Bartaman Patrika
শিল্প -বাণিজ্য
 

লকডাউনেও বিদেশি
বিনিয়োগে নজির রাজ্যের 

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: করোনা সংক্রমণের কারণে লকডাউনের পথে হেঁটেছে প্রায় গোটা বিশ্ব। আর তার জেরেই মন্দার ধাক্কা বাজারে। ব্যবসা মার খেয়েছে। লগ্নিও হয়নি সেভাবে। কিন্তু এই ঝিমিয়ে পড়া পরিস্থিতি রুখতে পারেনি পশ্চিমবঙ্গের অগ্রগতি। নজিরবিহীনভাবে বিদেশি বিনিয়োগ বেড়েছে রাজ্যে। লকডাউনেই। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে রাজ্যে যে পরিমাণ বিদেশি লগ্নি এসেছে, তা তার আগের ছ’মাসের তুলনায় অনেকটা বেশি। রাজ্য সরকার নয়, পরিসংখ্যান দিয়ে এই তথ্য জানিয়েছে কেন্দ্র নিজেই। যা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে লগ্নির পরিবশে সৃষ্টি থেকে করোনা নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
বাণিজ্য মন্ত্রক জানাচ্ছে, গত এপ্রিল থেকে জুনে এ রাজ্যে ১ হাজার ৯২৭ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। ২০১৯ সালে ওই একই সময়, সেই অঙ্ক ছিল ১ হাজার ১৬৪ কোটি টাকা। গত অক্টোবর থেকে এবছরের মার্চ পর্যন্ত ছ’মাসে বিনিয়োগের অঙ্ক ছিল ১ হাজার ৩৬৩ কোটি টাকা। করোনা যখন বিশ্বের বাজারে থাবা বসায়নি। তখনও এ রাজ্যে বিদেশি বিনিয়োগ আসার পরিমাণ কম ছিল না। লকডাউনে তা আরও উজ্জ্বল হয়েছে। হিসেব বলছে, ২০১৭-’১৮ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ১ হাজার ৪০৯ কোটি টাকার। বছরভর চেষ্টা চালিয়ে সেবার যে বিনিয়োগ এসেছিল, এই আর্থিক বছরের প্রথম তিন মাসেই তাকে টেক্কা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্র বলছে, এই সময়ের নিরিখে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে দেশে ন’নম্বরে রাজ্য। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে মহারাষ্ট্র, কর্ণাটক ও দিল্লি। শিল্পায়ন নিয়ে প্রায়শই বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। বড় বিনিয়োগ না আসার খোঁচা তো রয়েছেই। কিন্তু কর্মসংস্থানের জন্য ছোট ও মাঝারি শিল্পের জুড়ি নেই, তা মানেন সব পক্ষ। রাজ্য সরকারও সেই ছোট শিল্পকে পাখির চোখ করেছে। শিল্পদপ্তরের কর্তারা বলছেন, এরাজ্যে বিদেশি বিনিয়োগ এসেছে সেই ছোট বা মাঝারি শিল্পের হাত ধরেই।
কিন্তু করোনা ও লকডাউনের মধ্যে ওই সাফল্য এল কী করে? শিল্পমহলের বক্তব্য, বিদেশি লগ্নি কখনও রাতারাতি আসে না। তার জন্য জমি তৈরি করতে হয়। যে প্রশাসনের ভাবমূর্তি যত ভালো, শিল্পায়নের নীতি যত আকর্ষণীয়, লগ্নির গা থেকে লাল ফিতের ফাঁস আলগা করার তৎপরতা যত বেশি, বিনিয়োগও সেখানে তত বেশি। বিশ্ব ব্যাঙ্কের উদ্যোগে যে ‘ইজ অব ডুইং বিজনেস’ প্রতিযোগিতা হয়, সেখানে গত কয়েক বছরে দফায় দফায় সামনের সারিতে এসেছে বাংলা। তা-ই বিনিয়োগ টানতে সুবিধা করে দিয়েছে। পাশাপাশি প্রতি বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির থাকেন বিদেশি অতিথিরা। সেখান থেকে সরাসরি শিল্পায়নের বার্তা পৌঁছয় বিশ্বের নানা প্রান্তে। একটা শিল্প সম্মেলনেই কোটি কোটি টাকার লগ্নি চলে আসবে, এ ধারণা সঠিক নয় বলেই দাবি শিল্পমহলের। বারবার সম্মেলন করে শিল্পায়নের বার্তা জিইয়ে রাখাই বড় কথা। লাগাতার প্রচার দীর্ঘমেয়াদে লগ্নির ফসল ঘরে তুলতে সাহায্য করে। এক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। আগামীদিনে তা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে সম্প্রতি করোনা নিয়ে চীন যেভাবে বিশ্বজুড়ে কোণঠাসা, তার সদর্থক প্রভাব ভারতে পড়তে বাধ্য। রাজ্যও তার সুবিধা পাবে, আশা করছে শিল্পমহল। 
07th  October, 2020
 আরতি কটন মিল চালুর দাবিতে বিক্ষোভ

  দাশনগরের আরতি কটন মিল লকডাউনের শুরু থেকেই বন্ধ। ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন লিমিটেডের আওতায় থাকা এই কটন মিলের প্রায় ৪৫০ জন শ্রমিক সেদিন থেকে নিয়মিত বেতন পাচ্ছেন না। বিশদ

20th  October, 2020
 শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের শারদ সুন্দরী প্রতিযোগিতা

 অন্যান্য বছরের মতো এবছরও শারদ সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। এবছর তা অষ্টম বর্ষে পড়তে চলেছে। বিশদ

20th  October, 2020
এখনই লোকাল নয়, জানাল রেলবোর্ড  

দু’শো দিন পেরিয়ে গিয়েছে। হাল্কা জংয়ের দাগ দেখা যাচ্ছে রেললাইনে। দুর্গাপুজোর ঠিক এক সপ্তাহ বাকি। আর কবে চলবে লোকাল ট্রেন? এই প্রশ্ন গোটা বাংলার। চাপ বাড়ছে। রেল কর্তার অবশ্য সাফ জবাব, এখনই নয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবার কাটবে লোকালবিহীন, ইঙ্গিত স্পষ্ট। বৃহস্পতিবার এই প্রসঙ্গে রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব বলেন, ‘রাজ্যে কবে থেকে লোকাল ট্রেন চালানো সম্ভব, তা এখনই বলা যাবে না। কারণ লোকাল চালানোর আগে অনেক কিছু মাথায় রাখতে হবে— যাতে অযথা ভিড় না হয়, মানুষ আরও বেশি অসুস্থ হয়ে না পড়েন।
বিশদ

16th  October, 2020
গাড়ি-বাইকের বিক্রি ছাপিয়ে
গেল গত পুজোর হিসেবকেও 

পুজোর ঠিক মুখে গাড়ি বিক্রি ছাপিয়ে গেল গত বছরের পরিসংখ্যানকে। করোনা মহামারী, দেশজোড়া লকডাউনে এপ্রিল থেকে মুখ থুবড়ে পড়েছিল গাড়ির বিক্রিবাটা। কিন্তু ধীরে ধীরে বদলেছে পরিস্থিতি। এবং লক্ষ করার মতো উজ্জ্বল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের গাড়ির বাজার। দু’চাকা ও তিন চাকা গাড়ির বিক্রি একসঙ্গে অনেকটা লাফ দিয়েছে গত সেপ্টেম্বর মাসে। আর তার উপর ভর করে গতিলাভের স্বপ্ন দেখছে বিধ্বস্ত অর্থনীতিও।
বিশদ

16th  October, 2020
দেশীয় পণ্যের বাজার বাড়াতে লাইসেন্স
প্রথার সরলীকরণের দাবি ব্যবসায়ীদের

 দেশীয় পণ্য উৎপাদন ও বিক্রির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বত্র আওয়াজ উঠেছে, ‘ভোকাল ফর লোকাল’। অর্থাৎ দেশীয় পণ্য কেনার জন্য সরব হতে বলা হচ্ছে। কিন্তু দেশীয় পণ্য বিক্রি বা উৎপাদনের ক্ষেত্রে এখনও বেশ কিছু সমস্যা পোহাতে হয় ব্যবসায়ীদের।
বিশদ

10th  October, 2020
পুজোর মুখে রান্নার
গ্যাসের জোগানে দেরি

পুজোর মুখে রান্নার গ্যাসের জোগান নিয়ে কিছুটা সঙ্কটে পড়েছেন গ্রাহকরা। কলকাতা ও সংলগ্ন এলাকায় গ্যাসের জোগান কিছুটা ঢিমে তালে হচ্ছে। পুজোর সময় ছুটি থাকলে, তার প্রভাব গ্যাসের জোগানের ওপর পড়ে। পাশাপাশি পুজোর জন্য রাস্তাঘাটে যান চলাচল নিয়ন্ত্রিত হওয়ায় ডিলার বা ডিস্ট্রিবিউটরের ঘরে সিলিন্ডার এসে পৌঁছতে সমস্যা হয়। সব মিলিয়ে কিছুটা জট পাকিয়ে যায় জোগান।
বিশদ

10th  October, 2020
পাঁচ হাজারের মধ্যে লগ্নিকারীদের আগে টাকা ফেরাবে ভিবজিওর

পাঁচ হাজার টাকা পর্যন্ত যাঁরা বিনিয়োগ করেছিলেন, তাঁদের প্রাক্তন বিচারপতি এস পি তালুকদার কমিটির তত্ত্বাবধানে পুজোর আগেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে ভিবজিওর।
বিশদ

10th  October, 2020
মাহিন্দ্রার গাড়ি কিনলে করোনা বিমা ফ্রি

বোলেরো পিকআপ রেঞ্জের আওতায় থাকা গাড়িগুলির ক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত বিমার কভারেজ মিলবে বলে জানা গিয়েছে। বিশদ

10th  October, 2020
আন্তর্জাতিক স্বীকৃতির লড়াইয়ে নামল
বাংলার টাঙ্গাইল, কড়িয়াল, গরদ
তিন শাড়ির জিআই পেতে আবেদন রাজ্যের

বাংলার ঐতিহ্যবাহী শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে ফের আসরে নামল রাজ্য সরকার। মসলিনের পর এবার তিনটি শাড়ির জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই আদায়ের জন্য আবেদন করল তারা। তালিকায় রয়েছে টাঙ্গাইল, কড়িয়াল ও গরদ। পাশাপাশি শান্তিপুরের শাড়ির লোগোর জন্যও আবেদন করা হয়েছে। তবে মসলিনের জিআই আবেদন এখনও বিবেচনাধীন। এখন সব ক’টি শাড়ির স্বীকৃতি পাওয়ার অপেক্ষায়।
বিশদ

09th  October, 2020
পর্যটন শিল্প বাঁচাতে
আয়করে ছাড়ের দাবি 

 করোনা সংক্রমণের কারণে যে শিল্পগুলির অবস্থা সবচেয়ে শোচনীয়, তার মধ্যে অন্যতম পর্যটন। দেশে আনলক প্রক্রিয়া অনেকদিন আগে শুরু হলেও, এখনও সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। শুধু শিল্পের আর্থিক ক্ষতিই নয়, পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের রুটিরুজিতেও টান পড়েছে। ধাক্কা কাটিয়ে উঠতে সরকারের কাছে ত্রাণ চেয়েছিল শিল্পমহল। আবারও সরকারকে পদক্ষেপ করতে অনুরোধ করছে। বিশদ

09th  October, 2020
ফের শুরু হচ্ছে আমাজনের
দি গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শুরু হচ্ছে আমাজনের দি গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। আগামী ১৭ অক্টোবর থেকে এই কেনাকাটার উৎসব শুরু হলেও, আমাজনের প্রাইম মেম্বাররা তার ২৪ ঘণ্টা আগে থেকে, অর্থাৎ ১৬ অক্টোবর থেকে কেনাকাটার সুযোগ পাবেন।   বিশদ

08th  October, 2020
অগ্নিমূল্য শোলা, প্রতিমা সজ্জায়
জরির রমরমা কুমোরটুলিতে

দাম বাড়ায় শোলার পরিবর্তে এবার কুমোরটুলিতে দুর্গা প্রতিমার সাজসজ্জায় বেড়েছে জরির অলঙ্কারের কাজ। পটুয়াপাড়ার মৃৎশিল্পীদের বক্তব্য, যত দিন যাচ্ছে, শোলার দাম হু হু করে বাড়ছে। সুন্দরবন-সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যাঁরা কুমোরটুলিতে শিল্পীদের শোলা সরবরাহ করতেন, দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় তাঁদের বেশিরভাগই আসতে পারছেন না। এখন প্রতিমাসজ্জার বিকল্প উপায় হিসেবে জরির কাজের জনপ্রিয়তা বেড়েছে। বিশদ

06th  October, 2020
পদ্মচাষে ঘাটতি, পুজোর বাজারে দাম বৃদ্ধির শঙ্কা 

 দুর্গাপুজোয় নানা উপাচারের মধ্যে লাগে পদ্মফুল। সন্ধিপুজোয় পদ্মফুলের ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু এবার লকডাউনে পরিচর্যার অভাবে পদ্মের ফলন তেমন হয়নি। বিশদ

06th  October, 2020
পুজোর আগেই খুলছে রেল স্টেশনের ফুড প্লাজা,
জন আহার স্টল, পাওয়া যাবে রান্না করা খাবারও

পুজোর মুখে ব্যাপক আকারে খুলছে রেল স্টেশনের ফুড প্লাজা, জন আহার স্টল। পাওয়া যাবে রান্না করা খাবারও। তবে বসে খাওয়ার কোনও ব্যবস্থা এখনই করা হচ্ছে না। অর্ডার দেওয়ার পর রান্না করা খাবার প্যাকেটে করে নিয়ে যেতে হবে। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রেল স্টেশনের সমস্ত ফুড প্লাজা, ফাস্ট ফুড ইউনিট, রিফ্রেশমেন্ট রুম এবং সেল কিচেনগুলিতে রান্না করা খাবার বিক্রির অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক।
বিশদ

04th  October, 2020

Pages: 12345

একনজরে
বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পেয়ে আর হারাতে নারাজ একসময়ের বামদুর্গ বর্ধমান উত্তর বিধানসভার বঞ্চিত মানুষজন। ...

একাকী বৃদ্ধা শুয়ে হাসপাতালে। চিকিৎসা খরচ কীভাবে মেটাবেন, তা ভেবেই ঘুম উড়েছিল তাঁর। সাহায্যে এগিয়ে এল মহেশতলা পুরসভা। জেলার স্বাস্থ্যসাথী সেলে ফোন করার একদিনের মাথায় ...

‘হোয়াইট হাউসে আমার ও ডোনাল্ডের সময় এবার হয়ে এসেছে। তবে যতদিন এখানে কাটিয়েছি এবং যে যে মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, তাঁদের ভালোবাসা আমাদের হৃদয়ে থাকবে।’ ...

অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয়বার টেস্ট সিরিজ জয়ের পর ভারতীয় দলকে কুর্নিশ জানালেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের বিভিন্ন দিক থেকে শুভ যোগাযোগ ঘটবে। হঠাৎ প্রেমে পড়তে পারেন। কর্মে উন্নতির যোগ। মাঝেমধ্যে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: হিন্দু কলেজের (বর্তমান প্রেসিডেন্সি কলেজ) যাত্রা শুরু
১৮৯২ - আমেরিকার স্প্রিং ফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা হয়
১৯৩৪ - আলোকচিত্র এবং ইলেকট্রনিকস্ কোম্পানী হিসেবে ফুজিফিল্ম কোম্পানীর যাত্রা শুরু
১৯৭২: নতুন রাজ্য হল অরুণাচল প্রদেশ ও মেঘালয়
১৯৮৪ - বিশ্বের সেরা সাঁতারু ও টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলারের মৃত্যু
১৯৯৩: মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নের মৃত্যু
১৯৯৫ - তাজমহলকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষাকল্পে ৮৪ টি শিল্প কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৩৬ টাকা ৭৪.০৭ টাকা
পাউন্ড ৯৭.৯০ টাকা ১০১.৩৩ টাকা
ইউরো ৮৬.৯৮ টাকা ৯০.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,৮২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,২৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ মাঘ ১৪২৭, বুধবার, ২০ জানুয়ারি ২০২১, সপ্তমী ১৭/১২ দিবা ১/১৬। রেবতী নক্ষত্র ১৫/৩৪ দিবা ১২/৩৬। সূর্যোদয় ৬/২২/৫১, সূর্যাস্ত ৫/১২/৩০। অমৃতযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ১০/০ গতে ১১/২৬ মধ্যে পুনঃ ৩/২ গতে ৪/২৮ মধ্যে। রাত্রি ৬/৫ গতে ৮/৪৩ মধ্যে পুনঃ ২/০ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৩৬ গতে ৩/২ মধ্যে। রাত্রি ৮/৪৩ গতে ১০/২৯ মধ্যে। বারবেলা ৯/৫ গতে ১০/২৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ১/৮ মধ্যে। কালরাত্রি ৩/৬ গতে ৪/৪৪ মধ্যে। 
৬ মাঘ ১৪২৭, বুধবার, ২০ জানুয়ারি ২০২১, সপ্তমী দিবা ১/৪০। রেবতী নক্ষত্র দিবা ১/৩০। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/১১। অমৃতযোগ দিবা ৭/৪৭ মধ্যে ও ১০/০ গতে ১১/২৯ মধ্যে ও ৩/১০ গতে ৪/৩৯ মধ্যে এবং রাত্রি ৬/১৫ গতে ৮/৫০ মধ্যে ও ২/০ গতে ৬/২৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/১০ মধ্যে এবং রাত্রি ৮/৫০ গতে ১০/৩৩ মধ্যে। কালবেলা ৯/৭ গতে ১০/২৮ মধ্যে ও ১১/৪৯ গতে ১/৯ মধ্যে। কালরাত্রি ৩/৭ গতে ৪/৪৭ মধ্যে। 
৬ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শপথ নিলেন বাইডেন ও কমলা
 

৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। পাশাপাশি ...বিশদ

10:29:36 PM

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা 

10:22:12 PM

বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক রাজ্যের
আজ বিকেল সাড়ে পাঁচটায় বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক রাজ্যের ...বিশদ

04:11:18 PM

আজ মালদিভে পৌঁছলো ভারত সরকার প্রদত্ত করোনার ভ্যাকসিন

03:55:00 PM

আজ ভুটানে পৌঁছলো ভারতের প্রদত্ত করোনার ভ্যাকসিন

03:52:00 PM

বিজেপি-তে যোগ দিতে শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য আজ দিল্লিতে

03:44:10 PM