Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

ধূপগুড়ির দুর্ঘটনায়
বিয়েবাড়িতে কান্নার রোল 

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: মঙ্গলবার ছিল বৌভাতের অনুষ্ঠান। প্যান্ডেল, এলইডি আলোয় সাজিয়ে তোলা হয়েছিল গোটা বাড়ি। মৃদুস্বরে লাউড স্পিকারে বাজছিল সানাই। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই নিমন্ত্রিতরা দলে দলে আসতে থাকেন। পাতপেড়ে খেতেও বসে পড়েন অনেকে। কিন্তু রাত সাড়ে ৯টার পর মোবাইলে ‘অভিশপ্ত’ ফোনটা আসে। সেই ফোনেই মুহূর্তের মধ্যে বদলে যায় বিয়েবাড়ির পরিবেশ। দুর্ঘটনার খবর পাত্রীর বাড়িতেও যায়। দুই বাড়িতেই কান্নার রোল বিষণ্ণতার পরিবেশ তৈরি করে। শোকের আবহে নিষ্প্রভ হয়ে যায় এলইডির উজ্জ্বল আলো।
ধূপগুড়ির ময়নাতলিতে বউভাতের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময়ে জলঢাকা সেতু পেরতেই রাতে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে কনেযাত্রীর গাড়ি। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৪। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এখনও কয়েকজন।
বুধবার ধূপগুড়িতে পাত্রের বাড়িতে গিয়ে দেখা যায়, পড়ে রয়েছে রান্না করা হরেকরকমের খাবার। পাত্র-পাত্রী উভয় বাড়িতেই শ্মশানের নিস্তব্ধতা। যাঁরা আছেন, তাঁরাও নির্বাক। মহিলারা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। ২৪ ঘণ্টা আগেও যেখানে আনন্দে মেতে উঠেছিলেন আত্মীয়স্বজন পড়শীরা, সেখানে এখন শুধুই বিষণ্ণতা। এদিন কার্যত দুই পাড়ার কারও বাড়িতে চড়েনি হাঁড়ি। মোড়ে মোড়ে জটলা। সকলের মুখে একটাই কথা, ‘কী যে হয়ে গেল।’
সোমবার ময়নাগুড়ি রানিহাট মোড়ের জয়দেব রায়ের মেয়ে জয়ার বিয়ে হয় ধূপগুড়ির বিকাশ রায়ের সঙ্গে। বিকাশ পেশায় কৃষক। মঙ্গলবার ময়নাতলিতে ছিল নবদম্পতির বউভাতের অনুষ্ঠান। কনেপক্ষ রাতে তিনটি গাড়িতে করে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা হয়। জয়দেববাবুর আত্মীয়স্বজন সহ পাড়ার কয়েকজন ধূপগুড়ির উদ্দেশে রওনা হন সাড়ে ৮টার পর। অনুষ্ঠানবাড়ি পৌঁছনোর কয়েক কিমি আগে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে কনেযাত্রী বোঝাই তিনটি গাড়িই। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, গাড়ি তিনটি জলঢাকা সেতু পেরিয়ে একটি পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনার মুখে পড়ে। বোল্ডার বোঝাই একটি লরির সঙ্গে কনেপক্ষের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লরিটির একাংশ ডিভাইডারে উঠে যায়। দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ির পিছনেই বাকি দু’টি গাড়ি আসছিল। ডিভাইডারে উঠে বোল্ডার বোঝাই লরিটি উল্টে যায় বাকি দু’টি ছোট গাড়ির উপর। বোল্ডারের নীচে কমবেশি সকলেই চাপা পড়েন। শুনশান অন্ধকার রাস্তায় চাপা পড়ে থাকা কনেযাত্রীদের কান্নার আওয়াজে আশেপাশের লোকজন ছুটে আসেন। আটকে থাকা শিশু, বয়স্ক সহ বাকিদের উদ্ধার করতে গ্রামবাসীরা হাত লাগান। ৩১ নম্বর জাতীয় সড়কে এমন দুর্ঘটনার পর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অন্যান্য গাড়ির চালক, খালাসিরাও উদ্ধারকাজে শামিল হন। রাস্তায় ব্যাপক যানজট হয়। এতে ঘটনাস্থলে পৌঁছতেও পুলিস, দমকলের ইঞ্জিনের কিছুটা সময় লেগে যায়। বোল্ডার সরিয়ে আহত,মৃতদের বের করে আনতে পুলিসকে বুলডোজার নিয়ে আসতে হয়। স্থানীয়রা পুলিসের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে জখমদের তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সকলকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে প্রায় সবকিছুই শেষ।
পাত্রীর বাবা জয়দেববাবু বাকরুদ্ধ। তরতাজা ১৪টি প্রাণ ঝরে যাওয়ায় কিছু বলার মতো পরিস্থিতিতে ছিলেন না তিনি। পর্যটনমন্ত্রী গৌতম দেব শিলিগুড়ি থেকে এলে তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। শুধু একটি কথাই বারবার বলেন, সবকিছু শেষ হয়ে গেল। পাত্র বিকাশ বলেন, শ্বশুরবাড়ির লোকজন আমাদের বাড়িতে আসছিলেন। এমনটা যে হতে পারে, কল্পনাতেও কেউ ভাবতে পারিনি। যাঁরা খেতে বসেছিলেন, তাঁরাও না খেয়ে উঠে পড়েন। জয়াকে রাত থেকে সান্ত্বনা দিচ্ছি। জানি সান্ত্বনা দিয়ে কোনও লাভ নেই। জীবনের একটা স্মরণীয় দিনে আমাদের আঘাত করে গেল বিরাট এক দুঃখের ঘটনা। কোনওদিন ভুলতে পারব না।  নিজস্ব চিত্র 

ইংলিশবাজারে মিছিলে
হাঁটলেন চন্দ্রিমা 

বুধবার মালদহ জেলা মহিলা তৃণমূলের উদ্যোগে ইংলিশবাজার শহরে একটি মিছিলের আয়োজন করা হয়। রাজ্য মহিলা তৃণমূল সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ওই মিছিল অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে মালদহ টাউন হল থেকে মিছিলটি শুরু হয়। মালদহ কলেজ পর্যন্ত তা যায়। 
বিশদ

দুয়ারে সরকার: এলাকা
ভিত্তিক প্রচারের নির্দেশ ববির 

নিজস্ব প্রতিনিধি, মালদহ: দুয়ারে সরকার কর্মসূচিতে জমা পড়া অভিযোগের নিষ্পত্তি বা পাড়ায় সমাধান কর্মসূচিতে রূপায়িত প্রকল্পের ব্যাপারে মানুষকে আরও বেশি করে জানাতে হবে। প্রকল্পস্থলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনও করতে হবে।
বিশদ

শিলিগুড়ির সমস্যা নিয়ে
মমতাকে চিঠি অশোকের 

শিলিগুড়ি শহরের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন স্থানীয় বিধায়ক সিপিএমের অশোক ভট্টাচার্য। বুধবার তিনি শহরের রাস্তা, পানীয় জল, যানজট, পাট্টা ও স্টেডিয়াম সহ একগুচ্ছ সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।  
বিশদ

মৃতদের পরিবারের হাতে
চেক তুলে দিলেন অরূপ 

সংবাদদাতা, ময়নাগুড়ি: ধূপগুড়িতে দুর্ঘটনায় মৃত ও জখমদের পরিবারের সদস্যদের সঙ্গে বুধবার দেখা করলেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন তিনি ময়নাগুড়ির রানিরহাটে আসেন। মৃতদের পরিবারের সদস্যদের হাতে রা‌জ্য সরকারের তরফে দেওয়া আড়াই লক্ষ টাকা করে চেক তুলে দেন।  
বিশদ

ধূপগুড়ির দুর্ঘটনায় শিলিগুড়ির
সম্ভাবনাময় অ্যাথলিটের মৃত্যু  

ধূপগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল শিলিগুড়ির সম্ভাবনাময় অ্যাথলিট। মৃতের নাম কোয়েল বর্মন (১৪)। শহরের দুর্গানগর কলোনিতে কোয়েলদের বাড়ি। বুধবার রাতে বাড়িতে তার মৃতদেহ পৌঁছতেই কান্নায় রোল পড়ে যায় কলোনিতে। 
বিশদ

বহু চেষ্টা সত্ত্বেও জেলার সব বুথে
কমিটি বানাতে পারছে না সিপিএম 

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত রায়গঞ্জ কেন্দ্রের সাংসদ ছিলেন সিপিএমের মহম্মদ সেলিম। সেই উত্তর দিনাজপুর জেলাতেই এখন একাধিক বুথে কমিটি তৈরি করতে পারছে না সিপিএম। 
বিশদ

মদনমোহন মন্দিরের সামনে থেকে
বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হবে 

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কোচবিহারের মদনমোহন মন্দিরের সামনে থেকে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করবে বিজেপি। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচারের জন্য এখান থেকেই বিজেপির রথ রওনা দেবে।  
বিশদ

ইটাহারে ৩৬টি বোমা উদ্ধার 

সর্ষে ক্ষেত থেকে প্রচুর সংখ্যক বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বুধবার। জানা গিয়েছে, হাত বোমা ও সকেট বোম মিলিয়ে ৩৬টি বোমা উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, এদিন ইটাহার থানার একটি ইটভাটার পাশের সর্ষে খেত থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। 
বিশদ

অতিরিক্ত বোল্ডার নিয়ে ছুটছে ডাম্পার
ও লরি, প্রতি মুহূর্তেই দুর্ঘটনার আশঙ্কা  

সংবাদদাতা, ময়নাগুড়ি: বেআইনিভাবে অতিরিক্ত বোল্ডার বোঝাই করে প্রশাসনের নাকের ডগা দিয়ে ধূপগুড়ি শহরের উপর দিয়ে দিনে-রাতে ছুটছে লরি, ডাম্পার। মঙ্গলবার রাতের দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর পর প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে তাই প্রশ্ন উঠতে শুরু করেছে।  
বিশদ

কেন্দ্রীয় বাহিনী নিয়ে হুঙ্কার দিলীপের

এবারের ভোটে পুলিস প্রশাসনকে গাছের তলায় চেয়ার দেওয়া হবে। তারা সেখানে বসে খৈনি খাবে। এদিন ধূপগুড়িতে জনসভায় এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার ধূপগুড়ি ব্লকে ও ময়নাগুড়িতে জনসভায় অংশগ্রহণ করতে আসেন দিলীপ ঘোষ।  
বিশদ

তৈরির তিন বছরের মধ্যেই নাবালিকাদের
জন্য সরকারি হোমের ভগ্নদশা মালদহে 

কাজ শেষের তিন বছরের মধ্যে মালদহের সরকারি হোম বেহাল হয়ে পড়েছে। চারতলা ওই ভবনের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। দেওয়ালে গাছ গজিয়ে উঠেছে। বাথরুমের জল পাইপ ফেটে দেওয়াল বেয়ে নীচে নামছে। ফলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। 
বিশদ

পড়ুয়া-অধ্যাপকদের সোয়েটার, জ্যাকেটে
উষ্ণতার ছোঁয়া পাচ্ছেন মালদহের দুঃস্থরা 

প্রবল শীতে কাঁপছে মালদহ। মাঘের শীতে কার্যত কুঁকড়ে যাওয়া অসহায় সহনাগরিকদের পাশে দাঁড়াতে তাই অভিনব উদ্যোগ নিয়েছে মালদহ কলেজ। সোয়েটার ও গরম জামাকাপড়ের একটি ভাণ্ডার গড়ে তোলা হয়েছে কলেজ ক্যাম্পাসে। 
বিশদ

পরিষেবা ও পরিকাঠামো বাড়িয়ে ফের
চালু হতে চলেছে বালুরঘাটের মাতৃসদন 

সংবাদদাতা, পতিরাম: প্রায় বছর খানেক বন্ধ থাকার পর এবার পরিকাঠামো ও পরিষেবা বাড়িয়ে অবশেষে খুলছে বালুরঘাটের মাতৃসদন। আগামী ২৬ জানুয়ারি থেকে সেই মাতৃসদন থেকে পুনরায় শহরবাসী পরিষেবা পাবেন বলে বালুরঘাট পুরসভা সূত্রে জানা গিয়েছে।  
বিশদ

শিলিগুড়িতে ধৃত চার অস্ত্র কারবারি,
উদ্ধার ৭টি পিস্তল, ৯১ রাউন্ড গুলি 

বিধানসভা ভোটের মুখে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র সহ ধৃত চার কারবারি। বুধবার ভোরে মাটিগাড়া থানার পুলিস শিবমন্দির ও ফাঁসিদেওয়া এলাকা থেকে ওই কারবারিদের গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে সাতটি সেভেন এমএম পিস্তল, ১৪টি ম্যাগজিন এবং ৯১ রাউন্ড গুলি মিলেছে।  
বিশদ

Pages: 12345

একনজরে
দুর্গাপুজো থেকে রামনবমী, গত কয়েক বছরে বাঙালির বিভিন্ন উৎসবেও লেগেছে রাজনৈতিক রং। পুজো অথবা উৎসবে কোন দল কতটা আন্তরিক, তা নিয়ে দড়ি টানাটানি আকছার চোখে পড়ছে।   ...

৪০টি শ্রম আইনকে একত্রিত করে চারটি লেবার কোডে পরিণত করেছে কেন্দ্রীয় সরকার। ১ এপ্রিলের আগেই সারা দেশে কার্যকর করা হতে পারে সেই চার লেবার কোড। এমনটাই খবর শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে। ...

নিজেদের দাবি আদায়ে আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বিক্ষোভরত কৃষকরা। আগামী ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের আগেই একপ্রকার নজিরবিহীনভাবে দিল্লি-হরিয়ানা সীমানায় আয়োজন করা হতে পারে ‘কিষান সংসদ’। ...

সামনেই নেতাজি জয়ন্তী ও সাধারণতন্ত্র দিবস। হাতে সময় কম, বড়বাজারে জমে উঠেছে জাতীয় পতাকার বিক্রি। ব্যবসায়ীদের বক্তব্য, করোনা আবহ এখন অনেকটাই কেটে গিয়েছে, তাই আমাদের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

 বিদ্যার্থীরা পড়াশুনার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। অতিরিক্ত চিন্তার জন্য উচ্চ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০১ - টেলিফোনের উদ্ভাবক ইলিশা গ্রে-র মৃত্যু
১৯৪৫- স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর মৃত্যু
১৯৫০- ইংরেজ সাহিত্যিক জর্জ অরওয়েলের মৃত্যু
১৯৬৮- চারটি হাইড্রোজেন বোমা সহ গ্রিনল্যান্ডে ভেঙে পড়ল আমেরিকার বি-৫২ যুদ্ধবিমান
১৯৭২ - মনিপুর, মেঘালয় ও ত্রিপুরা ভারতের পূর্ণ রাজ্যে পরিণত হয়।
১৯৮৬- অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্ম 
২০০৮ - কালো সোমবার হিসেবে বিশ্বব্যাপী শেয়ার বাজারে প্রতিষ্ঠিত। এফটিএসই ১০০-এর সূচক একদিনে সবচেয়ে বড় পতন ঘটে। ইউরোপীয় স্টক এক্সচেঞ্জগুলো ১১ সেপ্টেম্বর, ২০০১ - এর পর সবচেয়ে খারাপ করে শেষ হয়। এশিয়ার শেয়ার মার্কেটগুলোর সূচক ১৪% কমে যায়।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.২৯ টাকা ৭৪.০০ টাকা
পাউন্ড ৯৮.১৩ টাকা ১০১.৫৭ টাকা
ইউরো ৮৭.২৫ টাকা ৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,০০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ মাঘ ১৪২৭, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, অষ্টমী ২৩/২০ দিবা ৩/৫১। অশ্বিনী নক্ষত্র ২৩/৪ দিবা ৩/৩৬। সূর্যোদয় ৬/২২/৪২, সূর্যাস্ত ৫/১৩/১০। অমৃতযোগ রাত্রি ১/৭ গতে ৩/৪৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ১০/৪৩ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/২৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪৮ গতে ১/২৭ মধ্যে। 
৭ মাঘ ১৪২৭, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, অষ্টমী দিবা ৩/৪৪। অশ্বিনী নক্ষত্র অপরাহ্ন ৪/২। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/১২। অমৃতযোগ রাত্রি ১/৭ গতে ৩/৪২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৪৬ মধ্যে ও ১০/৪৩ গতে ১২/৫৬ মধ্যে। কালবেলা ২/৩০ গতে ৫/১২ মধ্যে। কালরাত্রি ১১/৪৯ গতে ১/২৮ মধ্যে।
৭ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইএসএল-এ আজ মোহন বাগান ১ : ০ গোলে হারাল চেন্নাইয়ানকে 

09:30:58 PM

আইএসএল: মোহন বাগান ১ চেন্নাইয়ান ০ (৯০ মিনিট) 

09:24:48 PM

আইএসএল: মোহন বাগান ০ চেন্নাইয়ান ০ (প্রথমার্ধ)

08:24:23 PM

পুনের অগ্নিকাণ্ডে পাঁচজনের দেহ উদ্ধার
পুনের সিরাম ইনস্টিটিউটের অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে বলে ...বিশদ

06:12:59 PM

বর্ধমান ও আসানসোলে বিজেপি-র গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে
বর্ধমান শহর ও আসানসোলে একসঙ্গে দু’জায়গায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ...বিশদ

05:12:00 PM

পুনের সিরাম ইনস্টিটিউটে আগুন
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দেশের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা  পুনের সিরাম ...বিশদ

03:20:00 PM