Bartaman Patrika
খেলা
 

দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় ভারতের
ভরসা এখন রাহানে-হনুমা

ভারত ১৬৫ ও ১৪৪/৪
নিউজিল্যান্ড ৩৪৮

ওয়েলিংটন, ২৩ ফেব্রুয়ারি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার পরাজয়ের রক্তচক্ষু দেখছে ভারত। বড় কোনও অঘটন না ঘটলে বেসিন রিজার্ভে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে কিউয়িদের এগিয়ে যাওয়াটা শুধু মাত্র সময়ের অপেক্ষা।
ভারতের ব্যাটিং ব্যর্থতার ছবিটা দ্বিতীয় ইনিংসেও বদলাল না। প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে থেকে ফের ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ‘টিম ইন্ডিয়া’র স্কোর ৪ উইকেটে ১৪৪। সাজঘরে ফিরে গিয়েছেন পৃথ্বী সাউ (১৪), চেতেশ্বর পূজারা (১১) ও ক্যাপ্টেন বিরাট কোহলি (১৯)। ট্রেন্ট বোল্টদের সামনে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল (৫৮)। কিন্তু জমে গিয়েও ইনিংসকে আরও লম্বা করতে ব্যর্থ তিনি। কিউয়ি বোলারদের মধ্যে বোল্ট একাই তিনটি উইকেট নিয়েছেন।
হার বাঁচানোর দায়িত্ব এখন অজিঙ্কা রাহানে ও হনুমা বিহারির কাঁধে। রাহানে ২৫ ও হনুমা ১৫ রানে ক্রিজে আছেন। ভারত এখনও পিছিয়ে রয়েছে ৩৯ রানে। সোমবার ম্যাচের চতুর্থ দিন। রাহানে-হনুমা জুটি অবিশ্বাস্য ইনিংস না খেলতে পারলে ‘টিম ইন্ডিয়া’র পক্ষে এই ম্যাচ বাঁচানো কঠিন।
ভারতের এই হতশ্রী পারফরম্যান্সের জন্য ক্যাপ্টেন কোহলি অনেকটাই দায়ী। একদিনের সিরিজে তিনটি ম্যাচে মাত্র ৭৫ রান করেছিলেন তিনি। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২ রান করে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। দ্বিতীয় ইনিংসেও ছবিটা খুব একটা বদলাল না। শুরু থেকেই ঝুঁকিপূর্ণ শট খেলছিলেন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত ট্রেন্ট বোল্টের বাউন্সারে পুল করতে গিয়ে তিনি কট বিহাইন্ড হন ১৯ রানে। ব্যাট হাতে রানের খরা বিরাটের নেতৃত্বেও প্রভাব ফেলেছে। রিভিউ নেওয়ার ক্ষেত্রে তিনি মুন্সিয়ানার পরিচয় দিতে পারছেন না। নিউজিল্যান্ডের মাটিতে বিরাটের এই অফ ফর্ম মনে করিয়ে দিচ্ছে তাঁর ২০১৪ সালে ইংল্যান্ড সফরের কথা।
আসলে, তারকা ক্রিকেটাররা যখন ফর্মে থাকেন না, তখন এমনই অবস্থা হয় দলের। তারকা পেসার যশপ্রীত বুমরাহ নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তার উপর রোহিত শর্মার চোট ভারতীয় ব্যাটিংকে যথেষ্ট দুর্বল করেছে। খেলায় হার-জিত থাকে। কিন্তু এক নম্বর টেস্ট দল হয়েও কোহলি বাহিনী যেভাবে দাঁড়িয়ে আত্মসমর্পণ করছে, তা মোটেও কাঙ্খিত নয়। ওপেনার পৃথ্বী সাউ দুই ইনিংসেই ব্যর্থ। এদিন তিনি আউট হন ১৪ রানে। চেতেশ্বর পূজারা মূলত টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান। প্রতিকূল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় শক্তিশালী ডিফেন্সকে হাতিয়ার করে তিনি ধীরে ধীরে রানের মিনার খাড়া করতে সিদ্ধহস্ত। কিন্তু নিউজিল্যান্ড সফরে পূজারাকেও ছন্দে পাওয়া যাচ্ছে না। যা ভারতের কাছে অশনিসংকেতই বটে। দ্বিতীয় ইনিংসে জাজমেন্ট দিতে গিয়ে বোল্টের বলে তিনি বোল্ড হন ১১ রানে। বিপর্যয়ের মুখে কিছুক্ষণ মাথা তুলে দাঁড়িয়েছিলেন মায়াঙ্ক। ৭৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। কিন্তু সেই ইনিংস আর দীর্ঘায়িত করতে পারেননি ভারতীয় ওপেনারটি। টিম সাউদির লেগ স্টাম্পের বলে অহেতুক ফ্লিক করতে গিয়ে কট বিহাইন্ড হন মায়াঙ্ক। ক্যাপ্টেন কোহলির পরামর্শে রিভিউ নেন তিনি। বল আদৌ ব্যাটে লেগেছিল কিনা, তা হটস্পট পদ্ধতিতে বোঝা যায়নি। স্নিকো মিটারে সামান্য চিহ্ন ধরা পড়ে। তবে সেটা বল ব্যাটে লাগার কারণে না ব্যাট মাটিতে স্পর্শের ফলে, তা বোঝা যায়নি। শেষ পর্যন্ত আম্পায়ার আলিম দারের সিদ্ধান্তই অপরিবর্তিত থাকে। ৯৯ বলে ৫৮ রান করে বিতর্কিত আউটে সাজঘরে ফেরেন মায়াঙ্ক। একটা সময় ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ১১৩। সেই পরিস্থিতিতে অজিঙ্কা রাহানে ও হনুমা বিহারি কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন কিউয়ি বোলারদের সামনে। তাঁরা এখনও অবধি যোগ করেছেন ৩১ রান। ভারতের পক্ষে এই ম্যাচ জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ড্র করতে হলে রাহানে, হনুমার পাশাপাশি টেল এন্ডারদেরও দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে।
দিনের শুরুটা অবশ্যই বেশ ভালোই করেছিল ভারত। প্রথম বলেই ওয়াটলিংকে (১৪) আউট করেন বুমরাহ। দু’ওভার পরেই সাউদিকে (৬) ফেরান ইশান্ত। ২২৫ রানে ৭ উইকেট পড়ে যাওয়ায় মনে হয়েছিল নিউজিল্যান্ড খুব বেশি রানের লিড নিতে পারবে না। কিন্তু অষ্টম উইকেটে কলিন ডি’গ্র্যান্ডহোম ও কাইল জেমিসন ৭১ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে কোহলির সব হিসেব বদলে দেন। ৪৫ বলে ৪৪ রান করে আউট হন জেমিসন। চারটি ছক্কাও হাঁকান তিনি। গ্র্যান্ডহোম মাঠ ছাড়েন ৪৩ রানে। দু’টি উইকেটই নেন অশ্বিন। কিন্তু ট্রেন্ট বোল্ট ২৪ বলে পাঁচটি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করে ভারতীয় বোলারদের বেআব্রু করে দেন। ভারতীয় বোলারদের মধ্যে ইশান্ত একাই নিলেন পাঁচটি উইকেট। 

ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনের স্কোর
প্রথম ইনিংসে ভারত ১৬৫। নিউজিল্যান্ড (৫ উইকেটে ২১৬ থেকে) ওয়াটলিং ক পন্থ বো বুমরা ১৪,গ্র্যান্ডহোম ক পন্থ বো অশ্বিন ৪৩, সাউদি ক সামি বো ইশান্ত ৬, জেমিসন ক হনুমা বো অশ্বিন ৪৪, প্যাটেল অপরাজিত ৪, বোল্ট ক পন্থ বো ইশান্ত ৩৮ অতিরিক্ত ৮, মোট ১০০.২ ওভারে ৩৪৮। উইকেট পতন: ২১৬-৬, ২২৫-৭, ২৯৬-৮, ৩১০-৯, ৩৪৮-১০। বোলিং: বুমরাহ ২৬-৫-৮৮-১, ইশান্ত ২২.২-৬-৬৮-৫, সামি ২৩-২-৯১-১, অশ্বিন ২৯-১-৯৯-৩।
দ্বিতীয় ইনিংসে ভারত: পৃথ্বী ক লাথাম বো বোল্ট ১৪, মায়াঙ্ক ক ওয়াটলিং বো সাউদি ৫৮, পূজারা বো বোল্ট ১১, কোহলি ক ওয়াটলিং বো বোল্ট ১৯, রাহানে ব্যাটিং ২৫, হনুমা ব্যাটিং ১৫, অতিরিক্ত ২, মোট ৬৫ ওভারে ৪ উইকেটে ১৪৪। উইকেট পতন: ২৭-১, ৭৮-২, ৯৬-৩, ১১৩-৪। বোলিং: সাউদি ১৫-৫-৪১-১, বোল্ট ১৬-৬-২৭-৩, গ্র্যান্ডহোম ১৪-৫-২৫-০, জেমিসন ১৭-৭-৩৩-০, প্যাটেল ৩-০-১৮-০।

24th  February, 2020
চার্চিল ম্যাচেই ফোকাস ইস্ট বেঙ্গলের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবনমনের আশঙ্কা কাটিয়ে ইস্ট বেঙ্গল আই লিগ টেবলে চার নম্বরে উঠে এসেছে। টানা দু’টি অ্যাওয়ে ম্যাচ জিতেছে লাল-হলুদ ব্রিগেড। এখন তাদের পয়েন্ট ১৩ ম্যাচে ১৮। হঠাৎ করে মারিও রিভেরার প্রশিক্ষণাধীন দল স্বপ্ন দেখছে লিগের দু’নম্বর স্থানে শেষ করার ব্যাপারে। 
বিশদ

25th  February, 2020
করোনা আতঙ্কে কে-লিগ স্থগিত 

সিওল, ২৪ ফেব্রুয়ারি: করোনা ভাইরাস আতঙ্কে স্থগিত রাখা হল দক্ষিণ কোরিয়ার ফুটবল লিগ (কে লিগ)। মরশুম শুরু হওয়ার আগে এই ধাক্কায় কিছুটা হলেও বেসামাল সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশন। এই সপ্তাহের শেষে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। ১২ দলের এই প্রতিযোগিতায় শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল জিওনবাক হুন্ডাই মোটরস।  বিশদ

25th  February, 2020
কিট ক্যাম্পাসে বিরাট আয়োজন 

ভুবনেশ্বর, ২৪ ফেব্রুয়ারি: খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস আয়োজনের দায়িত্ব নিয়েছে ভুবনেশ্বরের কেআইআইটি (কিট) বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের বৃহৎ ক্যাম্পাস দেশীয় ক্রীড়ায় একপ্রকার সম্পদ। সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রতিযোগিতার বর্ণময় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  
বিশদ

25th  February, 2020
রিয়াল কাশ্মীরের জয় 

শ্রীনগর, ২৪ ফেব্রুয়ারি: টানা দুটি ম্যাচে হারের পর আই লিগে ঘুরে দাঁড়াল রিয়াল কাশ্মীর। সোমবার ঘরের মাঠে রিয়াল কাশ্মীর ১-০ গোলে হারাল ইন্ডিয়ান অ্যারোজকে। এদিন ম্যাচের ৭০ মিনিটে রিয়াল কাশ্মীরের হয়ে জয়সূচক গোল করেন আইভরি কোস্টের মিডফিল্ডার বাজি আর্মান্ড।  বিশদ

25th  February, 2020
পরিবেশের ভারসাম্য রাখতে এসবিআই গ্রিন ম্যারাথন 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং সেইসঙ্গে আগামী প্রজন্মকে এক সবুজ ও সতেজ পরিবেশ উপহার দেওয়া, সেই লক্ষ্য নিয়ে রবিবার শহরের বুকে ‘এসবিআই গ্রিন ম্যারাথন’এর আয়োজন করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।  
বিশদ

24th  February, 2020
পাহাড়ে মূল্যবান জয় ইস্ট বেঙ্গলের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আই লিগ টেবলে ছয় থেকে চার নম্বরে উঠে এল ইস্ট বেঙ্গল। রবিবার ইম্ফলের মাঠে ট্রাউ এফসি’কে ৪-২ গোলে হারিয়ে লিগে টানা দুটি অ্যাওয়ে ম্যাচ জয় পেল মারিও রিভেরার দল। এক গোলে পিছিয়ে থেকেও চার গোল দিয়ে এই মূল্যবান জয় লাল-হলুদ শিবিরে স্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট। 
বিশদ

24th  February, 2020
শ্রীবৎস-শাহবাজদের দাপট
কার্যত সেমিতে বাংলা 

কটক, ২৩ ফেব্রুয়ারি: দুই মরশুম পর ফের রনজি ট্রফির সেমি-ফাইনালে ওঠা বাংলার কাছে এখন শুধু সময়ের অপেক্ষা। অভিষেক রামন, শ্রীবৎস গোস্বামী, শাহবাজ আহমেদদের ব্যাটে ভর করে ওড়িশার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে জাঁকিয়ে বসেছে বঙ্গ ব্রিগেড। চতুর্থ দিনের শেষে অরুণ লালের ছেলেরা ৪৪৩ রানে এগিয়ে।   বিশদ

24th  February, 2020
রিয়ালের হার, চোট পেলেন ইডেন হ্যাজার্ড 

মাদ্রিদ, ২৩ ফেব্রুয়ারি: লা লিগার অ্যাওয়ে ম্যাচে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। শনিবার লেভান্তের কাছে ১-০ গোলে পরাস্ত হল জিনেদিন জিদানের দল। যার ফলে লা লিগার পয়েন্ট টেবলে দ্বিতীয়স্থানে নেমে গেলে রিয়াল। তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।   বিশদ

24th  February, 2020
হাজারতম ম্যাচে নজির রোনাল্ডোর 

রোম, ২৩ ফেব্রুয়ারি: পেশাদার ফুটবলে হাজার ম্যাচ খেলার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিরি এ’র অ্যাওয়ে ম্যাচে স্পালের বিরুদ্ধে ২-১ গোলে জয় তুলে নিল জুভেন্তাস। এই ম্যাচটাই ১৮ বছরের কেরিয়ারে হাজারতম ম্যাচ পর্তুগিজ তারকার। একই সঙ্গে ম্যাচে গোল করে তা স্মরণীয় করে রাখলেন সিআর সেভেন। 
বিশদ

24th  February, 2020
আজ বাংলাদেশের মুখোমুখি ভারতের মেয়েরা 

পারথ, ২৩ ফেব্রুয়ারি: মেয়েদের টি-২০ বিশ্বকাপে সোমবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছেন হরমনপ্রীত কাউররা। সেই ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রাখতে চান তাঁরা। বাংলাদেশের থেকে সবদিক থেকেই অনেকটা এগিয়ে ভারতীয় মেয়েরা। 
বিশদ

24th  February, 2020
কঠিন অবস্থাতেও আশা ছাড়ছেন না অশ্বিন 

ওয়েলিংটন, ২৩ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে ভারত রীতিমতো কোণঠাসা, তা অকপটে স্বীকার করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনারটি জানিয়েছেন, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হলে চতুর্থ দিন উইকেট কামড়ে পড়ে থাকতে হবে ব্যাটসম্যানদের। 
বিশদ

24th  February, 2020
শিল্ডে অনিশ্চিত মোহন বাগান 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় সাত বছর পর সিনিয়র ফুটবলারদের নিয়ে হচ্ছে আইএফএ শিল্ড। কিন্তু আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার মুখে দাঁড়িয়ে থাকা মোহন বাগান সম্ভবত শিল্ডে খেলবে না। আট দলকে নিয়ে শিল্ড হবে ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল। টুর্নামেন্টে খেলার জন্য তিন প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে আইএফএ। 
বিশদ

24th  February, 2020
আইএসএল ফাইনাল গোয়ায় 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ১৪ মার্চ গোয়ায় হবে। রবিবার এক প্রেস বিবৃতিতে এই কথা জানিয়েছেন প্রতিযোগিতার পরিচালন সমিতি এফএসডিএলের চেয়ারপার্সন নীতা আম্বানি। তিনি জানিয়েছেন, ‘এবারের প্রতিযোগিতায় গোয়ায় প্রতিটি ম্যাচে ভালো দর্শক সমাগম হয়েছে।  বিশদ

24th  February, 2020
করোনা আতঙ্কে স্থগিত ম্যাচ 

রোম, ২৩ ফেব্রুয়ারি: করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইতালির শীর্ষ লিগ সিরি-এ’র তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে স্বয়ং শনিবার সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরার পরামর্শে ভেনেতো ও লোমবারদিতে রবিবারের সব ক্রীড়া ইভেন্ট বাতিল হয়ে যায়।   বিশদ

24th  February, 2020

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া শহরের স্টেডিয়াম মাঠ সংস্কারের কাজ শুরু করছে পুরসভা। বেহাল স্টেডিয়াম মাঠ সংস্কারের নির্দেশ দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। ঐতিহ্যবাহী মাঠের চেহারা ফেরানোর উদ্যোগ নেওয়ায় খুশি ক্রীড়ামহল। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় মাঠটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।   ...

সংবাদদাতা, দিনহাটা: দিনহাটার পুরসভা এলাকায় লোকসভা ভোটে ভালো ফল করেছিল বিজেপি। পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে একটি বাদ দিয়ে বাকি সমস্ত ওয়ার্ডেই শাসক দল তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি।  ...

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি (পিটিআই): ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলায় বৃহস্পতিবার মুম্বইয়ে বিশেষ এনআইএ আদালতে হাজিরা দিলেন বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুর। এদিন দুপুর ১টা নাগাদ ...

সৌম্যজিৎ সাহা  কলকাতা: ডাস্ট অ্যালার্জির কারণ হিসেবে সবার আগে উঠে আসে ধুলোবালির কথা। সামান্য ধুলো নাকে গেলেই কারও হাঁচি শুরু হয়ে যায়, আবার কারও সর্দি লেগে যায়। কিন্তু শুধু ধুলোবালির জন্যই কি এই অ্যালার্জি?  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কর্মযোগে বিলম্ব ঘটবে। বেসরকারি ক্ষেত্রে কর্মযোগ আছে। ব্যবসায় যোগ দেওয়া যেতে পারে। কোনও বন্ধুর ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় বিজ্ঞান দিবস
১৮২৭: আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়
১৮৪৪: বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষের জন্ম
১৮৮৩: ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়
১৯২৮: ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন-এর ‘রামন এফেক্ট’ আবিষ্কার
১৯৩৬: জওহরলাল-পত্নী কমলা নেহরুর মৃত্যু
১৯৪৪: সঙ্গীতকার রবীন্দ্র জৈনের জন্ম
১৯৪৮ - ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে
১৯৫১: ক্রিকেটার কারসন ঘাউড়ির জন্ম
১৯৬৩: ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্রপ্রসাদের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৮১ টাকা ৭২.৫১ টাকা
পাউন্ড ৯০.৯৬ টাকা ৯৪.২৩ টাকা
ইউরো ৭৬.৬৯ টাকা ৭৯.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৩,১৪০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪০,৯৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪১,৫৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৫ ফাল্গুন ১৪২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, (ফাল্গুন শুক্লপক্ষ) চতুর্থী। অশ্বিনী ৫৪/৫৮ রাত্রি ৪/৩। সূ উ ৬/৩/২৭, অ ৫/৩৫/১৯, অমৃতযোগ দিবা ৭/৩৭ মধ্যে পুনঃ ৮/২২ গতে ১০/৪২ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে পুনঃ ৪/১ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৩ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ৩/৩৫ গতে ৪/২৪ মধ্যে পুনঃ ৪/১ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৩ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ৩/৩৫ গতে ৪/২৪ মধ্যে বারবেলা ৮/৫৬ গতে ১১/৪৯ মধ্যে। কালরাত্রি ৮/৪২ গতে ১০/১৫ মধ্যে। 
১৪ ফাল্গুন ১৪২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, পঞ্চমী, অশ্বিনী ৪৮/১৯/৪৪ রাত্রি ১/২৬/১৫। সূ উ ৬/৬/২১, অ ৫/৩৪/৪০। অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/১৬ গতে ১০/৩৭ মধ্যে ও ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে ৪/৫ গতে ৫/৩৫ মধ্যে
এবং রাত্রি ৭/১৭ গতে ৮/৫৫ মধ্যে ও ৩/২৮ গতে ৪/১৭ মধ্যে। কালবেলা ১০/২৪/২৮ গতে ১১/৫০/৩০
মধ্যে। কালরাত্রি ৮/৪২/৩৫ গতে ১০/১৬/৩৩ মধ্যে। 
মোসলেম: ৩ রজব 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীদের কর্মযোগে বিলম্ব ঘটবে। বৃষ: গৃহে কোনও শুভ কাজ হবার ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
জাতীয় বিজ্ঞান দিবস১৮২৭: আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়১৮৪৪: বিখ্যাত ...বিশদ

07:03:20 PM

মধ্যাহ্নভোজে নবীন পট্টনায়কের বাড়িতে অমিত-মমতা-নীতিশরা 
ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক শেষে মধ্যাহ্নভোজে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের ...বিশদ

03:51:00 PM

১৫০২ পয়েন্ট পড়ল সেনসেক্স 

03:13:22 PM

দিল্লি হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ 

03:09:23 PM

১৪৫৩ পয়েন্ট পড়ল সেনসেক্স

03:04:02 PM