Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

৪০ জন ঢাকি নিয়ে রাজবেশে মদনমোহনকে পুজো নিশীথের 

বিএনএ, কোচবিহার: রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার জবাব দিলেন কোচবিহারের সংসদ সদস্য বিজেপির নিশীথ প্রামাণিক। মঙ্গলবার দুপুরে রাজবেশে, ঢাক বাজিয়ে মদনমোহন মন্দিরে এসে, প্রাণের ঠাকুরকে সোনার বাঁশি দিয়ে পুজো দিলেন নিশীথ। তাঁর সঙ্গে বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতী রাভা রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বও উপস্থিত ছিলেন। মদনমোহনকে পুজো দেওয়ার পাশাপাশি রাসচক্রও ঘোরান নিশীথ।
সোমবার কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসব ও রাসমেলার উদ্বোধন হয়। কোচবিহার পুরসভা পরিচালিত রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক পাননি নিশীথ। কোচবিহারের সংসদ সদস্য রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক না পাওয়াতে বিষয়টি ঘিরে বির্তক দানা বেঁধেছিল। পাশাপাশি এই ঘটনায় বিজেপিও যথেষ্ট ক্ষুব্ধ হয়। এরই মাঝে মঙ্গলবার বিজেপির জেলা কার্যালয় থেকে ৪০ জন ঢাকি নিয়ে রীতিমত ঢাক বাজিয়ে শোভাযাত্রা করে মদনমোহন মন্দিরে এসে পুজো দেন নিশীথ।
কোচবিহারের সংসদ সদস্য হওয়া স্বত্ত্বেও কেন রাসমেলায় তাঁকে ডাকা হল না? এই প্রশ্নের জবাবে নিশীথ বলেন, কোচবিহারের রাজবংশের কুল দেবতা আমাদের প্রাণের ঠাকুর মদনমোহন। রাজ আমলের মতোই স্বর্ণ, রৌপ্য, ফল-মূল দিয়ে পুজো দেওয়া হয়েছে। রাসচক্র ঘুরিয়ে কোচবিহারবাসীর জন্য মঙ্গল কামনা করেছি। জেলার মানুষের জন্য মঙ্গল কামনা করাটাই প্রধান বিষয়। তাতে কে আমাকে আমন্ত্রণ জানালো বা না জানালো তাতে কিছু যায় আসে না।
রাসমেলায় আমন্ত্রণ না জানানো সংকীর্ণ রাজনীতির পরিচয় কিনা, তা জানতে চাওয়া হলে সংসদ সদস্য বলেন, কোচবিহার পুরসভার চেয়ারম্যান স্বীকার করে নিয়েছেন যে, তাঁর দলীয় নেতৃত্বের আদেশেই আমাকে আমন্ত্রণ জানাতে পারেননি। শিষ্টাচার তাঁদের না জানা থাকতে পারে, কিন্তু আমাদের জানা আছে। আগামী বছর নিশ্চয় আমরা তাঁদের আমন্ত্রণ জানাবো। মদনমোহন যাঁদের কুলদেবতা, অর্থাৎ যাঁরা রাজবংশী সম্প্রদায়ভুক্ত, এখানকার ভূমিপুত্র, আগামী বছর থেকে যাতে তাঁদের মাধ্যমেই মদনমোহনের পুজোর শুভারম্ভ হয়, সেই চেষ্টা আমরা করছি।
নিশীথকে কেন রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল না, এই প্রশ্নের উত্তরে সোমবার রাতেই কোচবিহার পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের ভূষণ সিং বলেছিলেন, আমরা কাকে আমন্ত্রণ জানাবো তা দলীয় সিদ্ধান্তের মাধ্যমে ঠিক হয়। আমি দলের বাইরে নই। দলেরই সিদ্ধান্ত যে বিজেপির সংসদ সদস্যকে এখানে আমন্ত্রণ জানানো হবে না। দলের এই বার্তা আমাকে মানতেই হয়েছে।
ভূষণবাবুর এই মন্তব্যকে ঘিরে অনেকেই প্রশ্ন তুলেছেন যে সংসদ সদস্য কোনও দলের হন না। তিনি তাঁর কেন্দ্রের সমস্ত মানুষেরই প্রতিনিধি। রাসমেলাও সমস্ত মানুষের মেলা। কোচবিহার পুরসভাও কোনও রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। তাহলে কেন এখানে দলের প্রশ্ন আসছে?
বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা রায় বলেন, এঁরা রাসমেলার মধ্যেও রাজনীতি টেনে আনলেন। দু’শো বছরের রাজ ঐতিহ্যকে কলঙ্কিত করা হয়েছে। মেলা মানে তো সব কিছুর উর্ধ্বে। পশ্চিমবঙ্গ, নিম্ন অসম, ভূটান, বাংলাদেশ থেকে বহু মানুষ এই মেলায় অংশ নেন। সংসদ সদস্য নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি এই কেন্দ্রের সমম্ত মানুষের সংসদ সদস্য। কিন্তু তাঁকে বিজেপির এমপি বলে তকমা দেওয়া হয়েছে। এটা কোচবিহারের মানুষকে আহত করেছে। আমরা এই বিষয়টিতে ক্ষুব্ধ।
এবারের লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছিল। বিজেপির নিশীথ প্রামাণিক বিপুল ভোটে জয় লাভ করেছিলেন। রাসমেলার অনুষ্ঠানে তিনি ডাক না পাওয়াতে বির্তক শুরু হয়েছিল। কিন্তু এদিন মাথায় পাগড়ি বেঁধে, জহর কোট গায়ে দিয়ে জাঁকজমকভাবে মদনমোহন মন্দিরে এসে পুজো দিয়ে তারই যেন জবাব দিলেন একদা তৃণমূলের এই তরুণ তুর্কি নেতা।
 

নোনা ইলিশ, খেজুরের গুড় থেকে ঢাকাই জামদানির পসরা সাজিয়ে হাজির বাংলাদেশের স্টল 

বিএনএ, কোচবিহার: কোচবিহার রাসমেলা মানের হরেক সামগ্রীর ভিড়। কিন্তু তার মধ্যে এবার নজর কাড়বে বাজার বাংলাদেশের স্টলগুলি। এখানে মিলবে ঐতিহ্যমন্ডিত ঢাকাই মসলিন থেকে শুরু করে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, নোনা ইলিশ, বাংলাদেশের ফরিদপুরের খেজুর গুড়। সব সময় হাতের কাছে এসব জিনিসের দেখা মেলে না।  
বিশদ

ফালাকাটায় স্টেডিয়ামের কাজ পরিদর্শনে মন্ত্রী 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার ফালাকাটার টাউন ক্লাব মাঠে আউটডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। খেলাধুলোর প্রসারে আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতেই প্রথম এই স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।
বিশদ

হাত বদলের সময়ই ২৫ কেজি সোনা সহ শিলিগুড়িতে গ্রেপ্তার হল দুই পাচারকারী 

বিএনএ, শিলিগুড়ি: শিলিগুড়িতে ফের পাচারের আগেই সোনা উদ্ধার হল। সোমবার রাতে শিলিগুড়ি শহর থেকে বেরনোর মুখে দার্জিলিং মোড়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের (ডিআরআই) অফিসাররা ১০১টি সোনার বিস্কুট উদ্ধার করেন। সব মিলিয়ে সাড়ে ২৫ কেজির বেশি ওজনের সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। 
বিশদ

ইংলিশবাজারে বোনফোঁটায় ব্যাপক সাড়া 

সংবাদদাতা, গাজোল: মঙ্গলবার সকালে, মালদহে চরম উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হল বোনফোঁটা। সম্প্রতি ইংলিশবাজার শহরের কয়েকজন মহিলা এই উৎসবের পরিকল্পনা করেন। ভাইদের মঙ্গলকামনায় বোনরা তাদের ফোঁটা দেয়। কিন্তু বোনেদের মঙ্গলকামনায় তাঁদের ফোঁটা দেওয়ার মতো কোনও অনুষ্ঠান নেই। 
বিশদ

খড়িবাড়িতে দুর্বল সেতুর উপর দিয়ে রাতে চলছে ভারী যানবাহন, ভেঙে পড়ার আশঙ্কা 

সংবাদদাতা, নকশালবাড়ি: একবছর আগে দুর্বল সেতুর তকমা ঝুলিয়ে দেওয়া হলেও অবাধে তার উপর দিয়েই চলছে মালবাহী ভারী যানবাহন। খড়িবাড়ি ব্লকের খড়িবাড়ি বাজারের কাছে প্রধান রাস্তাতেই খেচোখাচো নদীর উপর থাকা সেতুটি গ্রাম পঞ্চায়েত প্রশাসন দুর্বল চিহ্নিত করেছে। ওই সেতুটি যেকোনও দিন ভেঙে যেতে পারে। 
বিশদ

‘বান্ধবী’র সঙ্গে গোপন সাক্ষাৎ
ধরে ফেললেন স্ত্রী, তুলকালাম

বিএনএ, মালদহ: মঙ্গলবার দুপুরে ঘড়ির কাঁটা তখন সবে ১২ টার ঘর ছুঁয়েছে। সরকারি অফিস-কাছারি ছুটি থাকায় ইংলিশবাজার শহরের কেন্দ্রস্থল বলে পরিচিত নেতাজি মোড়ে অন্যান্য দিনের মতো ব্যস্ততা ছিল না। ওইসময় দ্রুত গতিতে একটি চারচাকার গাড়ি ওই মোড় দিয়ে যাচ্ছিল। হঠাৎ ফিল্মি কায়দায় গাড়িটির পথ আটকায় একটি বাইক।  
বিশদ

পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো ছেড়ে নেতাদের জনসংযোগ বাড়ানোর কথা বললেন বেচারাম 

সংবাদদাতা, বালুরঘাট: ভালো ভালো পাঞ্জাবি পরা আর ফেসবুক করা এখন তৃণমূল নেতাদের একমাত্র কাজ, এই সবের জন্য নেতাদের মানুষ দূরে সরিয়ে দিয়েছে, দ্রুত এই সব বাদ দিয়ে জনসংযোগ বাড়িয়ে দলের সংগঠনকে শক্তিশালী করুন। 
বিশদ

শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে পথে তৃণমূল 

বিএনএ, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভা এবং মহকুমা পরিষদের ভোট এগিয়ে আসতেই ওই দুই বোর্ডের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস আন্দোলনে শান দিতে শুরু করেছে। মঙ্গলবার পূর্বঘোষিত সূচী অনুযায়ী তৃণমূল শিলিগুড়ির হাসমিচকে সকাল ১১টা থেকে বেলা ৩টে পর্যন্ত প্রতিবাদ সভা করে।  
বিশদ

প্রসূতির চিকিৎসায় গাফিলতির অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: এক প্রসূতির চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল আলিপুরদুয়ার শহরের একটি নার্সিংহোমের বিরুদ্ধে। এই ঘটনায় প্রসূতির পরিবার ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে।
বিশদ

পাচারের নয়া কৌশলে ধন্দে গোয়েন্দারা  

বিএনএ, শিলিগুড়ি: সোনা পাচারকারীরা অভিনব পন্থায় পাচারকাজ শুরু করেছে। এই কাজে মা, ছেলেকেও কাজ লাগানো হচ্ছে। এসব করেও অবশ্য শেষরক্ষা হল না। সোমবার রাতে এমনই একটি নয়া ছক ভেস্তে দেয় কাস্টমসের নকশালবাড়ি প্রিভেনটিভ ইউনিট।  
বিশদ

মণ্ডল কমিটিগুলির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে বিজেপি’র অন্দরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে 

রবীন রায়, আলিপুরদুয়ার, সংবাদদাতা: দলের মণ্ডল কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে বিজেপি’র জেলা কমিটির একাংশ সদস্যের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বুথ ও মণ্ডল কমিটির সদস্যদের ন্যূনতম মতামত না নিয়ে জেলা থেকে মণ্ডল সভাপতিদের জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। 
বিশদ

বোল্লাকালীর প্রধান ভোগ চিনির বাতাসা, কদমা তৈরিতে ব্যস্ততা, তাঁবু টাঙিয়েছেন বাইরের বিক্রেতারা 

সংবাদদাতা, গঙ্গারামপুর: বোল্লাকালীর অন্যতম ভোগ চিনির বাতাসা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন মিষ্টি বিক্রেতারা। শুক্রবারই মায়ের পুজো। তাই নাওয়াখাওয়া ভুলে কয়েক কুইন্টাল চিনি জাল দিয়ে তৈরি হচ্ছে কদমা, বাতাসা। দূরদূরান্ত থেকেন বোল্লাকালীর পুজো দিতে আসেন ভক্তেরা।  
বিশদ

পরিদর্শনে আসতে পারে এমসিআই, রায়গঞ্জ মেডিক্যাল কলেজের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ 

বিএনএ, রায়গঞ্জ: যে কোনও দিন পরিদর্শনে আসতে পারে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার (এমসিআই) টিম। সে নিয়ে উদ্বিগ্ন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এমসিআই পরিদর্শনে এসে সবকিছু দেখে অসন্তোষ প্রকাশ করলে আগামী শিক্ষাবর্ষে রায়গঞ্জ মেডিক্যালে ছাত্রভর্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে সেটাই হাসপাতাল কর্তৃপক্ষকে ভাবাচ্ছে।  
বিশদ

৭ ঘণ্টা হেঁটে আদমা গ্রামে পৌঁছলেন আধিকারিকরা, অভিযোগ শুনলেন দোভাষীর সাহায্যে 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবার রাতে একসঙ্গে জেলা প্রশাসনের ছয়জন আধিকারিককে হাতের কাছে পেয়ে বক্সা পাহাড়ের আদমা গ্রামের ডুকপা জনজাতির মানুষ এলাকায় একটি কমিউনিটি হল তৈরির দাবি তুললেন। 
বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, কাটোয়া: দাঁইহাট রাস উৎসব উপলক্ষে মঙ্গল ও বুধবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ৭০০ পুলিস কর্মী মোতায়েন করা হল। গোটা শহরজুড়ে পর্যাপ্ত সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মঙ্গলবার থেকেই নো-এন্ট্রি চালু করা হয়েছে।  ...

সংবাদদাতা, বর্ধমান: সর্বভারতীয় স্কুল পর্যায়ের যোগাসন প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়ে জেলার মুখ উজ্জ্বল করল সর্বশ্রী মণ্ডল। রিদমিক যোগায় প্রথম হয়ে সে সোনার মুকুট পায়। এমাসের ৪ নভেম্বর সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ...

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত দু’দিনের বৃষ্টিতে হাওড়া শহরে ডেঙ্গু ও অজানা জ্বরের প্রকোপ ফের বেড়েছে। হাওড়া জেলা হাসপাতাল ও সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম এখন ...

অলকাভ নিয়োগী, বর্ধমান, বিএনএ: মুখে ‘শিল্প আমাদের ভবিষ্যৎ’ স্লোগান দিলেও বামফ্রন্ট সরকারের আমলেই বন্ধ হয়েছিল ‘বর্ধমান ডেয়ারি’। টানা ১০ বছর বন্ধ থাকার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ওই বর্ধমান ডেয়ারি থেকে মাদার ডেয়ারিতে রূপান্তরিত হয়ে চালু হয়েছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কোনও চুক্তিবদ্ধ কাজে যুক্ত হবার যোগ আছে। ব্যবসা শুরু করা যেতে পারে। বিবাহের যোগাযোগ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম
১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯১৮: শেষ হল প্রথম বিশ্বযুদ্ধ
১৯৩৬: অভিনেত্রী মালা সিনহার জন্ম

11th  November, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৭০ টাকা ৭২.৮৫ টাকা
পাউন্ড ৮৯.০৬ টাকা ৯৩.৩৬ টাকা
ইউরো ৭৬.৭৩ টাকা ৮০.৪৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
12th  November, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৫৩০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৫৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,১০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ কার্তিক ১৪২৬, ১৩ নভেম্বর ২০১৯, বুধবার, প্রতিপদ ৩৪/৩৬ রাত্রি ৭/৪২। কৃত্তিকা ৪০/২৩ রাত্রি ১০/১। সূ উ ৫/৫১/২৯, অ ৪/৫০/১৫, অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে পুনঃ ৭/১৯ গতে ৮/৩ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/২৭ মধ্যে। রাত্রি ৫/৪২ গতে ৬/৩৪ মধ্যে পুনঃ ৮/১৯ গতে ৩/১৫ মধ্যে, বারবেলা ৮/৩৫ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/২১ গতে ১২/৪৩ মধ্যে, কালরাত্রি ২/৩৬ গতে ৪/১৪ মধ্যে।
 ২৬ কার্তিক ১৪২৬, ১৩ নভেম্বর ২০১৯, বুধবার, প্রতিপদ ৩৪/২৪/৩৯ রাত্রি ৭/৩৮/৩৩। কৃত্তিকা ৪২/২৪/১১ রাত্রি ১০/৫০/২১, সূ উ ৫/৫২/৪১, অ ৪/৫০/৫২, অমৃতযোগ দিবা ৬/৪৭ মধ্যে ও ৭/৩০ গতে ৮/১২ মধ্যে ও ১০/২১ গতে ১২/২৯ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৬/৩৩ মধ্যে ও ৮/১৯ গতে ৩/২৪ মধ্যে, বারবেলা ১১/২১/৪৪ গতে ১২/৪৪/০ মধ্যে, কালবেলা ৮/৩৭/১৩ গতে ৯/৫৯/২৯ মধ্যে, কালরাত্রি ২/৩৭/১২ গতে ৪/১৪/৫৬ মধ্যে।
১৫ রবিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: বিবাহের যোগাযোগ হবে। বৃষ: কোনও বকেয়া অর্থ পাবার যোগ আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৭৮০- শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ রঞ্জিত সিংয়ের জন্ম১৮৫০- স্কটিশ সাহিত্যিক ...বিশদ

07:03:20 PM

বায়ুদূষণের জেরে আগামী ২ দিন দিল্লিতে স্কুল বন্ধ 

07:49:58 PM

খড়্গপুরে নাকা চেকিংয়ের সময় এক ব্যবসায়ীর থেকে উদ্ধার হল ১৮ লক্ষ টাকা 

04:01:42 PM

যুব মোর্চার পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা 
যুব মোর্চার কলকাতা পুরসভা অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা। চাঁদনি চকে ...বিশদ

03:26:39 PM

প্রধান বিচারপতির দপ্তরও আরটিআই-এর আওতায়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের 
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিস তথ্য জানার অধিকার (আরটিআই) আইনের ...বিশদ

03:21:00 PM