Bartaman Patrika
সম্পাদকীয়
 

গুরুতর অভিযোগ

সংসদীয় গণতন্ত্রের প্রধান চাহিদা সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সঙ্গে প্রতিটি নির্বাচন অনুষ্ঠান। অন্যথায় নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারেও জনমতের প্রতিফলন থাকে না। তাই প্রতিটি নির্বাচনের মুখে একটি প্রশ্ন বারবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে: জাতীয় নির্বাচন কমিশন কি বিতর্কের ঊর্ধ্বে উঠে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবে? এবারের লোকসভা নির্বাচনও এই প্রশ্ন এড়াতে পারেনি। প্রশ্নটি উঠেছে ফের। এমনকী, সমালোচনার কাঠগড়াতেও জাতীয় নির্বাচন কমিশন এখন। ১৩ ও ২০ নভেম্বর ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তৎসহ উপনির্বাচন অনুষ্ঠিত হবে মোট ১৫টি রাজ্যে। তার মধ্যে রয়েছে দুটি লোকসভা এবং ৪৮টি বিধানসভা আসন। এই ভোটে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারের অভিযোগে বিদ্ধ বিজেপি। বিরোধীদের অভিযোগ, আধা সেনাকে বিজেপির স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে তৃণমূলের দাবি, ভোটের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন এলাকায় গিয়ে বিজেপির হয়ে প্রচার করছেন! এছাড়া রয়েছে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের পুরনো সমস্যাও। কিন্তু অভিযোগ জানিয়েও প্রতিকার মিলছে না। সবচেয়ে পরিতাপের বিষয় এই যে, এমন একটি গুরুত্বপূর্ণ সময়েও গুরুতর অভিযোগ গ্রহণের উপযুক্ত কর্তারা সদর দপ্তরে নেই। শনিবার নয়াদিল্লির অশোক রোডে কমিশনের দপ্তরে তিন কমিশনারের কাউকেই পাওয়া যায়নি! অথচ বাংলায় ভোটারদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে না কেন্দ্রীয় বাহিনী। বিজেপি নেতাদের সঙ্গে নিয়েই চলছে রুটমার্চ। পদ্মফুল চিহ্নে ভোট দিতে ভোটারদের চাপ দিচ্ছেন বলেই জওয়ানদের দিকে আঙুল তুলল বাংলার শাসক দল। কমিশনের বিরুদ্ধে গাছাড়া মনোভাবের অভিযোগও তুলেছে তৃণমূল।
পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হবে ৬টি বিধানসভা আসনের জন্য: কোচবিহার জেলার সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়া, মেদিনীপুর জেলায় মেদিনীপুর এবং বাঁকুড়ার তালড্যাংরা। লোকসভার উপনির্বাচন হবে কেরলে ওয়েনাড় এবং মহারাষ্ট্রে নানদেদ আসনে। উপনির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক বিধানসভা আসন উত্তরপ্রদেশে (৯)। তারপরেই রাজস্থান (৭) ও পশ্চিমবঙ্গ (৬)। এই আসনগুলির মধ্যে সর্বাধিক সংখ্যক দখলে রয়েছে কংগ্রেসের (১৩)। সংখ্যার দিক থেকে পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ দলের নাম যথাক্রমে বিজেপি (১১) ও তৃণমূল কংগ্রেস (৫)। উল্লেখ্য, বাংলার মোট ৬টি আসনের মধ্যে বিজেপির দখলে আছে মাত্র একটি। এই উপনির্বাচন কোনও রাজ্য সরকারে পরিবর্তন আনবে না, কিন্তু ভবিষ্যতের জন্য একাধিক রাজ্যে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক রূপরেখা এঁকে দিতে পারে। অন্যদিকে, হেমন্ত সোরেন গ্রেপ্তার ইস্যুতে ঝাড়খণ্ডে বিজেপি যথেষ্ট বেকায়দায়। আদিবাসী ভোটাররা গেরুয়া শাসক দলের উপর কতটা রুষ্ট তা তাঁরা বুঝিয়ে দিয়েছেন সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে। উনিশের বিধানসভা ভোটে জিতে হেমন্ত মুখ্যমন্ত্রী হন। সেবার জেএমএম মোদি-শাহের পার্টিকে রুখেছিল কংগ্রেস ও আরজেডির সঙ্গে জোট গড়ে। বাড়া ভাতে ফেলা ছাই সরাতে পাঁচবছর যাবৎ বিজেপি কম ফিকির করেনি। এমনকী আর্থিক কেলেঙ্কারির দায় চাপিয়ে গুরুজির ছেলেকে অ্যারেস্ট করিয়েও রাঁচির দখল তাদের অধরা রয়ে গিয়েছে। উল্টে লোকসভা ভোটের রেজাল্ট দিয়ে রেখেছে হিতে বিপরীত কিছু ঘটারই সংকেত! এছাড়া মহারাষ্ট্রের কুর্সি নিয়ে গত পাঁচবছরে বিজেপি যে কুনাট্য মঞ্চস্থ করেছে, তার দৃষ্টান্ত ভারতের রাজনৈতিক ইতিহাস প্রত্যক্ষ করেছে কমই। বিশেষত বিজেপির চালেই সেখানে শিবসেনা এবং এনসিপির মতো দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের ছত্রখান অবস্থা! এজন্য অংশত ফুঁসছে মারাঠা স্বাভিমান। ক্ষমতা ফিরে পেতে, প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে মোদি বিঁধতে চেয়েছেন বিভাজনের তিরে: ওবিসি, আদিবাসী এবং দলিত ঐক্য ও দরদের নামে। সব মিলিয়ে জম্মু ও কাশ্মীরে রামধাক্কা খাওয়া বিজেপির মনে এখন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড নিয়ে শতেক প্ল্যান।
বিজেপির রণকৌশল নিয়ে সাধারণভাবে আপত্তির কিছু নেই। আপত্তি শুধু সেখানেই, যেখানে কেন্দ্রীয় শাসক বা অন্যকোনও রাজনৈতিক শক্তিকে পরোক্ষে বাড়তি ও অন্যায় সুবিধা পাইয়ে দেওয়া হয়। এমনটা হলে যুগপৎ অর্থ ও গুরুত্ব হারায় নির্বাচন। নষ্ট হয় জাতীয় নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের পবিত্রতা। বৃহত্তম গণতন্ত্রের গুণমান নিয়ে বিরূপ প্রশ্ন বরাবরের। ভারতকে ‘ইলেক্টোরাল অটোক্রেসি’র ঊর্ধ্বে ওঠার পক্ষেই সওয়াল করে গণতান্ত্রিক দুনিয়া। তাই সদাসতর্ক পদক্ষেপই কাম্য, সেখানে কমিশনের ভূমিকায় সামান্য ত্রুটিও ভারতের গণতন্ত্রকে এগিয়ে দেওয়ার বদলে পিছিয়েই দেবে। বিষয়টি মাথায় রেখেই অবিলম্বে পদক্ষেপ করতে হবে কমিশনকে, যাতে এই নির্বাচনও সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং সুষ্ঠভাবে সম্পন্ন হতে পারে।
11th  November, 2024
নির্ণায়ক যখন নারী

নরেন্দ্র মোদি, অমিত শাহদের পার্টি শুধু ভাঙেনি, মচকেছেও। অন্যভাবে বলতে গেলে, ঘোমটা শুধু সরায়নি, নেচেছেও এবং জনসমক্ষে। তাদের নীতি বদলের শুরু মধ্যপ্রদেশ থেকে। সদ্যসমাপ্ত মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে দেখা গেল, তারা বদলে ফেলা নীতি আঁকড়ে ধরেছে আরও মরিয়া হয়ে।
বিশদ

লাল ‘দাগ’

যা  ভাবা গিয়েছিল, তাই হয়েছে। ছ’য়ে ছক্কা। বাংলায় ঝড়ের রং ফের ‘সবুজ’। লোকসভা ভোটের পর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের মতো এবারেও নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখল তৃণমূল এবং তা অনেকটা ভোট বাড়িয়ে। বিশদ

24th  November, 2024
অন্ধ হলে কি...

‘জাস্টিস ফর ইন্ডিজেনাশ পিপ্‌ল।’ দেড় বছর ধরে হিংসাদীর্ণ মণিপুরে এবার ন্যায়বিচারের দাবি উঠল। চলতি মাসেই অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর, আইটিএলএফ-সহ কুকি-জো জনজাতিদের কয়েকটি সংগঠনের হাজার হাজার মানুষ কালো পোশাক ও কালো কাপড়ের মাস্কে মুখ ঢেকে এই ছোট্ট পাহাড়ি রাজ্যে ‘জাস্টিসের’ দাবিতে পথে নেমেছিলেন। বিশদ

23rd  November, 2024
পাকাবাড়ির কাঁচা প্রকল্প

পৃথিবীর মধ্যে সর্বাধিক জনসংখ্যার দেশই শুধু নয়, সবচেয়ে বেশি গৃহহীন মানুষও এই ভারতে বাস করে। কী গ্রীষ্ম, কী বর্ষা বা শীত তাদের মাথা গোঁজার ঠাঁই জোটে না। স্বাধীনতালাভের মাহাত্ম্য কি এটাই? তাও সাতাত্তর বছর আগে! স্বাধীনতার শতবর্ষ উদযাপনের তোড়জোড় নিশ্চয় শুরু হয়ে গিয়েছে। বিশদ

22nd  November, 2024
ভূরি ভূরি ভুয়ো

জনসেবা মাল্টিস্পেশালিটি হসপিটাল। ধুমধামসহকারে রবিবার উদ্বোধন হয়েছিল এমনই গালভরা নামের একটি বেসরকারি সংস্থার। স্পেশালই বটে, তাও আবার মাল্টি! কিন্তু এত গুণপনা কীসে কীসে? আপাতত যা খবর, হাসপাতাল নামে ‘আবির্ভূত’ প্রতিষ্ঠানটির যাবতীয় স্পেশালিটি স্বীকৃত স্বাস্থ্য পরিষেবা বাদেই। বিশদ

21st  November, 2024
উপেক্ষা অথবা গলাবাজি

বেঁচে থাকার জন্য প্রথম দরকার খাদ্য। বিপুল জনসংখ্যা সত্ত্বেও, সুজলা সুফলা কৃষিপ্রধান ভারতবর্ষে খাদ্যের অভাব হওয়ার কথা নয়। কিন্তু এই সমাজ ক্রমবর্ধমান বৈষম্যে দীর্ণ। তাই হাড়ভাঙা খাটুনির পরও দুর্বল মানুষগুলির ঘরে খিদের অন্ন সবসময় বাড়ন্ত। একটি কল্যাণকামী রাষ্ট্রের প্রধান কর্তব্য হল নাগরিকের ক্ষুধার নিবৃত্তি। বিশদ

20th  November, 2024
ডিজিটালের ফাঁদ!

‘ডিজিটাল অ্যারেস্ট’। সাইবার প্রতারণার এক নতুন অস্ত্র। সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পুলিস ও তদন্তকারী আধিকারিকদের কপালে। বিশদ

19th  November, 2024
অস্বস্তির ধারাবাহিকতা

২০ মার্চ, ২০২৩। মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন প্রকাশ করেছিল ২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস। তাতে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বস্তুত ভারতের মোদি সরকারকে তুলোধোনাই করা হয়। বেআইনিভাবে ও নির্বিচারে হত্যা, সংবাদ মাধ্যমের স্বাধীনতাহরণ, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং ধর্মীয় ও জাতিগত হিংসাবৃদ্ধির মতো গুরুতর অভিযোগগুলিই ছিল প্রধান।
বিশদ

18th  November, 2024
চিরস্থায়ী বন্দোবস্তের কৌশল

লক্ষ্য স্থির। দলীয় এজেন্ডা মেনে ইতিমধ্যে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় তৈরি হয়েছে রামমন্দির। ঘোষণা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধির। চেষ্টায় আছে ‘এক দেশ এক নির্বাচন’ নীতি কার্যকর করার।
বিশদ

17th  November, 2024
বেতন ব্যবস্থা চালু হবে?

যত গুড়, তত মিষ্টি। প্রচলিত এই কথাটা একটু পাল্টে অনায়াসে বলা যায়, যত যাত্রী, তত কমিশন। বেসরকারি বাসের ড্রাইভার কনডাক্টরের জন্য ‘কুখ্যাত’ সেই কমিশন প্রথা উঠে গিয়ে এবার কি বেতন ব্যবস্থা চালু হবে?
বিশদ

16th  November, 2024
ভর্ৎসিত বুলডোজ বাবাজিগণ

এতদিন জানা ছিল যে নরেন্দ্র মোদি চমকের মাস্টারপিস। জাতীয় রাজনীতিতে তাঁর পদার্পণ থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নানা সময়ে তাঁর কিছু পদক্ষেপ, দেশবাসী তো বটেই বিশ্ববাসীকে চমকে দিয়েছে। বিশদ

15th  November, 2024
তরুণের স্বপ্নভঙ্গের চেষ্টা

মোদি সরকার চালু করেছে গালভরা জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০। আবার একইসঙ্গে শিক্ষাখাতে এই সরকারের বরাদ্দের পরিমাণ হতাশাজনক—জিডিপির ৩ শতাংশেরও কম! জাতীয় শিক্ষা দিবস উপলক্ষ্যে গত সোমবার লখনউতে আয়োজিত এক ন্যাশনাল সিম্পোজিয়াম থেকে এই বিষয়ে খেদ প্রকাশ করা হয়। বিশদ

14th  November, 2024
নির্ভয়ে সবার ভোট

কেরল, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে উপ নির্বাচনের নির্ঘণ্ট বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন। আজকের বদলে ওই তিন রাজ্যে উপ নির্বাচনের ভোট নেওয়া হবে আগামী ২০ তারিখ। সংশ্লিষ্ট রাজ্যগুলির মোট ১৪টি আসনের ভোট একসপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। বিশদ

13th  November, 2024
হাতের পুতুল, নাকি ঠুঁটো!

কোনও রাজ্যে পুলিস যা পারে না, সিবিআই-ইডি তা অনায়াসে করে দেখায়। একটা সময়ে এই দুই তদন্তকারী সংস্থা সম্পর্কে এমনই ‘মিথ’ ছিল। এক যুগ আগেও এই দুই সংস্থার উপর অগাধ আস্থা-ভরসার কথা শোনা যেত রাজনৈতিক দল থেকে আদালতের মুখে।
বিশদ

12th  November, 2024
এ যেন ‘তালিবানি’ পরামর্শ!

রাস্তাঘাট থেকে কর্মক্ষেত্রে অসৎ উদ্দেশ্য নিয়ে পুরুষের একাংশের ‘খারাপ স্পর্শ’ সমাজে এক গভীর অসুখ তৈরি করেছে। এর থেকে বাঁচতে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। ‘ভালো স্পর্শ’, ‘খারাপ স্পর্শ’ সম্পর্কে সচেতন করার পাঠ শৈশব থেকেই শেখানো দরকার। বিশদ

10th  November, 2024
দ্বিচারিতা

আগেই নাম উঠেছে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের। এবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ডাবল ইঞ্জিনের আরেক রাজ্য অসমের বিরুদ্ধে। কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য গোটা দেশে পিএম কিষান সম্মাননিধি প্রকল্প চালু রয়েছে। বিশদ

09th  November, 2024
একনজরে
বাংলাদেশে নির্বাচন কি আসন্ন? কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের দাবি তুলে আসছে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল। এরইমধ্যে  রবিবার আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বাংলাদেশের নব গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতিতে এদিন শপথবাক্য পাঠ করেন মুখ্য নির্বাচন কমিশনার ...

ধোঁকা দিল গুগল ম্যাপ! মৃত্যুর পথে ঠেলে দিল একটি গাড়ির তিন আরোহীকে! শনিবার রাতের এমন ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বেরিলিতে। নির্মীয়মাণ সেতু থেকে রামগঙ্গা নদীতে পড়ে গেল গাড়ি। ফলে মৃত্যু হয়েছে গাড়ির তিন যাত্রীরই। ...

জেঠতুতো দাদার সঙ্গে বাড়ির সামনে বল নিয়ে খেলছিল শিশুকন্যা। বল কুড়াতে গিয়ে পুকুরের জলে ডুবে দু’ছরের ওই শিশুকন্যার মৃত্যু হল। শনিবার বিকেলে মর্মান্তিক এই ঘটনায় কেতুগ্রামের রসুইয়ে শোকের ছায়া নেমেছে। ...

নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করতে তৎপরতার অভাব নিয়ে দায় ঠেলাঠেলি ইংলিশবাজার পুরসভা এবং মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের। এই চাপানউতোরের মধ্যেই মালদহ জেলায় পরিবেশ দূষণ ও নিকাশি সমস্যা আরও বাড়িয়ে দেদার চলছে পাতলা প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৩: জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন
১৮৮০: ফরাসী বিজ্ঞানী লাভরান কর্তৃক ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার
১৮৯৮: পরিচালক দেবকী কুমার বসুর জন্ম
১৯২৫: বিশিষ্ট মৃৎশিল্পী যদুনাথ পালের মৃত্যু
১৯২৫: বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী নারায়ণ দেবনাথের জন্ম
১৯৩৩: কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৩৪: বিশিষ্ট যাত্রা পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের জন্ম
১৯৫২: পাকিস্তানের রাজনীতিবিদ তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের জন্ম
১৯৬৬: অভিনেত্রী তথা রাজনীতিবিদ রূপা গাঙ্গুলির জন্ম
১৯৭৮: অভিনেত্রী রাখী সাওয়ান্তের জন্ম
১৯৮১: সুরকার রাইচাঁদ বড়ালের মৃত্যু
১৯৮৩: মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জন্ম
২০০৪: রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়
২০১৬: কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী  ফিদেল কাস্ত্রোর মৃত্যু
২০২০: ফুটবলের রাজপুত্র ডিয়েগো মারাদোনার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬৭ টাকা ৮৫.৪১ টাকা
পাউন্ড ১০৪.৫৫ টাকা ১০৮.২৭ টাকা
ইউরো ৮৬.৮৯ টাকা ৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  November, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,২৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৬৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
24th  November, 2024

দিন পঞ্জিকা

৯ অগ্রহায়ণ,১৪৩১, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪। দশমী ৪৭/৩৫ রাত্রি ১/২। উত্তর ফাল্গুনী নক্ষত্র ৪৮/৩০ রাত্রি ১/২৪। সূর্যোদয় ৫/৫৯/৫৫, সূর্যাস্ত ৪/৪৭/২২। অমৃতযোগ দিবা ৭/২৬ ম঩ধ্যে পুনঃ ৮/৫৩ গতে ১১/৩ মধ্যে। রাত্রি ৭/২৬ গতে ১০/৫৭ মধ্যে পুনঃ ২/২৯ গতে ৩/২২ মধ্যে। বারবেলা ৭/২১ গতে ৮/৪২ মধ্যে পুনঃ ২/৫ গতে ৩/২৭ মধ্যে। কালরাত্রি ৯/৪৫ গতে ১১/২৪ মধ্যে। 
৯ অগ্রহায়ণ,১৪৩১, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪। দশমী রাত্রি ১/৫০। উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত্রি ৩/২। সূর্যোদয় ৬/২, সূর্যাস্ত ৪/৪৭। অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে ও ৯/৬ গতে ১১/১২ মধ্যে এবং রাত্রি ৭/৩৫ গতে ১১/৭ মধ্যে ও ২/৪২ গতে ৩/৩৫ মধ্যে। কালবেলা ৭/২৩ গতে ৮/৪৩ মধ্যে ও ২/৬ গতে ৩/২৬ মধ্যে। কালরাত্রি ৯/৪৫ গতে ১১/২৫ মধ্যে। 
২২ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল ২০২৫: শেষ হল মেগা নিলাম, বিক্রি হলেন ১৮২ জন ক্রিকেটার, মোট খরচ হল ৬৩৯ কোটি ১৫ লক্ষ টাকা

01:10:54 AM

নদীয়ার কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে পথদুর্ঘটনায় এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি, পুলিসের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ

10:53:00 PM

আইপিএল ২০২৫-র মেগা নিলাম পর্ব শেষ হল

10:40:00 PM

মোহিত রাথিকে ৩০ লক্ষ টাকায় কিনল আরসিবি

10:39:00 PM

ভিগনেশ পুথুরকে ৩০ লক্ষ টাকায় কিনল মুম্বই

10:38:00 PM

অশোক শর্মাকে ৩০ লক্ষ টাকায় কিনল রাজস্থান

10:38:00 PM