয়। বিশদ

14th  November, 2024
নির্ভয়ে সবার ভোট

কেরল, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে উপ নির্বাচনের নির্ঘণ্ট বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন। আজকের বদলে ওই তিন রাজ্যে উপ নির্বাচনের ভোট নেওয়া হবে আগামী ২০ তারিখ। সংশ্লিষ্ট রাজ্যগুলির মোট ১৪টি আসনের ভোট একসপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। বিশদ

13th  November, 2024
হাতের পুতুল, নাকি ঠুঁটো!

কোনও রাজ্যে পুলিস যা পারে না, সিবিআই-ইডি তা অনায়াসে করে দেখায়। একটা সময়ে এই দুই তদন্তকারী সংস্থা সম্পর্কে এমনই ‘মিথ’ ছিল। এক যুগ আগেও এই দুই সংস্থার উপর অগাধ আস্থা-ভরসার কথা শোনা যেত রাজনৈতিক দল থেকে আদালতের মুখে।
বিশদ

12th  November, 2024
গুরুতর অভিযোগ

সংসদীয় গণতন্ত্রের প্রধান চাহিদা সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সঙ্গে প্রতিটি নির্বাচন অনুষ্ঠান। অন্যথায় নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারেও জনমতের প্রতিফলন থাকে না। তাই প্রতিটি নির্বাচনের মুখে একটি প্রশ্ন বারবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে: জাতীয় নির্বাচন কমিশন কি বিতর্কের ঊর্ধ্বে উঠে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবে? এবারের লোকসভা নির্বাচনও এই প্রশ্ন এড়াতে পারেনি। প্রশ্নটি উঠেছে ফের।
বিশদ

11th  November, 2024
এ যেন ‘তালিবানি’ পরামর্শ!

রাস্তাঘাট থেকে কর্মক্ষেত্রে অসৎ উদ্দেশ্য নিয়ে পুরুষের একাংশের ‘খারাপ স্পর্শ’ সমাজে এক গভীর অসুখ তৈরি করেছে। এর থেকে বাঁচতে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। ‘ভালো স্পর্শ’, ‘খারাপ স্পর্শ’ সম্পর্কে সচেতন করার পাঠ শৈশব থেকেই শেখানো দরকার। বিশদ

10th  November, 2024
দ্বিচারিতা

আগেই নাম উঠেছে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের। এবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ডাবল ইঞ্জিনের আরেক রাজ্য অসমের বিরুদ্ধে। কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য গোটা দেশে পিএম কিষান সম্মাননিধি প্রকল্প চালু রয়েছে। বিশদ

09th  November, 2024
স্বাগত নতুন ট্রাম্প

ইতিহাস গড়া হল না কমলার। অন্যদিকে, ঐতিহাসিক প্রত্যাবর্তন হল ট্রাম্পের। দুটিই অপ্রত্যাশিত ঘটনা, বিশেষ করে অনেক ভারতবাসীর কাছে। কমলা হ্যারিসের সঙ্গে ভারতের লতায়-পাতায় সম্পর্ক নিয়ে এদেশের কিছু মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছিল, তাঁর প্রতি বাড়তি সহানুভূতি ছিল মার্কিন প্রবাসীদেরও একাংশের। বিশদ

08th  November, 2024
ঋণজর্জর জীর্ণ দেশ

সম্প্রতি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) তাদের ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক রিপোর্টে জানিয়েছে, পৃথিবীর শীর্ষ দশটি অর্থনীতির তালিকায় গুরুত্বপূর্ণ অদলবদল আসন্ন। আর সেখানে সুখবর থাকছে ভারতের জন্য। আইএমএফের অনুমান, ২০২৫-এ সর্বোচ্চ আসন মার্কিন যুক্তরাষ্ট্রই ধরে রাখবে।
বিশদ

07th  November, 2024
সুখী গৃহকোণের আলো

ভারতই এখন পৃথিবীর সর্বাধিক জনসংখ্যার দেশ। গৃহ সমস্যায় সবচেয়ে বেশি জর্জরিত দেশটিরও নাম নিঃসন্দেহে ভারত। ‘পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই,/ আমি তো সেই ঘরের মালিক নই’—যখন লিখিত ও গীত হয়, তখন অখণ্ড ভারতে জনঘনত্ব তুলনায় ছিল সামান্যই। বিশদ

06th  November, 2024
একনজরে
কলকাতায় জঙ্গি হামলা! তাও আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে! কোনও এক ভিভিআইপিকে বন্দি করে নিয়েছে জঙ্গিরা। চারদিক ঘিরে ফেলেছে সেনা জওয়ানরা। নামানো হয় এনএসজি’র কমান্ডো বাহিনী। ...

রাইটস ও রেল বিকাশ নিগমের দেওয়া উপহার ফেরালেন বিহারের আরার সাংসদ সুদামা প্রসাদ। সিপিআই (এমএল)-এর এই সাংসদ লোকসভায় রেলের স্ট্যান্ডিং কমিটির সদস্য। উপহার ফেরানোর কথা তিনি রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। ...

ট্যাব কেলেঙ্কারিতে বিহার যোগ আগেই পেয়েছিল পুলিস। তদন্তে নেমে বৃহস্পতিবার সেরাজ্যের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিস। ট্যাব কেলেঙ্কারিতে ভিনরাজ্যের প্রতারক এই প্রথম গ্রেপ্তার হল। ...

গত সেপ্টেম্বর মাসে বেসরকারি টেলিকম সংস্থাগুলি মোট ১ কোটি গ্রাহক হারিয়েছে। এই তথ্য প্রকাশ করেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রাই’। তারা জানিয়েছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রিলায়েন্স জিও প্রায় ৭০ লক্ষ মোবাইল গ্রাহক হারিয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৭৪- রবার্ট ক্লাইভের মৃত্যু
১৮৫৬- বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে
১৮৭৭- গ্রামোফোন আবিস্কার করেন টমাস আলফা এডিসন
১৯৩৯- রাজনীতিক মুলায়ম সিং যাদবের জন্ম
১৯৪৮- বলিউডের বিশিষ্ট নৃত্য পরিচালক সরোজ খানের জন্ম
১৯৬৩- টেক্সাসে খুন হলেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, হামলায় গুরুতর আহত হন টেস্কাসের গভর্নর জন কোনালি’ও, সন্দেহভাজন লি হার্ভে অসওয়াল্ডকে ধরা হল দু’দিন পর পুলিসি হেপাজতে তাকে গুলি করে হত্যা করে জ্যাক রুবি
১৯৬৭- টেনিস তারকা বরিস বেকারের জন্ম
১৯৭০- শ্রীলঙ্কার ক্রিকেটার মারভান আত্তাপাত্তুর জন্ম
১৯৮৬- ট্রেভর বারবিককে হারিয়ে বক্সিংয়ের ইতিহাসে তরুণতম হেভিওয়েট চ্যাম্পিয়ন হলেন মাইক টাইসন
১৯৮৬- দক্ষিণ আফ্রিকার প্রতিবন্ধী অ্যাথলিট অস্কার পিস্টোরিয়াসের জন্ম
১৯৮৭- সুরকার ও সঙ্গীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যু
১৯৯৫- প্রকাশিত হল কম্পিউটার ইমেজ দিয়ে তৈরি প্রথম ফিচারধর্মী ছবি ‘টয় স্টোরি’
২০০৩- বাগদাদে ডি এইচ এল এক্সপ্রেস নামক পণ্যবাহী বিমানে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত হানে জঙ্গিরা, ওড়ার কিছুক্ষণের মধ্যেই এই হামলায় বিমানটির বাঁদিকে পাখা ক্ষতিগ্রস্তগ্রস্ত হয়, জরুরি অবতরণ করতে বাধ্য হয় সেটি
২০১৬ - কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এম বালামুরলীকৃষ্ণের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৫৯ টাকা ৮৫.৩৩ টাকা
পাউন্ড ১০৫.০৬ টাকা ১০৮.৭৯ টাকা
ইউরো ৮৭.৪৫ টাকা ৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৭,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৩,৩৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ অগ্রহায়ণ, ১৪৩১, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪। সপ্তমী ৩২/৫৫ রাত্রি ৬/৮। অশ্লেষা নক্ষত্র ২৮/০ সন্ধ্যা ৫/১০। সূর্যোদয় ৫/৫৭/৫৩, সূর্যাস্ত ৪/৪৭/৪১। অমৃতযোগ প্রাতঃ ৬/৪১ মধ্যে পুনঃ ৭/২৪ গতে ৯/৩৫ মধ্যে পুনঃ ১১/৪৪ গতে ২/৩৮ মধ্যে পুনঃ ৩/২১ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৯ গতে ৩/২০ মধ্যে পুনঃ ৪/১৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪১ গতে ১১/২৩ মধ্যে। কালরাত্রি ৮/৫ গতে ৯/৪৪ মধ্যে। 
৬ অগ্রহায়ণ, ১৪৩১, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪। সপ্তমী রাত্রি ৯/২০। অশ্লেষা নক্ষত্র রাত্রি ৯/১। সূর্যোদয় ৬/০, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৬/৫৭ মধ্যে ও ৭/৩৯ গতে ৯/৪৬ মধ্যে ও ১১/৫৩ গতে ২/৪৩ মধ্যে ও ৩/২৫ গতে ৪/৪৮ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১৮ মধ্যে ও ১১/৫৯ গতে ৩/৩৪ মধ্যে ও ৪/২৭ গতে ৬/১ মধ্যে। বারবেলা ৮/৪২ গতে ১১/২৪ মধ্যে। কালরাত্রি ৮/৬ গতে ৯/৪৫ মধ্যে। 
১৯ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
১৮ বছর পর সিক্যুয়েল, আসছে ‘ভাগম ভাগ ২’, আগামী বছর থেকে শ্যুটিং শুরু

12:24:25 AM

দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য কালিয়াচকে
দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচকে। শুক্রবার ...বিশদ

12:04:08 AM

ব্রাজিল, নাইজেরিয়া ও গুয়ানা সফর শেষ করে নয়াদিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

11:05:49 PM

গুয়াহাটিতে ব্যাপক বৃষ্টি, জলমগ্ন একাধিক এলাকা

09:32:00 PM

ভোপালের সমাতভা ভবনে জেলাশাসক-কমিশনারদের সঙ্গে বৈঠক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের

09:29:00 PM

চেন্নাইয়ের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন

09:25:00 PM